নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিখ্যাত শিল্পীর আঁকা চিত্রকর্ম মিলিয়ন ডলারে বিক্রির ব্যাপারটা খুবই স্বাভাবিক । কোন কোন চিত্রকর্ম এতোই মূল্যবান যে সেগুলোর আসলে কোন মূল্য নির্ধারন করাও সম্ভব হয় না । সেগুলো অমূল্য । কেবল বিখ্যাত শিল্পীর আঁকা ছবিই নয়, মিলিয়ন ডলারে বিক্রি হতে পারে ক্যামেরাতে তোলা ছবিও। কদিন আগে আমাদের ব্লগে ছবি প্রতিযোগিতা হয়ে গেল । ধরুন এই ছবির গুলোর কয়েকটা মিলিয়ন ডলারে বিক্রি হয়ে গেল । ভাবতে পারেন? হয়তো কালের সাক্ষি হিসাবে এই ছবির গুলো কোন একটা ভবিষ্যতে এতো দামে বিক্রি হতে পারে । অসম্ভব কিছু না ! এই রকম অনেক ছবি বিক্রি হয়েছে মিলিয়ন ডলারে !
একবার ভাবুন তো একটা ছবি কেউ তুলল এবং সেই ছবিটা ৪.৩ মিলিয়ন ডলারে বিক্রি হল ! ৪.৩ মিলিয়ন ডলার । টাকার হিসাবে সেটা কত আসে সেটা হিসাব করার দরকারও নেই । একটা সিঙ্গলে ফটোগ্রাফের দাম এতো ! নিচের এই ছবিটা ঠিক এতো দামেই বিক্রি হয়েছে।
Source
ছবিটা দেখে আপনাদের কী মনে হচ্ছে? সবুজ ঘাস । মাঝ দিয়ে পায়ে হাটা রাস্তা চলে গেছে । তার পরে নদী । নদীর ওপাশে আবার সবুজ ঘাস । এই ছবিটার দাম ৪.৩ মিলিয়ন ডলার । ছবিটার নাম Rhein II ছবিটার ফটোগ্রাফার Andreas Gursky। ছবিটা ১৯৯৯ সালে তিনি তুলেছিলেন ।
তার আরও একটা ছবি ২০১৩ সালে লন্ডনে বিক্রি হয় ৩.২৯ মিলিয়ন ডলারে । ছবিটির নাম Chicago Board of Trade III । ছবিটা তিনি তুলেছিলেন ২০০০ সালে ।
Source
এরপরের ছবিটা নাম Untitled #96 । ফটোগ্রাফার Cindy Sherman । আনটাইটেলড ৯৬ ছবিটা তিনি তুলেছিলেন ১৯৮১ সালে । এবং ছবিটা ২০১১ সালে নিউ ইয়র্কে বিক্রি হয় ৩.৮ মিলিয়ন ডলারে ।
Source
একই ফটোগ্রাফারের আরেকটা ছবি Untitled #93 শিরনামে বিক্রি হয় ২০১৪ সালের মে মাসে নিউইয়র্কে । এটাও বিক্রি হয় ৩.৮ মিলিয়ন ডলারে । ছবিটি ১৯৮১ সালে তোলা ।
Source
১৯৭৩ সালে তোলা গিলবার্ড এবং জর্জের ছবি সিরিজ To Her Majesty লন্ডনে ২০০৮ সালে বিক্রি হয় ৩.৭ মিলিয়ন ডলারে । বর্তমান অর্থমূল্যে সেটার দাম যদিও প্রায় ৫ মিলিয়ন ডলার ।
Source
ছবির শিরোনাম Dead Troops Talk (A vision after an ambush of a Red Army patrol, near Moqor, Afghanistan, winter 1986) ছবির ফটোগ্রাফার জেল ওয়াল । ছবিটা ১৯৯২ সালে তোলা হয় । এটা একটা ফিকশনাল ছবি । ছবিটা ২০১২ সালে নিউ্ইয়র্কে বিক্রি হয় ৩.৬ মিলিয়ন ডলারে ।
Source
রিচার্ড প্রিন্সের তোলার ছবি Untitled (cowboys) ৩.৭৪ মিলিয়ন ডলারে বিক্রি হয় ২০১৪ সালে নিউইয়র্কে ।
source
রিচার্ড প্রিন্সের আরও একটা ছবি বিক্রি হয়েছে ৩.৯৭ মিলিয়ন ডলারে । ছবিটির টাইটেল Spiritual America (1981) । ছবিটি বিক্রি হয় ২০১৪ সালে নিউইয়র্কে । ছবিটি এখানে পোস্ট করা সম্ভব হল না কারণ ছবিটি একটা কন্ট্রোভার্শিয়াল ছবি । মা্র্কিন অভিনেত্রী এবং মডেল ব্রুক শিল্ডস এর ১০ বছরে বয়সে তোলা একটা নগ্ন ছবি । লন্ডন পুলিশ ছবিটা জনসম্মুখে প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করে । তবে সেটা এই ছবিটির মূল্যকে কমাতে পারে নি । ছবিটি এখানে যুক্ত করলাম না ।
