নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.........

ঝড়া পলক

...........

ঝড়া পলক › বিস্তারিত পোস্টঃ

ইট্টুসখানি প্রযুক্তিঃ একটা মোবাইল নম্বর সেভ করবো একবারই জীবনে..

১৬ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৪

মাঝে মাঝেই ফেসবুক-টেসবুকে দেখি যে কতিপয় জন আকুতি ভরা পোস্ট দিয়ে বলে থাকেন যে “আমার মোবাইল হারায়া গেসে, কারো নাম্বার নাই, দয়া করে পরিচিত জনেরা তাদের মোবাইল নাম্বার ইনবক্স করেন”

স্মার্টফোনই যদি ব্যবহার করিবো, তবে ফোন হারালেই মোবাইলে সেভ করা নাম্বার গুলো কেন হারাবে??

প্রসঙ্গতই উল্লেখ্য যে, এ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যাবহারের জন্য একটা গুগল এ্যাকাউন্ট বা জিমেইল আইডি থাকা বহুলাংশেই বাধ্যতামুলঃ বিশেষ করে প্লে স্টোর থেকে কোন এ্যাপ নামাইতে বা যেকোন অনলাইন গেম খেলতে...

এখনোও পর্যন্ত যে কতজনের কাছে এ্যান্ড্রয়েড ফোন দেখেছি, তার সবগুলোতেই একটা অন্তত গুগল এ্যাকাউন্ট লগিন করাই থাকে....

ফলশ্রুতিতে আমার অনুসিদ্ধান্ত হলো ”সকল এ্যান্ড্রয়েট ইউজারের একটা অন্ততঃ গুগল এ্যাকাউন্ট আছেই....”

আর নাইবা থাকুক, একটা গুগল এ্যাকাউন্ট তৈরী করা তো আর বিশেষ কোন কঠিন কাজ নয়...

এন্ড্রয়েড ডিভাইসে লগিন করা এই গুগল এ্যাকাউন্টই হবে আমাদের কন্টাক্ট সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্যের নিরাপদ আশ্রয়....

তো প্রথেমেই মোবাইল হারিয়ে যাওয়ার সাথে সাথে হারিয়ে যাওয়ার ঝুকিতে আক্রান্ত কন্টাক্ট গুলোর একটা বন্দোবস্তঃ

মোবাইল হারিয়ে যাওয়ার সাথে সাথে সেট মেমরি আর সিম মেমরিতে সংরক্ষিত কনটাক্ট গুলোই হারায়....

এবার থেকে সেট হারালেও যেন সেই সেটে থাকা আমাদের কন্টক্ট গুলো আর না হারায় সেজন্য আমাদের সেট ও ‍সিম মেমরিতে থাকা কন্টাক্ট গুলোকে গুগল এ্যাকাউন্টে স্থানান্তর করতে হবে। সে কর্ম সম্পাদনের জন্যঃ

কন্টাক্টস এ্যাপের অপশান মেনু থেকে “এক্সপোর্ট/ইমপোর্ট” অপশান সিলেক্ট করে “এক্সপোর্ট টু স্টোরেজ” এ টাচ করে তার পর একে একে ফোন এবং সিমের কন্টাক্ট গুলো ভিসিএফ ফাইল ফর্মেটে এসডি কার্ড অথবা ইন্টারনাল স্টোরেজে সেভ করে নিতে হবে (সোর্স দেখিয়ে দিলে এরা অটোমেটিকলি ভিসিএ ফাইল হিসাবে স্টোরেজে সেভ হয়ে যায়)

এবার ফোনের এবং সিমের সব কন্টাক্ট নির্বাচারে ডিলেট করে দিব.... নাহলে কন্টাক্ট ভিউতে কন্টাক্ট গুলো ডবল দেখাতে পারে...

তার পর আমরা স্টোরেজের ভিতর ঢুকে আমাদের এক্সপোর্টকৃত ভিসিএফ (Most Likely the file name will be "00001.vcf") ফাইলটি/ফাইল গুলো খুজে বের করে তার উপর টাচ করবো.....

