নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দলে দলে সব মানুষজন ব্লগ ছেড়ে এখন ফেসবুতে লেখা লেখি করে । বিশেষ করে সামুর সব ব্লগার এখন ফেসবুকে চলে গেছে ।
কিন্তু কারন টা কি ? কেন সামু থেকে ফেসবুক বেশি জনপ্রিয়তা পাচ্ছে ?
আগেও ফেসবুক ছিল কিন্তু তখন তো সবাই সামুতে লিখতেই বেশি স্বাচ্ছন্দ বোধ করতো !
আসুন এর পেছনের কারন গুলো একটু দেখা যাক ! যদিও কারন গুলো আমি নিজে নিজেই খুজে পেয়েছি ! আপনারা নাও খুজে পেতে পারেন অথবা কিছু কারন আমি খুজে পাই নি আপনারা পাবেন হয়তো !
১. সামুর সার্ভার ডাউন হয়, ফেসবুকের হয় না ! হলেও তা সংখ্যায় সামু থেকে অনেক অনেক অনেক কম ।
২. সামুর টেকনিক্যাল সমস্যা এতো বেশি যে গুনে শেষ করা যাবে না । অন্য দিকে মানুষকে ফেসবুক ব্যবহারের সময় টেকনিক্যাল সমস্যার সম্মুখিন হতে হয় না বললেই চলে !
৩. সামুতে মডারেশনের প্রতি অভিযোগের শেষ নাই, ফেসবুকে সেই সমস্যা নাই ।
৪. লীগারদের মতে সামু ছাগুর আখড়া, জাতীয়তাবাদীদের মতে সামু হাম্মার আখড়া, জামাতের মতে সামু নাস্তিকের আখড়া ! এরা মনে করে সামুতে তাদের প্রতি বেশি কঠোর, আবার ওরা মনে করে সামু তাদের প্রতি বেশি কঠোর বিপরীত দলের প্রতি বেশি সদয় ! মজার ব্যাপার হচ্ছে দুই দলেরই কিন্তু একই অভিযোগ ! ফেসবুকে এই সমস্যা নাই !
৫. সামুতে আছে সিন্ডিকেটবাজী । আর ফেসবুকে আছে সেলিব্রেটিবাজী ।
৬. সামুতে এডমিন প্যানেল আছে, যদিও তাদের দেখা যায় কম অন্য দিকে আপনার ফেসবুকে আপনি নিজেই এডমিন । কেউ কিছু বলতে আসলেই, খবর আছে ।
৭. ব্লগে কোন অসত্য তথ্য দেওয়া একটু ঝামেলার কাজ, ব্লগের মানুষজন একটু পড়া শুনা করেতো ঠিক ধরে ফেলে । ফেসবুকে সেই ঝামেল তুলনা মূলক ভাবে কম !
৮. কাট কপি পেস্ট সামুতে কইলেই কট খাবেনই নিজে যদি লজ্জাবোধের অভাবে পোস্ট রিমুভ না করলেও কর্তৃপক্ষ ঠিকই সেটা সরিয়ে দেয় কিন্তু ফেসবুতে ধরা খাওয়ার সম্ভাবনা তুলনা মূলকভাবে কম ! ধরা খেলাও পোস্ট রিমুভের সম্ভাবনা কম যদি না আপনার চক্ষু লজ্জা না থাকে ।
৯. সামুতে আপনি না চাইলেও যে কারো পোস্ট আপনার চোখের সামনে চলে আসবে । কিন্তু ফেসবুকে এমন টা হওয়ার সম্ভাবনা কম । অনেকটা উটপাখি যেমন গর্তে নিজের মাথা লুকায় তেমন !
১০. সামুতে লিখতে গেলে খানিকটা দায়বদ্ধতা থাকে, ফেসবুকে মনে যা আসে তাই লেখা যায় !
১১. সামুতে ফলোয়ার অপশান যদিও আছে তবুও মানুষকে দেখানোর উপায় নেই যে আপনার ফলোয়ার সংখ্যাটা কত ! ফেসবুকে আপনার প্রফাইলে সেটা জ্বলজ্বল করে ।
১২. কেবল চেহারা দেখিয়ে সামুতে হিট হওয়া কিংবা ফলোয়ার সংখ্যা বাড়ানোর উপায় নেই ফেসবুকে আছে ।
১৩. বস্তি থেকে উঠে আসা কিছু বস্তির মানুষজন কিছুতেই তাদের মুখের ভাষা কন্ট্রল করতে পারে না । সামুতে আসলে তাদের জন্য একটু সমস্যা হয় যায় বইকি । ফেসবুকে অবশ্য সেই সমস্যা নাই ।
১৪. অটো লাইক এবং অটো কমেন্ট ফেসবুকে আছে সামুতে নেই যদিও মাল্টিনিক এবং অটোফ্রেসার আছে কিন্তু সেটা যথেষ্ঠ ঝামেলা পূর্ন কাজ । মানুষজন আবার ধরেও ফেলে ।
১৫. নিজের এলাকায় সবাই যেমন বাঘ তেমনি নিজের আইডি সবাই বাঘ ! কিন্তু ইতিহাস বলে সামুতে অনেক বাঘই ছাগলে রূপান্তরিত হয়েছে নিজের আইডিতেই ।
১৬. ফেসবুকে যে কাউকে ইচ্ছে মত গালী দেওয়া যায় নিশ্চিন্তে ! সামুতেও যায় তবে অতটা সহজ না আর কি । আইডি ব্যান হওয়ার সম্ভাবনা থাকে আর কি ! যদিও পক্ষপাতের অভিযোগ ওঠে প্রায়ই ।
১৭. যে কোন কাজে ফেসবুকার টা লাইক কমেন্ট করেই মনে করে খুব বড় কিছু করে ফেললাম ! কিন্তু ব্লগাররা কিছু উদ্দ্যোগ নিলে সেটা বাস্তবে রূপান্তর করার চেষ্টা করে অন্তত আগে করতো । এতো ঝামেলার ভিতর কেডায় যায় ! এর থেকে ফেসবুকই ভালা !