সবার শেষের ছবিটার দাম সব থেকে বেশি । ছবির শিরোনাম Phantom । ছবিটি তুলেছেন অস্ট্রেলিয়ান ফটোগ্রাফার পিটার লিক (Peter Lik) । ছবিটি এখনও পর্যন্ত বিক্রিত মূল্যের দিক দিয়ে সর্বোচ্চ । ২০১৪ সালে ছবিটি ৬.৫ মিলিয়ন ডলারে বিক্রি হয়ে । তবে অন্যান্য ছবির মত এটা কোন অকশনে বিক্রি হয় নি । একজন প্রাইভেট কালেকটর ছবিটি কিনে নেন । কে কিনেছেন সেটাও সামনে আসে নি । তাই কোন নির্ভরযোগ্য সোর্স নেই যে ছবি টি এতো দামে বিক্রি হয়েছে । Source
মানুষের কত টাকা থাকলে এতো এতো দাম দিয়ে ছবি কিনতে পারে !
তথ্যসুত্রঃ
উইকিপিডিয়া
ফটো ডট কম
এক্সপার্ট ফটোগ্রাফি
২৩ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:২৮
অপু তানভীর বলেছেন: উকে, সময় করে লিখবো ।
২| ২৩ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:১৭
জুল ভার্ন বলেছেন: টাকা খরচ করে এইসব ছাইপাঁশ কিয়ের লাইগ্যা কেনে!
২৩ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৪৬
অপু তানভীর বলেছেন: টাকা খরচ করার পথ পায় না, সম্ভবত তাই....
৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:২০
হাবিব বলেছেন: ছবিগুলো আহামরি কিছু না। এর চেয়ে ভালো ছবি আমি তুলতে পারি। আমার ছবি কি এতো টাকায় বিক্রি হবে?
২৩ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৩১
অপু তানভীর বলেছেন: কিছু কারণ তো আছেই যে কারণে এতো দাম দিয়ে কেউ সেগুলো কিনেছে !
হতেও পারে বিক্রি !!
৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:৫৯
জ্যাকেল বলেছেন: মান লন্ডারিংয়ের একটা ভাল চান্স হয় এইসকল জিনিস কিনে বেচে করলে।
২৩ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:১২
অপু তানভীর বলেছেন: এটাও একটা সত্য কথা ।
৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:০২
ইসিয়াক বলেছেন: সত্যি তাই মানুষের কত টাকা থাকলে এত এত দাম দিয়ে ছবি কিনতে পারে। মাঝে মাঝে দু"একটা ছবি তুলতে হবে দেখছি। যদি কেউ কোনদিন কেনে
রুনা লায়লার সেই গানটার কথা মনে পড়ছে
" কেউ চায় কেউ পায় কেউ করে হায় হায়।...."
২৩ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:১৫
অপু তানভীর বলেছেন: ছবি তুলে রাখুন । বলা যায় না হয়তো কোন দিন বিক্রি হতেই পারে ! অবশ্য এই জন্য আপনাকে বিখ্যাত হতে হবে । দেখা গেল বিখ্যাত হয়ে গেলেন কোন দিন । তখন আপনার সব কিছুই মূল্যবান হয়ে উঠবে !
৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০২১ ভোর ৫:০৯
সোহানী বলেছেন: তাইলে সব ছাইড়া ফটুক তুলার কামে নাইমা পড়ি । কি কও............
