নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার জীবনের ছেঁড়া পাতাগুলো. . . . .

স্বার্থপরতাকে ঘৃণা করি তীব্রভাবে

অনবদ্য অনিন্দ্য

মানুষ স্বপ্ন দেখে,জীবনকে গড়ে তোলতে চায় নিজের মতন করে।ঠিক এমন কিছু স্বপ্ন নিয়েই শুরু করছিলাম জীবনটা।কিন্ত ওই যে স্বপ্ন আর সাধ্যের মধ্যে যে ফারাক তা কমাতে পারি নি।বন্ধু-বৎসল আমি এখনো নিজের মনের মতো বন্ধু পাই নি।আবেগকে দমাতে পারি না, তাই কারো স্বার্থপরতা আমার কাছে অসহ্য লাগে!!তাই যখনি অনেক কষ্ট পাই,নিয়ে বসি নিজের লিখার খাতাটা।মনের সবটুকু দুঃখ উজার করে দেই তাতে।খুব মন খারাপ হলে কখনোই কাওকে পাই না,তাই হাটতে থাকি একা একা প্রিয় হলের ব্যালকনিতে।নিজের দেশ এর জন্য কিছু করার স্পৃহা আছে সবসময়।অলস সময়গুলো কাটে গান শুনে অথবা সিনেমা দেখে।আর জীবনের লক্ষ্য ,

অনবদ্য অনিন্দ্য › বিস্তারিত পোস্টঃ

প্রথম বিসিএস এবং কিছু টাংকিবাজির বৃথা চেষ্টা !!

২৬ শে মে, ২০১৩ রাত ৯:১৫

জীবনের প্রথমবারের মতো বি.সি.এস পরিক্ষা দেওয়ার সেইরাম অভিজ্ঞতা হইলো ! ধৈর্য্য থাকলে দেখতে পারেন :::



১) গিয়াই দেখি পাশে একজন সুন্দরী ললনা বসে আছে ! বেঞ্চ খুবই ছোট আমার এক দোস্ত আমারে কইলো , দোস্ত , তোর তো মজাই আজকে । রমনী তো খুবই চুইট !! আমি তো লজ্পজায় পারলে লালের জায়গায় হলুদ হইয়া যাই !! কত্তো স্বপ্ন নিয়া পরিক্ষা দিতে বইলাম !! পরে আর মজা পাই নাই । আমি আমার মতো পরিক্ষা দিয়া ৬ মিনিট আগে ২৯টি দন্ত বিকশিত করিয়া বাইর হইছি ! ওই নারীও নিজের মনের মাধুরী মিশাইয়া পরিক্ষা দিছে ! কারণ উত্তর দেওয়ার মতো জানা প্রশ্ন আমার কাছে ছিলো না । আহ , পুরা স্বপ্নই ডিগবাজি খাইয়া গেলো গা :(( :(( :(( :((



২) Scientific Calculator হইলো পোষ্ট-পেইড ব্যবস্থা আর Normal Calculator হইলো প্রি-পেইড ব্যবস্থা ! ১৬৯ এর বর্গমুল কিন্তু নরমাল ক্যালকুলেটরে ১৬৯ ই দেখায় !! মানে নরমাল ক্যালকুলেটরে যে অপারেটর পরে দিতে হয় সেইটাই ভুলে গেছিলাম !! ভালো যে এইগুলা আমাদের মতো পুলাপানের ঠাডা মুখস্ত থাকে !!! ;) ;) ;)



৩) পারার মধ্যে খালি গনিত আর ইংরেজী পারছি ! সাধারণ বিজ্ঞানে যে এমন আজাইরা সাধারণ জ্ঞান মার্কা প্রশ্ন আসে এটা আবারো জানলাম ! তয় বাংলা যা আসছে আমারে ধইরা ঝাকাইলেও এইগুলার উত্তর বাইর হইতো না !! তবে যেই যেই জিনিস ভুল করছি ওইটা এখানে কইলে আমারে কেউ ব্লগ থেকে বাইর কইরা দেওয়ার জন্য সামু কর্তৃপক্ষ রে আনুরোধ করতে পারে !! :P :P :P



৪) আমার মার মতে Until the first success আমারে এই বি,সি,এস নামক যন্ত্রণা সহ্য করতেই হবে । মাথার মধ্যে খালি distribution ঘুরতেছিলো । (মানে আমি পরিসংখ্যান পারি আর কি!! ) ভাবতেছি আমার টিকার সম্ভাবতা আমি বাইর করতেই পারবো !! :D :D :D



