নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

রাফখাতা- অপু তানভীর

আমাকে আপনেরা চিনেন

রাফখাতা- অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

ইমন জুবায়েরের ৫টি পোস্ট (পর্ব ০৩)

১১ ই ডিসেম্বর, ২০২১ রাত ১২:৫৪



প্রতি পোস্ট লেখার আগে কিছু ভূমিকা লেখার দরকার থাকে । মূলত ইমন জুবারের পোস্ট গুলো নিয়ে আবার নতুন করে পোস্ট করার উদ্দেশ্য হচ্ছে ইমন জুবায়েরকে ব্লগে সব জীবিত রাখা । তাকে নিয়ে যেন ব্লগাররা ভাবেন, ভুলে না যান ! যদিও জানি অনেকেই আমার মত সময় পেলে তার পোস্ট পড়ে । তবে অনেক নতুন ব্লগার তার কথা ঠিক মত জানেন না । তাদের একজনও যদি এই পোস্টের কারণে ইমন জুবায়েরকে চিনতে পারেন, তার লেখা পড়তে পারেন তাহলেই এই পোস্ট সার্থক । আবার অনেক ব্লগার আছেন যারা ব্লগে কী পড়বেন সেটা খুজে পান না । ইমন জুবায়েরের পোস্ট যত আছে একজন ব্লগারের পড়ে শেষ করতে অনেক দিন লাগবে। যাই হোক আর কথা না বাড়িয়ে পোস্টের খোজ দিই । আজকে তৃতীয় কিস্তি ।

আজকের প্রথম পোস্টটা প্রাচীন বাংলার ইতিহাস নিয়ে । এই প্রচীন বাংলার মানুষ এদেশে এসেছিলো অস্ট্রেলিয়া থেকে । আউট অব আফ্রিকা মডেল অনুযায়ী, বর্তমান আধুনিক মানুষ আফ্রিকাতে বিবর্তিত হয়েছিলো প্রায় দুই লক্ষ বছর আগে । তারপর তারপর ৫০ থেকে ৭০ হাজার বছর আগে আফ্রিকা থেকে বেড়িয়ে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে । ৪০ হাজার বছর আগে একটা দল যায় অস্ট্রেলিয়ার দিকে । সেখান থেকে উত্তরমূখী হয়ে এসে একটা দল যেখানে পৌছায় সেটার নাম হচ্ছে প্রাচীন বাংলা ।
প্রাচীন বাংলা নিয়ে মোট চার পর্বের পোস্ট গুলো এখান থেকে পড়তে পারেন । প্রথম পর্ব দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব চতুর্থ পর্ব

তাসলিমা নাসরিনকে লেখা ইমন জুবায়েরের খোলা চিঠি।

ইমন জুবায়ের কোন চেয়েছিলাম কুষ্টিয়ার নাম লালন নগর রাখতে । ছোট দুই লাইনের পোস্ট ছিল । সেখানে লেখা আজ এই কালো দিবসে কুষ্টিয়ার নাম লালন নগর রাখার প্রস্তাব রাখছি । কমেন্টে একটা স্থানে তিনি লিখেছেন নাম টা তিনি অভিমানের কারণে দিয়েছেন । কিন্তু কেন সেই অভিমান ? কিসের অভিমান থেকে তিনি এই নাম রাখতে চেয়েছিলেন । আজকে অবশ্য জানা যাবে না আর । তবে লালন নগর নিয়ে তিনি একটা স্বপ্নের গল্প লিখেছেন । গল্পটা বড় চমৎকার । পড়ে দেখতে পারেন । লালন নগরে বৃষ্টি

অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের জন্ম বিক্রমপুরে, আজ থেকে হাজার বছর আগে । এই পোস্টটি লেখা হয়েছে এক যুদ্ধকে কেন্দ্র করে । অতীশ দীপঙ্কর কোন মহৎ কাজ টি করেছিলেন সেটার একটু বর্ণনা দেওয়া । অবশ্য পোস্টটা আরও একটু বড় হলে ভাল লাগতো । একেবারে সংক্ষিপ্ত করে লেখা হয়েছে । পোস্টটি পড়তে এখানে ক্লিক করুন ।

সেই প্রাচীন যুগের কাব্য চর্যাপদ । হাজার বছর আগে লেখা । সেই কাব্যের একটা লাইনে রয়েছে নিরন্তর শব্দটি । এতো আগের শব্দটি । এটা দেখে ইমন জুবায়ের অবাক হয়েছেন । পোস্টের লিংক।

আজকে আরও একটা পোস্ট যোগ করে দিই । ছোট একটা পোস্ট । কয়েকটা শব্দের অর্থ নিয়ে লিখেছেন । আসুন, কয়েকটি শব্দের মানে জানি

ইমন জুবায়েরের পোস্ট নিয়ে আজকে এখানেই শেষ শেষ আপাতত । তবে আবারও হাজির হব নতুন পোস্ট নিয়ে । যারাই এই পোস্টটি পড়বেন অনুরোধ থাকবে ইমন এই পোস্টের সাথে যুক্ত লিংক গুলোতে ক্লিক করে তার পোস্টে গিয়ে পোস্ট গুলো পড়ে আসুন । তার পোস্টে গিয়ে একটা লাইক দিয়ে দিয়ে আসুন । পারলে একটা কমেন্টও করে আসুন সেখানে। দেখে আসুন কত গুণী একজন মানুষ ছিলেন ।



ইমন জুবারের পোস্ট নিয়ে লেখা পোস্ট
পর্ব এক পর্ব দুই



এই পোস্টে কারো মন্তব্য করার সুযোগ থাকছে না ।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.