১৮. সামুতে ফটো আপলোড করতে মাঝে মাঝে সমস্যা হয়, চাইলেই সব টাইপের ছবি আপলোডও করা যায় না । কিন্তু ফেসবুকে এই সমস্যা নাই । যত ইচ্ছা যেমন ই্চ্ছা যেও টাইপের ইচ্ছা ফটো আপলোড করা যায় নিশ্চিন্তে ।
১৯. নিজের আকাম কুকাম সব কিছু আইডি বন্ধ করার সাথে সাথে ফেসবুক থেকে গায়েব হয়ে যায় । সামুতে এমন করে গায়েব হয় না এমন কি আইডি ব্যান হইলেও
২০. ফেসবুকে কোন একটা কমেন্ট করে যদি মনে হয় ভুল হল তাহলে সেটা এডিট করে কিংবা মুছে ফেলে যায় কিন্তু সামুতে একবার কিছু বলে ফেললে ধরা খেয়ে যেতে হয়
২১. সামুতে আইডি খোলার পর অনন্তকাল ধরে অপেক্ষা করতে হয় লাইক কমেন্ট করার জন্য ! ফেসবুকে পরিপূর্ন একাউন্ট খোলার আগেই লাইক কমেন্ট করার অধিকার চলে আসে !
২২. নির্বাচিত পাতা নিয়ে মানুষের অভিযোগের শেষ নাই । ফেসবুকে নির্বাচিত পাতাও নাই অভিযোগও নাই !
আপাতত এই মনে আসতেছে । আপনাদের আর কিছু জানা থাকলে বলতে পারেন । এড করে দিবো !
আরও কিছু মৌলিক পার্থক্য লিখেছেন সাইফ সামির এই পোস্টে । যদিও সেটা সমগ্র ব্লগকে কেন্দ্র করে লেখা !
আবারও বলি এটি একটি ব্যক্তিগত মনভাব থেকে উদ্ভাবিত বক্তব্য । আমার যা মনে হবে আপনারও যে তাই মনে হতে হবে এমন কোন মানেই !
৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৬
অপু তানভীর বলেছেন: হুম !
২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৩১
সোহানী বলেছেন: তারপর ও বলবো ব্লগ ব্লগই... সেখানে কিছু ভালো লেখার লেখক আছেন আর ফেবু হলো বাচ্চা পোলাপানদের জিনিস....
৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৬
অপু তানভীর বলেছেন: আমার কথাটাও সেইটাই ব্লগই ফেসবুক কোন ভাবেই এর বিকল্প হতে পারে না । কিন্তু এখন সেইটাই করা হচ্ছে !
৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৪
জামান শেখ বলেছেন: মুল পার্থক্য হলোঃ সামুতে আগে অনেক মানুষ ছিল, এখন কিছু ছাগল হয়ে ফেসবুকে ঠাই নিয়েছে।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৮
অপু তানভীর বলেছেন: না ঠিক এটাও ঠিক না । ব্লগ আছে ব্লগের জাগয়ায় ফেসবুক আছে ফেসবুকের জায়গায় । কিন্তু এখন ফেসবুকটাকে ব্লগের বিকল্প হিসাবেই ব্যবহার করছে সবাই !
সামাজিক যোগাযোগের জন্য ফেসবুক টা ঠিক আছে, কিন্তু লেখা লেখার জন্য ব্লগই সেরা !
৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৬
প্রেমিক চিরন্তন বলেছেন: ভালো গবেষনা http://bdnewseveryday.com/
৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০০
অপু তানভীর বলেছেন:
৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৯
অঘটনঘটনপটীয়সী বলেছেন: জটিল গবেষনা।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০১
অপু তানভীর বলেছেন: আমি সহজ মানুষ জটিল গবেষণা কেমুনে করুম
৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০৭
ডি মুন বলেছেন: কাট কপি পেস্ট সামুতে কইলেই কট খাবেনই নিজে যদি লজ্জাবোধের অভাবে পোস্ট রিমুভ না করলেও কর্তৃপক্ষ ঠিকই সেটা সরিয়ে দেয় কিন্তু ফেসবুতে ধরা খাওয়ার সম্ভাবনা তুলনা মূলকভাবে কম ! ধরা খেলাও পোস্ট রিমুভের সম্ভাবনা কম যদি না আপনার চক্ষু লজ্জা না থাকে ।
হা হা হা
সামুতে ফলোয়ার অপশান যদিও আছে তবুও মানুষকে দেখানোর উপায় নেই যে আপনার ফলোয়ার সংখ্যাটা কত ! ফেসবুকে আপনার প্রফাইলে সেটা জ্বলজ্বল করে ।
হা হা হা
কেবল চেহারা দেখিয়ে সামুতে হিট হওয়া কিংবা ফলোয়ার সংখ্যা বাড়ানোর উপায় নেই ফেসবুকে আছে । ------------ :O
নিজের এলাকায় সবাই যেমন বাঘ তেমনি নিজের আইডি সবাই বাঘ ! কিন্তু ইতিহাস বলে সামুতে অনেক বাঘই ছাগলে রূপান্তরিত হয়েছে নিজের আইডিতেই ।
অসাধারণ পোস্ট। প্রিয়তে নিলাম এবং শেয়ার দিলাম।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০৯
অপু তানভীর বলেছেন: হে হে হে !
