![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কতোটা পথ পেরুলে তবে পথিক বলা যায় ......
প্রিয় জননী জাহানারা ইমাম,আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন রুমী আবার ফিরে এসেছে, অনেক রুমীর দেহধারন করে ।জননী,আপনি কি আজ রুমির জন্য কাঁদবেন ? আমার প্রচণ্ড কান্না পাচ্ছে, কিন্তু আমি কাঁদছিনা,আমি গর্বিত ।
ভেবেছিলাম এই দেশটাকে সত্যি সত্যি ভালবাসার মতো মানুষ খুঁজে পাওয়া বুঝি দুষ্কর হয়ে গেলো । অনেকেই ভালোবাসেন নিভৃতে । কিন্তু নরম চাঁদের আলোর মতো মমতা দিয়ে তো বঙ্গজননী কে আড়াল করতে করতে পারবনা শকুনের শ্যেন দৃষ্টি থেকে । আমাদের প্রয়োজন অগ্নিশিখার মতো প্রদীপ্ত ভালোবাসা, যা শুধু আলো দিয়েই ক্ষান্ত হবেনা, প্রয়োজনে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে ।
শাহবাগ আন্দোলন বিতর্কিত হয়ে যাওয়াতে খুব কষ্ট পেয়েছিলাম,মনে হয়েছিলো যে আগুনের পরশমণি আমাদের নতুন প্রজন্ম সারা দেশের মানুষের মনে জ্বেলেছিল তার স্ফুলিঙ্গ বুঝি নিভু নিভু ! না, সেই স্ফুলিঙ্গ থেকে ফিনিক্স পাখীর মতো আবার জন্ম নিয়েছে শহীদ রুমী স্কোয়াড। শ্রদ্ধা জানাই তোমাদের । আমি সশরীরে তোমাদের সাথে নেই, কিন্তু আমার হৃদয়ের একটি অংশও তোমাদের সাথে অনশন করছে । প্রিয় ভাইয়েরা আমার,জয়ী হয়ে ফিরে এসো তোমাদের দাবী পূর্ণ করে, আমরা আরেকটি বিজয় দিবসের জন্য অপেক্ষা করছি ।
প্রিয় জননী,আমি জানি আপনি হাসছেন, আত্মতৃপ্তির হাসি । কারন আপনি জেনে গেছেন, রুমীরা কখনোই হারিয়ে যায়না, যেতে পারেনা । হাজার মনের বিপ্লবী চেতনাতে ওরা বেঁচে আছে । ওরা আসবেই ,চুপি চুপি .....।
০২ রা এপ্রিল, ২০১৩ ভোর ৫:৪৬
অপরাজিতা মুন্নি বলেছেন: রুমীরা কখনোই হারিয়ে যায়না......।
২| ০৩ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫
এসএমফারুক৮৮ বলেছেন: আমরা তো আছি, তবে ভয় কিসে ?
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০৯
অপরাজিতা মুন্নি বলেছেন: তবে ভয় কিসে ! তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে.....
©somewhere in net ltd.
১|
০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৩১
আমিনুর রহমান বলেছেন: প্রিয় জননী,আমি জানি আপনি হাসছেন, আত্মতৃপ্তির হাসি । কারন আপনি জেনে গেছেন, রুমীরা কখনোই হারিয়ে যায়না, যেতে পারেনা । হাজার মনের বিপ্লবী চেতনাতে ওরা বেঁচে আছে । ওরা আসবেই ,চুপি চুপি .....।
+++