![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ স্বপ্ন দেখে,জীবনকে গড়ে তোলতে চায় নিজের মতন করে।ঠিক এমন কিছু স্বপ্ন নিয়েই শুরু করছিলাম জীবনটা।কিন্ত ওই যে স্বপ্ন আর সাধ্যের মধ্যে যে ফারাক তা কমাতে পারি নি।বন্ধু-বৎসল আমি এখনো নিজের মনের মতো বন্ধু পাই নি।আবেগকে দমাতে পারি না, তাই কারো স্বার্থপরতা আমার কাছে অসহ্য লাগে!!তাই যখনি অনেক কষ্ট পাই,নিয়ে বসি নিজের লিখার খাতাটা।মনের সবটুকু দুঃখ উজার করে দেই তাতে।খুব মন খারাপ হলে কখনোই কাওকে পাই না,তাই হাটতে থাকি একা একা প্রিয় হলের ব্যালকনিতে।নিজের দেশ এর জন্য কিছু করার স্পৃহা আছে সবসময়।অলস সময়গুলো কাটে গান শুনে অথবা সিনেমা দেখে।আর জীবনের লক্ষ্য ,
অনেক দিন ধরেই এই গানটির খোঁজ করছিলাম। কোনো একটি অনুষ্ঠানে গানটির অংশবিশেষ শোনে বিমোহিত হয়ে গিয়েছিলাম।অসম্ভব সুন্দর কথা আর সুর গানটিকে আরো প্রাণবন্ত করে তোলেছে।আমার জীবনে শোনা যত গান আছে তার মধ্যে নিঃসন্দেহে এটি অন্যতম। আপনারা যারা এখনো গানটি শোনেনি তারা অবশ্যই শোনার চেষ্টা করবেন।আর গানের কথাগুলি এখানে দিয়ে দিলাম।
“দেখেছো কি তাকে”
a bangla song of Subhamita Benarjee
দেখেছো কি তাকে
ওই নীল নদীর ধারে,
তার কি জানো কি না
জলে ভেজা মাঠে
আকাশে হাত বাড়ায়.
মেঘের আড়ালে ভেসে থাকা
সেই রংধনুকে চায়….
ঝরা পাতা ঊড়ে তাকে
ছোঁয়ে বলে যা যা রে,
এখানে বড়ই ফিকে সব তুই যা যা যা…
তাই সে যায় ছোটে বেড়ায় ধূসর প্রান্তরে,
মেঘের গায়ে হাত বুলায় রংধনুকে চায় ।
দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে।।
আনমনা মেঘ দূরে যায় কেন কে জানে?
কিছুতেই তার কাছে দেয় না না না….
তবু তার মেঘে উড়ার অন্তহীন টানে,
ভিজে হাওয়ায় পাখিরা গায় রংধনুকে চায়।
জানি একদিন মেঘের ঠিকানা সে পাবে
বলবে পাখিরা ওরে মেঘ তুই গা গা গা…
তোর কাছেই আসবে গান তোর কাছেই যাবে,
যারা হারায় রূপকথায় রংধনুকে চায়
দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে।
২২ শে জানুয়ারি, ২০১১ রাত ১০:৪০
অনবদ্য অনিন্দ্য বলেছেন: ভাই,লংক কিভাবে দেয় আমি জানি না।একটু বলে দিবেন।
২| ২২ শে জানুয়ারি, ২০১১ রাত ১০:৩৯
না বলা কথা বলেছেন: Subhamita Benarjee দারুন গান।
মন্ট্রিয়লে লাইভ শুনেছিলাম। অপূর্ব।
২২ শে জানুয়ারি, ২০১১ রাত ১০:৪৬
অনবদ্য অনিন্দ্য বলেছেন: ঠিক বলেছেন। অপূর্ব- এছাড়া আর কোনো বিশেষণে একে বিশেষায়িত করা জায় না।
৩| ২২ শে জানুয়ারি, ২০১১ রাত ১০:৪০
না বলা কথা বলেছেন:
