নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সামথিং ডিফারেন্ট.... অলওয়েজ

যদি কখনও সুযোগ পাই, সাত বাজারের চুড়ি এনে দেব, যত্ন করো!

অন্যরকম

মতৈক্য ও মতানৈক্যের মাঝেই আমাদের বসবাস.....

অন্যরকম › বিস্তারিত পোস্টঃ

জানালা

০৬ ই আগস্ট, ২০০৭ বিকাল ৫:৫২

রিডিং টেবিলের বাম পাশেই ছিল জানালা। জানালা দিয়ে দেখা যেত মসজিদ ও গুম্বজ, পুকুর-ঘাট, মসজিদের পাশের রাস্তা, গাছপালা...। আর দেখা যেত নীল আকাশ। আকাশে সাদামেঘ ঘুরে বেরাত, রৌদ্রের সাথে ছিনিমিনি খেলত। আমি তাকিয়ে থাকতাম, আর উদাস হয়ে কল্পনার নদীতে ডুব সাতার কাটতাম। আমার একমাত্র সম্পদ এই কল্পনা, ধীর-স্থির শান্ত নদী। যেখানে প্রায়ই আমি ডুব দিই।

জানালাই ছিল মূল প্রেরণাদাত্রী। একসময় এটা দখল হয়ে গেল। পাশে বিশাল বিল্ডিং দাড়িয়ে গেল। আমার আকাশ দেখা বন্ধ হয়ে গেল। পরে দো'তলায় শিফট করি, এখানে জানালা পেলাম, আকাশও পেয়ে গেলাম, কিন্ত্ু আকাশের সাথে মসজিদ ও গুম্বজ, পুকুর-ঘাট, মসজিদের পাশের রাস্তা, গাছপালার সেই কম্বিনিশন আর পেলাম না। কল্পনার নদীর গতিপথ পাল্টে গেল।

এখনও আকাশ দেখি জানালা দিয়ে। বাসে জানালার পাশে বসে আকাশের দিকে তাকিয়ে কল্পনার নদীতে হারিয়ে যাই। ঝাপসা হয়ে আসে মানুষের কোলাহল, ড্রাইভারের গালাগালি, জানালা দিয়ে ছেড়ে দে'য়া কারও বমির আওয়াজ......।

মন্তব্য ২২ টি রেটিং +৬/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০০৭ সন্ধ্যা ৬:১৬

প্রচেত্য বলেছেন: অনেক কমেন্ট পেয়েছি, কিন্তু এটাই প্রথম পোষ্ট, অভিনন্দন আপনাকে এবং স্বাগতমও বটে!

২| ০৬ ই আগস্ট, ২০০৭ সন্ধ্যা ৬:৩৬

অন্যরকম বলেছেন: ধন্যবাদ প্রচেত্য। অনেকদিন থেকেই ভাবছিলাম একটা পোস্ট দিব। কিন্তু গদ্য লেখার ত অভ্যেস নেই। এজন্য চিন্তায় পরে গেছিলাম। অবশেষে এটা পোস্ট করলাম (অনেক চিন্তার ফসল!!!)।

৩| ০৭ ই আগস্ট, ২০০৭ দুপুর ১:০০

উদাসী স্বপ্ন বলেছেন: @অনযু, এটা শুধু আপনার অবজারভেশন না, নগরজীবনের অনেক উদাসীর কথা। চোখে রঙ্গীন চশমা লাগালেই স্বপ্ন দেখা যায় না, তার জন্য সুন্দর মন থাকতে হয়, আর টাওয়ার বাওয়া মানুষের এত সুন্দর মন থাকে এইটাও জানতাম না। ৫ এই সুন্দর মনটাকে।

৪| ০৭ ই আগস্ট, ২০০৭ দুপুর ১:৫০

অন্যরকম বলেছেন: @উ:দা, শুধু ধন্যবাদই দিলাম। যে কমেন্ট করছেন তার প্রতিউত্তরে কি বলব বুঝতে পারছি না।

৫| ০৮ ই আগস্ট, ২০০৭ সন্ধ্যা ৭:৩৭

নবীন বলেছেন: সুন্দর পোষ্ট....

৬| ০৮ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৫:০২

শিলা বলেছেন: জানালাপ্রেমী, তোমাকে ৫।

৭| ০৮ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৫:১১

অন্যরকম বলেছেন: জানালা.... সেইসাথে এর অন্যান্য অনুসঙ্গ, প্রতিবেশ, পরিবেশ..... সব কিছু.... এসবপ্রেমী!

৮| ০৮ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৫:১৪

মানুষ বলেছেন: জানলা দিয়া টাংকি মারার অভ্যাসটা তুমার আর গেল না।

৯| ০৮ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৫:২০

অন্যরকম বলেছেন: আবালীয় কথা কও ক্যা? সবাইরে নিজের মত মনে হয়? এইটা একটা সিরিয়াস পোস্ট@মনু কিসিং জার।

১০| ০৮ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৫:২৬

মানুষ বলেছেন: আমার মতো হইতে পারলেতো কথায় ছিল না। এত গাজর খাইয়াও তুমার বুদ্ধি খুলল না।

১১| ০৮ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:০৯

রাশেদ বলেছেন: হুমম...ভালো লেখছো।

১২| ০৮ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:৩২

অন্যরকম বলেছেন: ঘটনা কি রাশু...... এত পুরান াপোস্ট ঘাঁটাঘাঁটি কর ক্যা?

১৩| ০৫ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:১০

ভাঙ্গন বলেছেন: অন্যরকম সংযোজিত!

০৬ ই জুলাই, ২০০৯ রাত ১:৩৬

অন্যরকম বলেছেন: ধইন্যা! :)

১৪| ১৬ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৪৪

ডেলফ বলেছেন: ছোট্ট তাই সুন্দর :)

১৭ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৫৪

অন্যরকম বলেছেন: ধইন্যা :)

১৫| ২১ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৪৮

হেমায়েতপুরী বলেছেন: ব্লগে স্বাগতম। শুভ ব্লগিং।

২১ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৫১

অন্যরকম বলেছেন: খেক খেক খেক... ২বছর পন....! :)

১৬| ০৪ ঠা নভেম্বর, ২০০৯ সকাল ১০:০৪

মীনোক্ষভাকুলকূবলয় বলেছেন: নতুন ব্লগার হিসেবে অন্যদের ব্লগ ঘুরে বেড়িয়ে দেখছি অন্যরা প্রথম পোষ্ট টা কোন লেখা দিয়ে শুরু করেছিলো। ভালো লাগলো।

০৪ ঠা নভেম্বর, ২০০৯ সকাল ১০:২১

অন্যরকম বলেছেন: আপনার নামের উচ্চারণটা অনেক সময় নিয়ে চেষ্টা করেও করতে পারলাম না! :(
আপনি কোন কায়দায় এটা উচ্চারণ করেন যদি একটু শিখায় দিতেন... তাহলে উপকৃত হতাম! :)

১৭| ০৫ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:২৪

জনৈক আরাফাত বলেছেন: "মাছের তাড়নে পদ্ম কাপিতেছে" এর মত আমিও সব্বার পরথম ব্লগ ঢু মারি।

বিটিডব্লিউ, ওয়েলকাম টু দ্য ব্লগ। সিলাকান্থ! খেকয!

০৫ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:২৭

অন্যরকম বলেছেন: ধইন্যা! :)

বিটিডব্লিউ, টেন্কু! খেকজ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.