![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামনে-পেছনে কেউ নেই আর, সবাই চলে গেছে নিজের প্রয়োজনে। অন্য পুরুষ আজ একলা পুরুষ।
তুমি জানো না আমি তা জানি,
দেখলেই তোমায় আমি স্পর্শ করি,
হাত বাড়িয়ে নয় মন বাড়িয়ে দিয়ে;
সারাটি খন নেই তোমারই পরশ।
রূপেরই বিভা বাতাসে ছড়িয়ে
হেঁটে যাও তুমি যবে পাশ কেটে
পথের পাশে একা দাঁড়িয়ে থেকে
স্পর্শ নেই আমি দু'চোখ বুঁজে।
ছোঁয়া হয়না তোমায় জাগতিকভাবে,
তবুও ছুঁই আমি অন্তর্লীনে-
হাত বাড়িয়ে নয় শুধু মন দিয়ে।
১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:১৬
অন্য পুরুষ বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:০৯
মেনন আহমেদ বলেছেন: "ছোঁয়া হয়না তোমায় জাগতিকভাবে,
তবুও ছুঁই আমি অন্তর্লীনে-
হাত বাড়িয়ে নয় শুধু মন দিয়ে।"
অসাধারন।