নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিজ্ঞান, মন, অনুভুতি, কিছু রহস্য আর আমি।

অপ্রকাশিত ৩

অপ্রকাশিত ৩ › বিস্তারিত পোস্টঃ

আনমনা শিস

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩২

বাতাসে এক প্রকার উদাসীনতার ভাব, কিছুদিন পর কোকিলের ডাক শোনা যাবে মাঝে মাঝে l
বিকেলের বাতাসে হাটতে ভালো লাগবে, ঘর থেকে বের হতে ইচ্ছে হবে l প্রকৃতি নতুনভাবে নতুন রূপে শিহরণ জাগাবে মনে l প্রকৃতির নিয়মকে জানবার স্পষ্ট সুযোগ করে দিবে, মনকে শোনাবে নতুন গান l
বসন্তের বাতাসের এক অদ্ভুত শক্তি আছে l কখনো মনকে উদাস করে দেয় কখনোবা আনন্দিত সুখী করে দেয় l

বসন্তের বাতাস গায়ে এসে লাগলে এতো ভালো লাগে l সবকিছুতেই কেমন যেন সুখ সুখ ভাব l এই বসন্তেই জন্ম আমার l আহা ! ভাবতেই কত ভালো লাগে l এমন এক সময়ে আমি এসেছি এই পৃথিবীতে যখন প্রকৃতিতে চলছে উত্সবের আমেজ l ফুলে ফুলে পরিপূর্ণ চারিদিক, বাতাসে তার সুঘ্রাণ, সবকিছু স্বপ্নের মত, যা জেগে থাকা অবস্থায়-ই নেশা লাগায় l এ নেশা প্রকৃতির রূপের, এ নেশা বাতাসের ঘ্রাণের l প্রকৃতির এ নেশা নাকি মন থেকে গ্রহণ করে নিতে হয় l মানুষের মনের উপর প্রকৃতির অনেক প্রভাব রয়েছে l প্রকৃতির শক্তি, মন, কিছু অজানা রহস্য, সবই এক সূত্রে গাথা l প্রাচীনকালে প্রকৃতি আর মনের এই রহস্য জানার চেষ্টা করেছে মানুষ l
কিন্তু এখনকার মানুষের সেই সময় নেই l
নিজেকে দেয়ার মত সময়ই নেই আবার প্রকৃতি !

যাইহোক, আর কিছুদিন পর বসন্ত আসছে l
শুনতে চাই কোকিলের ডাক, এক বুক বাতাস টেনে নিতে চাই নিজের ভিতরে যে বাতাসে থাকবে শুধু সুঘ্রাণ আর নতুনের আহবান l
বসন্তের বাতাসে হাটতে চাই শান্ত নদীর কূল ধরে l বাতাস গায়ে লাগিয়ে হতে চাই উদাসীন আর গুনগুনিয়ে গাইতে চাই . . .

"শুনি বাতাসের গান . .
বাতাসে ভাসিয়ে কোন আনমনা শিস..!"

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.