নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

অনলাইন আর বাস্তবতাঃ সামুর ব্লগাররা.......

২৪ শে মার্চ, ২০১৪ রাত ৯:২৭



আমাদের ব্লগীয় জীবন আর আমাদের বাস্তব জীবন এক নয় ! বিশেষ করে ব্লগে তার পোস্ট পড়ে তাকে যেমনটি মনে হয় বাস্তবে তিনি তেমন নাও হতে পারে ! অনেকেই এই সামু ব্লগে অনেক কিছুই কথা বলে, মানুষকে দেখাতে চায় সে আসলে কেমন মানুষ, কিন্তু আমার কেন জানি মনে হয় বাস্তবে তার ভিতরে সেই দেখানোটার কিছুই নেই । সবাই হয়তো এমন না তবে আমার কাছে এমনই মনে হয় কেন জানি ! আজকে কয়েকটি সম্ভাব্য বিষয় দেখা যাক যেখানে সামু আর বাস্তব জীবনের ভিতরে পার্থক্য দেখা দেখা দিতে পারে !





১. কেউ আপনার পোস্টে "খুব ভাল" কমেন্ট করেছে তার মানে এই নয় কিন্তু যে সে আপনার পোস্ট টি পুরো পড়েছে কিংবা পোস্টের বিষয় বস্তু তার বেশ পছন্দ হয়েছে কিংবা আপনি যা বলতে চাচ্ছেন তা সে বুঝতে পেরেছে !





২. আবার কেউ আপনার পোস্ট টিতে কমেন্ট করে নি এর মানে এই নয় যে সে আপনার পোস্ট টি পড়ে নি, কিংবা তার ভাল লাগে নি !









৩. কেউ আপনার ব্লগে নিয়মিত আসে কিংবা নিয়মিত আপনার পোস্টতে মন্তব্য করে এর মানে এই নয় যে সে আপনাকে কিংবা আপনার লেখাকে খুব পছন্দ করে !





৪. কেউ একজনকে কোন দিন আপনি আমার ব্লগ ভিজিট লিস্টে দেখেন না, কিংবা কোন দিন আপনার কোন পোস্টে তার কোন কমেন্ট আপনি দেখেন নি, এর মানে এই নয় যে সে আপনাকে কিংবা আপনার ব্লগের লেখা গুলো পছন্দ করে না !





৫. ব্লগে যে ব্লগারটি সারাদিন মজা করে, এর ওর পোস্টে সব সময় মজাদার মন্তব্য করে বেড়ায়, আনন্দের গল্প লেখে তার মানে এই নয় যে মানুষ হিসাবে সে অনেক সুখী কিংবা হাসিখুশী মানুষ !





৬. ব্লগে সে সারাদিন নারী অধিকার নিয়ে কথা বলে কিংবা তার লেখায় সব সময় নারীদের বড় সম্মান দেওয়া হয়, তার মানে এই নয় যে বাস্তবে জীবনে সে নারীবাদী ! বরং দেখা যাবে হয়তো যে তার বউয়ের বাইরে গিয়ে চাকরী করাটা পছন্দ করে না !





৭. তীব্র নাস্তিক বিরোধী, নিয়মিত আল্লাহের পথে ডাক দিয়ে ব্লগে পোস্ট দাতার গত দুই সপ্তাহের জুমআর নামাজ কামাই হয়ে যেতে পারে !









৮. ব্লগে নারীর বাইরে বের হওয়া নিয়ে কিংবা নারী পর্দা নিয়ে জ্বালাময়ী পোস্ট দাতার বউ দেখা যাবে আধুনিক পোষাক পড়ে বাইরে বের হয় নিয়মিত !!





৯. নারী পোষাকের স্বাধীনতা নিয়ে বড় বড় কথা বলা ব্লগার দেখা যাবে তার মেয়ে এবং স্ত্রীকে বোরকা কিংবা হিজাব পরতে বাধ্য করে বাস্তব জীবনে !





১০. যে ব্লগার টি সারা জীবনে ব্লগে হৃদয় ঘটিত হাহাকার যুক্ত পোস্ট দেয়, দেখা যাবে তার খুব সুন্দর আর সুইট একটা গার্লফ্রেন্ড কিংবা বউ আছে !





১১. ভারত বিরোধী ব্লগ পোস্ট কিংবা ভারতীয় পন্য বর্জনের ডাক দিয়ে পোস্ট দাতা হয়তো পোস্ট দেওয়ার আগে নিজের বউয়ের সাথে স্টার প্লাস কিংবা সনিতে সিরিয়াল দেখে এসেছে !



১২. তীব্র পাকিস্তান বিরোধী ব্লগারটির ঘরে হয়তো আফ্রিদীর বড় একটা পোস্টার টাঙ্গানো আছে কিংবা আতিফ আসলামের গানে আর মোবাইলের এসডি কার্ড ভর্তি !