অসাধারন কই ? সাধারন পুস্ট !
৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:২৮
যমুনার চোরাবালি বলেছেন: ফেসবুক হতে পারে জনপ্রিয়, তবে ব্লগ ইজ অলওয়েজ বেস্ট। আপনার প্রার্থক্যগুলোতেও ব্লগের শক্তির প্রকাশ পাচ্ছে। শুভেচ্ছা।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৭
অপু তানভীর বলেছেন:
হুম ! আমার কাছেও ব্লগটাকেই বেশি ভাল লাগে !
৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৪
হান্টার১ বলেছেন: কি যে কইতাম আসলে ব্লগের কমেন্ট বলেন, লাইক বলেন, সার্ভার বলেন, সব কিছু ই একটু জটিল। সেই তুলনায় ফেবু অনেক ইজি। কিন্তু ব্লগে অন্তত ফেবু এর মত হাবিজাবি লিখা যায় না, এইটা একটা মৌলিক পার্থক্য
৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৫০
অপু তানভীর বলেছেন: হুম ! কথা সত্য !
৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:০২
বাকপ্রবাস বলেছেন: :>
৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:০৬
অপু তানভীর বলেছেন: সব ইমো একসাথে !!
১০| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:০২
রুবাইয়াত নেওয়াজ বলেছেন: হা হা হা। কথা সত্য। বেশীর ভাগের সাথেই একমত।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:০৬
অপু তানভীর বলেছেন: হে হে হে
১১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:২৭
আমিনুর রহমান বলেছেন:
পোষ্টে +++
৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০৮
অপু তানভীর বলেছেন:
থেঙ্কু !
১২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৩২
হাসান রাজিবুল বলেছেন: 'সামাজিক যোগাযোগের জন্য ফেসবুক টা ঠিক আছে, কিন্তু লেখা লেখার জন্য ব্লগই সেরা !' - আমার কাছেও তাই মনে হয়।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০৯
অপু তানভীর বলেছেন:
১৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৩
মামুন রশিদ বলেছেন: দলে দলে মানুষ ফেবুতে যাচ্ছে । কিন্তু ফেবুতে কেউ সত্যিকার অর্থে লেখালেখি করে কি?
বেশিরভাগ পয়েন্টেই সহমত ।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১০
অপু তানভীর বলেছেন: আজকে ফেসবুক থেকে লাইক অপশান টা উঠিয়ে দেওয়া হোক দেখবেন কাল থেকে কেসবুকীও সাহিত্য ধূ ধূ প্রান্তর !!
১৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৮
দ্য ইলিউশনিস্ট বলেছেন: ফেসবুক যোগাযোগের মাধ্যম হিসেবে ভাল কিন্তু লেখালেখির মাধ্যম হলে ব্লগের কাছে ধারেও আসবে না। আমার মতে, লেখালেখির ক্ষেত্রে ব্লগ ফেসবুকের থেকে খুব কম হলেও কয়েকশো ধাপ এগিয়ে আছে। ফেসবুক শুধুমাত্র সেলিব্রেটিদের জন্য ভাল লেখালেখির মাধ্যম হতে পারে, কিন্তু অন্যদের জন্য? এপর্জন্ত ফেসবুকে আমি যতজনকে লেখালেখি করতে দেখেছি তার অর্ধেকের চেয়েও বেশি ছিল লাইক আর কমেন্টের জন্য লেখে, মনের আনন্দ মেঠানোর জন্য নয়।
সামুর অনেক পুরাতন একজন ব্লগারের কাছে সামুর অল্প কিছু কথাবার্তা শুনে এখানে এসেছিলাম। সে অনেক আগেই ব্লগ ছেড়ে ফেসবুককে লেখালেখি করার মাধ্যম হিসেবে বেছে নিয়েছে। আমি পোস্ট খুব একটা না দিলেও এতদিন সামুতে ঘুরাঘুরি করে, সম্পূর্ণ ধারণা অর্জন করে, বেশ কিছুদিন আগে তাকে জিজ্ঞাস করেছিলাম, ব্লগের মত অসাধারণ একটা জায়গা ফেলে ফেসবুকের মত বাজে জায়গায় লেখালেখি করতে আসলেন কেন, যেখানে অন্যান্য কাজ হলেও তার দ্বিগুণ সময় নষ্ট হয়?
