নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

আসুন দেখে নিই সামহোয়্যারইন ব্লগটা আগে দেখতে কেমন ছিল (২০০৭ -২০১৭)

১৯ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:১৫

যতই দিন এগিয়ে যায় মানুষের চেহারার ভেতরে পরিবর্তন আসে । কেবল কি মানুষ, সব কিছুর ভেতরেই পরিবর্তন আসে । আমাদের প্রিয় সামুকে এখন যেমন দেখছেন ১০ বছর আগে কি এটা এমন ছিল? মোটেই না । দশ বছর আগে কিংবা একেবারে যখন সামুর পথ চলা শুরু হয়েছিলো তখন এটার চেহারা খানিকটা ছিল অন্য রকম । আসুন একটু দেখার চেষ্টা করি সেই ২০০৭ সালে সামুর লেআউটটা কেমন ছিল ! নিচের ছবিটার দিকে খেয়াল করেন ভাল করে । এটা ২০০৭ সালের জুলাই মাসের ।

বড় করে দেখতে ক্লিক করুন

এই পাতাটার অংশ গুলো আরও ভাল করে কেটে কেটে পোস্ট করে দিলাম বুঝার জন্য। হেডার ছবিটা এখনও সেই আগের মতই রয়েছে । এছাড়া প্রথম পাতা, রেজিস্ট্রেশন, সমস্যা, নোটিশবোর্ড সেকশন রয়েছে একেবারে উপরের দিকে । এখনকার মতই লগিং বোর্ড রয়েছে বাম দিকে এবং নির্বাচিত বোর্ড রয়েছে ডান দিকে । এটা বেশ ভাল ছিল তখন । যারা ক্যামপেইনে নামের আরেকটা সেকশন দেখা যাচ্ছে । এটা কিসের জন্য ছিল কে জানে ! এখানে আরও একটা ব্যাপার লক্ষ্য করুন, আগে পোস্টে কেবল প্লাস, মাইনাসও দেওয়া যেত ।


এখানে চট্রগ্রাম থেকে নামের একটা সেকশন রয়েছে । তার নিচে রয়েছে সর্বোচ্চ ব্লগার । এখন এই সেকশন চালু থাকলে রাজীব নূরের নাম নিশ্চিত সবার উপরে থাকতো ! ডান দিকে রয়েছে সম্প্রতিক মন্তব্য সেকশন । এখনও সেটা সেদিকেই আছে ।


আগে কন্টেন্ট সার্চ আর ব্লগার সার্চ আলাদা আলাদা ছিল । এখন সেটা একই হয়ে গেছে । ডান দিকে সম্প্রতিক মন্তব্যের নিচেই রয়েছে টপরেটেড সেকশন। এখনও আছে তবে অন্য নামে ।

নতুন ব্লগ নামে একটা সেকশন সামুতে অনেক দিন চালু ছিল । এখন এই সেকশনটা আর দেখা যায় না ।


২০০৭ সালের আরও একটা পাতা দেখতে এখানে ক্লিক করুন

কোন ব্লগারের পোস্টে ক্লিক করলে সেটা দেখতে কেমন ছিল ?
ভাল করে দেখতে ক্লিক করুন

এই তো গেল ২০০৭ সালের ব্লগের ছবি । এবার ২০০৯ সালের ব্লগের চেহারা নিচে দেওয়া হল । এখানে নতুন বিষয়টা খেয়াল করে দেখুন । বাম পাশে একটা ক্যালেন্ডার যুক্ত হয়েছে । এবং সেই সাথে সংকলিত পোস্ট, ক্রমানুসারে পোস্ট এবং গ্রুপ পোস্টের তিনটা সেকশন দেখতে পাচ্ছেন যা আগে ছিল না । সংকলিত পোস্ট আর ক্রমানুসারে পোস্টের পার্থক্য হচ্ছে যারা জেনারেল এবং সেফ ব্লগার তাদের সবার পোস্ট যাবে ক্রমানুসারে পোস্টে আর যারা কেবল সেফ তাদের পোস্ট যাবে সংকলিত পোস্টে । এখানে নির্বাচিতর কোন বালাই ছিল না । এছাড়া যুদ্ধাপরাধীর বিচার চাই শিরোনামে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি বা দিকে নিচে । সহযোগিতা সেকশনটা আলাদা ভাবে ডান দিকে উপরে যুক্ত করা হয়েছে । এখানে পোস্টে প্লাস দেওয়ার সাথে সাথে মাইনাস দেওয়ার সুবিধাও থাকছে ।