১৩. যে ব্লগার টি নারীদের পোষাক জ্ঞান নিয়ে নিয়মিত পোস্ট দেয়, দেশের মেয়েদের অবস্থান নিয়ে খুবই চিন্তা বোধ করে, দেখা যাবে রাস্তায় বের হলেই মেয়েদের ওড়না কোথায় আছে সেই দিকে বিশাল লক্ষ্য











১৪. স্টুডেন্ড ভাড়া নিয়ে স্টুডেন্টরা গুন্ডামী করে এমন বলা ব্লগার দেখা যাবে পাঁচ টাকার বেশি কোন দিন ভাড়াই দেয় না !





১৫. ছাগু ফাইটার হিসাবে পরিচিত ব্লগারের বড় ভাই হয়তো শিবিরের বড় নেতা !





১৭. ব্লগে যে মানুষটির সুন্দর আর শালীন মন্তব্য দেখে সবাই প্রশংসা করে দেখা যাবে কাজের ছেলেকে কুকুরের বাচ্চা বলে নিয়মিত গালী দেয় !





১৮. ব্লগে গালীবাজ বলে পরিচিত মানুষটি হয়তো কোন দিন কারও সাথে গলা উচু করে কথাই বলে নি !





১৯. ব্লগের সব চেয়ে সাহসী ব্লগারকেই দেখা যাবে নিজের রুম থেকে ঠিক মত বেরই হয় নি কোন দিন !





২০. সবার পোস্টে নরম সুরে কথা বলা ব্লগারটি হয়তো অনেক সাহসের কাজ করে প্রায়ই !





২১. সব সময় বেঁচে থাকার অনুপ্রেরনার কথা বলা ব্লগার টি হয়তো দুদুবার সুইসাইড করতে গিয়ে ব্যর্থ হয়ে ফিরে এসেছে !





২২. ব্লগের প্রগশীতলার কথা বলা, দেশের জন্য কিছু করা, নতুন দিনের স্বপ্ন দেখার কথা মনুষটি বাস্তবে হয়তো এসবের কোন কিছুই চিন্তা করে না !





২৩. মা বাবাকে নিয়ে আবেগ ঘন পোস্টে আবেগ ঘন কমেন্টকারীর মা বাবা হয় তো কোন বৃদ্ধাশ্রমের জানালার পাশে নিজের ছেলের জন্য অপেক্ষা করে !







অনলাইন জীবন টা আমার কাছে এমনই মনে হয় ! হয়তো অনেকেই অনলাইলের জীবনের সব কিছু নিজের বাস্তব জীবনে ফলো করা চেষ্টা করে কিন্তু কতজন সেটা করে সেটাই খানিকটা গবেষনার বিষয় !

পোস্ট টি পড়ে আবার কেউ এই কথা মনে করবেন না আসলেই সামুর ব্লগার রা সবাই বুঝি এমন ! তবে হ্যা, যেমনি এমন মানুষ অবশ্যই এখানে আছে তেমনি এমন মানুষও আছে যাদের অনলাইনের চরিত্র তাদের বাস্তব জীবনেরই প্রতিরূপ !

অন্যের কথা না হয় নাই বলি কেবল নিজের কথা বলি, আমার অনলাইনের জীবন টা, অন্তত আমার পোস্ট পড়ে আপনাদের যেমনটা মনে হয়, আমার বাস্তবের জীবন টা তেমন নয় মোটেই !

পোস্ট টি কেবল নিজের মনের কিছু কথা বলা হয়েছে, কোউকে ছোট করা কিংবা হেহ করার জন্য নয় ! আশা করি বুঝতে পারবেন !

ধন্যবাদ !





(পোস্ট লেখার বিষয়ে একজন ঘূণপোকাকে বিশেষ ধন্যবাদ ! কারন তার শেয়ার কৃত David Abraham নামের একজন ফেসবুকারের চমৎকার স্টাটাসটি চোখ না পড়লে হয়তো আজকে এই পোস্ট টি লিখতাম না)



মন্তব্য ৮৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৮৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০১৪ রাত ৯:৪০

একজন ঘূণপোকা বলেছেন: লেখাটা আসলেই অনেক অসাধারণ ছিলো।

আর ব্লগীয় মডিফায়েড ভার্সন আরও ভালো লাগছে।


ধন্যবাদ প্রিয় ব্লগার। এই রকম একটা লেখা যত্ন করে ব্লগে রেখে দেয়ার জন্য। কারন ফেইসবুকের লেখাগুলো কোথায় যেন হারিয়ে যায়

২৪ শে মার্চ, ২০১৪ রাত ৯:৪৬

অপু তানভীর বলেছেন: আমার একদম মনের কথা গুলোই সে লিখে দিয়েছে ! লেখাটা পড়ার পর থেকেই এমন কিছু একটা লিখতে মন চাইছিল সেই তখন থেকেই !