তার উত্তরটা আমার ইনবক্স থেকে নিয়ে এখানে দিলাম-
"ব্লগে আমি যখন যাই ২০০৯ এর দিকে তখন আমিও তেমন কিছু লিখতাম না। লিখতাম না বলে লেখার সাহস পেতাম না বলাই ভালো। ব্লগে লেখা পড়তাম আর ভাবতাম এই লেখকগুলি যদি বই লিখতো তাহলে বাংলা সাহিত্য কোথায় গিয়ে দাড়াতো কেউ কি ভাবতে পারে? ব্লগের প্রথম পাতার একটা পোষ্টও আপনি না পড়ে যেতে পারবেনা না পরের পোষ্টে, এমন সব লিখা। কি লাগবে আপনার? মিউজিক পোষ্ট, রম্য রচনা, উপন্যাস, ছোট গল্প সবই আছে।
এর কারণও ছিল। কারন তখন সবাইকে লেখার পারমিশন দিত না। লেখার পারমিশন পেতেই দেখা যেত অনেকের এক বছর লেগে যেত। আপনি প্রথম পাতায় অ্যাকসেস পাওয়ার আগে আপনাকে চিনিয়েই যেতে হবে যে আপনি আসলেই লেখার যোগ্যতা রাখেন। আমিও প্রায় তিন চার মাস পর পেয়েছিলাম প্রথম পাতায় অ্যাকসেস যতটুকু মনে পরে। সেই আমি আর এত বড় বড় লেখকের মাঝে কি লিখব? তাও মিউজিক নিয়ে টুকটাক লিখতাম। ব্লগে তখন মিউজিক নিয়ে তিনজন লিখে। আমি, কালিদাস, আরেকজন ছিল নামটা মনে আসেছেনা। আমিই এদের মধ্যে সবচেয়ে দুর্বল লেখক। ভয়ে ভয়ে লিখতাম টুক টাক।
গালি, বাজে কথা, নোংরামী, রাজনীতিক পোষ্ট, ধরমীয় আঘাতযুক্ত পোষ্ট - এগুলো তখন লেখামাত্র ব্যান। কেউ এগুলো ভুলেও পোষ্ট করতোনা। এমন একটি জায়গায় একদল জ্ঞানীর মাঝে আপনি থাকবেন না কেন? আপনি থাকতে বাধ্য। ব্লগে সারাদিন পরে থাকলেও যে অনেক কিছু শেখা যায়। তখন ব্লগে নাস্তিক বলতে শুধু আসিফ মহিউদ্দীন ছিল। সেও তেমন চান্স পেত না। উলটা পালটা লিখলেই তার পোষ্ট রিমুভ করে দিত মডুরা।
২০১৪ তে এসে সেই ব্লগের চিত্র দেখলে মনে হয় এখানে যুদ্ধ সংগঠিত হয়েছে। ব্লগকে ভেঙ্গে চুরে ফেলে রেখে গেছে কেউ। শুধু ব্লগের কংকালটা অবহেলায় পড়ে আছে এখন।
সব পোষ্টই রাজণীতি আর ধর্ম নিয়ে, পোষ্টের ভেতরে যেখানে কেউ গালি দিতে পারতোনা ভয়ে এখন সেখানে শিরোনামেই গালি দেয়, যে ব্লগ ছিল শিক্ষার জায়গা সেখানে এখন চারপাশে নারীদের শরীরের ছবি সম্বলিত কনডমের বিজ্ঞাপন।
এসব দেখে তাই অনেক ব্লগারই বুঝতে পেরেছে এই ব্লগে তাদের আর প্রয়োজন নেই, লেখার আরো অনেকে আছে। তাই তারা চলে গেছে। এদের মধ্যে দুর্যোধন, ফিউশন ফাইভ, কাক নং ১০১, নাফিস ইফতেখার, জিকো, কালিদাস উলেখযোগ্য। আমি তো কিছুই না এদের সামনে। আমার চলে যাওয়া হয়তো ব্লগে কোন প্রভাব রাখেনি, কিন্তু ওদের চলে যাওয়া ব্লগের রক্তক্ষরণ ছিল। তারচেয়েও বড় দুঃখের ব্যাপার যে, ব্লগ ওদের আটকানোর চেষ্টা করেনি। পলিটিকাল অশিক্ষিত মূর্খদেরই বরং লেখালেখির জায়গা করে দিয়েছে ওদের সরিয়ে। এখন যারা লিখে এরা প্রথম পাতায় অ্যাকসেস পেয়েছে কিভাবে আমার মাথায় আসেনা। আমি মাঝে মাঝে ব্লগে এমনি ঢুকি। ঢুকে কংকালটার দিকে কিছুক্ষন তাকিয়ে থেকে চলে আসি। ব্লগ আমাকে চিনতে পারেনা। আমি কংকালটা দেখেও চিনতে পারি এই ব্লগই কোন একদিন আমাকে বলেছিল মনের ভাব প্রকাশ করতে ইচ্ছে হলে আমার কাছে চলে এসো।"
৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১৪
অপু তানভীর বলেছেন: কিছু বলার নেই । যে বলেছে কথাটা সঠিক বলেছে । আসলেই ব্লগ ওদেরকে আটকে রাখতে পারে নি !
১৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৯
মুহিব জিহাদ বলেছেন: ফেবু একটা ফানি যোগাযোগ মাধ্যম আর ব্লগ একটা ভারসাম্য সম্পান্ন যোগাযোগ মাধ্যম। ফেবুতে লিখতে চাইলে যেটা খুশি হাবি জাবি লিখা যায় আর ব্লগে লেখার আগে অনেক চিন্তা ভাবনা করতে হয়। দুটা ই আলাদা জিনিস তুলনা করার কিছু নাই।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১৬
অপু তানভীর বলেছেন: তুলনা করার কিছু নেই কিন্তু এখন মানুষ ফেসবুক টাকেই ব্লগের বিকল্প হিসাবে ব্যবহার করেছে ! যে পোস্ট আগে তারা ব্লগে দিতো সেই পোস্ট এখন তারা দিচ্ছে ফেসবুকে !
১৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:২৬
সংগ্রামী বালক বলেছেন: অনেকদিন হলো অপু ভাইয়ের লেখা পড়া হয় না।কারন ব্লগে লগিন করা হয়না।অপু ভাই খুব ভালো লিখেছেন।
আপনার কমেন্ট টি খুব মনোযোগ সহকারে পড়লাম।@দ্য ইলিউশনিস্ট
৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১৬
অপু তানভীর বলেছেন: কেন কেন লগিন কেন করা হয় না শুনি ?
কি এতো ব্যস্ততা ?
১৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৩০
নাসরিন চৌধুরী বলেছেন: ব্যাপক গবেষণা করেছেন কিন্তু আমার মনে হয় ফেবু থেকে ব্লগ অনেক শক্তশালী যারা লেখালেখি করে তাদের জন্য|।
আপনার লেখাটি দেখেই লগ ইন হলাম। ভাল থাকবেন।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১৭
অপু তানভীর বলেছেন: আপনাকেও ধন্যবাদ
১৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৪১
হাসান-২০১৩ বলেছেন: খাসা কইছেন!!!
৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১৭
অপু তানভীর বলেছেন:
১৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৪৪
সুমন কর বলেছেন: সব পয়েন্টের সাথে ১০০% সহমত। কিন্তু ফেবুতে কি আর সাহিত্য-চর্চা হয় !!!
ফেবু পজিটিভ কাজে ব্যবহার করলে, ভাল। কিন্তু ফেবুটাকে অাজকালের পোলাপানরা পচাইয়া ফেলছে।
আমি ফেবুতে মজা পাই না। তাই বসি না। শুধু ঘুরে অাসে ৩/৫ মিনিটের জন্য।
+++
৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১৮
অপু তানভীর বলেছেন: হুম ! তবে পচায়া ফেললে টাইম পাস হয়ে যায় আর কি !
ধন্যবাদ !
২০| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:০৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ফেস বুক হলে দা ইলিউশনিস্ট এর কমেন্টে একটা লাইক দেয়া যেতো , যা সামুতে যাচ্ছেনা ।
হাহাহা
৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১৯
অপু তানভীর বলেছেন: না সামুতেও কমেন্টে লাইক দেওয়ার উপায় আছে !
২১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:০৯
আলম দীপ্র বলেছেন: হাহাহা ! আমার সত্যি কথা শুইনা হাসি পাইল !
সামু বেষ্ট !!!
৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২০
অপু তানভীর বলেছেন: হাইসা লন !
২২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০৫
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ফেসবুকের চেয়ে লেখার প্লাটফর্ম হিসেবে আমার কাছে সামুই সবসময় ১ নাম্বারে থাকবে। সামুতে যখন লিখি তখন অনেক যত্ন করে লিখি । ফেসবুকে অত মন দিয়ে কখনোই স্ট্যাটাস দেওয়া হয়নি যতটুকু সময় ও শ্রম দিয়ে সামুতে লিখেছি । যদিও সময়ের অভাবে এখন আগের মতো আসতে পারিনা তবুও আমার কাছে সামু এবং ফেসবুকের মধ্যে সামুই বেস্ট ছিলো আছে থাকবে।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২১
অপু তানভীর বলেছেন: কিন্তু দিন দিন এটার অবস্থা যে কোন দিকে যাচ্ছে তা যদি দেখতেন ! আসলে আমি যখন প্রথম আসি তখন সামু ছিল জমজমাট ! তাই একটু খারাপ লাগে বইকি !
২৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২১
আমি তুমি আমরা বলেছেন: মূল সমস্যাটা হচ্ছে সামুর তুলনায় ফেসবুক ইউজারের সংখ্যা কমপক্ষে একশ গুন বেশি। আপনার স্ট্যাটাস, নোট, ছবি বা যেকোন পোস্টের প্রাইভেসি পাবলিক দিয়ে দিলেই তাতে যে কেউ কমেন্ট, লাইক বা শেয়ার দিতে পারবে।আর কেউ কোন পোস্টে লাইক, কমেন্ট বা শেয়ার করলেই তা চলে যাচ্ছে সাথে সাথে ওই লোকের সকল ফ্রেন্ডের হোমপেজে।ফলে ফেসবুকে যেকোন কিছু খুব দ্রুত ছড়িয়ে পড়ে। আর জনপ্রিয়তা পাওয়া বা বিখ্যাত হওয়াটা ফেসবুকে খুব সহজ।বিপুল সংখ্যক মানুষের কাছে দ্রুত পৌছে যাওয়ার সুবিধা থাকাতেই ভালবাসার গল্প, ভুতের গল্প এবং এই টাইপ গল্প লেখার পেজগুলো খুব দ্রত লেখক ও পাঠক পেয়েছে।
অন্যদিকে ব্লগে প্রথম পারার এক্সেস পেতেই লেগে যায় কয়েক মাস। জেনারেল হওয়ার আগ পর্যন্ত অন্য কারো ব্লগে কমেন্ট করা যায় না। এই দুটো বিষয় ব্লগিং এর আগ্রহকে অনেক কমিয়ে দেয়। ব্যাপক উতসাহ নিয়ে ব্লগিং শুরু করে আশানুরূপ প্রতিক্রিয়া (লাইক, কমেন্ট,হিট) না পেয়ে অনেক ভাল লেখক ব্লগ ছেড়ে গেছেন।
অতীতে ব্লগারদের ব্লগ ছেড়ে যাওয়ার পেছনে সিন্ডিকেটবাজি, মডারেশন প্যানেলের ওপর হতাশা, ব্যক্তিআক্রমন ইত্যাদিতো ছিলই।
তবে আমার মনে হয় বাংলা ব্লগের সবচেয়ে বড় ক্ষতি হয়েছে হেফাজত আন্দোলনের সময় "ব্লগার মানেই নাস্তিক, ব্লগার মানেই ইসলাম বিরোধী" টাইপ একটা ধারনা ছড়িয়ে পড়ায়। এর বিরূপ প্রভাবে অনেক ব্লগারই নীরবে ব্লগ ছেড়ে গেছেন, ব্লগের পাঠকও অনেক কমে গেছে।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৩৬
অপু তানভীর বলেছেন: আপনার প্রথম দুই প্যারার মন্তব্যেই কিন্তু একটা কথা উঠে এসেছে । হিট এবং জনপ্রিয়তা !