২২ শে জানুয়ারি, ২০১১ রাত ১০:৪৩
অনবদ্য অনিন্দ্য বলেছেন: ধন্যবাদ না বলা কথা ভিডিওটি দিয়ে দেওয়ার জন্য।ভালো থাকবেন।
৪| ২২ শে জানুয়ারি, ২০১১ রাত ১০:৪১
শুকনা মরিচ বলেছেন: গানটা আমারও খুব ভালো লাগে
২২ শে জানুয়ারি, ২০১১ রাত ১০:৪৪
অনবদ্য অনিন্দ্য বলেছেন: সত্যি কথা বলতে আমি গানটার প্রেমে পড়ে গেছি!! সারাদিন শুধু এই গানটাই শুনি।
৫| ২২ শে জানুয়ারি, ২০১১ রাত ১০:৪৮
ফাইরুজ বলেছেন: Khub valo laga ekta gaan+++
২২ শে জানুয়ারি, ২০১১ রাত ১০:৫২
অনবদ্য অনিন্দ্য বলেছেন: ফাইরুজ বলেছেন: Khub valo laga ekta gaan
আমিও আপনার সাথে ১০০% একমত পোষণ করছি।
৬| ২২ শে জানুয়ারি, ২০১১ রাত ১০:৫১
মিহির লাল সিংহ বলেছেন: Darun ekta gaan. Mone koriye deyar jonno dhonnobad. "না বলা কথা" ke link diye deyar jonno onek dhonnobad...
২২ শে জানুয়ারি, ২০১১ রাত ১০:৫৫
অনবদ্য অনিন্দ্য বলেছেন: আপ্নাকেও অনেক ধন্যবাদ।আর অবশই "না বলা কথা'কে ধন্যবাদ।কিন্তু কেউ বলবেন প্লিজ লিংকটা কিভাবে দিতে হয়?
৭| ২২ শে জানুয়ারি, ২০১১ রাত ১০:৫১
জুনায়েদ ফারুকী জিওনবেস্ট বলেছেন: লিংকু দেন
২২ শে জানুয়ারি, ২০১১ রাত ১০:৫৬
অনবদ্য অনিন্দ্য বলেছেন: 'না বলা কথা'র মন্তব্যটি একটু কষ্ট করে দেখুন।ধন্যবাদ।
৮| ২২ শে জানুয়ারি, ২০১১ রাত ১০:৫১
প্রজন্ম একুশ বলেছেন: গানের তৃতীয় লাইনটা কি আবার চেক করবেন?
সম্ভবতঃ "বৃষ্টি পায়ে পায়ে/ তার কি যেন কি নাই" হবে।
২২ শে জানুয়ারি, ২০১১ রাত ১১:০১
অনবদ্য অনিন্দ্য বলেছেন: ও ,ধন্যবাদ ভাইয়া আমার ভুলটি ধরিয়ে দেওয়ার জন্য।আসলে প্রথম প্যারার এই অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখিত।আমার আরেকবার চেক করা উচিত ছিল।ভালো থাকবেন।
৯| ২২ শে জানুয়ারি, ২০১১ রাত ১১:০৩
জিনিয়া_ইসলাম বলেছেন: লিংক নাই,
২২ শে জানুয়ারি, ২০১১ রাত ১১:০৯
অনবদ্য অনিন্দ্য বলেছেন: দিয়েছি, আপনি চেক করতে পারেন।
http://www.youtube.com/watch?v=07hkngAzz0E
এই লিংকে।ভালো থাকবেন
১০| ২২ শে জানুয়ারি, ২০১১ রাত ১১:০৬
অনবদ্য অনিন্দ্য বলেছেন: দয়া করে কেউ আমাকে বলবেন লিংকটা কিভাবে দিতে হয়??
http://www.youtube.com/watch?v=07hkngAzz0E
১১| ২২ শে জানুয়ারি, ২০১১ রাত ১১:০৮
মিহির লাল সিংহ বলেছেন: Lekhar somoy upore dekhben koyekta button ache jar upore pointer rakhle ektate dekhabe"You tube video songjukto korun". Sekhane click kore youtube link bosiye debes. bes hoye gelo.