আপনাকেও অসংখ্য ধন্যবাদ কারন আপনি শেয়ার না দিলে হয়তো আমার চোখেই পড়তো না লেখাটা ! :):):)

২| ২৪ শে মার্চ, ২০১৪ রাত ৯:৪০

আম্মানসুরা বলেছেন: এত কিছু ভাবার টাইম কই!!

২৪ শে মার্চ, ২০১৪ রাত ৯:৪৬

অপু তানভীর বলেছেন: আসলেই এতো কিছু ভাবার টাইম কই !
তবুও ভাবনা চলে আসে ......

৩| ২৪ শে মার্চ, ২০১৪ রাত ৯:৫১

আমিনুর রহমান বলেছেন:




তবে তুমি যতই চেষ্টা করো না কেন সাময়িকভাবে হয়ত তুমি নিজের চরিত্রের খারাপ বা ভালো দিকগুলো ঢেকে রাখার কিন্তু একটু পর্যবেক্ষণ করলে তা বুঝা যাবেই আসলে সে কেমন মানুষ। আর তাছাড়া ইনবক্সের খবর তো শুভাকাক্ষীরা দিয়ে যায়ই ;)

২৪ শে মার্চ, ২০১৪ রাত ৯:৫৭

অপু তানভীর বলেছেন: বাস্তবে নিজের আসল চেহারাটা ঢেকে রাখাটা বেশ কঠিন একটা ব্যাপার কিন্তু অনলাইনে এটা করা যায় খুব সহজেই ! একজন চাইলেই তা পরে !


আর ইনবক্সের কথা কি কইতাম ;)

৪| ২৪ শে মার্চ, ২০১৪ রাত ১০:২১

বেলা শেষে বলেছেন: অনলাইন আর বাস্তবতাঃ সামুর ব্লগাররা.......

আরে ভাই ই্য়েতো Indian Film হ্যায়.....


২৪ শে মার্চ, ২০১৪ রাত ১০:৩১

অপু তানভীর বলেছেন: :-& :-& :-&

৫| ২৪ শে মার্চ, ২০১৪ রাত ১০:২৪

সকাল রয় বলেছেন: হুম_ হবে হয়তো

২৪ শে মার্চ, ২০১৪ রাত ১০:৩৬

অপু তানভীর বলেছেন: হুম হয়তো হবে .....

৬| ২৪ শে মার্চ, ২০১৪ রাত ১০:২৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:

গুড। ছবিগুলো খুবই ভাল হয়েছে, পারসেপশান!

২৪ শে মার্চ, ২০১৪ রাত ১০:৩৭

অপু তানভীর বলেছেন: কেবল কি ছবিই ভালা হইছে ?? :(

৭| ২৪ শে মার্চ, ২০১৪ রাত ১০:৩১

স্বপ্নবাজ অভি বলেছেন: সবগুলো সবক্ষেত্রে সঠিক নাও হতে পারে

২৪ শে মার্চ, ২০১৪ রাত ১০:৫১

অপু তানভীর বলেছেন: অবশ্যই নাও হতে পারে ! অনেকেই আছেন যারা যেমন তেমন ভাবেই নিজেকে প্রকাশ করেন !
কিন্তু অনেকে আছে নিজের আসল চেহারাটা লুকিয়ে রাখে ! এবং এই দলেই লোক সংখ্যা বেশি !

৮| ২৪ শে মার্চ, ২০১৪ রাত ১০:৩৫

হাসান মাহবুব বলেছেন: বালা ফুস্ট।

২৪ শে মার্চ, ২০১৪ রাত ১০:৫২

অপু তানভীর বলেছেন: থেঙ্কু হাসান ভাই :):)

৯| ২৪ শে মার্চ, ২০১৪ রাত ১০:৩৬

দালাল০০৭০০৭ বলেছেন: ভাল , কি ভাল না?

২৪ শে মার্চ, ২০১৪ রাত ১০:৫৩

অপু তানভীর বলেছেন: কি জানি !
হয়তো !!!!

১০| ২৪ শে মার্চ, ২০১৪ রাত ১০:৩৬

প্রোফেসর শঙ্কু বলেছেন: ব্লগে আমাদের ব্যক্তিত্বের দুএকটা নির্দিষ্ট অংশ হয়তো প্রকাশ পায়। সম্পূর্ণ ব্যক্তিত্বের প্রতিরূপ খুব কম আসে। তবে একসাথে ব্লগিং করলে ক্রমান্বয়ে একটা ধারণা কিন্তু হয়েই যায়!