স্পর্শেই সে জানতে চাইবে তাকে কোথায় রাখা হবে, আমরা তাকে গুগল দেখিয়ে দিব। এতে করে ভিসিএফ ফাইল থেকে কন্টাক্ট গুলো আমাদের ডিভাইসে লগিনকৃত গুগল এ্যাকাউন্টে (লোকাল) সেভ হবে। এগুলাকে গুগলের আসমানী স্টোরেজে আপলোড করার জন্য ফোনের সেটিংস এ গিয়ে এ্যাকাউন্টস এ গিয়ে গুগল এ টাচ করে সিংক নাউতে টাচ করে কিছুক্ষণ অপেক্ষা করলে সব ‍গুলো কন্টাক্ট আমাদের গুগলের আসমানী এ্যাকাউন্টে আপলোড হয়ে যাবে জনম জনমের তরে (ফোনের ডেটা কানেকশান চালু থাকতে হবে অথবা ফোন ওয়াইফাই কানেক্টেড হতে হবে)....

এর পর আমরা এই গুগল এ্যাকাউন্ট দিয়ে যে এ্যান্ড্রয়েড ডিভাইসেই লগিন করি না কেন, এই কন্টাক্ট গুলো আর সেভ করতে হবে না। কাজেই, ফোন হারালেও আর কন্টাক্ট হারাবে না.....

এর পরঃ

আর আমরা যখন নতুন কোন কন্টাক্ট সেভ করবো, তখন যে পেজে ‍গিয়ে আমর ব্যাক্তির নাম ইত্যাদি লেখি, সেই পেজে সবার উপরেে একটা ”স্ক্রল ফিল্ড” দেখতে পাবো, সেখানে আমরা “গুগল কন্টাক্ট” অপশানটি সিলেক্ট করবো, তাহলে আমাদের সেভ করা কন্টাক্টটি গুগলের লোকাল স্টোরেজে জমা হবে এবং সিঙক্রোনাইজেশান চালু থাকা সাপেক্ষে ফোনটি নেট কানেকশানের আওতায় আসলেই তা গুগলের আসমানী এ্যাকাইন্টে আপলোড হয়ে যাবে...

কোন গুগল কন্টাক্ট যদি আমরা ফোন থেকে ডিলেট করি তাহলে সেটা গুগল এ্যাকাউন্ট থেকেও ডিলেট হয়ে যাবে...

অন্য কোন একাউন্টে বা ফোনে কন্টাক্ট গুলো নিতে চাইলে “শেয়ারইট” এর মাধ্যমে সরাসরি তো নেয়া যায়ই, তাছাড়ার উপরিউল্লিখিত পকৃয়ায় ভিসিএফ ফাইল এক্সপোর্ট করে সেটাও শেয়ারইট করে নেয়া যায়...

সো, সর্বোপরি বলাই যায়, স্মার্টফোনের যুগে কন্টাক্ট হারিয়ে নিয়ে ফেসবুকে “ভাই, মোবাইল হারাইছি, নাম্বার দে, ভাই, মোবাইল হারাইছি, নাম্বার দে” এরকম আকুতি করার কোন দরকার নাই...

এগুলা কন্টাক্ট এ আমরা ডেস্কটপেও এক্সেস নিতে পারবো। সেজন্য আমাদেরকে গুগলের “স্ট্যান্ডার্ড ভিউ” তে লগিন করে স্ক্রীনের আপার-রাইট সাইডে “ঘন্টি” চিহ্নের বাম পাশে একটা গ্রিড দেখতে পাবো, তাতে ক্লিক করে “কন্টাক্ট” বেছে নিবো....

কন্টাক্টের ডেস্কটপ এক্সেসের মাধ্যমে আমরা সেগুলাকে এম এস এক্সেল সিএসভি ফর্মেটে এক্সপোর্ট করতে পারবো (মোর>এক্সপোর্ট>মাই কন্টাক্টস>গুগল সিএসভি)

গুগল কন্টাকে আমরা নাম আর ফোন নম্বরের সাথে ই-মেইল এ্যাড্রেস সহ আরোও অনেক ফিল্ড যুক্ত করতে পারি। ই-মেইল এ্যাড্রেসের ঘরে আমরা যদি কারো জিমেইল এ্যাড্রেস সেভ করি আর সে যদি তার গুগল প্রফাইলে কোন প্রোপিক দিয়ে থাকে, তাহলে উক্ত কন্টাক্টে তার সেই গুগল প্রফাইলের ছবি চলে আসবে...

