নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

সব চেয়ে বেশি মূল্যে বিক্রিত কয়েকটি ফটোগ্রাফ

২৩ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:২৬

বিখ্যাত শিল্পীর আঁকা চিত্রকর্ম মিলিয়ন ডলারে বিক্রির ব্যাপারটা খুবই স্বাভাবিক । কোন কোন চিত্রকর্ম এতোই মূল্যবান যে সেগুলোর আসলে কোন মূল্য নির্ধারন করাও সম্ভব হয় না । সেগুলো অমূল্য । কেবল বিখ্যাত শিল্পীর আঁকা ছবিই নয়, মিলিয়ন ডলারে বিক্রি হতে পারে ক্যামেরাতে তোলা ছবিও। কদিন আগে আমাদের ব্লগে ছবি প্রতিযোগিতা হয়ে গেল । ধরুন এই ছবির গুলোর কয়েকটা মিলিয়ন ডলারে বিক্রি হয়ে গেল । ভাবতে পারেন? হয়তো কালের সাক্ষি হিসাবে এই ছবির গুলো কোন একটা ভবিষ্যতে এতো দামে বিক্রি হতে পারে । অসম্ভব কিছু না ! এই রকম অনেক ছবি বিক্রি হয়েছে মিলিয়ন ডলারে !

একবার ভাবুন তো একটা ছবি কেউ তুলল এবং সেই ছবিটা ৪.৩ মিলিয়ন ডলারে বিক্রি হল ! ৪.৩ মিলিয়ন ডলার । টাকার হিসাবে সেটা কত আসে সেটা হিসাব করার দরকারও নেই । একটা সিঙ্গলে ফটোগ্রাফের দাম এতো ! নিচের এই ছবিটা ঠিক এতো দামেই বিক্রি হয়েছে।
Source
ছবিটা দেখে আপনাদের কী মনে হচ্ছে? সবুজ ঘাস । মাঝ দিয়ে পায়ে হাটা রাস্তা চলে গেছে । তার পরে নদী । নদীর ওপাশে আবার সবুজ ঘাস । এই ছবিটার দাম ৪.৩ মিলিয়ন ডলার । ছবিটার নাম Rhein II ছবিটার ফটোগ্রাফার Andreas Gursky। ছবিটা ১৯৯৯ সালে তিনি তুলেছিলেন ।

তার আরও একটা ছবি ২০১৩ সালে লন্ডনে বিক্রি হয় ৩.২৯ মিলিয়ন ডলারে । ছবিটির নাম Chicago Board of Trade III । ছবিটা তিনি তুলেছিলেন ২০০০ সালে ।
Source

এরপরের ছবিটা নাম Untitled #96 । ফটোগ্রাফার Cindy Sherman । আনটাইটেলড ৯৬ ছবিটা তিনি তুলেছিলেন ১৯৮১ সালে । এবং ছবিটা ২০১১ সালে নিউ ইয়র্কে বিক্রি হয় ৩.৮ মিলিয়ন ডলারে ।
Source

একই ফটোগ্রাফারের আরেকটা ছবি Untitled #93 শিরনামে বিক্রি হয় ২০১৪ সালের মে মাসে নিউইয়র্কে । এটাও বিক্রি হয় ৩.৮ মিলিয়ন ডলারে । ছবিটি ১৯৮১ সালে তোলা ।
Source

১৯৭৩ সালে তোলা গিলবার্ড এবং জর্জের ছবি সিরিজ To Her Majesty লন্ডনে ২০০৮ সালে বিক্রি হয় ৩.৭ মিলিয়ন ডলারে । বর্তমান অর্থমূল্যে সেটার দাম যদিও প্রায় ৫ মিলিয়ন ডলার ।
Source

ছবির শিরোনাম Dead Troops Talk (A vision after an ambush of a Red Army patrol, near Moqor, Afghanistan, winter 1986) ছবির ফটোগ্রাফার জেল ওয়াল । ছবিটা ১৯৯২ সালে তোলা হয় । এটা একটা ফিকশনাল ছবি । ছবিটা ২০১২ সালে নিউ্ইয়র্কে বিক্রি হয় ৩.৬ মিলিয়ন ডলারে ।
Source

রিচার্ড প্রিন্সের তোলার ছবি Untitled (cowboys) ৩.৭৪ মিলিয়ন ডলারে বিক্রি হয় ২০১৪ সালে নিউইয়র্কে ।
source

