![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গতকাল আমার এক কাজিনের বিয়ে গেল।বিয়ে বাড়িতে তার একটি ডায়েরী পেলাম।আমার কাজিন সৈকত,দেখতে যেমন সুন্দর তেমনি মনটাও ভাল।তাই তার ডায়েরী পড়ার একটা কৌতূহল হল।
এইচএসসি পরীক্ষার আর মাত্র ৪ মাস বাকী।আমি একটা ফেসবুক আইডি খুললাম।শুনেছি খুবই মজা।
আজ আমার ফেসবুক এ ১মাস হল।অনেক ফ্রেন্ড হয়ে গেল,প্রায় ১০০।
আমার আর ১মাস বাকী পরীক্ষার।এর মধ্যেই রিমি নামের একটা মেয়ের সাথে আমার ভাল বন্ধুত্ব হয়ে গেল।
দেখতে দেখতে পরীক্ষা এসে গেল।রিমির এক ক্লাসমেট ও আমার ফ্রেন্ড হল।তার নাম সুমি।তারা চট্টগ্রাম থাকে।আর আমি থাকি ঢাকায়।
১মাস পর।
পরীক্ষা শেষ।তাদের দুজনই আমার ভাল বন্ধু হয়ে গেল।আমি সুমিকে আমার বেস্ট ফ্রেন্ড মনে করলাম।আর রিমিকে মনে মনে ভালবেসে ফেললাম।
৩মাস পর রেজাল্ট বের হল।আমি এ প্লাস পেলাম।আগে ইচ্ছা ছিল ঢাকা বিশ্ব্যবিদ্যালয়ে পড়ব।কিন্তু রিমির কাছাকাছি থাকতে গেলে আমায় চট্টগ্রাম যেতেই হবে।
একদিন বিকেলে সুমির সাথে চ্যাট করছিলাম।সে যেহেতু সবচেয়ে ভাল বন্ধু তাই তাকেই বললাম চট্টগ্রাম ভর্তি হলে কেমন হয়?ও খুশি হয়েই বলল অনেক ভাল।
কিছুক্ষণ পর বলল তার মাথা ব্যথা করছে তাই সে চলে গেল।তারপর রিমিকেও বললাম।সে ও খুশি হল।বলে রাখা ভাল তারা দুজন মুহসিন কলেজে প্রথম বর্ষে পড়ে।
শেষ পর্যন্ত ভর্তি হয়েই গেলাম।তাদের দুজনের সাথেই তখন নিয়মিত দেখা হত।
১মাস পড়েই সুমি বলল সে আমাকে ভালবাসে।আমি কিছুটা অবাক হলাম।কারণ আমি তাকে ওভাবে কখনো ভাবিনি।আমি তাকে বললাম আমি রিমিকে ভালবাসি,তার জন্যই এখানে এসেছি।সুমি শুনে কষ্ট পেল।তাই সে মাথাব্যথা করছে বলে চলে গেল।
কয়েকদিন পরই রিমিকে বললাম আমি তাকে ভালবাসি।রিমি কিছুই বলল না।
১বছর চট্টগ্রামে কেটে গেল।এখনো রিমি আমায় ভালবাসে কিনা জানায়নি।অপরদিকে সুমির ভালবাসা একটুক ও কমেনি।আমায় সে খুবই ভালবেসে ফেলল।তবে সে এটা রিমিকে জানতে দেয়নি যদিও রিমি তার বেস্ট ফ্রেন্ড।
২বছর পর
তারা একই ভার্সিটিতে ভর্তি হল।ইদানিং রিমিও আমার প্রতি কেয়ারিং।হয়ত তার মনে আমার জন্য কিছুটা ভালবাসার জায়গা হয়েছে।
৩মাস পর
রিমি জানাল সে আমায় ভালবাসে।আমার ত আনন্দ আর ধরে না।ভাবলাম সুমিকে এটা বলব।কিন্তু সুমির দেখা নাই দুদিন ধরে।
১সপ্তাহ পর রিমি বলল সুমি হাসপাতালে।আমি তাকে দেখতে গেলাম।কিন্তু তার রোগের কথা শুনে আমার মাথায় যেন বাজ পড়ল।তার ব্রেইন ক্যান্সার।তার মাথাব্যথাটার এটাই ছিল কারণ।
সুমির সাথে কথা বলতে গেলাম।তার সাথে কথা বলাটা ছিল এরকম=
সুমি-কেমন আছ?
আমি-ভাল না।তোমার অসুখ আমি কিভাবে ভাল থাকি।
সুমি-রিমি এখন তোমায় ভালবাসে,তাই না?
আমি-হুম,রিমি বলেছে তাই না?
সুমি-না.আমি জানি।
ভিসিটিং আওয়ার শেষ,আর কথা হল না।
তখন রিমিকে বললাম সুমি কিভাবে জানল তুমি আমায় ভালবাস,আবার ও বলল তুমি বলনি।
রিমি বলল সিমিই তাকে ১মাস আগে আমায় ভালবাসতে বলল।যখন জানতে পারল তার রোগের কথা তখন ই বলেছিল।তাই আমি তোমায় ভালবাসতে চেয়েছিলাম.আর এখন ভালবাসি।
রিমি জানত না যে সুমি আমায় ভালবাসে।আমার বুঝতে বাকি রইল না যে সুমি আমার কথা ভেবেই রিমিকে রাজি করিয়েছিল।সুমির প্রতি আমার শ্রদ্ধা বেড়ে গেল।
পরদিন আমি হাসপাতালে যাই সুমিকে ধন্যবাদ দিতে।কিন্তু গিয়ে দেখি সে আর বেঁচে নেই।তার একটি চিঠি ছিল পড়ল আমার হাতে,
লেখা ছিল-তোমার কথা ভাবতে ভাবতেই আমার কখন যে এত বড় অসুখ হল টের পাই নি।তোমায় খুব ভালবাসতাম।তাই আমার বন্ধু রিমিটাকে তোমায় দিলাম।ও তোমার খেয়াল রাখবে।ভাল থেকো I LOVE U.
আমি চিঠি টা পড়ে কেদে ফেললাম।রিমিকেও সবটা বললাম।দুজনেই সুমির জন্য আল্লাহর কাছে দোয়া চাইলাম।
আমার আজ লেখাপড়া শেষ,একটা ভাল চাকুরীও পেয়েছি।মায়ের কাছে রিমির কথা বলেছি।আগামী মাসে আমাদের বিয়ে।
কাল আমাদের বিয়ে।তাই সুমির কথা খুব মনে পড়ছে।ভাল থেকো বন্ধু।
©somewhere in net ltd.