নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

রাফখাতা- অপু তানভীর

আমাকে আপনেরা চিনেন

রাফখাতা- অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

ব্লগার জুলভার্নকে যেভাবে ব্লগ ছাড়া করা হল

১৮ ই মার্চ, ২০২৪ রাত ১১:৪২

আমার মনে হয় এই সামুর এই ইতিহাসটা সবার জেনে রাখা দরকার । অনলাইনের মানুষের একটা স্বভাব হচ্ছে তারা সহজেই সব কিছু ভুলে যায় । কোন কিছুই তাদের মনে থাকে না । তাই জুলভার্ণ কেন ব্লগ ছেড়ে চলে গেল কিংবা আরো ভাল করে বললে সে কেন যেতে বাধ্য হল, সেই গল্পটা সবার জেনে রাখা দরকার । আমি জানি এরই ভেতরে আপনারা অনেকেই ভুলে গেছেন তা !

ব্লগে জুলভার্ন এক সময়ে তীব্র বিএনপি ঘোরোয়ানার দলে ছিল । কিন্তু সেটা ছিল অনেক আগের । মাঝে তার উপর বেশ বড় রকমের বিপদ নেমে এসেছিলো । সেই সময়ে অনেকটা সময় সে ব্লগ থেকে দুরে ছিল । এরপর যখন আবার ফিরে এল ব্লগে তখন সে একেবারে নির্ভেজাল ব্লগিং করতেন । পোস্ট লিখতেন, পোস্ট পড়তেন । রাজনীতির ক্যাঁচাল থেকে দুরে থাকতেন । সবার সাথে ভাল ব্যবহারও করতেন । কোন বেহুদা তর্ক ঝামেলা এড়িয়ে চলতেন !

ঠিক এই সময়ে গলু তার পেছনে লাগলো । গলুর যা স্বভাব । জীবনে যে পোস্টের বিষয়বস্তু নিয়ে মন্তব্য করে না । যে কোন পোস্টে গিয়ে একটা আ%%দা অপ্রাসঙ্গিক মন্তব্য করে বসে । এই কাজ সে দীর্ঘদিন ধরেই করে আসছে । জুলভার্নের ব্লগে গিয়েই ঠিক একই কাজ । যে কী পোস্ট লিখতো সে সব নিয়ে প্রশ্ন না করে অহেতুক তাকে খোঁচাখুচি শুরু করত সে । পোস্টের বাইরে গিয়ে নানান রকম মন্তব্য আর ব্যক্তিগত প্রশ্ন । প্রথম প্রথম জুলভার্ন সেই প্রশ্নের উত্তর দিত । কিন্তু সবার ধৈর্য্যের একটা সীমা থাকে । এক সময়ে বিরক্ত হয়ে নিজের ব্লগে কমেন্ট ব্যান করে দিল নিজের পোস্টে । অর্থ্যাৎ নিজের পোস্টে গলুর মন্তব্য সে আর গ্রহন করবে না । খুবই স্বাভাবিক একটা কাজ । আমি চাই না তাই আমার ব্লগ থেকে দুরে থাকো । ঝামেলা শেষ!

যে কোন স্বাভাবিক মানুষই এই কাজ করবে । কিন্তু গলুর স্বভাব তো নেড়ি কুকুরের মত । পেছনে গেলেই রইলো । এবার সে তক্কে তক্ক থাকলো । জুলভার্ন ঠিক যে যে পোস্ট গিয়ে মন্তব্য করতো, গলু ঠিক তার নিচে গিয়ে তাকে খোঁচা দিয়ে মন্তব্য করতে শুরু করলো । প্রতিটা পোস্টে । যেখানেই জুলভার্ন মন্তব্য করে সেখানেই তার নিচে গিয়ে জুলভার্নের মন্তব্যের বিপরীতে গিয়ে মন্তব্য ।

সেখানেই ব্যাপারটা থেমে থাকলো না । যখন জুলভার্ন পোস্ট দিতো সেখানে মন্তব্য করতে না পেরে গলু নিজের একটা পোস্ট দিয়ে জুলভার্ণকে খোঁচাতে শুরু করতো। দিনের পর দিন এই কাজ সে করে গেছে । সবার সামনে । সকল সুশীলরা চামচা দেখেও না দেখার ভান করে থেকেছে । সকল মানুষের ধৈর্য্যের একটা সীমা থাকে ! যখন ধৈর্য্যের বাধ ভেঙ্গছে তখন সে বাধ্য হয়ে ব্লগ ছেড়ে চলে গেছে ।

মাঝে মাঝে আমার মনে প্রশ্ন জাগে যে গলু জুলভার্নের পেছনে কেন লেগেছিলো?