রিচার্ড প্রিন্সের আরও একটা ছবি বিক্রি হয়েছে ৩.৯৭ মিলিয়ন ডলারে । ছবিটির টাইটেল Spiritual America (1981) । ছবিটি বিক্রি হয় ২০১৪ সালে নিউইয়র্কে । ছবিটি এখানে পোস্ট করা সম্ভব হল না কারণ ছবিটি একটা কন্ট্রোভার্শিয়াল ছবি । মা্র্কিন অভিনেত্রী এবং মডেল ব্রুক শিল্ডস এর ১০ বছরে বয়সে তোলা একটা নগ্ন ছবি । লন্ডন পুলিশ ছবিটা জনসম্মুখে প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করে । তবে সেটা এই ছবিটির মূল্যকে কমাতে পারে নি । ছবিটি এখানে যুক্ত করলাম না ।

সবার শেষের ছবিটার দাম সব থেকে বেশি । ছবির শিরোনাম Phantom । ছবিটি তুলেছেন অস্ট্রেলিয়ান ফটোগ্রাফার পিটার লিক (Peter Lik) । ছবিটি এখনও পর্যন্ত বিক্রিত মূল্যের দিক দিয়ে সর্বোচ্চ । ২০১৪ সালে ছবিটি ৬.৫ মিলিয়ন ডলারে বিক্রি হয়ে । তবে অন্যান্য ছবির মত এটা কোন অকশনে বিক্রি হয় নি । একজন প্রাইভেট কালেকটর ছবিটি কিনে নেন । কে কিনেছেন সেটাও সামনে আসে নি । তাই কোন নির্ভরযোগ্য সোর্স নেই যে ছবি টি এতো দামে বিক্রি হয়েছে । Source


মানুষের কত টাকা থাকলে এতো এতো দাম দিয়ে ছবি কিনতে পারে !


তথ্যসুত্রঃ
উইকিপিডিয়া
ফটো ডট কম
এক্সপার্ট ফটোগ্রাফি

মন্তব্য ২০ টি রেটিং +৬/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:১৩

গফুর মিয়া১৯১ বলেছেন: ডাক টিকেট নিয়া কিছু লিখে।

২৩ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:২৮

অপু তানভীর বলেছেন: উকে, সময় করে লিখবো ।

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:১৭

জুল ভার্ন বলেছেন: টাকা খরচ করে এইসব ছাইপাঁশ কিয়ের লাইগ্যা কেনে!

২৩ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৪৬

অপু তানভীর বলেছেন: টাকা খরচ করার পথ পায় না, সম্ভবত তাই....

৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:২০

হাবিব বলেছেন: ছবিগুলো আহামরি কিছু না। এর চেয়ে ভালো ছবি আমি তুলতে পারি। আমার ছবি কি এতো টাকায় বিক্রি হবে?

২৩ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৩১

অপু তানভীর বলেছেন: কিছু কারণ তো আছেই যে কারণে এতো দাম দিয়ে কেউ সেগুলো কিনেছে !
হতেও পারে বিক্রি !!

৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:৫৯

জ্যাকেল বলেছেন: মান লন্ডারিংয়ের একটা ভাল চান্স হয় এইসকল জিনিস কিনে বেচে করলে।

২৩ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:১২

অপু তানভীর বলেছেন: এটাও একটা সত্য কথা ।

৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:০২

ইসিয়াক বলেছেন: সত্যি তাই মানুষের কত টাকা থাকলে এত এত দাম দিয়ে ছবি কিনতে পারে। মাঝে মাঝে দু"একটা ছবি তুলতে হবে দেখছি। যদি কেউ কোনদিন কেনে ;)
রুনা লায়লার সেই গানটার কথা মনে পড়ছে

" কেউ চায় কেউ পায় কেউ করে হায় হায়।...."

২৩ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:১৫

অপু তানভীর বলেছেন: ছবি তুলে রাখুন । বলা যায় না হয়তো কোন দিন বিক্রি হতেই পারে ! অবশ্য এই জন্য আপনাকে বিখ্যাত হতে হবে । দেখা গেল বিখ্যাত হয়ে গেলেন কোন দিন । তখন আপনার সব কিছুই মূল্যবান হয়ে উঠবে !

৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০২১ ভোর ৫:০৯

সোহানী বলেছেন: তাইলে সব ছাইড়া ফটুক তুলার কামে নাইমা পড়ি :D । কি কও............

২৪ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:২৬

অপু তানভীর বলেছেন: দেরি না করে তাই করা শুরু করেন । এই রকম কয়েকটা ছবি বিক্রি করতে পারলে আর কি লাগে কন !

৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:০৫

নিমো বলেছেন: সঠিক নামটা হবে "ব্রুক শিল্ডস"

২৪ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:১৮

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ । ঠিক করে নিয়েছি ।

৮| ০৩ রা অক্টোবর, ২০২১ সকাল ১০:১৭

মিরোরডডল বলেছেন:




লেখক বলেছেন: কিছু কারণ তো আছেই যে কারণে এতো দাম দিয়ে কেউ সেগুলো কিনেছে !
হতেও পারে বিক্রি !!


সেই কারণগুলো যদি উল্লেখ থাকতো কোন ছবি কি রিপ্রেজেন্ট করছে এবং
কেনো এতো রিকগনাইজড তাহলে আরো ভালো হতো ।

অনেক আগে একটা মুভি দেখেছিলাম নাম মনে নেই ।
একজন বিলিওনার যে এরকম মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে সব আনকমন এক্সপেন্সিভ ছবি কালেক্ট করে ।
এটা তার নেশা ।
At the end of the story, he lost all of his collection.

থ্যাংকস তানভী ।

০৩ রা অক্টোবর, ২০২১ সকাল ১১:১৭

অপু তানভীর বলেছেন: ছবি এতো দামে বিক্রি হওয়ার প্রধান কারণই হচ্ছে ছবির ফটোগ্রাফার । কে ছবিটা তুলেছে । যেমন শেষ ছবিটার কথাই যদি ধরা যাক এমন ছবি ঐ গুহাতে ঘুরতে যাওয়া সকল পর্যটকই তুলতে পারে । এখানে মূল ছবির গল্প থেকেও ছবি যে তুলেছে সেটা বেশি গুরুত্বপূর্ণ !

মুভির নামটা বলেন দেখি । আমিও দেখে ফেলি !

৯| ০৩ রা অক্টোবর, ২০২১ দুপুর ১২:২৭

মিরোরডডল বলেছেন:




I agree.
ফটোগ্রাফার অবশ্যই কারণ কিন্তু সেইম ফটোগ্রাফারের অনেকগুলো ছবির মাঝেও যেই ছবিটা এতো মূল্যে বিক্রি হয় তার মানে ডেফিনিটলি সেই ছবি কোনো এক কারণে ভেরি স্পেশাল ।

ওই যে বললাম তানভী, অনেক আগে দেখা নাম মনে নেই ।
যদি খুঁজে পাই, নিশ্চয়ই দিবো তানভীকে ।


০৩ রা অক্টোবর, ২০২১ দুপুর ১:৩১

অপু তানভীর বলেছেন: বেশির ভাগ ছবিই বিক্রি হয়েছে ২০০৮-২০১৪ সালের ভেতরে । এই সময়ে নিলামে সেগুলো তোলা হয় । কিছু কিছু পোস্টে আমি ছবির ব্যাপারে বর্ণনা পেয়েছি তবে সেগুলো যে কেন এতো দামে বিক্রি হয়েছে সেটা ব্যাপারে কোন ব্যাখ্যা পাই নি । প্রথম ছবিটার কঠা ভেবে দেখেন । কোন দিক দিয়ে এটা এতো দামের মনে হচ্ছে ?

মুভির কথা মনে পড়লে জানিয়ে যাবেন । আগে থেকেই ধন্যবাদ দিয়ে দিলাম !

১০| ০৩ রা অক্টোবর, ২০২১ বিকাল ৩:২৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আসলেই মানুষের কত টাকা, আমাদের টাকা নাই, ছবি ও তুলতে পারিনা ভালো।

০৪ ঠা অক্টোবর, ২০২১ দুপুর ১২:০৮

অপু তানভীর বলেছেন: মানুষের টাকার কোন হিসাব নেই । যাদের আছে খরচ করার কোন ওয়ে নেই তারা কত কিছু যে করে । আমাদের টাকা খরচ করতে হয় চিন্তা ভাবনা করে । আমারও শখ আছে তবে সেটাও আমাদের আয়ের উপর নির্ভর করে !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.