বড় করে দেখতে ক্লিক করুন
আরও একটি পাতা দেখতে ক্লিক করুন


২০১০ সালে ব্লগের চেহারা কেমন ছিল দেখা যাক । ২০০৯ আর ২০১০ এর ব্লগের চেহারার ভেতরে খুব একটা পার্থক্য নেই।

বড় করে দেখতে ক্লিক করুন
২০১১ সালেও ব্লগের চেহারা মোটামুটি একই রকম ছিল । সামান্য কিছু পার্থক্য আনা হয়েছিল । তার ভেতরে একটা ছিল পোস্টে মাইনাচ দেওয়ার সিস্টেম তুলে নেওয়া হয়েছিলো ।

বড় করে দেখতে ক্লিক করুন

আমরা বর্তমানে ব্লগের যে চেহারা দেখছি তার মুল সূচনা শুরু হয়েছিলো ২০১২ সালেই । এই সালে নির্বাচিত পাতাকে প্রথমবারের মত একেবারে ব্লগের মাঝে স্থান দেওয়া হয় । এবং কিছুদুর নেমে সকল পোস্টের পাতা যুক্ত করা হয় । এছাড়া বাম দিকে একই ভাবে নির্বাচিত, সকলপোস্ট এবং নোটিশবোর্ডের সেকশন যুক্ত করা হয়েছে। অনুসন্ধান বক্সটা উপরে নিয়ে যাওয়া হয় । ক্যালেন্ডার আগের মত আর বড় আকারে না নিয়ে আরও স্মার্ট ভাবে যুক্ত করা হয় । নিচের দুইটা ছবি দেখলেই পরিস্কার হয়ে যাবে।


বড় করে দেখতে ক্লিক করুন
এছাড়া পোস্টের ভেতরে ঢুকলে কেমন লাগে সেটাও দেখতে পারেন। নিচে মন্তব্যের ঘরটাও খেয়াল করবেন । ক্লিক করুন

২০১৩ সালের যা পরিবর্তন এসেছে সেটা হচ্ছে নির্বাচিত পাতা আর সকল পাতা যে উপর নিচে ছিল সেটা আর নেই । স্টিকি পোস্ট যদি থাকে থাকলো তারপরে সকল পোস্ট । নয়তো শুরু থেকেই সকল পোস্টের সেকশন ।

বড় করে দেখতে ক্লিক করুন
১৩ আর ১৪ এর ভেতরে আসলে কোন পার্থক্য নেই । এটা আলাদা ভাবে আর দিলাম না । একটা ইমেজ দেখতে পারেন এখানে।

পনের সালে একটু পরিবর্তন এসেছে ব্লগে । সামুর নামটা সবার উপরে আলাদা ভাবে একটা ট্যাবে যুক্ত হয়েছে। এবং আলোচিত পোস্ট সেকশন যুক্ত হয়েছে ।


সম্পর্ক পেইজটি দেখতে ক্লিক করুন

এরপর আর আপাতত ব্লগের কোন পরিবর্তন আসে নি । ২০১৬ সাল ২০১৭ সালের ব্লগ পাতা দেখতে ক্লিক করতে পারেন যদিও এটা বর্তমান লেআউটের মতই । তাই হুবাহু একই রকম ।

আজ এই পর্যন্ত । হ্যাপি ব্লগিং ।



পোস্টিটি The Wayback Machine ওয়েব সাইটের সাহায্য নিয়ে বানানো হয়েছে।



মন্তব্য ৫২ টি রেটিং +১১/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:০৮

সাইয়িদ রফিকুল হক বলেছেন: দেখলাম, জানলাম, অনেক অভিজ্ঞতা হলো।
শুভেচ্ছা।

২০ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৪৫

অপু তানভীর বলেছেন: আপনাকে ধন্যবাদ

২| ১৯ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:২৯

চাঁদগাজী বলেছেন:



সময়ের সাথে সফটওয়ারের চেহারা ও ফাংশান বদলেছে, এটা স্বাভাবিক।

আনুমানিক, আপনি এযাবত কি পরিমান ব্লগারের ( নিক হিসেব করে ) লেখা পড়ছেন?