কয়েকটা সম্ভবনা আছে । প্রথমটা হচ্ছে জুলভার্নকে ব্লগের সবাই সম্মান করতো । এমন কি লীগের লোকজনও । কিছু কিছু দলকানার কথা আলাদা অবশ্য । তবে একজন কিশোর মুক্তিযোদ্ধা হিসাবে সবাই তাকে সম্মান করতো । অন্য দিকে গলুর চামচা বাদ দিয়ে কেউ বিশ্বাস করে না সে যুদ্ধ করেছিলো । অবশ্য এই কথা বিশ্বাস করার কোন কারণও নেই । আর তার চামচা বাদ দিয়ে কেউ তাকে সম্মানও করে না । এই একটা ঈর্ষা ! তাকে কেউ দাম দিচ্ছে না কিন্তু জুলভার্নকে সবাই দাম দিচ্ছে এটা থেকে জুলভার্নের পেছনে লাগা । আরেকটা কারণ হতে পারে পারিবারিক স্টাটাস । নিম্ন পরিবার থেকে উঠে আসা গলু জুলভার্নের পারিবারিক ইতিহাস জেনে এই হা হুতাশ টা বেড়েছে কেবল । থাকে না এমন কিছু ! তার বেলাতে সেটাই হয়েছে । যারা জুলভার্ন সম্পর্কে জানেন তারা এই ব্যাপারটা আঁচ করতে পারবেন । আরেকটা কারণ হতে জ্ঞানের অভাব । গলু তার সারা জীবনে কোন বই পড়েছে কিনা সন্দেহ । তার লেখার ধরণ দেখলেই বুঝতে পারবেন কত খানি সংকীর্ণ জ্ঞানের অধিকারী। এই পোস্টগুলো সে লেখে পত্রিকার সংবাদ পড়ে তারপর নিজের একটা আ^%$ছা মনভাব পেশ করে যার কোন ভিত্তিই আসলে নেই । অন্য দিকে জুলভার্ন প্রচুর বই পড়ে । তার জানার হিসাব করলে গলুর তার নখের যোগ্যতাও রাখে না । এই সব কারণই যথেষ্ঠ !

এই ইতিহাস লেখা থাকুক। মানুষ যেন ভুলে না যায় । গলুর চামচা সকল সুশীল চামচারাও মনে রাখুন এই গল্প ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০২৪ রাত ১১:৩৩

ভুয়া মফিজ বলেছেন: জুলভার্ণ গলুর পোষ্টে মন্তব্য করতো না, তাকে তোয়াজ করে কথা বলতো না। এটাও একটা বড় কারন ছিল।

একটা সংশোধনী......গলু তার সারা জীবনে কোন বই পড়েছে কিনা সন্দেহ । তার লেখার ধরণ দেখলেই বুঝতে পারবেন কত খানি সংকীর্ণ জ্ঞানের অধিকারী। এই পোস্ট গুলো সে লেগে পত্রিকার সংবাদ পড়ে তারপর নিজের একটা আ^%$ছা মনভাব পেশ করে যার কোন ভিত্তিই আসলে নেই । পত্রিকা ২/১টা সে পড়তে পারে, তবে পড়ে কোন কিছু রেপ্লিকেট করার মতো মেধা এই জিনিসের নাই। সে মূলতঃ নির্দিষ্ট কয়েকটা টিভি চ্যানেল দেখে। সেখান থেকেই আইডিয়া টুকলিফাই করে। তার নিজের পক্ষে কোন কিছু বুঝে ব্যাখ্যা করা সম্ভব না।

২১ শে মে, ২০২৪ সকাল ৯:৫১

রাফখাতা- অপু তানভীর বলেছেন: এটা অবশ্য আপনি ঠিকই বলেছেন । এবার সে নতুন আরেকজনের পেছনে লেগেছে । ব্লগের একজন সচিব লেখালেখি করছে । গলু এখন সচিবের পেছনে লেগেছে । ইতিমধ্যে তাকে নিয়ে চারটা পোস্ট দিয়ে ফেলেছে । সেই সাথে যে একনিষ্ঠ চামচারা আছে তারা আছে সাথে ! ছাড়া পেলে আমি নিশ্চিত জুলভার্নের সাথে যা হয়েছে তার সাথেও গলু একই কাজ করবে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.