নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুভ্র

আমরা মনে করি রাজাকারদের পুরো বাহিনীকে ধরনী থেকে নিশ্চিহ্ন না করা পয'ন্ত আমাদের যুদ্ধ থামানো যাবেনা-তাই সবার প্রতি আহবান, আসুন- নিজ বাড়িতে নব নব প্রজন্মকে উদ্ভুদ্ধ করি। মনে রাখবেন, পরিকল্পিত আর সংগঠিত বাংলা'র শক্তি অপ্রতিরূদ্ধ। এই লড়াইয়ে বিজয় আমাদের হবেই

শুভ্রাংশু

জয় বাংলা

শুভ্রাংশু › বিস্তারিত পোস্টঃ

বেজন্মা রাজাকারের অবৈধ সন্তানদের জ্বলতে দাও

১২ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৩৭









Salute, Salute Salute.............

খানিকটা গর্ব আর খানিকটা স্পর্ধা নিয়ে বলতে পারি, আমার শাহজালাল বিশ্ববিদ্যালয় একসময়ে ছিল যেটা চবি কিংবা রাবির চেয়েও ভয়ংকর শিবির-রাজাকার আর স্বাধীনতাবিরোধীদের আস্তানা, যে বিশ্ববিদ্যালয়ে জাহানারা ইমামের নামে হল করতে দেয়া হয়নি- যেখানে এখনও ভাস্কর্য নির্মাণ করাকে মূর্তি পুজা হিসেবে গণ্য করে অর্থমন্ত্রী মাল-মুহিত ভাস্কর্য নির্মাণ বন্ধ করে দেয়, যে শহরটিতে এখনো বিলবোর্ডে কোন নারী মডেলের ছবি থাকলে সেই বিলবোর্ড শিবির-জামাত এক রাতেই কালো রং করে দেয় শহরের পবিত্রতা(?) রক্ষায় (অথচ শাহজালাল মাজারে গাঞ্জা সেবনের ব্যবসা এই হারামিগুলাই নিয়ন্ত্রন করে), যে ভার্সিটিতে পড়বার সময়ে এক জামাতি শিক্ষক(গু আলী হায়দার) গনিত ক্লাসে ঘোষণা দিয়েছিলেন কোন মেয়ে ও ছেলে একত্রে বসে আড্ডা দিলে উনি আমাদের ফ্লাইংকিক মারবেন- আজ সেই শাবিপ্রবি রাজাকারের বাচ্চা মুক্ত একটা ভার্সিটি, যেখানে শত শত ছেলেমেয়ে মনের মাধুরী মিশিয়ে বাংলা জয়ের কাব্য রচনা করেছে!! ধন্যবাদ। অন্তরের অন্তস্থল থেকে হাজারো ধন্যবাদ।







পরবর্তী শাবিপ্রবি'র ছাত্র-ছাত্রীদের দ্বায়িত্ব উগ্র তালেবান-পাকিস্তান মুক্ত ভার্সিটি হিসেবে এর ধারা ধরে রাখা। ধন্যবাদ অবশ্যই প্রাপ্য জাফর স্যার থেকে শুরু করে এক কিলো রাস্তার ঐ টোকাই মেয়েটাকেও- যে অবাক বিস্ময়ে রাতের প্রহরে এসে আল্পনা দেখে অস্ফুষ্ট কণ্ঠে বলে উঠে, 'ইয়া মাবুদ, ইলান সুন্দর নি আমরার বাংলা লিহাডি (হে মাবুদ, এত্ত সুন্দর নাকি আমাদের বাংলা বর্ণমালাগুলি!)।'













হ্যাঁ, এর চেয়েও সুন্দর তোমরা, আমার বাংলা মায়ের ছেলেরা।



জানি, শিবিরের জারজেরা সরকার পতনের রাতে এসে ভয়াল কালো রাতের মতন এই আল্পনাকে ধর্ষণ করবে, কালো রং দিয়ে নষ্ট করে দিবে 'রাজাকারের ফাঁসি চাই' লেখাগুলোকে।











তাদের কষ্ট- তোমরা কেন উর্দু ভাষার পরিবর্তে এই রাস্তায় বাংলা ভাষায় আল্পনা করলে? কেন তোমরা পাকিস্তানের পতাকা না একে বাংলাদেশের পতাকা আঁকলে, কেন তোমরা গু আজমের পুচ্ছ না একে জাহানারা ইমামকে আঁকতে গেলে?? তাদের জ্বলতে দাও, তারাতো ঐ বেজন্মা রাজাকারের অবৈধ সন্তান।



তাদের জ্বলতে দাও। না, মশাল কিংবা অস্ত্র লাগবেনা। এই আল্পনাই যথেষ্ট তাদের জ্বালিয়ে দেবার জন্যে।



জয় বাংলা!!!!!

