![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ স্বপ্ন দেখে,জীবনকে গড়ে তোলতে চায় নিজের মতন করে।ঠিক এমন কিছু স্বপ্ন নিয়েই শুরু করছিলাম জীবনটা।কিন্ত ওই যে স্বপ্ন আর সাধ্যের মধ্যে যে ফারাক তা কমাতে পারি নি।বন্ধু-বৎসল আমি এখনো নিজের মনের মতো বন্ধু পাই নি।আবেগকে দমাতে পারি না, তাই কারো স্বার্থপরতা আমার কাছে অসহ্য লাগে!!তাই যখনি অনেক কষ্ট পাই,নিয়ে বসি নিজের লিখার খাতাটা।মনের সবটুকু দুঃখ উজার করে দেই তাতে।খুব মন খারাপ হলে কখনোই কাওকে পাই না,তাই হাটতে থাকি একা একা প্রিয় হলের ব্যালকনিতে।নিজের দেশ এর জন্য কিছু করার স্পৃহা আছে সবসময়।অলস সময়গুলো কাটে গান শুনে অথবা সিনেমা দেখে।আর জীবনের লক্ষ্য ,
ফেসবুক একটি নামের মধ্যেই আমরা যেখানে পাই অনেকের সংস্পর্শ । কিন্তু ইদানিং এখানে এমন কিছু স্পাম ছড়াচ্ছে যে নিজেদের মান-সম্মান নিয়ে টানাটানির অবস্থা !! গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে এখানে কিছু পর্ণো ছবির ভিডিও ছড়াচ্ছে । আমার দেখা এমন তিনটি লিংকের একটি হচ্ছে একটি ক্ষত-বিক্ষত লাশের ছবি বাকি দুটো হচ্ছে পর্ণ ছবি ।
আমরা অনেকে হয়তোবা জানি না যে আসলে কখন যে এগুলো আমাদের প্রোফাইল থেকে ছড়ায় । আমি কিছুক্ষণ আগে ফেসবুকে ঢুকে দেখি আমার এক বন্ধু আমাকে ফেসবুকে মেসেজ লিখে পাঠিয়েছে আমার প্রোফাইল থেকে নাকি এসব পোষ্ট হচ্ছে । কিন্তু আমি ঘুণাক্ষরেও এই লিংকে ক্লিক করিনি তাহলে এটা কিভাবে হলো কেন হলো সেটা আমার কাছে এখনো স্পষ্ট নয় !! তাই সবাইকে অনুরোধ আপনাদের সাথেও হতে পারে এমন বিব্রতকর ঘটনা । তাই আগেভাগেই সতর্ক থাকুন ।
এক বড়ভাই আমাকে লিখেছেন তিনি নাকি আমার কাছে এমন কিছু আশা করেন নি !! আরে ভাই , আমি নিজেই তো আমার কাছে এমন কিছু আশা করি নাই আপনি কিভাবে করবেন ??! মেজাজটা এতো খারাপ হয়েছিল যে আমি না পেরে পুরো ফেন্ড লিস্টের সবার ওয়াল চেক করেছি !! বুঝেন তাহলে অবস্থা !!
আমার নিজের ফেন্ডলিস্টে আছেন আমার বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক , কিছু সহ-ব্লগার , আরো অনেক ছোট ভাই-বোন , পরিবারের সদস্য । উনাদের সামনে যদি আপনারাও এমন কোন ঘটনার সম্মুখীন হোন তাহলে ব্যাপারটা ভাবেন ?? কেমন লাগে??
যেভাবে বাঁচা যেতে পারে ??