২০ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৪৯

অপু তানভীর বলেছেন: হ্যা এটাই স্বাভাবিক ।

এভাবে হিসাব করা মুসকিল । তবে ২০১১ থেক ২০১৬ এর ভেতরে মোটামুটি সব কিনের পোস্ট আমি পড়েছি । বলা যায় ৯০ ভাগই । এরপর থেকে কেবল মাত্র গল্প যারা লিখে তাদের পোস্ট বেশি পড়তাম। এছাড়া গল্পের সাথে বিজ্ঞান মিথ, কলা বিষয়ক পোস্ট পড়া হয় এখন ।

৩| ১৯ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:৫৯

খায়রুল আহসান বলেছেন: ২০১৫ থেকে এখানে ব্লগিং করি। এ ব্লগের এর আগের চেহারাটা আপনার সৌজন্যে দেখতে পেলাম, এজন্য ধন্যবাদ। +
আমার মনে হয়, যা কিছু পরিবর্তন এসেছে, তা ব্লগের উন্নতির জন্যই আনা হয়েছে।

২০ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৫০

অপু তানভীর বলেছেন: হ্যা আগের থেকে অনেক উন্নতি হয়েছে কোন সন্দেন নেই । তবে কিছু জিনিস গায়েব হয়ে গেছে । সব থেকে বেশি যেটা মিস করি সেটা হচ্ছে ক্যাটাগরি ! এটা নতুন ভার্শনে নেই । আগে ছিল ।

৪| ১৯ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:১৯

ঠাকুরমাহমুদ বলেছেন:




সামহোয়্যারইন ব্লগে আপনি প্রচুর সময় দিয়েছেন, এই সময়ের মূল্য অনেক। আপনাকে ধন্যবাদ।

২০ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৫১

অপু তানভীর বলেছেন: জীবনের বড় একটা অংশ সামুর সাথে ।

৫| ১৯ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:৩১

শায়মা বলেছেন: বাপরে! মনে পড়ে গেলো সব!!!

ভাইয়া তোমার বিয়ের গল্পটা সবার আগে পড়েছিলাম আমি। আজ আমার বিয়ে এমন একটা লাইন ছিলো। হা হা হা

২০ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৫১

অপু তানভীর বলেছেন: হ্যা সেই গল্পের কথা আজও মনে পড়ে । কত মানুষ অভিনন্দ জানিয়েছিলো সেদিন ! :D

৬| ১৯ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:৪৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দারুণ একটা পোস্ট।

পড়ার পেইজটা (অর্থাৎ, পোস্ট ওপেন করার পর পেইজ যেরকম হয়) চওড়া আকার ধারণ করে বোধহয় ২০১৫ সালে, যা এখনো বিদ্যমান। এর ফলে লাইনগুলো বড়ো হয়ে গেছে, পড়ার সময় বাম থেকে ডানে, আবার ডানে থেকে বাম ঘন ঘন ঘুরাইতে হয়। আগে পেইজ এত চওড়া ছিল না, ছাপানো বইয়ের সমান চওড়া ছিল, পড়তে অধিক সুবিধাজনক ছিল। এই পরিবর্তনটার বিপক্ষে ছিলাম আমি।

এটা দেখে মজা পেলাম। আমার বর্তমান নিকের পূর্বনাম 'ফারিহান মাহমুদ' ছিল, আমার ছোটো ছেলের নাম। কেউ কেউ আমাকে 'আপু' ডাকতো :)

আবারও বলতে হচ্ছে, দারুণ একটা পোস্ট, অনেক কষ্ট করেছেন। উপভোগ করলাম অনেক- পুরোনো প্রিয় শহর ঘুরে আসার মতো।

২০ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৫৩

অপু তানভীর বলেছেন: আগের থেকে অনেক কিছুই নতুন হয়েছে । পরিবর্তন যখন আসে তখন প্রথম প্রথম একটু মানিয়ে নিতে কষ্ট হয়েছিলো তবে এখন মনে হয় যে এটাই স্বাভাবিক ।

আপনার নাম এভাবে চলে আসবে টেরই পাই নি । যাক থাকলো নামটা ।

সব সময় ভাল থাকুন !

৭| ২০ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:১৬

রাজীব নুর বলেছেন: আমার কাছে এখনকার সামুর চেহারাটাই ভালো লাগে।

২০ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৫৪

অপু তানভীর বলেছেন: যখন সেটা ছিল সেটাই ভাল । সামনে যদি আবার পরিবর্তন আসে দেখবেন যে সেটাও ভাল লাগছে ।

৮| ২০ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:১৯

রাজীব নুর বলেছেন: স্কীন শর্ট নিয়ে রেখে ভালো করেছেন। বহু ব্লগার অতীত দেখার সুযোগ পেলো।
আপনি বুদ্ধিমান ব্লগার।

২০ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৫৫

অপু তানভীর বলেছেন: পোস্ট হয়তো মন দিয়ে দেখেন নি । পোস্ট টা একটা ওয়েব সাইটের সাহায্য নিয়ে বানানো হয়েছে ।

৯| ২০ শে জানুয়ারি, ২০২১ ভোর ৬:০৩

কবিতা ক্থ্য বলেছেন: The Wayback Machine - is a great tool to see lots of information and past days

