![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভার্জিনিয়া: আজ ভার্জিনিয়ার ফ্যামিলি কোর্টে হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় এবং তার ভিনদেশী স্ত্রী ক্রিস্টিনা ওভারমায়ারের বিবাহ বিচ্ছেদ সম্পন্ন হয়েছে। ক্রিস্টিনাকে ২ মিলিয়ন ডলার ক্ষতিপূরন দিয়ে উভয়ের সম্মতিতে এই রায় হলো। সোফিয়া নামে তাদের একটি কন্যা সন্তান রয়েছে। নিউইয়র্কের জ্যাকসন হাইটস থেকে এক বন্ধু টেলিফোনে এ সব খবর জানায় আজ।
সূত্র জানায়, জয়ের সাথে অনেকদিন ধরে ক্রিস্টিনার বনিবনা হচ্ছে না। এ নিয়ে আগেও ডিভোর্সের গুজব উঠেছিলো। কিন্তু জয়ের র্যাকলেস চলাফেরা ও ব্যাপক দুর্নীতিতে নিমজ্জিত হওয়ায় ক্রিস্টিনা ক্রমাগত বিরক্ত এবং বিদ্রোহী হয়ে ওঠে। বিশেষ করে বাংলাদেশের দুর্নীতিলব্ধ মিলিয়ন মিলিয়ন ডলার পাচার করে আমেরিকায় আনার ঘটনায় ক্রিস্টিনা যুক্তরাষ্ট্রের আইনানুগ তদন্ত নিয়ে উৎকন্ঠিত থাকত। এর আগেও ফ্যামিলি ভায়োলেন্সের অপরাধে জয়ের বিরুদ্ধে আদালতে যায় ক্রিস্টিনা। সর্বশেষ গত বছর বিবাহ বিচ্ছেদ চেয়ে মামলা করে। মাস ছ’য়েক আগে পদ্মাসেতুর দুর্নীতি থেকে কয়েক মিলিয়ন ডলার আসে জয়ের একাউন্টে, যা থেকে ভার্জিনিয়ার দু’টি বাড়ির মর্টগেজ পরিশোধ করে জয়। অতপর জয়ের বাসা বাড়ি ব্যবসা প্রতিষ্ঠানে এফবিআই ও এন্টি মানি লন্ডারিং সংস্থা খোঁজ খবর নিতে থাকে। জয় পালিয়ে চলে যায় মায়ের কাছে। পত্রিকায় এসব খবর প্রকাশ হবার পরে চিৎকার করে ওঠে ক্রিস্টিনা। মাস দুয়েক আগে ক্যাশ নয় লাখ ডলার সহ জেএফকে এয়ারপোর্টে ধরা পরে জয়। এরপর নিজের ভবিষ্যৎ, বিশেষ করে আইন পেশা ধংস হয়ে যাবে এমন আশঙ্কা হয় ক্রিস্টিনার। এর পরেই ছাড়াছাড়ির জন্য ব্যতিব্যস্ত হয়ে ওঠে ক্রিস্টিনা।
আজকে মামলার রায়ের মাধ্যমে ভেঙ্গে গেলো জয়-ক্রিস্টিনার ১০ বছরের সংসার। জয়ের বাল্যকাল, কৈশোর ও শিক্ষা জীবন কেটেছে দিল্লিতে ও নৈনিতালে। ঐ সময় জয় এক শিখ মেয়েকে বিয়ে করেন, যা হাসিনা মেনে নেয় নি। পরে ২০০২ সালে আমেরিকায় এসে রিচার্ড লুমিস এর ডিভোর্সি স্ত্রী মার্কিন আইনজীবি ক্রিস্টিনা ওভারমায়ারকে বিয়ে করেন। তার মাধ্যমে জয় আমেরিকার নাগরিকত্ব হাসিল করে। ২০০৭ সালে শেখ হাসিনার কারন্তরীন হওয়ার