২৪ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:২৬
অপু তানভীর বলেছেন: দেরি না করে তাই করা শুরু করেন । এই রকম কয়েকটা ছবি বিক্রি করতে পারলে আর কি লাগে কন !
৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:০৫
নিমো বলেছেন: সঠিক নামটা হবে "ব্রুক শিল্ডস"
২৪ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:১৮
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ । ঠিক করে নিয়েছি ।
৮| ০৩ রা অক্টোবর, ২০২১ সকাল ১০:১৭
মিরোরডডল বলেছেন:
লেখক বলেছেন: কিছু কারণ তো আছেই যে কারণে এতো দাম দিয়ে কেউ সেগুলো কিনেছে !
হতেও পারে বিক্রি !!
সেই কারণগুলো যদি উল্লেখ থাকতো কোন ছবি কি রিপ্রেজেন্ট করছে এবং
কেনো এতো রিকগনাইজড তাহলে আরো ভালো হতো ।
অনেক আগে একটা মুভি দেখেছিলাম নাম মনে নেই ।
একজন বিলিওনার যে এরকম মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে সব আনকমন এক্সপেন্সিভ ছবি কালেক্ট করে ।
এটা তার নেশা ।
At the end of the story, he lost all of his collection.
থ্যাংকস তানভী ।
০৩ রা অক্টোবর, ২০২১ সকাল ১১:১৭
অপু তানভীর বলেছেন: ছবি এতো দামে বিক্রি হওয়ার প্রধান কারণই হচ্ছে ছবির ফটোগ্রাফার । কে ছবিটা তুলেছে । যেমন শেষ ছবিটার কথাই যদি ধরা যাক এমন ছবি ঐ গুহাতে ঘুরতে যাওয়া সকল পর্যটকই তুলতে পারে । এখানে মূল ছবির গল্প থেকেও ছবি যে তুলেছে সেটা বেশি গুরুত্বপূর্ণ !
মুভির নামটা বলেন দেখি । আমিও দেখে ফেলি !
৯| ০৩ রা অক্টোবর, ২০২১ দুপুর ১২:২৭
মিরোরডডল বলেছেন:
I agree.
ফটোগ্রাফার অবশ্যই কারণ কিন্তু সেইম ফটোগ্রাফারের অনেকগুলো ছবির মাঝেও যেই ছবিটা এতো মূল্যে বিক্রি হয় তার মানে ডেফিনিটলি সেই ছবি কোনো এক কারণে ভেরি স্পেশাল ।
ওই যে বললাম তানভী, অনেক আগে দেখা নাম মনে নেই ।
যদি খুঁজে পাই, নিশ্চয়ই দিবো তানভীকে ।
০৩ রা অক্টোবর, ২০২১ দুপুর ১:৩১
অপু তানভীর বলেছেন: বেশির ভাগ ছবিই বিক্রি হয়েছে ২০০৮-২০১৪ সালের ভেতরে । এই সময়ে নিলামে সেগুলো তোলা হয় । কিছু কিছু পোস্টে আমি ছবির ব্যাপারে বর্ণনা পেয়েছি তবে সেগুলো যে কেন এতো দামে বিক্রি হয়েছে সেটা ব্যাপারে কোন ব্যাখ্যা পাই নি । প্রথম ছবিটার কঠা ভেবে দেখেন । কোন দিক দিয়ে এটা এতো দামের মনে হচ্ছে ?
মুভির কথা মনে পড়লে জানিয়ে যাবেন । আগে থেকেই ধন্যবাদ দিয়ে দিলাম !
১০| ০৩ রা অক্টোবর, ২০২১ বিকাল ৩:২৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আসলেই মানুষের কত টাকা, আমাদের টাকা নাই, ছবি ও তুলতে পারিনা ভালো।
০৪ ঠা অক্টোবর, ২০২১ দুপুর ১২:০৮
অপু তানভীর বলেছেন: মানুষের টাকার কোন হিসাব নেই । যাদের আছে খরচ করার কোন ওয়ে নেই তারা কত কিছু যে করে । আমাদের টাকা খরচ করতে হয় চিন্তা ভাবনা করে । আমারও শখ আছে তবে সেটাও আমাদের আয়ের উপর নির্ভর করে !
©somewhere in net ltd.
১| ২৩ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:১৩
গফুর মিয়া১৯১ বলেছেন: ডাক টিকেট নিয়া কিছু লিখে।