ইন্টারেস্টিং পোস্ট।

২৪ শে মার্চ, ২০১৪ রাত ১০:৫৫

অপু তানভীর বলেছেন: ঠিক কথা ! একটা কিংবা দুটি দিক প্রকাশ পায় ! তাই সম্পর্ন ব্যক্তির সম্পর্কে ধারনা পাওয়াটা বেশ কষ্টকর !
তবে একসাথে ব্লগিং করতে হয়তো আসল রূপটা এক সময় বেরিয়ে পড়ে কিন্তু সেটা লম্বা সময়ের ব্যাপার !

ধন্যবাদ !!


ইয়ে আপনার নতুন গল্প তো দিলেন না ! অনেক দিন হয়ে গেল !

১১| ২৪ শে মার্চ, ২০১৪ রাত ১০:৫১

আমি তুমি আমরা বলেছেন: ১০. যে ব্লগার টি সারা জীবনে ব্লগে হৃদয় ঘটিত হাহাকার যুক্ত পোস্ট দেয়, দেখা যাবে তার খুব সুন্দর আর সুইট একটা গার্লফ্রেন্ড কিংবা বউ আছে !

সেরা হইছে

২৪ শে মার্চ, ২০১৪ রাত ১০:৫৮

অপু তানভীর বলেছেন: মানে কি ? আপনার জীবনের সাথে কি কুনো ভাবে মিলে গেল নাকি ? ;);)

১২| ২৪ শে মার্চ, ২০১৪ রাত ১০:৫৩

কামরুল ইসলাম রুবেল বলেছেন: তবে এটাও ঠিক যে কমেন্ট এবং আচরণে ব্যক্তিত্ব ফুটে উঠতে বাধ্য, এবং সেদিকের পসিবলিটি পার্সেন্টেজই সবচে বেশী। তাই নয়কি?

২৪ শে মার্চ, ২০১৪ রাত ১১:০১

অপু তানভীর বলেছেন: সব সময় না ! চতুর ব্যক্তি খুব সহজেই নিজেকে লুকিয়ে রাখতে পারে ! আর মাল্টি নিকের বিষয়টা তো আছেই ! এক নিক দিয়ে সুন্দর কথা বলে অন্য দিকে অন্য কিছু বলে !!

তবুও কমেন্টে কিছুটা রূপ বের হয়েই পড়ে !

:):)

১৩| ২৪ শে মার্চ, ২০১৪ রাত ১১:২৯

স্নিগ্ধ শোভন বলেছেন:



সম্পূর্ণ ব্যক্তিত্ব প্রকাশ পাওয়া খুব কঠিন। বহুরূপী মানুষ কে কি রকম ধরা বড় দায়।

সুন্দর পোষ্ট অপু।

২৫ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৩৭

অপু তানভীর বলেছেন: অনলাইন জগৎটা তার সব থেকে বড় উদাহরন ! মানুষ বোঝা বড় কঠিন !

:):)

১৪| ২৪ শে মার্চ, ২০১৪ রাত ১১:৪৬

সচেতনহ্যাপী বলেছেন: এতোগুলি নেগেটিভ চিন্তা!! তবে এটা বাস্তবতার বাহিরে নয়। তবে আমার ব্যাপারে বলবো ব্লগকে আমি ডিজিটাল ডায়রী হিসাবেই নিয়েছি। যাতে ভন্ডামীর বিন্দুমাত্র চিন্হ নেই,শুধু আত্মীয়-পরিজনদের কথা ভেবে নাম-পরিচয় গোপন রাখা ছাড়া। ব্লগে আসি পড়ি,ভাল লাগলে মন্তব্য করি। না হলে চুপ করে বিদায় নেই। সময় কাটানোর মাধ্যমও বলতে পারেন। ধন্যবাদ।

২৫ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৪১

অপু তানভীর বলেছেন: কোথায় সব নেগেটিভ চিন্তা ! পজেটিভ চিন্তাও আছে !


অনেকেই আপনার মত কারন নিয়েই ব্লগে আসে ! কিন্তু কিছু নির্দিষ্ট সংখ্যক মানুষ আছে যারা আসে ভিন্ন উদ্দ্যেশ্য নিয়ে !!


আমিও ব্লগে আসি কেবল সময় কাটানোর জন্যই ! অন্য কোন কারনে না !

ধন্যবাদ :)

১৫| ২৫ শে মার্চ, ২০১৪ রাত ১২:০৭

কসমিক- ট্রাভেলার বলেছেন:





২০. সবার পোস্টে নরম সুরে কথা বলা ব্লগারটি হয়তো অনেক সাহসের কাজ করে প্রায়ই




২৫ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৪২

অপু তানভীর বলেছেন: হয়তো ! আবার হয়তো না !

