| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অপরাজিতা মুন্নি
কতোটা পথ পেরুলে তবে পথিক বলা যায় ......
প্রিয় জননী জাহানারা ইমাম,আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন রুমী আবার ফিরে এসেছে, অনেক রুমীর দেহধারন করে ।জননী,আপনি কি আজ রুমির জন্য কাঁদবেন ? আমার প্রচণ্ড কান্না পাচ্ছে, কিন্তু আমি কাঁদছিনা,আমি গর্বিত ।
ভেবেছিলাম এই দেশটাকে সত্যি সত্যি ভালবাসার মতো মানুষ খুঁজে পাওয়া বুঝি দুষ্কর হয়ে গেলো । অনেকেই ভালোবাসেন নিভৃতে । কিন্তু নরম চাঁদের আলোর মতো মমতা দিয়ে তো বঙ্গজননী কে আড়াল করতে করতে পারবনা শকুনের শ্যেন দৃষ্টি থেকে । আমাদের প্রয়োজন অগ্নিশিখার মতো প্রদীপ্ত ভালোবাসা, যা শুধু আলো দিয়েই ক্ষান্ত হবেনা, প্রয়োজনে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে ।
শাহবাগ আন্দোলন বিতর্কিত হয়ে যাওয়াতে খুব কষ্ট পেয়েছিলাম,মনে হয়েছিলো যে আগুনের পরশমণি আমাদের নতুন প্রজন্ম সারা দেশের মানুষের মনে জ্বেলেছিল তার স্ফুলিঙ্গ বুঝি নিভু নিভু ! না, সেই স্ফুলিঙ্গ থেকে ফিনিক্স পাখীর মতো আবার জন্ম নিয়েছে শহীদ রুমী স্কোয়াড। শ্রদ্ধা জানাই তোমাদের । আমি সশরীরে তোমাদের সাথে নেই, কিন্তু আমার হৃদয়ের একটি অংশও তোমাদের সাথে অনশন করছে । প্রিয় ভাইয়েরা আমার,জয়ী হয়ে ফিরে এসো তোমাদের দাবী পূর্ণ করে, আমরা আরেকটি বিজয় দিবসের জন্য অপেক্ষা করছি ।
প্রিয় জননী,আমি জানি আপনি হাসছেন, আত্মতৃপ্তির হাসি । কারন আপনি জেনে গেছেন, রুমীরা কখনোই হারিয়ে যায়না, যেতে পারেনা । হাজার মনের বিপ্লবী চেতনাতে ওরা বেঁচে আছে । ওরা আসবেই ,চুপি চুপি .....।
০২ রা এপ্রিল, ২০১৩ ভোর ৫:৪৬
অপরাজিতা মুন্নি বলেছেন: রুমীরা কখনোই হারিয়ে যায়না......।
২|
০৩ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫
এসএমফারুক৮৮ বলেছেন: আমরা তো আছি, তবে ভয় কিসে ?
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০৯
অপরাজিতা মুন্নি বলেছেন: তবে ভয় কিসে ! তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে.....
©somewhere in net ltd.
১|
০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৩১
আমিনুর রহমান বলেছেন: প্রিয় জননী,আমি জানি আপনি হাসছেন, আত্মতৃপ্তির হাসি । কারন আপনি জেনে গেছেন, রুমীরা কখনোই হারিয়ে যায়না, যেতে পারেনা । হাজার মনের বিপ্লবী চেতনাতে ওরা বেঁচে আছে । ওরা আসবেই ,চুপি চুপি .....।
+++