নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এখানে আসার প্রধান কারণ আমার এক বন্ধু। সে পড়ার জন্য আমাকে কিছু লিংক দিয়েছিল । আমার পড়ে ভাল লাগল । তাই আমি চিন্তা করলাম, আমিও যদি ব্লগ লিখি তাহলে আমার কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারব।

অরিন্দম007

অরিন্দম007 › বিস্তারিত পোস্টঃ

দিক জানার জন্য সপ্তর্ষিমন্ডল ও ধ্রুবতারা খুজে বের করার প্রয়োজনীয়তা

১৭ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:২৫

আমরা আকাশের দিকে তাকালে দেখবো প্রতি রাতে আকাশের একই জায়গায় ধ্রুবতারা স্হির থাকে । এই চিরচঞ্চল তারার দেশে একমাত্র ধীর ও স্হির তারা হলো ধ্রুবতারা । ধ্রুবতারার অবস্হান আকাশের উত্তর দিকে । সুতরাং ধ্রুবতারার মাধ্যমে দিক চেনা যায় । এই তারাটি চিনতে পারলেই উত্তর দিক বের করা যায় । এভাবে অন্য দিকগুলোও ঠিক করা যায় । আকাশে খালিচোখে দেখা তারাদের মধ্যে এতারা উজ্জ্বলতর বলে তাকে চিনতে তেমন কোন সমস্যা হয় না ।





ধ্রুবতারাকে চেনার জন্য সবার আগে সপ্তর্ষি মন্ডলকে চিনতে হবে । মার্চ - এপ্রিল মাসে আকাশের উত্তর - পূর্ব দিকে সাতটি তারা বেশ ম্পষ্টভাবে দেখা যায় । এসব তারা দিয়ে একটি প্রশ্নবোধক চিন্হ কল্পনা করা যায় । এই সাতটি তারার সাহায্যে আকাশের অনেকগুলো বড় বড় তারার খোঁজ পাওয়া যায় । প্রশ্নবোধক চিন্হের হাতলের উল্টাদিকের তারা দুটোকে যোগ করে বাড়িয়ে দিলে সেই সরল রেখাটি ধ্রুবতারায় যেয়ে পৌছে । এজন্য এদুই তারাকে নির্দেশক তারা বলা হয় । তারা দুটোকে যোগ করে সেই সরল রেখাকে ছয়গুণ বাড়িয়ে দিলে ধ্রুবতারা পাওয়া যায় ।



প্রশ্নবোধক চিন্হের হাতলের তিনটি তারা যে বক্ররেখা তৈরী করে তাকে বৃত্ত আকার মতো পাঁচগুণ বাড়িয়ে দিলে আকাশের সবচেয়ে উজ্জ্বল তারা স্বাতীতে গিয়ে পৌছে । এতারা বুটিশ তারামন্ডলের তারা । এভাবে সপ্তর্ষিমন্ডল ও ধ্রুবতারার মাধ্যমে আকাশের বেশ কিছু তারা এবং কয়েকটা ( ৬টা ) তারামন্ডল চেনা যায় । আকাশের গ্রহ নক্ষত্র পর্যবেক্ষণ করা যায় এবং দিক চেনা যায় । আগে যখন কম্পাস আবিষ্কার হয়নি, তখন মানুষ এভাবে রাতে দিক চিনতো এবং চলাফেরা করে যার যার গন্তব্যে যেতো । বর্তমানে কম্পাসের ব্যবহার আমরা জানলেও আমাদের এসব বিষয় জানতে হবে এবং বুঝতে হবে । আকাশে তারা চেনার আরো উপকারিতা আছে । এবিষয়ে আমি পোস্ট দিবো । আশা করি, আপনারা সবাই পড়বেন ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.