১৬| ২৫ শে মার্চ, ২০১৪ রাত ১২:১৪

জেরিফ বলেছেন: আপনি আমি সবাই ইউনিক । হয়ত দু এক জনের চিন্তা মননশীলতা এক এর বাইরে সবাই ভিন্ন ভিন্ন মানুষিকতা নিয়ে ব্লগিং করে ।
সবাই নিজেকে একটু অন্তরালে রেখে ব্লগিং করে , এত দিনে আমার এত টুকুই বোধগম্য হয়েছে । আমিও মনে করি এটা যুক্তিসঙ্গত । কেননা ফেস টা অন হলে অনেক কিছু তুলে ধরা অসম্ভব ।

তবে হ্যা এটা অনেকের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে , অনেকে হয়ত কমেন্ট দেখে মনের মধ্যে সেরকম একটা ব্যক্তিত্ব এঁকে পেলে । যার জন্য বাস্তবে তা মিল খুব খুজে পাওয়া যায় না ।

চমৎকার পোস্ট

২৫ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৪৬

অপু তানভীর বলেছেন: ভিন্ন ভিন্ন মানষিকতা নিয়ে কিংবা নিজেকে অন্তরালে রেখে ব্লগিং করুক তাতে তো সমস্যা নাই ! সমস্যা হচ্ছে ব্লগে আমি যেই নীতি কথা গুলো বললাম বাস্তবে তার কিছুই যদি আমি নিজেই অনুসরন না করি তাহলে কেমন করে হবে ?
যে মানুষটা সারাদিন ব্লগে নারী অধিকার নিয়ে কথা বলে অথচ বাস্তবে নিজের বউকে পেটায় তার মুখে কি নারী অধিকার নিয়ে কথা বলা মানায় ! আমার অনলাইনটা এখন এমনই হয়ে গেছে ! মুখ মুখ বড় বড় কথা বললেই বাস্তবে কেউ তার ধারে কাছ দিয়েই যায় না !

১৭| ২৫ শে মার্চ, ২০১৪ রাত ১২:৩২

ক্লান্ত তীর্থ বলেছেন: ালো লাগছে ভাই!


আমরা সকলেই এমন দ্বৈত চরিত্র লালন করি!

২৫ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৪৭

অপু তানভীর বলেছেন: আসলেই তাই ! সবার ভিতরেই এমন কিছু চরিত্র আছে !

১৮| ২৫ শে মার্চ, ২০১৪ রাত ১:৩৭

পুরানো আমি বলেছেন: ১৯. ব্লগের সব চেয়ে সাহসী ব্লগারকেই দেখা যাবে নিজের রুম থেকে ঠিক মত বেরই হয় নি কোন দিন


সঠিক।

খালি কলসি বেশি আওয়াজ করে টাইপ আর কি।

২৫ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৪৮

অপু তানভীর বলেছেন: হুম ! ঠিক বলেছেন !

১৯| ২৫ শে মার্চ, ২০১৪ রাত ১:৪৪

প্রবাসী পাঠক বলেছেন: বাস্তব জীবন আর অনলাইন জীবন এর মধ্যে আমার কাছে মনে হয় অনেক অনেক পার্থক্য আছে। অনলাইন এর জীবনটা আমার কাছে মনে হয় অনেকটা ফ্যান্টাসির মত। বাস্তব জীবনে নানান প্রতিবন্ধকতার জন্য যা বলা যায় না বা বলার চেষ্টা করা হয় না তা ভার্চুয়াল লাইফে অনায়াসে বলা যায়।

২৫ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৪৯

অপু তানভীর বলেছেন: সেইটা হয়তো বলা যায় কিন্তু কিছু কিছু মানুষ আছে যাদের ভার্চুয়াল আর বাস্তব জীবন সম্পূর্ন একটা অন্যটার সাথে বিপরীত !

২০| ২৫ শে মার্চ, ২০১৪ রাত ২:০০

বটবৃক্ষ~ বলেছেন:
অনেক গুলো হয়ত আছে।

৭ নং এর সাথে সহমত।

২৫ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৫১

অপু তানভীর বলেছেন: অনেক গুলোই হয় তো আছে ! সত্যই আছে !

২১| ২৫ শে মার্চ, ২০১৪ রাত ৩:৫৭

সীমানা ছাড়িয়ে বলেছেন: ড জ্যাকিল আর মিস্টার হাইডের মত - একই মানুষের দুই রূপ।

২৫ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৫২

অপু তানভীর বলেছেন: একমানুষের দুই না আরও অনেক রূপ !

২২| ২৫ শে মার্চ, ২০১৪ ভোর ৪:০০

মামুন হতভাগা বলেছেন: হুম

২৫ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৫৩

অপু তানভীর বলেছেন: হুম !

২৩| ২৫ শে মার্চ, ২০১৪ সকাল ৭:৫৮

না পারভীন বলেছেন: অনেক ভাল পোস্ট । প্রিয়তে নিয়ে রাখি ।

২৫ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৫৮

অপু তানভীর বলেছেন: অনেক ধন্যবাদ :):)

২৪| ২৫ শে মার্চ, ২০১৪ সকাল ৮:১২

কয়েস সামী বলেছেন: ha. amio tai vabchilam- chorom shob romantic golpo
post kora blogger vaiti asole moteo romantic na!

