![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাভারে জামান প্লাজা নামের একটি ভবন ধ্বসে পরেছে।নিহতের সংখ্যা অর্ধ শত পার হয়ে যাবে বলে ধারনা করা হচ্ছে।
দেশ এ সব কিছুতেই জালিয়াতি আর ফাকি যেভাবে বিস্তার লাভ করছে,মানুষ এর জীবন এর মুল্য এখন খুবি সস্তা! ভবন ধ্বসে পরার ঘটনা এই প্রথম নয়,নির্মান কাজের জন্য আর ভবন তৈরীর
ডিজাইন এই বিষয় গুলো তে একটু নজর দারি রাখলেও কিন্তু জীবন গুলো বাচানো যায়।হয়তো নিজের একটা ভুল ডিজাইন কিংবা নির্মান এর জন্য ভুল সিদ্ধান্তে যে ভবন বানানো হলো,ঠিক অই ভবনের তলায় চাপা পরে আপনার সন্তান মারা গেলো।এমন টা চিন্তা করলেও কাজ গুলো তে সচেতন হওয়া যায়।কারন স্বজন হারানো কষ্ট কখনো সহানুভুতি তে পূরন হতে পারেনা.।।
আজ একটি ভবন ধ্বসে পরলো,কাল হয়তো আরে্টি.।।এভাবে আর কত???
সাধারন মানুষের কাছেও অনুরোধ,নিজেদের জীবন সম্পর্কে সচেতন হতে। ভবন টি তে ফাটল এর খবর পাওয়া গেছে গত কাল.।তা সত্ত্বেও আজ অই ভবন এ দোকান খোলা হয়েছে.।অনেক এ জানা সত্ত্বেও তেমন কিছু মনে করেনি ।এর মাশুল দিতে হল জীবনের বিনিময়ে ।
এক্টাই অনুরোধ,নির্মান কাজে সৎ থাকুন,সামান্য জালিয়াতি অনেক প্রানের ইতি টান্তে পারে !
©somewhere in net ltd.