নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আস্তিকদের পক্ষবাদী , নাস্তিকদের বিরুদ্ধবাদী ...

অশুভ বধ

সত্যকে উম্মোচন করাতে ভালোবাসি ।

অশুভ বধ › বিস্তারিত পোস্টঃ

প্রকৌশল শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে ।

২৪ শে অক্টোবর, ২০১৫ সকাল ৮:৫১

দেশকে স্বনির্ভর করতে হলে অতি গুরুত্ব দিতে হবে দেশের প্রকৌশল খাতকে । প্রকৌশলীদেরকে তাত্বিক জ্ঞানের চেয়ে অনুশীলন এর দিকে মনোযোগ দেওয়া উচিত । কিন্তু তারা সেইটা করে না । প্রতি বছরে পাবলিক , প্রাইভেট প্রকৌশল বিশ্ববিদ্যালয় গুলোতে গাদা গাদা ছাত্র ছাত্রী ভর্তি করানো হয় । তাদেরকে শুধু তাত্বিক জ্ঞানটা মাথায় ডুকিয়ে দিচ্ছে শিক্ষক মহোদয়েরা । যেটা প্রয়োজন সেটা দিচ্ছে না । প্রয়োজন ওদেরকে প্র্যকটিক্যাল শিক্ষা দেওয়া । যাতে আমরা বাঙ্গালীরা স্বনির্ভর হতে পারি । বিশ্বের মধ্যে মাথা উচুঁ করে দাড়াতে পারি বাঙ্গালী জাতি হিসেবে ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:১৮

নিষ্‌কর্মা বলেছেন: সবাই বলে, আমাদের দেশে ইঞ্জিনিয়ারিং-এর জন্য বুয়েট সবচেয়ে ভালো। আমাদের জানা মতে এখান থেকে যে কয়টা ইঞ্জিনিয়ার পাশ করে বের হয়, তার প্রায় সবগুলাই সরকারী চাকুরি করে। তারা দেদারসে ঘুষ খায়। ফলে বুয়েট একটা ভাল প্রতিষ্ঠান, এইটা আর বিশ্বাস করতে ইচ্ছা করে না। এইটা ইঞ্জিনিয়ার তৈরীর প্রতিষ্ঠান না, এখন এইটা ঘুষখোর তৈরীর প্রতিষ্ঠান।

২| ২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৪৫

অশুভ বধ বলেছেন: শুধু বুয়েট না অন্যান্য পাবলিক প্রকৌশল বিশ্ববিদ্যালয় গুলো সহ ঘুষখোর তৈরীর প্রতিষ্টান ।

৩| ২৬ শে অক্টোবর, ২০১৫ ভোর ৪:০৭

বিপরীত বাক বলেছেন: আপনি কি গাজীপুর বিআইটি র পাস নাকি?

৪| ৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:১১

অশুভ বধ বলেছেন: গাজীপুরে ডুয়েট আছে । বিআইটি ছিল আগে ।

৫| ৩১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:১১

বিপরীত বাক বলেছেন: কথাবার্তা তো বিঅাইটির মত। নাম টাই চেন্জ হয়েছে শুধু। স্টাইল একই অাছে।

৬| ১৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০৬

অশুভ বধ বলেছেন: বাংলাদেশে প্রকৌশল ক্ষেত্রে সব একই ধারা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.