পরে তাকে ছাড়ানোর জন্য এবং বাংলাদেশের ক্ষমতায় আনার জন্য জয়ের স্ত্রী ব্যাপক লবিয়িংঙে স্বামীকে সহায়তা করেন। ২০০৯ সালে মায়ের ক্ষমতায় বসার পরে শুরু হয় জয়ের বাড়াবাড়ি। অবৈধ টাকা আসার সাথে সাথে জয়ের ব্যাপক নৈতিক অবক্ষয় হয়। বার ও নৈশক্লাবে বিব্রতকর অবস্থায় হাতে নাতে ধরাও পড়েন। এ নিয়েই শুরু হয় বিচ্ছেদের সূত্রপাত।
শেখ হাসিনার পুত্রকে আগামীতে বাংলাদেশের রাজনীতি ও ক্ষমতায় আনার পথে ভিনজাতি নারীর এই বিয়েকে প্রতিবন্ধকতা হিসাবে গন্য করতেন হাসিনা। ধারনা করা যায়, ক্রিস্টিনার সাথে ছাড়াছাড়িতে রাজনৈতিক সুবিধা হবে শেখ হাসিনার। মামলার এ রায়ের সময় জয় উপস্থিত ছিলেন না। সপ্তাহ খানেক যাবৎ মায়ের কাছে ঢাকায় অবস্থান করছেন তিনি।
লিনক
২| ২৫ শে ডিসেম্বর, ২০১২ সকাল ১০:৪৬
দেশপ্রেমিক পোলা বলেছেন:
হাইরে বাঙ্গালী
ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে। বাঙ্গালী আমেরিকায় গিয়েও দুর্ণীতি করে
তাইলে আর তারেক জিয়ার এতো দোষ দিয়ে কি লাভ করলাম।
এতোদিন তো তারেক চোরা কইতাম, এখন দেখি তারেক বস কইতে হবে।
৩| ২৫ শে ডিসেম্বর, ২০১২ সকাল ১০:৪৭
দেশপ্রেমিক পোলা বলেছেন: আপনার লিংকে কাজ করে না। http://sangbad21.com/?p=14872
৪| ২৫ শে ডিসেম্বর, ২০১২ সকাল ১০:৪৮
ঢাকাবাসী বলেছেন: দেশের জন্য ক্ষতিকারক হল, আগে তো ঐ বউয়ের জন্য বেশী রাজনীতি করতে পারেনি আর টাকা বানাতে পারেনি এখন...। জয়ের কত টাকা আছে?
৫| ২৫ শে ডিসেম্বর, ২০১২ সকাল ১০:৫১
ডা.মুঈদ বলেছেন: হ ভাই .। দোয়েল নামের এক আজব এম পি ৫ দিয়াই তো হাজার হাজার ডলার .।.।.।.।.।.।.।.।.।.।।
৬| ২৫ শে ডিসেম্বর, ২০১২ সকাল ১০:৫৩
ডা.মুঈদ বলেছেন: ধন্যবাদ।। লিঙ্ক টিক করার জন্য ।
৭| ২৫ শে ডিসেম্বর, ২০১২ সকাল ১১:০৬
ঠোঁটকাটা বলেছেন: ওই সাইটটার বিশ্বাসযোগ্যতা কী?
৮| ২৫ শে ডিসেম্বর, ২০১২ সকাল ১১:১২
আথাকরা বলেছেন: ওদের কালচারই এমন !! অবাক হওয়ার কিছু নাই !!
৯| ২৫ শে ডিসেম্বর, ২০১২ সকাল ১১:১২
ক্ষুধিত পাষাণ বলেছেন: ডিভোর্স দেবার আগে জয় আর ওর চৌদ্দগুষ্ঠী চোরদের ধরিয়ে দিয়ে গেলে বড় দিনের উতসবটা আরো জমতো!
১০| ২৫ শে ডিসেম্বর, ২০১২ সকাল ১১:১৬
মুশাসি বলেছেন: সংবাদ২১ ডট কমের নাম আজকেই প্রথম শুনলাম...
