![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নৌকা চালাতে গেলে বৈটার প্রয়োজন হয় । বৈটা যেদিকে চালানোর নির্দেশ করি ঠিক তেমনি নৌকাও সেই দিক অনুসরণ করে । জীবন হল ঠিক নৌকার মত । মন এবং বিবেক হল ঠিক বৈটার মত । মনকে মষ্তিস্ক যেইদিকে নির্দেশ করে ঠিক তেমনি জীবন টা সেই দিক অনুসারিত হয়ে অতিবাহিত হয় । সেটা হতে পারে বিশৃঙ্খলপূর্ণ । আর তা না হলে সেটা হবে সুশৃঙ্খলপূর্ণ ।
©somewhere in net ltd.