নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্ভবত আমি একটা পাগল! কারণ, কে যেন বলেছিলো, পাগল নিজে বুঝতে পারে না যে- সে পাগল হয়ে গেছে।

অপঠিত দৈনিকী

কারো পথ অনুসরণ করি না, আমি নিজের রাস্তা তৈরি করি।

অপঠিত দৈনিকী › বিস্তারিত পোস্টঃ

হুমায়ূন আহমেদের লেখার কিছু মজার বৈশিষ্ট!

৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:৫৬

প্রত্যেকের প্রত্যেক সৃষ্টিশীল কাজে স্রষ্টার স্বক্রীয়তার কিছু বৈশিষ্ট থাকে। হয়তো বিষয় গুলো স্রষ্টার অগোচরেই তার সৃষ্টির মধ্য প্রবেশ করে।

আমাদের পছন্দের একজন লেখক হুমায়ূন আহমেদের এরোকম কিছু স্বাক্ষর আমার চোখে পড়েছে। আজ সেগুলোর কয়েকটা নিয়ে এই পোষ্ট। আশা করি মজা পাবেন। হুমায়ূন ভক্তরা তো অবশ্যই মজা পাবেন।

হুমায়ূন ভক্তরা এই মজার বিষয় গুলো নিশ্চই লক্ষ্য করেছেন। আমার দৃষ্টি গোচর হওয়া ইন্টারেষ্টিং হুমায়ূন রচনার বৈশিষ্ট গুলো হলো:

১. উনার উপন্যাসে যদি কোথাও নজরুল সংগীতের কথা থাকে সেটি অবশ্যই হবে, "ওগো মদিনাবাসী প্রেমে ধরো হাত মম।" এই গান টি।

২. উপন্যাসে যদি ভূত-প্রেত, হ্যালোসিনেশনাল ক্যেরেক্টার থাকে তবে তার গায়ে কড়া গন্ধ থাকবে। (বেশী ভাগ ক্ষেত্রে "ওষধের গন্ধের মত গন্ধ" হয়)

৩. উপন্যাসে কেউ যদি আত্মহত্যা করার ইচ্ছা করে বা কারো যদি প্রচন্ড রাগে মরতে ইচ্ছা করে তবে অবশ্যই তার ইচ্ছা হবে "ট্রাকের" নিচে পড়ে মরার ইচ্ছা।

৪. যেসব লেখক সুপারন্যাচারাল, সাইকোলজি, গোয়েন্দা কাহিনী নিয়ে লেখেন তাদের প্রায় প্রত্যেকের লেখায় একটা শব্দের পুনঃ পুনঃ ব্যাবহার পাওয়া যায়। সেই শব্দটি হলো "ফ্যাকাসে" (সাধারণত মুখের বর্ণ বর্ণণা করতে শব্দ টি ব্যাবহার হয়)
কিন্তু মজার ব্যাপার হলো হুমায়ূন আহমেদের কোনো উপন্যাসে কোথাও "ফ্যাকাসে" শব্দটা পড়েছি বলে আমার মনে হয় না।

৫. শয়তান ফেরেস্তা নাকি জ্বিন এ ব্যাপারে হুমায়ূন আহমেদ সম্ভবত কনফিউজড। কারন তার অনেক গুলো উপন্যাসে বিভিন্ন ভাবে তিনি এই ব্যাপার উত্থাপন করেছেন। (না মোটেই আলোচনার জন্য বা মূল বিষয় হিসেবে ব্যাপার টা উল্লেখ করেন নি। ব্যাপার টা লিখেছেন শুধু মাত্র লাইনের এক্সটেনশন হিসেবে)

৬. আর তার উপন্যাসের কোনো নারী চরিত্র কখনো অসুন্দর চেহারার হয় না। মায়াকারা একটা ভাব থাকবেই।

৭. এবং তার প্রায় প্রত্যেক উপন্যাসেই ক্ষেপাটে, আউলা, ভ্যেগাবন্ড, বেকার টাইপের একটা চরিত্র থাকবেই। (হিমু হিমু ভাবের চরিত্র)

-ধন্যবাদ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ২:২৪

আরণ্যক রাখাল বলেছেন: তার উপন্যাসের কোনো নারী চরিত্র কখনো অসুন্দর চেহারার হয় না। মায়াকারা একটা ভাব থাকবেই।

কারণ নায়িকা সুন্দর না হলে পাঠক পড়বে না। তিনি বেস্টসেলার রাইটার ছিলেন। বই বিক্রির ব্যাপারে তিনি যথেষ্ট সচেতন ছিলেন।

৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ২:৩৩

অপঠিত দৈনিকী বলেছেন: সম্ভবত তাই।

২| ৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৬

ধমনী বলেছেন: সম্ভবত হুমায়ুনের নায়িকারা ফর্সা ছিলেন কম!! তবে মায়াবতী ছিলেন সবাই।

৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৩

অপঠিত দৈনিকী বলেছেন: হ্যা মায়াবতী বা মায়াকারা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.