২৫ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৫৯

অপু তানভীর বলেছেন: বাস্তব জীবনে কি এতো রোমান্টিক হওয়া সম্ভব ! ক
কথা সত্য !

২৫| ২৫ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৩৮

বোধহীন স্বপ্ন বলেছেন: এ কি করলেন গো ভায়া, সবার মুখোশ এইভাবে খুলে দিলেন !!! :-/

২৫ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৫৯

অপু তানভীর বলেছেন: ইহাই সত্য :):)

২৬| ২৫ শে মার্চ, ২০১৪ সকাল ১০:১৯

ইছামতির তী্রে বলেছেন: ভার্চুয়াল জগতে মানুষ তার সেরা কাজ বা গুণসমূহকে সবার সম্মুখে প্রকাশ করার চেস্টায় রত থাকে। সেটা সামু হোক আর অন্য কোন সামাজিক যোগাযোগ মাধ্যম হোক। আমরা কেউ কোনদিন নিজেদের সামান্য ভুল-ত্রুটিও প্রকাশ্যে আনতে নারাজ। অথচ লাস্ট ২৪ ঘন্টার হিসেবও যদি ধরি তাহলে দেখা যাবে খারাপ কাজের সংখ্যাই বেশী হয়েছে। আমি আমার ১ বছরের ব্লগিং জীবনে মাত্র একটা লেখা দেখেছি যেখানে একজন তার বদঅভ্যাসের কথা সবার সামনে বলেছেন।

আপনার বিশ্লেষণ খুব ভাল হয়েছে। তবে স্বল্পমেয়াদী কেউ কেউ ভান বা অভিনয় করতে পারেন। দীর্ঘমেয়াদে একজন মানুষের প্রকৃত চরিত্র বা মনমানসিকতা অনেকাংশেই প্রকাশিত হতে বাধ্য। কারণ আপনি যা বিশ্বাসই করেন না তা বেশীদিন বলতে পারবেন না। আর যা বিশ্বাস করেন তা বেশীদিন আটকে রাখতে পারবেন না।

ডাবল স্টান্ডার্ড একটা কঠিন কাজ। দীর্ঘদিন এটা বজায় রাখা ততধিক কঠিন। আর যারা এটা পারেন তাদেরকে ডাবল স্টান্ডার্ড শিল্পী বলা যায়। হাহা।

২৫ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৪৪

অপু তানভীর বলেছেন: ডাবল স্টান্ডার্ড শিল্পী !!

হাহাহা দারুন বলেছেন !

ধন্যবাদ চমৎকার মন্তব্যের জন্য ! :)

২৭| ২৫ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৩৩

সাকী শওকত বলেছেন: বাস্তবে মানুষ দ্বৈত চরিত্রের , প্রতিটি মানুষ স্বতন্ত্র । চিন্তা ও মনন এক নয় সবার। ব্লগে কেন, যে কন জায়গায় মানুষ তার আসল রূপ প্রকাশ, স্বতঃস্ফূর্তটায় প্রকাশিত করে না। বিশ্ব ব্রহ্মাণ্ডে দ্বন্দ্ব প্রক্রিয়ায় সবকিছু আবর্তিত হয়,তার বাইরে আমরা কেউই নয়। প্রতিটা চরিত্রের অনুধাবনের জন্য লেখককে স্বাগতম। তবে আমার কোনটি ?

২৫ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:০৮

অপু তানভীর বলেছেন: কার ভিতর কি আছে সেটা নির্দিষ্ট করে বলা টা অনেকবেশি কষ্টকর !

প্রতিটি মানুষের ভিতরেই এমন টা বিদ্যমান ! কারো কারো সেইটা বেরিয়ে পরে অন্যের সামনে কেউ বা লুকিয়ে রাখতে সক্ষম হয় !

২৮| ২৫ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৪৯

হুমায়ুন তোরাব বলেছেন: অপু তানভির প্রতিদিন প্রেমের গল্প লিখলেও অপু তানভির প্রতিদিন প্রেমে পড়েন না ।

২৫ শে মার্চ, ২০১৪ দুপুর ২:২৬

অপু তানভীর বলেছেন: ঠিক ঠিক !! একদম ঠিক কথা !!

২৯| ২৫ শে মার্চ, ২০১৪ দুপুর ২:৩২

তন্ময় ফেরদৌস বলেছেন: হুম, আসলেই এমন হয়

২৫ শে মার্চ, ২০১৪ দুপুর ২:৪২

অপু তানভীর বলেছেন: সত্যিই এমন হয় !!

৩০| ২৫ শে মার্চ, ২০১৪ দুপুর ২:৪৬

সোহানী বলেছেন: @ইছামতির তী্রে এর সাথে সহমত। এটা ভার্চুয়াল জগৎ। আমি আমার মনের সেই ভালোলাগা/মন্দলাগা/রাগ/দু:খ/কস্ট/ভালোবাসাই শেয়ার করি। আর সেই মুহূর্তে পাঠকদের মনের প্রতিফলনই এর প্রতিউত্তর.... তাই নয় কি......