৫) প্রথমেই ঠিক করছিলাম যে কোন পাবলিক যদি আমারে জিগায় , "ভাই,আপ্নের প্রস্তুতি কেমন ?? চাপা মাইরা ফাটাই দিমু !! আসলেই একটারে পাইছিলাম আমার সামনের বেঞ্চে ! আমি কইলাম , "ভাই, খুবই ভালা !! " সে আমারে কইলো , আপনে কই থাকেন, কই পড়েন ??" কইলাম, " আমি ঢাবিতে পড়ি , হলে থাকি ।" আমারে কইলো-" তাইলে তো ভাই আপনে অংকে বস । আমারে খালি অঙ্গক দেখাইয়েন । " আমার তো মাথায় হাত !! পড়ে সে আমারে সাভার ট্রাজেডির বিস্তারিত ভয়কংর বর্ণণা দিয়া বুঝাইলো যে সে আসলেই সাভারে থাকে !! পরিক্ষার হলে আমার মাথা ঘুরতেছিলো !! চোখের সামনে সাভারের দৃশ্য ভেসে উঠছিলো । মনে হয় ওই পুলাও ঠিক করে আসছলো যদি কেউ ওরে কয় প্রস্তুতি ভালো তয় বাঁশ দিবো এমনে ! /:) /:) /:)



আমি মনে প্রাণে বিশ্বাস করি "Failure is the pillar of success !! " . আজকে ফেইলের পিলার গাইত্থা আইলাম ! দেখা যাক Success এর দেখা কবে মিলে !?? সবাই আমার জন্য দোয়া না করলেও বদদোয়া কইরেন না । :) :) :) :)

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৬ শে মে, ২০১৩ রাত ৯:২৮

আমি শুধুই পাঠক বলেছেন: এইবারের প্রিলি সোজা হইছে। দেই নাই। :#) :#) :#)

২৬ শে মে, ২০১৩ রাত ৯:৩৪

অনবদ্য অনিন্দ্য বলেছেন: দিলে ভালো করতেন । মনে হইতো খালি, একটু পড়লেই পারলাম !! আমার এই অবস্থাই হইছিলো !~

২| ২৬ শে মে, ২০১৩ রাত ৯:৪৯

দুরন্ত-পথিক বলেছেন: হ ভাই দিয়া আসছি ।আমার ৬১ টা হবে তবে বিসিএস এ মনে হয় টিকবনা যদি ৬৫ থেকে টানে।৭১ টা দাগাইছি,৭টা ভুল।মন ভাল নাই।

২৬ শে মে, ২০১৩ রাত ১১:৪৪

অনবদ্য অনিন্দ্য বলেছেন: আন্দাজে দাগাইলেন কেন ?? আমি তো কিছুই পারি না । শুধু দেখতে গেলাম এদেশের ভবিষ্যত আমলাদের চেহারা কেমন ??!!!
মন খারাপ করবেন না । পরের বার আপনার নিশ্চিত , আমি দোয়া করি

৩| ২৬ শে মে, ২০১৩ রাত ১১:০১

আশীষ কুমার বলেছেন: পিলার খাড়া রাইখ্খেন।

২৬ শে মে, ২০১৩ রাত ১১:৪৫

অনবদ্য অনিন্দ্য বলেছেন: কি পিলারের কথা বলিয়াছেন যদি কিঞ্চিৎ বুঝিয়া থাকি তাহলে আপনার জন্যও একই আশা ব্যাক্ত করি =p~ =p~ =p~

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫০

অপ্রচলিত বলেছেন: প্রথমেই ঠিক করছিলাম যে কোন পাবলিক যদি আমারে জিগায় , "ভাই,আপ্নের প্রস্তুতি কেমন ?? চাপা মাইরা ফাটাই দিমু !! আসলেই একটারে পাইছিলাম আমার সামনের বেঞ্চে ! আমি কইলাম , "ভাই, খুবই ভালা !! " সে আমারে কইলো , আপনে কই থাকেন, কই পড়েন ??" কইলাম, " আমি ঢাবিতে পড়ি , হলে থাকি ।" আমারে কইলো-" তাইলে তো ভাই আপনে অংকে বস । আমারে খালি অঙ্গক দেখাইয়েন । " আমার তো মাথায় হাত !! পড়ে সে আমারে সাভার ট্রাজেডির বিস্তারিত ভয়কংর বর্ণণা দিয়া বুঝাইলো যে সে আসলেই সাভারে থাকে !! পরিক্ষার হলে আমার মাথা ঘুরতেছিলো !! চোখের সামনে সাভারের দৃশ্য ভেসে উঠছিলো । মনে হয় ওই পুলাও ঠিক করে আসছলো যদি কেউ ওরে কয় প্রস্তুতি ভালো তয় বাঁশ দিবো এমনে !

=p~ =p~ =p~

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৭

অনবদ্য অনিন্দ্য বলেছেন: B:-) B:-) B:-) B:-)

৫| ০২ রা জুলাই, ২০১৫ বিকাল ৩:৫৪

প্রীতি পারমিতা বলেছেন: আপনি কোন জিনিস ভুল করেছেন সেইটা জানতে চাই.।। :)

০২ রা জুলাই, ২০১৫ বিকাল ৪:১২

অনবদ্য অনিন্দ্য বলেছেন: এই যে প্রিলিতে পাশ করতে পারি নাই , আশা করি এই জন্মে আর পাশ করা হবে না আমার ! ফেইলার এর পিলার বেশি শক্ত হয়ে গেছে, ভাঙতে পারবো না মনে হচ্ছে :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.