এত বড় দুর্নীতির নিউজ সিএনএন বা নিউইয়র্ক টাইমসের আগেই এরা পেয়ে গেলো কিভাবে সেটাই ভাবতেছি।
১১| ২৫ শে ডিসেম্বর, ২০১২ সকাল ১১:১৭
রসিন বলেছেন: জয়ের জন্য এটা কি ব্যাপার? জয়রা যে চেতনায় বিশ্বাস করে তাতে প্রতিদিন কয়েকটি বিয়ে করা যায়।তা জায়েজ ।দুর্নীতি,মুদ্রাপাচার ,নেশাখোর,মেয়ে নিয়ে ফূর্তি করা সব জয়দের জন্য হালাল। ক্ষতিপূরন মিলিয়ন কোটি ডলার হলে ও কি আমাদের জয়রা কি গরিব। পদ্মা সেতু,হলমার্ক,ডেসটিনি আছেনা ,অভাব হবেনা জয়,চালিয়ে যাও।তুমি তো তারেক জিয়া নও যে মিডিয়া তোমার বিরুদ্ধে লাগবে। জয় জয় জয়
১২| ২৫ শে ডিসেম্বর, ২০১২ সকাল ১১:১৮
ডা.মুঈদ বলেছেন: সাইট এর বিশ্বাসযোগ্যতা যাচাই করা সম্ভব হইল না ।
মাগার গুগল এ সার্চ দিলে জয় বাবা জির মাতাল হওয়া , আরও কি কি সব আসে .।
১৩| ২৫ শে ডিসেম্বর, ২০১২ সকাল ১১:৩১
রাফিউল আলম ইমন বলেছেন: দুর্নীতি তো সুস্পষ্ট.....!!!!
১৪| ২৫ শে ডিসেম্বর, ২০১২ সকাল ১১:৫১
এস এইচ খান বলেছেন: জয় বাংলা
১৫| ২৫ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:১৮
বিডি আমিনুর বলেছেন: জাতির নাতির সাথে ক্রিস্টিনা এ ব্যাবহার আমরা মান্নাইয়া নিতে পারবনা, এজন্য একদিন হরতাল ডাকা যেতে পারে। জয় বাংলা
১৬| ২৫ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৪২
পথহারা সৈকত বলেছেন: জাতির নাতির সাথে ক্রিস্টিনা এ ব্যাবহার আমরা মান্নাইয়া নিতে পারবনা, এজন্য একদিন হরতাল ডাকা যেতে পারে। জয় বালা...................জয় বাংলা....
১৭| ২৫ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৪৫
হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: Alhamdulillah....
Dheki sorge geleo dhan vane...
১৮| ২৫ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৪৮
রিমন রনবীর বলেছেন: নিউজ সাইট হওয়ার পরেও সংবাদ ২১ সাইটের গুগল র্যাংকিং ০।
ওয়েবসাইটের ট্রাফিক বাড়ানোর ট্রিক্সও হতে পারে। তবে নির্ভরযোগ্য কোন সূত্র দিতে বিশ্বাস করতে সুবিধা হত।আমার দেশ টাইপের লিংক বিশ্বাসযোগ্য নয়।
তবে ঘটনা সত্য হলে তারেকের মত জয়ও জাতির কাছে আরেক বিশ্বচুরা হিসেবে চিহ্নিত হবে।
১৯| ২৫ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৫৭
মনুমনু বলেছেন: যদি সত্য হয়- তবে একটা কথা বলা যায়-সেটা হল- জয় মামার সাথে যে উদ্দেশ্যে ঘর বাধেন আমাদের মামি,সেই উদ্দেশ্য পূরা হয়ে গেছে।অতএব - নিজের ব্যরাকে ফিরে যাবার হুকুম তামিল করার জন্যই এই বিচ্ছেদ।
যত কেরেন্চি অইল এই দেশে -ফর্মূলা রফতানি অইচে মামির পার্স থাইক্কা।
২০| ২৫ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৪৭
রঙ্গভরা বঙ্গদেশী বলেছেন: হাসিনার পোলা বিয়ে করলো বিদেশী। রেহানার পোলা বিয়ে করলো বিদেশী। তাদের মেয়েদের স্বামীরাও সবাই বিদেশী পাসপোর্টধারী। বাংলাদেশীদের প্রতি তাদের এতো ঘৃণা কেন?
জাতির নাতি নাতনীদের বিদেশী বউ আর বিদেশী জামাই এতো পছন্দ কেন?
©somewhere in net ltd.
১|
২৫ শে ডিসেম্বর, ২০১২ সকাল ১০:৪৫
ডা.মুঈদ বলেছেন: মাইয়ার হেডম আছে ... কি বলেন ???