| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্যবচ্ছেদ
একাকী আমি লিখছি জীবনের গলিতে গলিতে যে জীবন-গল্পের শেষ নেই... অন্তহীন !
অনেকেই বলেন যে স্বপ্নে আমি এমন কিছু দেখেছি যেটার সম্পর্কে আমি কিছুই জানি না। না-জানা,না-দেখা কোন জিনিস তাহলে কিভাবে আমাদের স্বপ্নে হাজির হয় ? এই প্রশ্ন কিন্তু স্বপ্নের সংজ্ঞাকেও চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে। কারণ সেই জিনিসগুলোই স্বপ্নে উপস্থাপিত হয় যেগুলো সচেতনতা থেকে অবদমিত হয়ে গেছে,বা অবদমিত করে রাখা হয়েছে। এর সম্ভাব্য একটা ব্যাখ্যা হল যে আমাদের পঞ্চইন্দ্রিয় দিয়ে আমরা যাই কিছু ধারণ করি না কেন,সেগুলোর সবকিছুই কিন্তু আমাদের সচেতনতায় থাকে না । আমরা সেইসব ব্যাপারেই জ্ঞাত যেগুলো সচেতনতা দ্বারা ভালোভাবে সুরক্ষিত। এখন সচেতনতা দ্বারা অসুরক্ষিত জিনিসগুলো কি হাওয়াই মিঠাইয়ের মত মিলিয়ে যাবে? উত্তর হল,না। এই সব ব্যাপারগুলো আমাদের অবচেতন মনের খুব গভীরে কিংবা অবচেতন মনের এমন এক জায়গায়,এমন এক ভাবে সঞ্চিত থাকে যে সচরাচর সেগুলোর প্রয়োজন পড়ে না বা হয় না । স্বপ্নে আমরা সেই জিনিসগুলোই দেখি। যেহেতু আমাদের সচেতনতা সেইসব ব্যাপারে অসচেতন তাই আমাদের কাছে মনে হয় যে সেগুলো আমরা জীবনেও দেখিনি ।
একটা উদাহরণ দেওয়া যেতে পারে এইভাবে যে,আপনি নিউ মার্কেটের ফুটওভার ব্রীজের উপর দাঁড়ালে একসাথে অনেক মানুষ দেখতে পাবেন। কিন্তু তাঁদের কাউকেই আপনি চেনেন না । এই মানুষগুলোর ছবি কিন্তু ঠিকই আপনার অবচেতন মন ধারণ করে নেবে। সেই মানুষগুলোই কিংবা সেই মানুষগুলোর সংশ্লিষ্ট বিষয়আশয়ই প্রতিফলিত হবে আপনার স্বপ্নে । তাই আপনি ভেবে নিবেন যাকে স্বপ্নে দেখেছেন তাঁর সাথে তো আমার জীবনেও দেখা হয়নি,তাহলে স্বপ্নে দেখলাম কেন ?ব্যাখ্যাটা এইরকমই ।
কিছু তথ্যঃ
১। আগে মনে করা হত মানুষের স্বপ্নের রঙ সাদা-কালো। কিন্তু মানুষ রঙিন স্বপ্নও দেখতে পারে।
২। যারা আকস্মিকভাবে দৃষ্টিশক্তি হারিয়েছেন তাঁরাও স্বপ্ন দেখেন পরবর্তীতে । যারা জন্মান্ধ তাঁরাও স্বপ্ন দেখেন । তাঁদের স্বপ্নে কোন দৃশ্য থাকে না তবে তাঁরা শব্দ-গন্ধ-স্পর্শ-তাপ ইতাদির মাধ্যমে স্বপ্ন দেখেন ।
৩। তিন বছর বয়সের আগে কেউ স্বপ্ন দেখে না । হয়তো শিশুরা এই কারণেও সুখী ! কারণ এর পরের স্বপ্নগুলো আমাদের জীবনের চাওয়া-পাওয়া-কামনা-বাসনা,লোভ,প্রাপ্তি ইত্যাদি ইত্যাদি বিষয় দ্বারা প্রভাবিত হয় ।
৪। মানুষ ছাড়া পশুরাও স্বপ্ন দেখে ।
৫। পাগলরা (মানসিক ভারসাম্যহীন ব্যক্তিরা) স্বপ্ন দেখে না । (ব্যাপারটা নিয়ে কোন বিশ্বাসযোগ্য গবেষণা পেলাম না। তবে আমার ব্যক্তিগত ধারণা যেহেতু ওঁদের সচেতন-অবচেতন দুই মনই অবরুদ্ধ (অস্বাভাবিক অর্থে ) তাই স্বপ্নের প্রচলিত সাধারণ ব্যাখ্যাগুলো ওঁদের ক্ষেত্রে খাটে না বলেই এই রকম ধরণা করা হচ্ছে) ।
২|
২৩ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১০
ব্যবচ্ছেদ বলেছেন: ঠিক বলেছেন। আমার নিজেরও ভালো লাগে ।
©somewhere in net ltd.
১|
২৩ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:২৬
শরৎ চৌধুরী বলেছেন: স্বপ্ন সাধারণভাবে অনেকেরই প্রিয় বিষয়। স্বপ্ন আমার মতে মানব মস্তিষ্কের সবচেয়ে সম্ভাবনাময় অংশ।