২০ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৫৬

অপু তানভীর বলেছেন: সত্যিই বলেছেন ।
এটার খোজ আমি কদিন আগে পেয়েছি । জানতামই না এমন কিছু আছে ।

১০| ২০ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৩৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সময়ের প্রয়োজনে সবই বদলাবে এবং সেটাই স্বাভাবিক।

২০ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৫৭

অপু তানভীর বলেছেন: এটাই স্বাভাবিক ।

১১| ২০ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৪৭

রাজীব নুর বলেছেন: পোষ্ট দিয়ে উধাও হয়ে গেলেন। মন্তব্যের উত্তরও দিচ্ছেন না।

২০ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৫৭

অপু তানভীর বলেছেন: পোস্টের মন্তব্য দেওয়ার থেকেও আরও জরূরী কাজ মানুষের থাকে ।

১২| ২০ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:১১

শায়মা বলেছেন: আর তারপর তুমি গল্পের রাজকুমার হয়ে গেলে......

আরেকজন ছিলো রিক..... রিয়েল ডেমোন......

এমন সব গল্প জীবনে ভুলবো না......

২০ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:১৮

অপু তানভীর বলেছেন: রিক ভাই ব্লগে না আসলেও এখনও ফেসবুকে প্রায়ই গল্প লেখে মজার মজা ! সেই গল্প গুলো অন্য রকম ছিল তখন ....

১৩| ২০ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:২২

নেওয়াজ আলি বলেছেন: আপনার কারণে সামুর অতীত চেনা জানা হলো। ধন্যবাদ আপনাকে

২০ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:৫২

অপু তানভীর বলেছেন: আপনাকেও ধন্যবাদ

১৪| ২০ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৩:৩৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সামু সম্পর্কে দারুন তথ্য দিলেন।

সময়ের সাথে সাথে উন্নত হয়েছে সফটওয়্যার। এখন সামনে আরও সুবিধা সস্বলিত ফিচার যোগ করতে হবে।

২০ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৩২

অপু তানভীর বলেছেন: সময়ের সাথে পরিবর্তন তো আসবেই । ধন্যবাদ আপনাকেও ।

১৫| ২০ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:২৩

সামিয়া বলেছেন: আগের তুলনায় এখনি মনে হয় সামহোয়্যারইন ব্লগ দেখতে ভাল। পোস্টে ভালোলাগা, আপনি তো অ্যান্টিক জমিয়েছেন।

২১ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:৩৯

অপু তানভীর বলেছেন: এখন এই রূপ দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে । নয়তো আগের গুলোও খারাপ লাগতো না ।

ধন্যবাদ আপনাকে !

১৬| ২০ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:০৪

ইসিয়াক বলেছেন: পোস্টে ভালো লাগা।

২১ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:৪০

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ

১৭| ২১ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:৩৬

এম. হাবীব বলেছেন: অনেক আগের সামুকে আবারও The Wayback Machine ও আপনার যৌথ সহযোগীতায় দেখতে পেলাম। ভালো লাগলো; সামু যখন যে পিছারে ছিল তখন তাতেই ভালো লেগেছে, পর্যায়ক্রমে আপডেট হয়েছে এখন আরও ভালো লাগছে।

২১ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:৪১

অপু তানভীর বলেছেন: এটা ঠিক । যখন যেমন ছিল তখন তেমনই ভাল ছিল । এখনও ভাল আগের গুলোও ভাল !

ধন্যবাদ আপনাকে !

১৮| ২১ শে জানুয়ারি, ২০২১ ভোর ৬:৩৫

সোহানী বলেছেন: খুব ভালো লাগলো অপু পুরোনো ব্লগের চেহারা ধরে রেখেছো দেখে। তবে আমি সবচেয়ে বেশী মিস করি মাইনাস বাটন.........হাহাহা। সেটা আবার ফিরিয়ে আনা হোক, এটা সময়ের দাবী।

২১ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:৪২

অপু তানভীর বলেছেন: আমিও চাই মাইনাস বাটনটা নিয়ে আসা হোক । কয়েকটা পোস্টে শান্তিমত মাইনাস তো দিতে পারতাম !

১৯| ২১ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৪৬

নীল আকাশ বলেছেন: ২০১৫ থেকে ব্লগ নিজের চোখেই দেখছি। আগেরগুলি এবার আপনার কল্যানে দেখলাম।
ধন্যবাদ।

২১ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:৪৩

অপু তানভীর বলেছেন: ২০১৫ পর থেকে ব্লগ বলতে গেলে বদলাই নি । যা পরিবর্তন এসেছে সব আগে ।

আপনাকেও ধন্যবাদ !