২২ শে জানুয়ারি, ২০১১ রাত ১১:১২
অনবদ্য অনিন্দ্য বলেছেন: ধন্যবাদ, মিহির লাল সিংহ। ভালো থাকবেন
১২| ২২ শে জানুয়ারি, ২০১১ রাত ১১:১১
না বলা কথা বলেছেন: [yt |07hkngAzz0E]
t থেকে | পর্যন্ত স্পেসটুকু মুছে দিবেন।
২২ শে জানুয়ারি, ২০১১ রাত ১১:২১
অনবদ্য অনিন্দ্য বলেছেন: ধন্যবাদ।
১৩| ২২ শে জানুয়ারি, ২০১১ রাত ১১:২৭
ইশতিয়াক আহমেদ বলেছেন: কঠিন ও জটিল গান
২২ শে জানুয়ারি, ২০১১ রাত ১১:৩৪
অনবদ্য অনিন্দ্য বলেছেন: কিন্ত গানের কথাগুলো অসাধারণ।মনে হয় যেন আমাদের নিজেদের জন্য,নিজেদের কথাগুলোকে এখানে গুছিয়ে বলা হয়েছে।
১৪| ২৩ শে জানুয়ারি, ২০১১ রাত ১২:১৫
শোভন এক্স বলেছেন: রুক্ষ-কর্কশ এই পৃথিবীতে হৃদয়ে খানিক কোমলতার স্পর্শ এনে দেয় এই ধরনের গানগুলো। খুব ভালো লাগে। শেয়ার করার জন্য ধন্যবাদ।
২৩ শে জানুয়ারি, ২০১১ রাত ১২:২৩
অনবদ্য অনিন্দ্য বলেছেন: শোভন এক্স বলেছেন: রুক্ষ-কর্কশ এই পৃথিবীতে হৃদয়ে খানিক কোমলতার স্পর্শ এনে দেয় এই ধরনের গানগুলো।
সুন্দর একটি কথা বল্ললেন।অনেক ধন্যবাদ আপ্নাকে।ভালো থাকবেন।
১৫| ২৩ শে জানুয়ারি, ২০১১ ভোর ৫:২৯
নাআমি বলেছেন: আমার খুব প্রিয় গান এবং শিল্পী।
২৩ শে জানুয়ারি, ২০১১ রাত ১০:৫২
অনবদ্য অনিন্দ্য বলেছেন: হুম,আমারো!!
১৬| ২৩ শে জানুয়ারি, ২০১১ রাত ১০:৩১
শিপু ভাই বলেছেন: শুনি নাই
২৩ শে জানুয়ারি, ২০১১ রাত ১০:৫৪
অনবদ্য অনিন্দ্য বলেছেন: শিপু ভাই,এখনো শোনেন নাই!! প্লিজ এক্ষণি শোনেন।নাহলে সত্যি একটা ভালো গান শোনা মিস করবেন!!!!
১৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:৫৯
রেজওয়ান তানিম বলেছেন: ganta besh sundor, ami apnar wall e aji prothom elam, ashben amar ghore
Click This Link
০৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৩:২০
অনবদ্য অনিন্দ্য বলেছেন: অবশ্যই তানিম ভাই। আর ধন্যবাদ আপনাকে আমার ওয়ালে আসার জন্য।
©somewhere in net ltd.
১|
২২ শে জানুয়ারি, ২০১১ রাত ১০:৩৮
পেঁচালি বলেছেন: গানের লিংক কই???