২৫ শে মার্চ, ২০১৪ দুপুর ২:৫৯

অপু তানভীর বলেছেন: কিন্তু সবাইতো আর কেবল এখানে ভালোলাগা/মন্দলাগা/রাগ/দু:খ/কস্ট/ভালোবাসাই শেয়ার করতে আসে না ! ভিন্ন অনেক কারনে এখানে আসে । নিজেরা যা নয় ঠিক সেই টা প্রমানের চেষ্টা করে ! এখানেই প্রকাশ পায় তাদের দ্বিমুখীরূপ !!

৩১| ২৫ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:১৭

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: বাহ ! দারুণ বিশ্লেষণ।

ফেসবুকে গল্প দেবার পর, আমার মনেও এই কথা গুলো ভাসে। ব্লগের চেয়ে, ফেসবুকে জিনিস গুলো বেশী।

আর ব্লগে হয়ত এমন আছে, আবার শুদ্ধ পাঠকও আছে।

যাই হোক। মজাদার পোস্ট ছিল এটা।

বিঃদ্রঃ পুরো পোস্ট পড়েছি।

২৫ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:১৯

অপু তানভীর বলেছেন: ঠিক কথা । ফেসবুকে এই জিনিটা বেশি দেখা যায় তবে ব্লগেও কম না !
ভালমন্দ সব জায়গাতেই ছিল, আছে এবং থাকবে !

ধন্যবাদ :):):)

৩২| ২৫ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:৩৫

মুদ্‌দাকির বলেছেন: খুবই সত্য কথা !!! আমি যেমন অনেক সময়ই লগ ইন করি সারাদিন পার হয়ে যায় অথচ আমি ল্যাপ্টপের ধারের কাছেও থাকি না !!! হয়ত অনেকেই ভাবে আমি এখন ব্লগে !!!! :P :P :P

২৫ শে মার্চ, ২০১৪ রাত ১০:৪১

অপু তানভীর বলেছেন: :):):):)

৩৩| ২৬ শে মার্চ, ২০১৪ রাত ১২:২৮

সায়েদা সোহেলী বলেছেন: " অনলাইন জীবন " মানে এখানে অন অফ এর ব্যাপার আছে , আর প্রত্যেকটা মানুষের ভিতর ই সব ধরনের গুনাগুন (ভালমন্দ) থাকে , যা আমরা বাস্তব জীবনে সবসময় নিজের মধ্যে ধারন বা প্রকাশ করতে পারি না /:) এখন যখন তার ইচ্ছেমত প্রকাশের একটা সুযোগ পাওয়াই যাচ্ছে এই টেকনোলজির যুগে তার সতব্যবহার না করে কয়জনে থাকতে পারে !!!????
যখন খুশি যেভাবে খুশি অন হবে বা নিজেকে করবে এবং বেগতিক দেখলেই অফ :) নতুন রুপে আবার অন , যতক্ষণ টায়ার্ড না হয় এই খেলায় ;)
কথায় বলে না লাইফ ইজ এ গেম !:#P !:#P
তাছাড়া সেক্সপিয়ারের বিখ্যাত ডায়ালগ তো তানভীরের না জানার কথা নয় B-)

২৬ শে মার্চ, ২০১৪ দুপুর ১:০২

অপু তানভীর বলেছেন: অনলাইন জীবনের এই তো এক সুবিধা !! ;);)

৩৪| ২৬ শে মার্চ, ২০১৪ সকাল ৯:০২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আপনার বিশাল গবেষণার লেখাটি মোবাইলে পড়েছিলাম, ঢাকার বাইরে থেকে। ভালো লাগলো। ইতিবাচক দিকগুলোতে আমার বেশি সহমত থাকলো।

অনেক শুভেচ্ছা :)

২৬ শে মার্চ, ২০১৪ দুপুর ১:০২

অপু তানভীর বলেছেন: ইতিবাচক দিক তেমনি নেতিবাচক দিক :):)

৩৫| ২৬ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৫৩

শাকিল ১৭০৫ বলেছেন: আমি কইলাম পুস্টু পরিনাই এক্কেরে পড়ি নাই :P

২৬ শে মার্চ, ২০১৪ দুপুর ১:০৩

অপু তানভীর বলেছেন: আমারও তাই মনে হচ্ছে :P :P

৩৬| ২৮ শে মার্চ, ২০১৪ রাত ১২:২৭

ফারিয়া বলেছেন: আরে ভাই জীবনে নিজেকেই চিনতেে পারলাম না, অন্যদের খবর কি বলবো?
নিজ-ধর্ম(সাইনসের দৃষ্টিতে, মৌলের মত), আচরন বুঝলাম না, অন্যরা কি করলো সেটা অনেক দুরের কথা!