২০| ২১ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:২১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


অপু তানভীরের প্রেমের আর অপ্রেমের গল্পগুলো মিস করি। এসব তো দেখা জিনিস।
তবু স্মৃতিকাতর করার জন্য ধন্যবাদ।

২২ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:৪৫

অপু তানভীর বলেছেন: আরে গল্প তো এখনও নিয়মিত লিখিই । সামুটে কম পোস্ট করা হলেও নিজের ব্লগে পোস্ট করা চলে ।

শুভেচ্ছা রইলো আপনার জন্য !

২১| ২২ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:৩৪

শোভন শামস বলেছেন: সব সময় ভাল থাকুন
শুভেচ্ছা রইলো আপনার জন্য

২৬ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:০৩

অপু তানভীর বলেছেন: আপনিও সব সময় ভাল থাকুন । ধন্যবাদ আপনাকে !

২২| ২৩ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:১৩

আখেনাটেন বলেছেন: আপনার কল্যাণে টাইমমেশিনের মতো পেছনের টুকরো চিত্রটাও দেখা হয়ে গেল। যদিও বিবর্তনের ধারাটা খুব একটা বিশাল না যদি আমরা বান্দর থেকে মানুষ হওয়াটা তুলনা করি...... :P :P

২৬ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:০৪

অপু তানভীর বলেছেন: তা অবশ্য ঠিক ই বলেছেন । খুব একটা বিবর্তন হয় নি :D

২৩| ২৪ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:৫৬

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: অপু ভাই, দারুন বিবর্তন তুলে ধরেছেন। তবে ব্লগের কিন্তু আরো কারিগরি উন্নতি দরকার।

২৬ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:০৭

অপু তানভীর বলেছেন: সেটা তো দরকারই । আস্তে আস্তে সেটাও হবে একদিন এই আশা রাখি ।
আপনাকে ধন্যবাদ ।

২৪| ২৬ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:০৫

আমি তুমি আমরা বলেছেন: এ ধরণের পোস্ট প্রথম দিয়েছিলাম প্রায় সাড়ে চার বছর আগে, ১৯শে অক্টোবর ২০১৬ তারিখে। ছবি ব্লগঃ দশ বছরে সামুর বিবর্তন । ১৭ জুন তারিখে এই ব্লগে আমার নিক খুলেছিলাম, তাই চেয়েছিলাম ২০০৭ থেকে ২০১৬ সাল পর্যন্ত প্রতিবছর এই দিনে ব্লগের প্রথম পাতা কেমন ছিল, তা-ই নিয়ে একটা পোস্ট দেয়া। পোস্টটিতে সামুর মূল সাইটের পাশাপাশি মোবাইল সাইটের স্ক্রীনশটও আপলোড করেছিলাম। সেই স্মৃতি মনে পড়ে গেল।

একই কন্সেপ্ট নিয়ে পরের বছর তৈরী করেছিলাম আমার সাত বছর পূর্তি পোস্ট, সা-ত-ব-ছ-রঃ সামুতে আমার বিবর্তনের গল্প। এবার স্ক্রীনশট নিয়েছিলাম ২০১০ থেকে ২০১৭ পর্যন্ত, এবার প্রথম পাতার পরিবর্তে প্রতিটি স্ক্রীনশটই ছিল আমার ব্লগবাড়ির।

আহা, সেইসব দিন।

২৬ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:১৫

অপু তানভীর বলেছেন: সামুতে এতো বড় করে ছবি কিভাবে আপলোড দেয়? আমার তো ছোট আকারে আসলো !

সত্যিই সেই সব দিন গুলোর কোন তুলনা ছিল না । এখন আর নেই সব সময় দিন !

২৫| ২৬ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:২০

আমি তুমি আমরা বলেছেন: লেখক বলেছেন: সামুতে এতো বড় করে ছবি কিভাবে আপলোড দেয়? আমার তো ছোট আকারে আসলো !

আমি স্ক্রীনশট নিয়ে অন্য সাইটে আপলোড করি, তারপর সেখান থেকে লিংক যোগ করি।ঝামেলার কাজ, সময় লাগে, তবে ছবির কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করতে হয় না।

২৮ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:১৩

অপু তানভীর বলেছেন: আমাকে শিখায়ে দিয়েন তো ।

২৬| ২৬ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:৫৭

রাকু হাসান বলেছেন:

হ্যাঁ দারুণ একটি পোস্ট করেছেন । অনেক ধন্যবাদ ...লাইক ও প্রিয়তে ।

২৮ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:১৩

অপু তানভীর বলেছেন: আপনাকেও ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.