নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অরন্য বাণী

আমি একজন নিউট্রাল মানুষ। তবে পালটা জবাব দিতে পারি না, বিবেকের বস্তা কাঁধে নিয়ে গাধার মতোন ছুটছি আর খুঁজছি এক চিলতে বিবেক; যেখানে এই বস্তাভর্তি বিবেকরা খেলার সাথি পাবে আর আমি পাবো একটু জিরোবার সুযোগ :)

অরন্য বাণী › বিস্তারিত পোস্টঃ

"মিশন হেল টু কনসাইন্স সাকসেস টু উইশ" হায়রে মধ্যবিত্ত স্বপ্ন---

১০ ই মার্চ, ২০১৫ রাত ১:২৯

স্বপ্নগুলোর ও হয়ত বর্ণবৈষম্য আছে, আছে দরিদ্র আর বিত্তশালীদের মাঝামাঝি থাকা মধ্যবিত্ত নামক অবস্থা।

অনেক টা ছেড়া পর্দার ফুটো দিয়ে দেখার মতো; যখন দেখা শুরু করা হয় ভাবা হয় মন্দ কি স্বপ্নগুলো তো মধ্যভিত্তেই আছে

ভালোই হয় স্বপ্নগুলোকে যখন কোন ভিত্তেই না দেখা

কিন্তু পথ চলায় হয়ত কারো বাধ্য হয়েই

এগোতে হয় মধ্যবিত্ত স্বপ্ন থেকে সরে দাড়াবার



স্বপ্ন একেকজন একেক ভাবে দেখে

প্রকার ও আছে অনেক স্বল্প মস্তিস্কে বলছি এক দুটো





কেউ কেউ স্বপ্ন টাকে খাঁচায় পোষা বাঘের ছানার মতো পুষতে থাকে

তার নিজের অজান্তেই হিংস্র করে তোলে





আবার কেউ খরগোশের মত করে বড় করে

নিজের অজান্তেই নিরীহ স্বপ্নটাকে বড় নিরীহ করে তোলে



যখন সময় হয় স্বপ্ন টাকে কচি মন থেকে বের করে রূপ দেয়ার

তখন দেখা হয় ওই দুই প্রজাতির বেড়ে ওঠা স্বপ্নের



আর তখন ই আস্তে আস্তে ঘ্রাস করে হিংস্রতা

এখানে মধ্যস্থকারি মধ্যবিত্ত স্বপ্নের বালাই ই থাকে না

থাকেনা বিবেক নামে আখ্যায়িত আস্বাধনের বিন্দুমাত্র উপস্থিতি



তাই বোধগম্যহীন মানুষ গুলো লাভ করে এক হিডেন হিংস্র সুখ্যাতি

যার সাহায্যে বিবেক কে ধর্ষণ করে আর পরিস্থিতি হয় উল্টো



সেই নিরীহ খরগোশটিই এক সময় হয়ে উঠে বাঘ শিকারী

আর সেই বোধগম্যহীন মানুষ গুলো হয়ে যায়

চড়া সুদ খাওয়া মোড়লের মতো

এই মোড়ল চড়া দামে সুখ দেয় বাস্তব করে স্বপ্ন

তবে নেয়ার বিনিময়ে নয়

বিবেক কে ধ্বংস করার বিনিময়ে

তাই পুরো পৃথিবীর আর্ধ্যেক হয়ত তার বেশি হয়ত সবাই

যেন ছুটছে তার কাছে

কেউ বিবেক কে ধ্বংস করে

কেউবা আবার ওয়াসার গভীর নলকূপের মধ্যে ফেলে

স্বপ্নের সুখ ফিরিয়ে আনতে



মিশন হেল টু কনসাইন্স সাকসেস টু উইশ

হায়রে মধ্যবিত্ত স্বপ্ন তুই হয়ত কোনদিন ই বাস্তব হবি না......

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.