এখন ফেসবুক মানুষ ব্যবহার করে হিট আর জনপ্রিয়তার জন্য । কোন টা করলে মানুষ খাবে বেশি কোন টা করলে লাইক বেশি পাওয়া যাবে এইটাই হচ্ছে মুল কথা ! এখানে কিন্তু মানের একটা প্রশ্ন থেকেই যায় ! পার্থক্য টা এখানেই !
সিন্ডিকেটবাজি, মডারেশন প্যানেলের ওপর হতাশা, ব্যক্তিআক্রমন এসব অভিযোগ সারা জীবন ছিল, তখনও ছিল, এখনও আছে, থাকবে । তখন তো সামুর এরকম অবস্থা ছিল না, তাহলে এখন কেন এমন ?
তবে শেষের প্যারার সাথে আমিও খানিকটা সহমত ! মোটামুটি ঐ সময়টার পর থেকেই এমন হতে থাকে !
২৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২৪
এস কাজী বলেছেন: ভাল গবেষণা লব্ধ ফল। ২১ নাম্বার এর ব্যপারে একটু দ্বিমত আছে। আমাকে কিন্তু মাত্র তিন দিনেই সামু লাইক কমেন্ট করার সুযোগ দিয়ে দিয়েছিল। যদিও আমি ব্যাপারটা ঠিক জানিনা। অনেকে বলতে শুনেছি অনেকদিন পরেই দেয়। তবে আগে যেহেতু ভিজিটর ছিলাম তাই বলতে পারি সামুর আগের সেই যৌবন নেই
৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৩৭
অপু তানভীর বলেছেন: আপনে তো তাইলে তো ভাগ্যবান ! আমার প্রায় তিন মাস লেগেছিল !
২৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৩৭
পার্থ তালুকদার বলেছেন: তবে যাই বলেননা কেন ভাই, সামু আছে বলেই কিছু লেখকের সন্ধান পাওয়া গেছে ।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৪০
অপু তানভীর বলেছেন: কথা সত্য !!
২৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫৯
মেহেদী হাসান মানিক বলেছেন: কথা হাচাই কইছেন মিয়াভাই
০১ লা অক্টোবর, ২০১৪ রাত ১২:২৫
অপু তানভীর বলেছেন: আমি হাচা কথা কই !
২৭| ০১ লা অক্টোবর, ২০১৪ রাত ১২:০৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: রায়ান ঋদ্ধ র পোস্ট -
সামু কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ
৩০ , ২০১৪ ২:০৩
মোবাইল সাইটে অনেকগুলো অপশন না থাকায় ইউজাররা অনেক সমস্যার সম্মুক্ষিণ হচ্ছে। পোস্টে মন্তব্য এসেছে দেখাচ্ছে, কিন্তু পোস্ট খুলে খুঁজে পাচ্ছি না। নোটিফিকেশন দেখা আর মন্তব্যের জবাব দেওয়ার অপশনগুলো একান্ত জরুরী। সেই সাথে অনুসরিত ব্লগারদের লেখা দেখতে না পারাটা ব্লগে আসার ইচ্ছাটাকে ক্রমাগত কমিয়ে দিচ্ছে।
মোবাইল সাইটের অনেক উন্নতি প্রয়োজন। সেই সাথে ফুল ভার্সন দেখার অপশনটি অচিরেই ফিরিয়ে দেয়া হোক।
হুবহু এই লিখা গুলিই লিখবো ভাবছিলাম ।
আমার শেষ লিখায় কারো কমেন্টই দেখছিনা , শুধু কমেন্টের সংখ্যা দেখাচ্ছে ।
তাই রিপ্লাইও দিতে পারছিনা ।
দঃখে আজ তিন দিন নিজের ব্লগেই ঢুকিনি ।
পুনরায় ফুলভাশর্ন চালু করা হোক ।
সামু কতৃপক্ষের দৃস্টি আকশর্ ন করছি ।
( তানভীর ভাই ,
মডুরা আপনাদের লিখা পড়ে তাই তাদের দৃস্টি আকর্শনের জন্য লিখাটা এখানে ঢুকিয়ে দিলাম , সরি ! )
০১ লা অক্টোবর, ২০১৪ রাত ১২:২৬
অপু তানভীর বলেছেন: সামুর মোবাইল ভার্শনের ফালতু ভার্শন আর নাই ! আসলেই মোবাইল ভার্শনের অনেক অনেক উন্নতি দরকার !
২৮| ০১ লা অক্টোবর, ২০১৪ রাত ১২:১৩
আদিত্য মজুমদার বলেছেন: আমি তো আরো ব্লগে লিখতে আসলাম। ব্লগার হবার দুঃসাহস আর কি
০১ লা অক্টোবর, ২০১৪ রাত ১২:২৬
অপু তানভীর বলেছেন: কেন থাকবে না ?
২৯| ০১ লা অক্টোবর, ২০১৪ রাত ১২:১৫
স্বপ্নবাজ অভি বলেছেন: দলে দলে লাইক দিন , লাইক বেছে চাউল কিনপো
মাইরি পোষ্ট হয়েছে , আমার কাছে দুটার আবেদন দু ধরনের ! ফেসবুক একাউন্ট খোলার ৫ বছরের উপরে হবে , সামু তো সেদিন মাত্র !
ফেসবুক আমার বন্ধু মহলের সাথে যোগাযোগ রক্ষার জিনিস ছাড়া আর কিছুনা , কিন্তু ইদানিং সেলিব্রেটি সমাজের উদয়ে অস্তমিত হয়েছে ফেসবুকের ব্যাক্তিগত ইমেজ টিকিয়ে রাখার ব্যাপার টা !
