নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অভ্যন্তরীন পর্যটন নিয়ে ইমন জুবায়ের চিন্তা ভাবনা করতেন । এটা নিয়ে তিনি একটা থিউরী দিয়েছিলেন যে কিভাবে অভ্যন্তরীন পর্যটনকে আরও সমৃদ্ধ করা যায় । কোন এক স্থানে ঘুরতে গেলে আমরা থাকার জন্য হোটেল মোটেল খুজি । কিন্তু সব স্থানে তো হোটেল মোটেল তৈরি হয় না । যখন ইমন জুবায়ের এই নিয়ে ভেবেছেন তখন সম্ভবত গুটি কয়েক পর্যটন স্পট ছাড়া থাকার স্থান পাওয়া দুস্কর ছিল । তখনই তিনি এটার ব্যাপারে ভেবেছিলেন । ঠিক গতানুগতিক হোটেলের মত নয় । ধরুন কেউ যেউ শহরে বড় হয়েছে । সে শান্ত গ্রাম্য পরিবেশে কিছুদিন কাটিয়ে আসতে চাইছে । কোন একটা গ্রামে চলে গেল । সেখানে কোন এক ঘরে সে কটিয়ে এল কটা দিন । যাদের বাড়িতে সে থাকলো তারা অর্থের বিনিময়ে তাকে তাকে থাকতে দিল । এটাই ছিল তার থিউরী । এটা নিয়ে সে কয়েকটি পোস্ট লিখেছে । আগের পোস্টে সেই পোস্টের লিংক পাবেন ।
এই পোস্টে তার অভ্যন্তরীণ পর্যটন প্রজেক্ট নিয়ে আরও দুটো পোস্ট পাবেন । এখানে সেই তত্তটাই বাস্তবে অনেকটা রূপ দেওয়ার চেষ্টার উদ্যোগ গ্রহন করা হয়েছিল । তবে সেই পোস্ট সম্ভবত আশার মুখ দেখেনি ।
পোস্ট দুটোর লিংক রইলো এখানে । অভ্যন্তরীণ পর্যটন: প্রজেক্টের নাম আরণ্যক পরের পোস্টটা প্রজেক্ট আরণ্যক
তখন সম্ভবত এই প্রজেক্টটা বাস্তবের রূপ দেখেনি । কিন্তু বর্তমানে এই থিউরিটাই ব্যবহার হচ্ছে অনেক স্থানে ।বিশেষ করে বান্দরবনে অনেক গ্রামে ঠিক একই ভাবে পর্যটকরা রাতে থাকছে, খাবার খাচ্ছে । আমি ২০১৪ সালে প্রথম গিয়েছিলাম বান্দরবানে । সেখানেই প্রায় ৫ দিন ছিল । পুরোটা সময়ই আমরা রাতে থেকেছি কোন পাড়ার একটা ঘরে । সেখানে খাওয়া দাওয়া হয়েছে । বিনিময়ে টাকা দিয়েছে । ঠিক এমন কাজ যদি দেশের নানান প্রান্তে করা যায় তাহলে ব্যপারটা মন্দ হয় না ।
আজকে পড়ার পরের পোস্ট গুলো খুব বেশি বড় নয় । প্রাগৈতিহাসিক বাংলাতে আসলে কারা বাস করতো সেটা নিয়ে ছোট ছোট কয়েকটা টিকার মত করে লিখেছেন কয়েকটি পোস্ট । প্রাগৈতিহাসিক বাংলার আদি বসবাস করী ছিল প্রোটো অস্টালয়েডরা । এরা কোথা থেকে এসেছি এবং এই অস্টালয়েডদের আগে কারা এখানে বাস করতো সে সম্পর্কে লিখেছেন কিছু কথা । এছাড়া তখনকার সেই আদিম বাংলাতে কেমন সমাজ প্রচলিত থাকতে পারে সেটা নিয়ে কার্ল মাকর্সের সমাজ আলোচনা নিয়ে লিখেছেন ।
প্রাগৈতিহাসিক বাংলা: proto austroloid কারা?
Hominids কারা?
আদিম সাম্যবাদ
পরের পোস্ট টি আরও বেশি ইন্টারেস্টিং । এটাও অবশ্য প্রাগৈতিহাসিক বাংলা নিয়ে তবে আলাদা করে এটার ব্যাপারে বলার কারণ হচ্ছে, এখানে সেই সময়ে বাংলাতে কোন ধরনের সঙ্গীতের উন্মেষ হয়েছিলো সেটা নিয়ে বলা হয়েছে । আজকের পোস্ট গুলোর ভেতরে এই পোস্টটা সব চেয়ে চমৎকার । পড়ে ফেলন এখান থেকে । সঙ্গীতের উন্মেষ
আরবো ভাইরাস ব্যান্ডের ড্রামার তামীম । ইমন জুবায়ের তামীমের গান শিরোনামে বেশ কয়েকটা পোস্ট লিখেছেন । মূলত তিনি তামীমের জন্য লিরিক্স লিখে দিতেন । সেই গান গুলো শেয়ার করতেন ব্লগে । কিন্তু এখন সেই গান গুলোর লিংক কাজ করছে না । শুনতেও পারছি না ।
আজকে সারাদিন বৃষ্টি পড়েছে । আকাশ ছিল মেঘলা । এমনও মেঘলা দিনে বৃষ্টি নিয়ে একটা কবিতা পড়ে আসি ... এ্যালিফেন্ট রোডে বৃষ্টি
ইমন জুবায়েরকে নিয়ে এই সিরিজ চলবে আরও । পোস্টের ভেতরে দেওয়া লিংক গুলো ঢুকে সেগুলো পড়ে আসুন । ভাল কিছু পড়ার সুযোগ পাবেন আশা করি ।
ইমন জুবারের পোস্ট নিয়ে লেখা পোস্ট
পর্ব এক পর্ব দুই
পর্ব তিন