নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা কিছু ভাল

আবু সায়েদ মোহাম্মদ মাহমুদ

দেশকে নিয়ে আমি প্রচন্ড রকম আশাবাদী।

আবু সায়েদ মোহাম্মদ মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

ছবির মাধ্যমে জেনে নিন রেশমি সুতা কিভাবে তৈরি হয়? জানতে চাইলে পোস্ট টিতে গুঁতা দিন

১৮ ই আগস্ট, ২০১২ রাত ১:১৯

রেশম বাংলাদেশের একটি অন্যতম অর্থকরী ফসল। বাংলাদেশের আবহাওয়া রেশম চাষের জন্য সবচেয়ে উপযোগী। ভালো মানের রেশম গুটি উৎপাদন করে তা বেশি দামে বিক্রি করে অনেক টাকা আয় করা সম্ভব। এছাড়া বিদেশে রেশম সুতা থেকে প্রস্তুত করা বস্ত্রের বেশ চাহিদা রয়েছে। রেশম চাষ করে তাই দেশের আর্থিক উন্নতি করা সম্ভব। রেশম চাষ করতে হলে তুঁত গাছের চাষ করতে হবে কারণ রেশম পোকা তুঁত গাছের পাতা খেয়ে জীবন ধারণ করে। সাদা তুঁত, কালো তুঁত এবং লাল তুঁত-এ তিন প্রজাতির গাছে রেশম পোকা চাষ করা যায়। তবে সাদা তুঁত গাছই রেশম পোকার সবচেয়ে পছন্দের। তুঁত গাছ একবার লাগালে ২০-২৫ বছর ধরে পাতা দেয়।



এক নজরে ছবির মাধ্যমে জেনে নিন রেশম পোকা থেকে কিভাবে রেশম সুতা প্রস্তুত তৈরী করা হয় এবং সেই সুতা দিয়ে আবার কি করে রেশমি শাড়ী বানানো হয়.....



রেশম পোকা ডিম পাড়তেসে ঘুরে ঘুরে রিং আকারে।



ডিজাইন করে ডিম পেড়ে পোকা তি মারা যায়।



এই কুচি করে কাটা রেশম পাতার ভিতর রাখা ডিম থেকে শিশু পোকা বের হয়ে আসে।



শিশু রেশম পোকা এই কুচি করা রেশম পাতায় খেলে বেড়াচ্ছে।



একটু বড় হয়ে যাওয়ায় বড় পাতায় ওদের নিয়ে আসা হয়েছে, এই পাতা গুলা খেয়ে দিব্যি বড় হতে থাকবে।



বয়স্ক হয়ে যাওয়ার পর আর খেতে পারে না, বিপদে পড়ে গিয়ে নিজেদের বাহিরে রেশমি সুতার আস্তরন তৈরী করে।



এই গুটি গুলা পানিতে সিদ্ধ করে এই মেশিনের মাধ্যমে সুতা আলাদা করা হচ্ছে।



আরেকটু ভালো করে দেখুন।



মসৃণ রেশমি সুতার বান্ডিল।



সেই সুতায় তৈরী হচ্ছে শাড়ী।



এগিয়ে চলছে শাড়ী তৈরির কাজ।

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০১২ রাত ১:২৯

সামুর ব্লগার বলেছেন: +++++++

২| ১৮ ই আগস্ট, ২০১২ রাত ১:৩২

আবু সায়েদ মোহাম্মদ মাহমুদ বলেছেন: Thank you

৩| ১৮ ই আগস্ট, ২০১২ রাত ১:৫৩

দূরেকোথাও বলেছেন: কিভাবে পোকা গুলো সুতার খোসা/আস্তরন তৈরি করতেছে সেই ছবিটা আর একটু ভালো ভাবে ও আরও কিছু ছবি দেখালে আরও একটু বুঝতে পারতাম...
তারপরেও অনেক সুন্দর হয়েছে পোস্টটি অনেক অনেক ধন্যবাদ।

৪| ১৯ শে আগস্ট, ২০১২ দুপুর ১২:৫৬

....... বলেছেন: ++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.