মন্তব্য ৩৮ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৩৯

যোগী বলেছেন: ভালো লাগা +++++++

১২ ই মার্চ, ২০১৩ সকাল ১১:০৪

শুভ্রাংশু বলেছেন: ধন্যবাদ!

২| ১২ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৪০

কান্ডারি অথর্ব বলেছেন:

কেন যেন চোখের কোনে জল চলে এলো।

১২ ই মার্চ, ২০১৩ সকাল ১১:০৫

শুভ্রাংশু বলেছেন: ভাই কি সাস্টের?

৩| ১২ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৪১

এম হুসাইন বলেছেন: তাদের জ্বলতে দাও। না, মশাল কিংবা অস্ত্র লাগবেনা। এই আল্পনাই যথেষ্ট তাদের জ্বালিয়ে দেবার জন্যে।

পোস্টে +++++++++++++

১২ ই মার্চ, ২০১৩ সকাল ১১:০৫

শুভ্রাংশু বলেছেন: ধন্যবাদ!

৪| ১২ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৫৮

মোঃ রাব্বী সাইদ শিকদার বলেছেন: অপরাধীদের বিচার হতেই হবে।

১২ ই মার্চ, ২০১৩ সকাল ১১:০৫

শুভ্রাংশু বলেছেন: হতেই হবে

৫| ১২ ই মার্চ, ২০১৩ সকাল ১১:১৭

ইকবাল১৫০২ বলেছেন: অনেক আশা জাগানীয়া কাজ। অভিনন্দন আপনাদের। আমাদের অনেক কাজ করতে হবে। আশা করি আপনি আরও বিস্তারিত লিখবেন।

১২ ই মার্চ, ২০১৩ সকাল ১১:২৬

শুভ্রাংশু বলেছেন: ছবির মাধ্যমেই বিস্তারিত জানতে পারবেন। আর বিস্তারিত জানতে সবচেয়ে ভালো হয় শাবিপ্রবিতে একবার ঘুরে আসলে। চমৎকার কাজ করেছে এইসব ছেলেমেয়েরা

৬| ১২ ই মার্চ, ২০১৩ সকাল ১১:২৩

সিদ্ধার্থ. বলেছেন: 'ইয়া মাবুদ, ইলান সুন্দর নি আমরার বাংলা লিহাডি' -ভাই বুকের ভিতর তো আগুন জ্বালিয়ে দিলেন ।

১২ ই মার্চ, ২০১৩ সকাল ১১:২৭

শুভ্রাংশু বলেছেন: আগুনটা লাগিয়ে দিয়েছে শাবিপ্রবির ঐ ছেলেমেয়েগুলা। তাদেরকেই সব শুভেচ্ছা জানান :)

৭| ১২ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৪৪

দায়িত্ববান নাগরিক বলেছেন: আমি ভাই মুগ্ধ ! আপনাদের শতকোটি স্যালুট জানাই।

১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৬

শুভ্রাংশু বলেছেন: স্যালুট জানাই আপনাদের-যারা এসব ছেলেদের অনুপ্রেরনা দিয়েছেন বাংলা ভাষাকে রক্ষা করে সেসব রাজাকারদের হাত থেকে

৮| ১২ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৪৮

s r jony বলেছেন: জয় বাংলা!!!!!

১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৭

শুভ্রাংশু বলেছেন: জয় বাংলা!!!

৯| ১২ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫৩

রোকসানা লেইস বলেছেন: একটি আলপনা জ্বলিয়ে দেয়ার জন্য যথেষ্ট :)
দারুণ দারুণ অক্ষয় হোক ।
শুবকামনা

১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৭

শুভ্রাংশু বলেছেন: কচি ছেলে-মেয়েগুলো সারারাত খেটে যে মহান কাজটি করেছে-তাদেরকে শুভকামনা

১০| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:০৫

সর্দার বলেছেন: মুগ্ধ !