যদিও অনেকেই বলে এসব লিংকে ক্লিক না করলেই হয় তারপরেও আমার মনে হয় ব্যাপারটা আপনার অগোচরেই হচ্ছে !! কারণ আমি ব্যক্তিগতভাবে একবারও ওই লিংকে যাই নি । এসব লিংক এ ক্লিক করলে আপনার ফেসবুক একাউন্টটি হেক হয়ে যাওয়ার তীব্র সম্ভাবনা আছে । কারণ ওইসব লিংকে ক্লিক করলে সেখানে নাকি পাসওয়ার্ড চায় যা আপনার ফেসবুকের পাসওয়ার্ড , তাই ভুলেও এসব লিংকে যাবেন না ।
বাঁচার জন্য বলবো এখানে প্রতিকারের কোন মাধ্যম আমার জানা নেই । তাই " প্রতিরোধের চেয়ে প্রতিকার উত্তম " ভেবে আপনার বন্ধু-মহলে জানিয়ে রাখুন এমন কিছু আপনার প্রোফাইল থেকে হলে উনারা যেনো আপনাকে জানায় । আপনিও উনাদের এভাবেই সাহায্য করুন ।
আর কারো যদি তারপরেও ভুল-বোঝাবুঝি হয় তাহলে আপনার সেই বন্ধুকে সোজা ফেসবুক থেকে কিক-আউট করে দেন কারণ এটা সবার প্রোফাইল থেকেই হচ্ছে যারা নিয়মিত ফেসবুক ব্যবহার করেন । হয়তোবা তাদের প্রোফাইল থেকেও যেকোন সময় এই জিনিস ছড়াতে পারে ।
অনেক সময় চ্যাট বক্সে কিছু লিংক আসে কিন্তু আপনার যেই বন্ধুর নামে তা আসল সে হয়তো তখন ফেসবুকেই নেই । তাই আগে দেখুন আপনার বন্ধু আমাকে সম্বোধন করে কি না ?? তারপরে তাঁর লিংকে যান । কারণ এভাবেও ভাইরাস ছড়ায় বলে শুনেছি ।
পরিশেষে নিজের মান-সম্মান বাঁচানোর জন্য ভাবছি ফেসবুক ডি-এক্টিভেট করে দিবো । তাঁর আগে কারো কাছে অন্য কোন রকমের সমাধান থাকলে আমাকে জানান প্লিজ । ভালো থাকবেন সবাই ।
১৩ ই ডিসেম্বর, ২০১১ রাত ৯:২৪
অনবদ্য অনিন্দ্য বলেছেন: সবার সাথেই ব্যাপারটা আসলে এমন হচ্ছে ! অনেকেই ভুল বুঝছেন আবার অনেকে ব্যাপারটার সাথে নিজেদের মানিয়ে নিয়েছেন । এমন সমস্যা হলে সবচেয়ে ভালো সমাধান হলো সরাসরি তাদের সাথে কথা বলা , না হলে নিজেদের মধ্যে আরো ভুল-বুঝাবুঝি হবে । অনেক সময় ক্লিক না করলেও হয় ব্যাপারটা ।
আপনাকেও ধন্যবাদ পড়ার জন্য ।
২| ১৩ ই ডিসেম্বর, ২০১১ রাত ৯:২৩
আজিজুল হাকিম শাওন বলেছেন: আমি ইতিমধ্যে ডিএক্টিভেট করে দিসি। ভাবছি ফেবু ই আর ইউস করবনা। ফেবু এর নিরাপত্তা ত্রুটির জন্য আমার সম্মান কেন নস্ট হবে। আমি তো কিছু করিনি।লিঙ্কে ক্লিক করার পর বলল আমার ফ্লাস প্লেয়ার প্লাগিন মিসিং। ইন্সটলের জন্য ক্লিক করলাম,তারপরই দ্যাখই ওয়ালে কিছু অস্লিল স্প্যামের ছড়াছড়ি। আর এটা অটোমেটিক আমার ফ্রেন্ডলিস্টের সবার কাছে স্প্যাম দিচ্ছে আমি নাকি ওটা শেয়ার করেছি সবার ওয়ালে। ফেবু মুর্দাবাদ।
১৩ ই ডিসেম্বর, ২০১১ রাত ৯:২৮
অনবদ্য অনিন্দ্য বলেছেন: আপনি লিংকে ক্লিক করলেন কেনো ?? আপনার কাছে কি ওরা পাসওয়ার্ড
চেয়েছে ??? যদি আপনি পাস-ওয়ার্ড দিয়ে থাকেন তাহলে আপনার একাউণ্ট হেক হয়ে যেতে পারে । আমার একাউন্ট আমি ডি-এক্টিভেট করে দিয়েছি ।
আপনি এক কাজ করুন , আপনার একাউণ্টের পাসয়ার্ড বদলে ফেলুন তারপর এই সমস্যা হলে ডি-এক্টিভেট করে দিন আবার । ফেসবুক ব্যবহার করে আসলেই নিজের মান-সম্মান আর রাখা গেলো না
৩| ১৩ ই ডিসেম্বর, ২০১১ রাত ৯:২৬
হাসান মাহবুব বলেছেন: কয়েকদিন ধৈরা খুব ঝামেলা কর্তাসে জিনিসগুলা। আমার টাইমলাইনে তো আসেই আমারটা থিকা কারোটাতেও গেসে কী না কে জানে!
