নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার জীবনের ছেঁড়া পাতাগুলো. . . . .

স্বার্থপরতাকে ঘৃণা করি তীব্রভাবে

অনবদ্য অনিন্দ্য

মানুষ স্বপ্ন দেখে,জীবনকে গড়ে তোলতে চায় নিজের মতন করে।ঠিক এমন কিছু স্বপ্ন নিয়েই শুরু করছিলাম জীবনটা।কিন্ত ওই যে স্বপ্ন আর সাধ্যের মধ্যে যে ফারাক তা কমাতে পারি নি।বন্ধু-বৎসল আমি এখনো নিজের মনের মতো বন্ধু পাই নি।আবেগকে দমাতে পারি না, তাই কারো স্বার্থপরতা আমার কাছে অসহ্য লাগে!!তাই যখনি অনেক কষ্ট পাই,নিয়ে বসি নিজের লিখার খাতাটা।মনের সবটুকু দুঃখ উজার করে দেই তাতে।খুব মন খারাপ হলে কখনোই কাওকে পাই না,তাই হাটতে থাকি একা একা প্রিয় হলের ব্যালকনিতে।নিজের দেশ এর জন্য কিছু করার স্পৃহা আছে সবসময়।অলস সময়গুলো কাটে গান শুনে অথবা সিনেমা দেখে।আর জীবনের লক্ষ্য ,

অনবদ্য অনিন্দ্য › বিস্তারিত পোস্টঃ

"পিপড়াবিদ্যা"র গান এবং লিরিকস (লিংকসহ)

৩০ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:০৫

পিঁপড়াবিদ্যার প্রশংসা শুনছি অনেকের কাছেই । এই ছবিতে একটি গানই আছে । গানটি একটু আগে শোনার পরে মনে হলো সবার সাথে শেয়ার করা যায় । ব্লগে অনেকদিন পরে । যদি ভুল থেকে থাকে কোথাও ঠিক করে দিবেন ।

যাও বা কোথায় যাও মন আমার লেজে রাখা পা
রঙের হাওয়ায় উড়ু উড়ু পথ হারিও না !
না না না......
পিপিলিকার পাখা গজায় উড়িবার তরে ,
উড়িয়া উড়িয়া ফানুস দেখো ওরে আহারে !!
ঝোপ বোঝে কোপ মন বুঝতে গিয়ে রোজ ,
কোথায় হারায় ? ক্যামনে হারায় ? তাঁর মেলেনা খোঁজ ।
নিরব দেশে যায় যে শেষে সিন্দাবাদের মতো
পারাপারের সময় পার এইভাবে আর কতো ?

ঘুরঘুরঘুর ফুরফুরফুর লাগবে কি লাজ ?
মিথ্যা তুমি দশ পিঁপড়া জীবন বাজি থাক ।
ছয়-নয় আর নয়-ছয় তে খাচ্ছে মাথার পোকা
বলবে তুমি ভাবছো কি যে চালাক নাকি বোকা ?

পিঁপড়াবিদ্যা ছবির গানের লিংক

সবাইকে হ্যাপি ব্লগিং :) :) :)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.