১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৯

শুভ্রাংশু বলেছেন: আমিও মুগ্ধ তাদের মহান কাজ দেখে

১১| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৩

আমি সাজিদ বলেছেন: স্যালুট।

অভিনন্দন।

সকল সাস্টিয়ানকে।

উপরে রঙ হাতে একজন জাফর ইকবাল স্যারকে দেখলাম।


অসাধারণ।


হ্যাটস অফ।

১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২০

শুভ্রাংশু বলেছেন: জাফর স্যার তাদের মাঝে একজন। এমন জাফর স্যার সেখানের প্রত্যেকটা রং-তুলি আকিয়ে ছেলে-মেয়েগুলো

১২| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৬

রোহান মাকসুদ বলেছেন: +++++++++++++++++++ :)

১৩| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৮

আমি সাজিদ বলেছেন: সকল সাস্টিয়ানের প্রতি-



১৪| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫১

স্পাইসিস্পাই001 বলেছেন: ওয়াও ..... এককথায় দারুন.....

আপনার উপস্থাপনাও সুন্দর ....।

তাদের জ্বলতে দাও। না, মশাল কিংবা অস্ত্র লাগবেনা। এই আল্পনাই যথেষ্ট তাদের জ্বালিয়ে দেবার জন্যে।

জয় বাংলা!!!!!

১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২১

শুভ্রাংশু বলেছেন: এমন মহান কাজ দেখলে যা কিছু তাদের উদ্দেশ্যে বলবেন-সবই সুন্দর লাগবে, আমি নিমিত্ত মাত্র

১৫| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১১

কথক পলাশ বলেছেন: আমার প্রাণের এক কিলো নিয়ে বহু আগে পোস্ট দিয়েছিলাম। আজ সেই এক কিলো সেজেছে বিদ্রোহী আল্পনায়।
স্যালুট টু সাস্টিয়ানস।

যে পথে হেঁটে কেউ ক্লান্ত হয়নাঃ ছবি ব্লগ

১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২৩

শুভ্রাংশু বলেছেন: এক কিলো আজ বহু হাজার কিলো হয়ে ছড়িয়ে পড়েছে সারা বিশ্বের আঙিনায়। শুনেছি, চাঁদ থেকেও নাকি দেখা যাচ্ছে এক কিলোর আল্পনাকে!

১৬| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫৩

পদ্মার ঢেউ বলেছেন: অসম্ভব ভালো উদ্যোগ। যারা এই কাজের সাথে জড়িত তাদের প্রত্যেককে ধন্যবাদ।

১৭| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫৫

মঈনউদ্দিন বলেছেন: তাদের জ্বলতে দাও। না, মশাল কিংবা অস্ত্র লাগবেনা। এই আল্পনাই যথেষ্ট তাদের জ্বালিয়ে দেবার জন্যে।

জয় বাংলা

+++++++++++++++++++++++++++++++++++++++

১৮| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫৫

মঈনউদ্দিন বলেছেন: তাদের জ্বলতে দাও। না, মশাল কিংবা অস্ত্র লাগবেনা। এই আল্পনাই যথেষ্ট তাদের জ্বালিয়ে দেবার জন্যে।

জয় বাংলা

+++++++++++++++++++++++++++++++++++++++

১৯| ১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০৮

হাসি .. বলেছেন: দারুনতো
++

২০| ১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫০

ইলুসন বলেছেন: অসাধারন। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

২১| ১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৬

দৃপ্ত প্রতিধ্বনি বলেছেন: পিলাচ

২২| ১২ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

ইন্সিত বলেছেন: ভালো লাগল।

২৩| ১২ ই মার্চ, ২০১৩ রাত ৮:০১

মহামহোপাধ্যায় বলেছেন: ভাস্কর্যের খেদ অনেকটাই চলে গিয়েছে। কিন্তু আফসোস এটা তো বেশিদিন থাকবেনা। দারুণ লিখেছেন। পোস্টে প্লাস থাকল।

সাস্টিয়ানদের তুলনা শুধু সাস্টিয়ানরাই !!

২৪| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৭

ইমরাজ কবির মুন বলেছেন:
চমৎকার, চমৎকার ||

২৫| ১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:০৪

সৈকত ইকবাল বলেছেন: অসাধারণ কাজ! শাবিপ্রবির এই উদ্যোগকে প্রাণঢালা অভিনন্দন। মনে হচ্ছে অনেক আন্দোলন সংগ্রামের পীঠস্থান সিলেট জেগে উঠছে। সিলেট তার হারানো সংগ্রামের ঐতিহ্য দেশের শিকড়ের মধ্য থেকে সন্ধান করছে। এই জাগরণ সারাদেশে ছড়িয়ে পড়ুক। নিশ্চয় প্রতিক্রিয়াশীল ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে মানবতার জয় হবেই।
পোস্টদাতাতে অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.