১৩ ই ডিসেম্বর, ২০১১ রাত ৯:২৯
অনবদ্য অনিন্দ্য বলেছেন: গেলেও বুঝা যায় না কারণ আপনি তো আর বারবার বন্ধুদের প্রোফাইলে ঢুকেন না । অনেক সময় পরিচিত কেউ হলে আপনাকে হয়তো বলবে কিন্তু অনেকেই ভুল বুঝে । তাই এইসব অজানা লিংক থেকে সাবধান থাকবেন ।
৪| ১৩ ই ডিসেম্বর, ২০১১ রাত ৯:৪০
হানী বলেছেন: কয়েকদিন আগে আমার ইয়াহু একাউন্টে কি একটা সমস্যা হয়েছিল....কন্টাক্ট লিস্টের সবার কাছে অটোম্যাটিক মেইল যাচ্ছিল ! পরে ঝামেলা এড়াতে কন্টাক্ট লিস্টের সবাইকে ডিলিট করে দিয়েছি!
১৪ ই ডিসেম্বর, ২০১১ রাত ১:৩৪
অনবদ্য অনিন্দ্য বলেছেন: আমি কেনো জানি আমার ইয়াহু মেইল চেক করতে পারছি না কয়েকদিন ধরে । তাহলে কি ওইটার সাথে এটার কোন সম্পর্ক আছে ?? ধুর , ফেসবুক ব্যবহার করে তো দেখি আরো বিপদ দেখি !!!
৫| ১৩ ই ডিসেম্বর, ২০১১ রাত ৯:৫৭
ধূসর পৃথিবী বলেছেন: আমার একবন্ধুর ফেসবুক স্ট্যাসাস:
::
বাচ্চারা, নেংটুপুটু আপুমনিদের দেখতে চাইলে মনের কথা লিখে গুগলিং করো, তবুও ফেসবুকের কোনো উলু-লু-লু-লু লিঙ্কে ক্লিক করোনা। কারণ, তোমরা যা গোপনে দেখো, সেটা আবার তোমার সব বন্ধুদের দেয়ালে চেগায়া ঝুলতে থাকে!!! ::
১৪ ই ডিসেম্বর, ২০১১ রাত ১:৩৬
অনবদ্য অনিন্দ্য বলেছেন: খুবই ভালো স্ট্যাটাস দিয়েছেন উনি !! আরে এটা যে এতো যন্ত্রনার হবে তা কে জানে ?? আর ওই লিংকে অনেকে ক্লিক না করেও ধরা খেয়েছে । আমি ফেসবুক না পেরে ডি-এক্টিভেট করে দিছি !!!
৬| ১৩ ই ডিসেম্বর, ২০১১ রাত ১১:৫৭
আজিজুল হাকিম শাওন বলেছেন: আপনি লিংকে ক্লিক করলেন কেনো ?? আপনার কাছে কি ওরা পাসওয়ার্ড
চেয়েছে ???