২৮ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৩৬

অপু তানভীর বলেছেন: আমার নিজের দিকে দিয়েও তাই । মাঝে মাঝে বড় বেশি দুর্ভদ্য মনে হয় ! :(

অন্যের কথা কেমনে কইবো !!

৩৭| ২৮ শে মার্চ, ২০১৪ রাত ১:১৯

অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: এখনকার মনো বিজ্ঞানীরা কিন্তু বলছেন, ডুয়াল পারসোনালিটি একেবারেই সহজাত, স্বতস্ফূত, স্বাভাবিক ব্যাপার।
সহজ উদাহরন তাঁরা দেন, স্ত্রীর সংগে যে টোনে, বডি ল্যাঙ্গুয়েজে কথা বলো, সন্তানের সঙ্গে সে রকম নয়।

এটা স্বতসিদ্ধ।

আপনি অভিযোগ করছেন। আসলে দৃষ্টিভঙ্গিটা ওরকম না করে আরেক রকম করুন দেখবেন নূতন নিজেকে।
তবে আপনার পয়েন্টগুলো স্পষ্ট, অথেনটিক, একমত।

সহজ মানুষ রামকৃঞ্চ সহজ ভাবে গভীর কথা বলতেন। যেমন, "বদলে দিলাম পথটা, পাল্টে গেলো মতটা।"

অথবা ডেল কার্নেগী, সব কিছুই পজিটিভ দেখতেন। একটা সিনারিও দেখা দিল তাঁর কাছে। ক্ষতি হয়ে যাচ্ছে কারও। পজিটিভ ভাবে বললেন, ক্ষতির থেকে লাভের চিন্তা করো। অর্থা‍্ অনিবার্য ক্ষতি যখন হয়েই যাচ্ছে তখন এর থেকে পজিটিভ কি আহরণ করা যায় ভাবো। (আবার ঐ কাজ না করার অভিজ্ঞতা, স্বল্প ক্ষতিপূরণ ইত্যাদি)

আবার দেখুন মারফি'স ল। অবশ্যম্ভাবী বিপযর্য় আমাদের অনেকক্ষেত্রে ঘটেই। যেদিন তাড়াতাড়ি ফেরার তাড়া সেদিন দেরী হবেই। ভুল মানুষ মানুষকে বুঝবেই।

কবিদের, শিল্পীদের ব্যক্তি জীবন আর শিল্পী জীবন ভাবুন।

দ্বৈত চরিত্র প্রবহমান সবার মধ্যে। বরংচ একরৈখিক ব্যক্তিত্ব বিরল।

২৮ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৩৯

অপু তানভীর বলেছেন: আসলে আপনি যেই কথাটা বলতে চেয়েছেন আমি তেমন টা বলতে চাই নি ! এখানে আমাদের সামুতে কে কি কথা বলে এবং বাস্তবে সে কি করে এটাই বলার একটা চেষ্টা করেছি !

এটা সঠিক অর্থে দ্বৈত চরিত্র না ভন্ডামী !!


আপনার গুরুগম্ভীর মন্তব্যের জন্য ধন্যবাদ :)

৩৮| ২৯ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:১৯

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: প্লাস +++

২৯ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:৪৪

অপু তানভীর বলেছেন: :) :) :)

৩৯| ৩০ শে মার্চ, ২০১৪ রাত ৮:২১

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: মজা পেয়েছি , যদিও প্রতিটা পয়েন্টই সত্য । =p~

৩০ শে মার্চ, ২০১৪ রাত ১০:৪৩

অপু তানভীর বলেছেন: হাহাহাহাহা

:)

৪০| ০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৩:২০

*কুনোব্যাঙ* বলেছেন: হুমমমম, আমিও ভন্ড অনেকের মতো

০৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪৭

অপু তানভীর বলেছেন: ;) ;) ;)

৪১| ১৩ ই মে, ২০১৪ সকাল ৯:২৮

অঘটনঘটনপটীয়সী বলেছেন: ঘটনা সত্য।

১৩ ই মে, ২০১৪ দুপুর ১:১৩

অপু তানভীর বলেছেন: হুম !!

৪২| ২২ শে মে, ২০১৪ বিকাল ৩:৫৭

চড়ুই বলেছেন: ব্লগে যে ব্লগারটি সারাদিন মজা করে, এর ওর পোস্টে সব সময় মজাদার মন্তব্য করে বেড়ায়, আনন্দের গল্প লেখে তার মানে এই নয় যে মানুষ হিসাবে সে অনেক সুখী কিংবা হাসিখুশী মানুষ !


খুব ভালো লাগলো .

২২ শে মে, ২০১৪ বিকাল ৪:০৪

অপু তানভীর বলেছেন: :) :) :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.