কন্টাক্টের সংখ্যার ব্যপারে বলবো, যে প্রত্যকটা এ্যাকাউন্টের সাথে গুগল ১৫গিগা যায়গা ফ্রি দেয় (কেউ চাইলে আরও কিনতে পারে), যার সবটা যায়গাই আমরা কন্টাক্ট সেভ করার জন্য ব্যবহার করতে পারি, যা সংখ্যা বিচারে মিলিয়ন টাইপ হতে পারে....

নোটা বিনিঃ নতুন কন্টাক্ট সেভের সময় অথবা ভিসিএফ ফাইল এক্সট্রাক্টের সময় আমরা খেয়াল রাখবো যেন অবশ্যই তার ডেস্টিনেশান হয় গুগল কন্টাক্ট... নাহলে ফোন হারালে বা নষ্ট হলে সেগুলাও গায়েব হবে....

গুগল ছাড়াও ম্যালা থার্ড পার্টি এ্যাপ আছে যারা কন্টাক্ট সহ অন্যান্য তথ্যের ফ্রি ক্লাউড ব্যাসড ব্যাকাপ সার্ভিস দিয়ে থাকে....

সো, কন্টাক্টস আর নো মোর টাইড উইদ এ্যা সিঙ্গেল ডিভাইস মেমরি...


অনেকের কাছেই বিষয়টা তুচ্ছ মনে হবে, তাদের কাছে এ্যাডভান্স এ্যাপোলজি..

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৬ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

আর্কিওপটেরিক্স বলেছেন: অনেকেই এই বিষয়ে জানে না

১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:২৯

ঝড়া পলক বলেছেন: তাদের কথা ভেবেই...

২| ১৬ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

নূর ইমাম শেখ বাবু বলেছেন: দারুন উপকারি টিপস। ভাল লাগল। ধন্যবাদ।
আপনার ওষুধ খেয়ে এক কন্টাক্ট ৫টা করে হয়ে গেছে।
এখন সহজে একটা রাখার উপায় কি?

১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৪২

ঝড়া পলক বলেছেন: ভিসিএফ গুলো সযত্নে রেখে (কোন ক্রমেই যেন না হারায়) যেখানে যত নাম্বার আছে সব ডিলিট করে তার পর ভিসিএফ গুলো এক্সট্রাক্ট করুণ... অসুবিধার জন্য দুঃখিত...

৩| ১৬ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি এত কিছু জানিনা।

ফোন চালাই মজাপা্ই
আর কোন ভাবনা নাই

১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৩৫

ঝড়া পলক বলেছেন: ঠিক বলেছেন, না জানা বান্দার গুণাহ নাই...

৪| ১৬ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:২৯

রাজীব নুর বলেছেন: চমর সত্য লিখেছেন।
যারা ফেসবুকে ঢং করে নাম্বার দেন। মোবাইক হারিয়ে গেছে। তাদের থাপ্পড় দেওয়া দরকার।

১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৪৪

ঝড়া পলক বলেছেন: ফ্রি তে দিবো, ভাই, নাকি পয়সা-পাত্তি কিছু লইবো???

৫| ১৬ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:২৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অনেকের জন্য উপকারী পোস্ট...

১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৪৭

ঝড়া পলক বলেছেন: সেরকম কিছু হলে তো ভাই গরীবের বড়ই আনন্দ হয়.....

৬| ১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:১৫

নাহিদ০৯ বলেছেন: শুধু নাম্বার ই না।

* মোবাইল এর প্রয়োজনীয় ফাইল (যদি গুরুত্বপূর্ন হয়) ব্যাকাপ রাখা যায় গুগল ড্রাইভ এ।
* মোবাইল গ্যালারি এর সব ছবি অটো ব্যাকাপ নেয় গুগল ফটোস এ্যাপ এ।
* প্রয়োজনীয় তারিখ মার্ক করে রাখা যায় ক্যালেন্ডার এ। তাও অটো সিংক হয়।
* ছোট খাটো নোটস রাখার জন্য ব্যবহার করি কিপ
* সবসময় গুগল স্লাইড ইউজ করে প্রেজেন্টেশান বানানোর অভ্যেস করি।
* এমএস অফিস এর বিকল্প হিসেবে গুগল ড্রাইভ এপ্লিকেশান গুলা ব্যবহার শুরু করেছি অনেক আগেই।

১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৪৯

ঝড়া পলক বলেছেন: রিগার্ডস ফর এ্যানহান্সমেন্ট...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.