![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগের বাংলা সিনেমার কাহিনী- নায়ক টাকা ম্যানেজ করতে( বিশেষ করে জসীম পিরিয়ডে) রক্ত বিক্রি করতো।
অনেকে বলে মানবিকতার অবক্ষয় হয়েছে; তবে একটা বিষয় আমাকে খুব বেশি আশাবাদী করে তুলে যে এ প্রজন্ম রক্তদানে খুব আগ্রহী।
২০০০ সালের আগের কথা, রক্তের চাহিদার ৪৭% ই আসতো পেশাদার জসীমদের কাছ থেকে, ২০১১ সাল ২০-২৫%, ২০১৫ সালে তা আরো অনেক কম।
রক্তের সম্পর্ক গড়ে তুলুন সবার সাথে,
আপনার রক্তের গ্রুপ কি তা যাচাই করে রাখুন-
যারা রক্ত দিয়েছেন কখনো অথবা রক্তের প্রয়োজনের কথা শুনলে পাগল হয়ে যান তাদের কে কি বলবো,
তবে যারা একবারো রক্ত দেননি, তাদের বলছি- রোগীর আত্মীয়ের কাছ থেকে কৃতজ্ঞতাময় যে একটা ভালোবাসা আর রক্ত দেওয়ার পর নিজের মধ্যে কি যে একটা ভালো লাগা কাজ করে ; রক্ত না দিলে বোজতে পারবেন না।
রক্ত দিন, জীবন বাঁচান।
ইদানিং ফেসবুকে রক্ত চেয়ে পোষ্ট খুব বেশি চুখে পড়ে; রক্ত দিতে না পারেন- শেয়ার দিবেন, যতো পারেন। আর এসব পোষ্ট দেখে যারা রক্ত দিতে যাবেন,একটু যাচাই করে যাবেন।
আর যখন আপনি হবেন রক্তগ্রহীতা আত্মীয়- তখন ডোনারকে কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুল করবেন না। নিতে না চাইলেও যাতায়াত খরচটা দিয়ে দিবেন(সোজাসাপ্টা বললাম)।
আপনার ১৮ তম জন্মদিনটি রক্তদান করে স্মরণীয় করে রাখতে ভুল করবেন না কিন্তু।
গড়ে তুলুন রক্তের সম্পর্ক...
©somewhere in net ltd.