আগুন পুষ্টু
০১ লা অক্টোবর, ২০১৪ রাত ১২:৩০
অপু তানভীর বলেছেন: অবশ্যই দুটোর আবেদন দুই রকম ! ফেসবুক বন্ধু মহলের সাথে যোগাযোগ রক্ষার জিনিস ছাড়া আর কিছু না কিন্তু বর্তমান কালে বাংলাদেশের ফেসবুকের দিকে তাকালে কি মনে হয় সেই কথা ? সামু এবং অন্যান্য ব্লগে যারা নিয়মিত লিখতো তারা এখন প্রায় সবাই ফেসবুকে লিখছে ।
তারা কি ফেসবুককে ব্লগের বিকল্প হিসাবে ব্যবহার করছে না ?
আগে যেই তর্ক চলতো ব্লগে এখন সেটা চলে ফেসবুকে !
ইমেজ টিকিয়ে রাখার ব্যাপার টা ভালা কইছো
৩০| ০১ লা অক্টোবর, ২০১৪ রাত ১২:১৭
হুমায়ুন তোরাব বলেছেন: সামুর জনপ্রিয়তা কম কারন সেলফি তুলে আপলোড দেয়ার সুজোগ এখানে নাই ।। ।
০১ লা অক্টোবর, ২০১৪ রাত ১২:৩০
অপু তানভীর বলেছেন: অতি উত্তম কথা !
৩১| ০১ লা অক্টোবর, ২০১৪ রাত ১২:২২
আবু শাকিল বলেছেন: নিঃসন্দেহে সামু থেকে ফেসবুক জনপ্রিয় বেশি।
ফেবু বৃদ্ধ হতে শুরু করছে।ফেবুর রুপ যৌবন বেশি দিন থাকবে না...
মানুষ অন্য কিছু খোঁজা শুরু করছে।এই যেমন ঃ- instagram,Ask.fm .
আপনার পোষ্ট পড়ে আরাম পাইলাম।
ধন্যবাদ অপু ভাই।
০১ লা অক্টোবর, ২০১৪ রাত ১২:৩১
অপু তানভীর বলেছেন: এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান !
৩২| ০১ লা অক্টোবর, ২০১৪ রাত ২:৩২
এফ রহমান বলেছেন: your blog proves that Facebook is more user friendly.
০১ লা অক্টোবর, ২০১৪ রাত ৯:৪৪
অপু তানভীর বলেছেন: আগেও তো ইউজার ফ্রেন্ডলী ছিল কিন্তু তখন তো এই অবস্থা ছিল না !
৩৩| ০১ লা অক্টোবর, ২০১৪ ভোর ৪:২৭
রায়ান ঋদ্ধ বলেছেন: একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলতে হয় এই সামু কি সেই সামু? -_- ব্লগার "দ্যা ইলিউশনিস্ট" এবং সেই ব্লগারের সাথে সম্পূর্ণ সহমত। এবং আপনার সাথেও - কিছু বলার নাই!
তবে সামুর ট্যাকনিক্যাল ল্যাকিংস গুলো হয়তো আমার মত অনেককেই নিরুৎসাহিত করে। এই ব্লগের সাথে পরিচয়ের পাঁচ বছর। তিন বছর উকি মেরেই কেটে গেছে। ব্লগ পাড়ায় অপেক্ষাকৃত নতুন এবং অতি নগন্য একজন হয়েও এর প্রতি ভালোবাসা থেকে কষ্টটা বরাবরই হয়।
আশাকরি সামু আবার সেই আগের মত সমৃদ্ধ হয়ে উঠবে।
০১ লা অক্টোবর, ২০১৪ রাত ৯:৪৮
অপু তানভীর বলেছেন: আমার মনেও ঠিক একই আশা !
তবে সেটা কবে পূরন হবে কিংবা আদৌও হবে কি না কে জানে !
৩৪| ০১ লা অক্টোবর, ২০১৪ ভোর ৪:২৭
রায়ান ঋদ্ধ বলেছেন: একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলতে হয় এই সামু কি সেই সামু? -_- ব্লগার "দ্যা ইলিউশনিস্ট" এবং সেই ব্লগারের সাথে সম্পূর্ণ সহমত। এবং আপনার সাথেও - কিছু বলার নাই!
তবে সামুর ট্যাকনিক্যাল ল্যাকিংস গুলো হয়তো আমার মত অনেককেই নিরুৎসাহিত করে। এই ব্লগের সাথে পরিচয়ের পাঁচ বছর। তিন বছর উকি মেরেই কেটে গেছে। ব্লগ পাড়ায় অপেক্ষাকৃত নতুন এবং অতি নগন্য একজন হয়েও এর প্রতি ভালোবাসা থেকে কষ্টটা বরাবরই হয়।
আশাকরি সামু আবার সেই আগের মত সমৃদ্ধ হয়ে উঠবে।
০১ লা অক্টোবর, ২০১৪ রাত ৯:৪৮
অপু তানভীর বলেছেন:
৩৫| ০১ লা অক্টোবর, ২০১৪ ভোর ৫:২০
সাদরিল বলেছেন: পোস্ট প্রিয়তে। আমার চলমান গবেষণায় বেশ কাজে লাগবে।
০১ লা অক্টোবর, ২০১৪ রাত ৯:৫০
অপু তানভীর বলেছেন: আরে এতো সিরিয়াসলী নেওয়ার কিছু নেই ! কেবলই ব্যক্তিগত ধারনা মাত্র ! তবুও যদি কাজে তবে তাই ভাল !
৩৬| ০১ লা অক্টোবর, ২০১৪ সকাল ৮:০৬
তোমোদাচি বলেছেন: ভাল গবেষনা!