আমি লিঙ্কে ক্লিক করি কারন আমার ক্ষেত্রে একটা ফানি সত্যি ভিডিও ছিল।একটা লাইভ টিভি শ এর লিঙ্ক। আর সেটা আমার এক ক্লোজ ফ্রেন্ড তার ওয়ালে শেয়ার করে। ও বরাবরই এমন ধরনের মজার মজার ভিডিও শেয়ার করে।আর আমি ভিডিও টি চালাতে গেলে আমাকে ফ্লাশ প্লেইয়ার ইন্সটল করতে বলে, যদিও আমার ইন্সটল করা আছে, তাও ফ্লাস প্লেয়ার প্লাগিনটি ইন্সটল করি, ভেবেছিলাম কোন আপডেট ভার্সন হবে হয়তো। ব্যাস, এতোটুকুই। আমার পুরা প্রোফাইল আর আম্র ফ্রেন্ডদের প্রোফাইলে আমার নামে আজেবাজে লিঙ্ক শেয়ার শুরু হয়ে গেছে। আমার কাছে কোন পাসোয়ার্ড চায় নি। শুধু ফ্লাস প্লেয়ার প্লাগিন আপডেট করতে বলেছে। মজার ব্যাপার ফ্লাশ প্লেয়ার আপডটের ক্ষেত্রে মজিলায় যেমন এড-অন ইন্সটলের সময় এলাও নোটিফিকেশন আসে, আমার ও ঠিক তেমন নোটিফিকেশন এসেছে।আমি এলাও বাটনে ক্লিক করা মাত্রই স্পামিং শুরু।
১৪ ই ডিসেম্বর, ২০১১ রাত ১:৪১
অনবদ্য অনিন্দ্য বলেছেন: হায় হায় তাহলে তো আপনি পুরোই পরিস্থিতির শিকার হয়ে গেছেন !! আপনার ফেসবুকের পাস-ওয়ার্ড বদলে ফেলুন তাড়াতাড়ি । আমি আমার একাউন্ট তো ডি-এক্টিভেট করে দিলাম এই যন্ত্রণা থেকে রেহায় পেতে । আর আপনার কথা থেকে বুঝলাম যে এটা আসলেই অনেক সু-শৃংখল পদ্ধতিতে করা হয়েছে যাতে কেউ ধরতে না পারে । আপনি যেই লিংকটার কথা বলছেন আমারও ওইটা নিয়েই সমস্যা !! এটাই বেশি ছড়াচ্ছে । কি যে করা উচিত বুঝতেছি না । কেউ কি কোন সমাধান জানে ???
৭| ১৪ ই ডিসেম্বর, ২০১১ রাত ১:৪৭
এস.কে.ফয়সাল আলম বলেছেন: দেয়াল অফ কইরা রাখছি....
আমি এখন পর্যন্ত এইরকম সমস্যায় পড়িনাই।
আমার ঐ টাইপের কৌতুহল খুবই কম
১৪ ই ডিসেম্বর, ২০১১ রাত ২:১৬
অনবদ্য অনিন্দ্য বলেছেন: আরে আপনি অফ করলে না হয় আপনার দেয়ালে আসলো না কিন্তু অন্যদের দেয়ালে তো ঠিকই আপনার নামে যেতে পারে তখন কি করবেন ?? আমার তো এই সমস্যা হয়েছে ।
অনেকদিন পরে পেলাম আপনাকে । ভালো আছেন তো ??
©somewhere in net ltd.
১|
১৩ ই ডিসেম্বর, ২০১১ রাত ৯:২১
জিয়াউল ২০১১ বলেছেন: ভয়াবহ একটা ব্যাপার। আমি কিছুদিন আগে দুই বড় ভাইদের ওয়াল এ একি অবস্থা দেখেছি, সাথে সাথে তাদেরকে ফোন এ ব্যাপারটা জানালাম যেহেতু এটা ডিলিট করা একাণ্তই জরুরি ছিলো। কিন্তু ভুল বুঝেছিলাম বড় ভাইদের কারণ তারা বলার পরে ও আমার সন্দেহ যাছিলো না যে হয়তো দেখার জন্যে সাইট টাতে ক্লিক করেছিলো।
যাই হোক, ধন্যবাদ শেয়ার করার জন্যে।