তবে ইদানিং সামুর অনলাইন লিস্ট দেখে বড়ই হতাশ!!!
০১ লা অক্টোবর, ২০১৪ রাত ৯:৫০
অপু তানভীর বলেছেন: হতাশ এবং দুঃখিত !
৩৭| ০১ লা অক্টোবর, ২০১৪ সকাল ৯:৩২
মোস্তফা সোহেল বলেছেন: খুব ভাল বলেছেন ভাই
০১ লা অক্টোবর, ২০১৪ রাত ৯:৫০
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ
৩৮| ০১ লা অক্টোবর, ২০১৪ সকাল ১০:৩৬
কলমের কালি শেষ বলেছেন: এফবি তে প্রতি সেকেন্ডের আপডেট দিয়েও লাইক পাওয়া যায় ইভেন টয়েলেট করতেছে এই স্ট্যাটাস দিলেও লাইক এন্ড কমেন্ট এর অভাব হয় না অন্তত একজন হলেও পাবেন যে আপনার টয়লেট করাকে লাইক করবেে ।
যাদের একলাইনের বেশী লেখা আসেনা তারাও এফবিতে জ্ঞানী লেখক হিসেবে আবির্ভূত হতে পারে ।
আর এফবি বিদেশী মাল সো বাঙ্গালীদের বিদেশী মালে আগ্রহ বেশী ।
দারুন গবেষনার লেখা । সবগুলোর সাথে সহমত ।
০১ লা অক্টোবর, ২০১৪ রাত ৯:৫৩
অপু তানভীর বলেছেন: আর এফবি বিদেশী মাল সো বাঙ্গালীদের বিদেশী মালে আগ্রহ বেশী ।
লাইক দিলাম আপনের কথায় !
৩৯| ০১ লা অক্টোবর, ২০১৪ সকাল ১১:১০
সোহেল মাহমুদ বলেছেন: সবগুলো কথাই সত্যি।
ব্যাপক পোস্ট।
ধন্যবাদ অপু ভাই। আগাম ঈদ মোবারক।
০১ লা অক্টোবর, ২০১৪ রাত ৯:৫৪
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !
আপনাকেও ঈদ মোবারক !
৪০| ০১ লা অক্টোবর, ২০১৪ সকাল ১১:১৮
অপূর্ণ রায়হান বলেছেন: ৭ম ভালোলাগা ভ্রাতা +++++++++
এক্কেরে হাচা হাচা কথাগুলা কইছেন
ভালো থাকবেন সবসময়
০১ লা অক্টোবর, ২০১৪ রাত ৯:৫৬
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !
আপনিও ভাল থাকবেন !
৪১| ০১ লা অক্টোবর, ২০১৪ রাত ৮:৪৫
এম ই জাভেদ বলেছেন: সকল ব্লগারই ফেসবুকার কিন্তু সকল ফেসবুকার ব্লগার নন- এটাই ব্লগের জনপ্রিয়তা কম হওয়ার আসল কারন ।
০১ লা অক্টোবর, ২০১৪ রাত ৯:৫৮
অপু তানভীর বলেছেন: হয়তো !
৪২| ০২ রা অক্টোবর, ২০১৪ রাত ১২:২২
সাইফুদ্দিন আযাদ বলেছেন: মোবাইলে সামু ব্লগ ব্যবহার করে কোন মজা পাচ্ছে না মোবাইলে ব্যবহারকারী ব্লগাররা তাই এই দশা সামুতে! আগে কোনমতে মোবাইলে সামু ব্লগসাইট পিসি ভার্সনে ব্যবহার করা গেলেও এখন সেটা থেকে বঞ্চিত মোবাইল ব্যবহারকারীরা। ফলে উত্তরের প্রতি মন্তব্য দেওয়া, নোটিফিকেশন দেখা একেবারে যায় না বলে চলে! এই সমস্যার সম্মুখীন আমি নিজেই! এই সমস্যাটাও যোগ করতে পারেন!
০২ রা অক্টোবর, ২০১৪ রাত ১:০৩
অপু তানভীর বলেছেন: সমস্যার কথা বলে শেষ করা যাবে না !
৪৩| ০২ রা অক্টোবর, ২০১৪ রাত ১১:৩২
ইমরান নিলয় বলেছেন: আমার মনে হয় মেইন কারন ওয়েবসাইটগত ভিন্নতা। ঐখানে লিখে এন্টার চাপলেই কমেন্ট হয়ে যায়। এখানে একটা হলেও ক্লীক বেশি করতে হয়। টাচের যুগে মানুষ সহজেই ক্লান্ত হয়ে পড়ে।
তবে মান কথা বলে, বলবে। আবার ব্লগ সচল হবে। তবে এজন্য ব্লগকেও আন্তরিক হতে হবে। মানুষ বুঝছে ইদানিং মান কি জিনিস। কারন আগে ফেবুতে লিখলেও যারা লেখার তারাই লিখত, এখন আপনার আইডি থাকলেই আপনি লেখক।
জাস্ট কিপ ট্র্যাক। আপনারা যারা রেগুলার, তাদের কাঁধেও নির্ভর করছে। এবং এখন পর্যন্ত যা দেখলাম আপনারা কাজটা আশাতীত ভালো করে যাচ্ছেন।
০৩ রা অক্টোবর, ২০১৪ রাত ২:৪৫
অপু তানভীর বলেছেন: হুম ! দেখা যাক সামনে কি হয় !
©somewhere in net ltd.
১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৩০
ইমতিয়াজ ১৩ বলেছেন: ব্যাফক গবেশুনা
তবে কথা সত্য