নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মহারাজের দরবার শরীফ

অতঃপর তন্ময়

ভয়ংকর অবিশ্বাসী, কাউকেই বিশ্বাস করতে পারিনা।

অতঃপর তন্ময় › বিস্তারিত পোস্টঃ

একটি অবহেলিত বিশ্ববিদ্যালয়

১৬ ই মার্চ, ২০১৫ রাত ৯:১৪

কাউকে যদি বলা হয় বাংলাদেশের সবচেয়ে অবহেলিত বিশ্ববিদ্যালয় কোনটি- উত্তর আসবেঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কিছু সুবিধা থাকে, থাকে আলাদা একটি ভাব, তা সে যেই পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টই হোক না কেনো।



ভাব থাকবেই বা না কেনো?

পাবলিক বিশ্ববিদ্যালয় মানেই, সেইরকম বিশাল একটা ক্যাম্পাস- খোলামেলা জায়গা,যেখান থেকে টান দিয়ে কিছু বাতাস নিবে;

ছাত্র-ছাত্রীদের জন্যে থাকবে আবাসিক হলের ব্যবস্থা।



কি সুবিধা পাচ্ছে জবির স্টুডেন্টরা?

না আছে খোলামেলা জায়গা, না আছে আবাসিক হল, না আছে গবেষণায় বরাদ্দ।



জবির গেইটের সামনে সব সময় রিক্সা,ঘোড়ার গাড়ি, বাসের ভীড়।

মূল গেইটের সামনে দিয়ে প্রথম যেদিন বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছিলাম- আমি দূর্ঘটনার স্বীকার। জায়গাটা খুব রিস্কি।



#আমাদের বিস্তারিত ক্যাম্পাস নেই

#আমাদের আবাসিক হল নেই

#আমাদের নিঃশ্বাস ফেলার জায়গা নেই



জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রাণের দাবি এসব।



বামদলগুলোর পোষ্টারে এসব দাবি উঠে,মুখে ফুঁটে না। বুক ফাটে তো তাদের মুখে আওয়াজ আসেনা। তেনারা আজীবন সংগ্রামী; দেয়ালে,পোষ্টারে।



হে সরকার দলীয় রাজনীতিবিদ - যারা ছাত্রনেতা;

ছাত্রদের জন্যে কি করলেন?

চুখটা বন্ধ করে দেখুন তো, জবির ছাত্ররা আপনাকে কি মনে রাখবে??



কাল বিশ্ববিদ্যালয় থেকে বের হোন, কেউ মনে রাখবে না।

গ্যারান্টি!



এই ছাত্র রাজনীতির মানে কি?



শ্রদ্ধা রেখেই বলছি,

ভাই, আজকে আপনারা হল উদ্দার, আবাসিক হলের দাবিতে আন্দোলনটাকে শুরু করুন- সামনে থেকে আপনারা যদি আওয়াজ না তুলেন, তাহলে কারা নিবে এই গুরুদায়িত্ত্ব।



জবির ইতিহাসে নিজের নামটা লিখে রাখার এতটুকুন ইচ্ছেও জাগেনা ভাই??



না পারলে বলুন, ছাত্রদের দাবি আপনারা আদায় করিয়ে দিতে পারবেন না। তাহলে আমাদের অভয় দিন: আমার একদম চুড়ি পড়ে বসে থাকতে ইচ্ছে করছে না।



আন্দোলনে আসতে যারা পারবেন না, ঘোমটা দিয়ে মুখ লুকিয়ে বসে থাকুন, আন্দোলন দামাতে আসবেননা প্লিজ।



বন্ধুরা, আর একটিবার।

বঙ্গবন্ধুর ভাষণ থেকে এই মাসে শক্তি নিয়ে, শুরু হোক আন্দোলন।



আরে ভাই, তোমাকে বলছি,হুম তোমাকেই-

তুমিই আসল নেতা,

তোমার ভেতর সূর্যসেন, ক্ষুদিরাম, বঙ্গবন্ধু।

আওয়াজ দাও!!

আমি আছি, তুমি আসবেনা??

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০১৫ রাত ৯:২০

হিচককের প্রেতাত্মা বলেছেন: রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অবস্থা তো অারো খারাপ :(

১৬ ই মার্চ, ২০১৫ রাত ১০:২৩

অতঃপর তন্ময় বলেছেন: জবি থেকে বেশি না

২| ১৬ ই মার্চ, ২০১৫ রাত ৯:৩১

নোমান জবি বলেছেন: আঁধার কেটে যাবে একদিন.।.।.।.।.।.।



বেশিদিন নয় আর সেইদিন

১৬ ই মার্চ, ২০১৫ রাত ৯:৫৩

অতঃপর তন্ময় বলেছেন: আলোর মশাল যদি আমরা না জ্বালাই, দেবতা এসে আঁধার কাটাবে??

৩| ১৬ ই মার্চ, ২০১৫ রাত ১০:০৫

শায়মা বলেছেন: :(


৪| ১৬ ই মার্চ, ২০১৫ রাত ১০:১০

সুমন কর বলেছেন: সময় লাগবে। বড় ক্যাপাসের জন্য জায়গা দরকার, সেটায় কোথায়?

১৬ ই মার্চ, ২০১৫ রাত ১০:২০

অতঃপর তন্ময় বলেছেন: কেরানিগঞ্জ এর লালুস তো আমাদের দেখায়ে দেখায়েই সময় কাটাচ্ছে ক্যারাতিপক্ষ

৫| ১৬ ই মার্চ, ২০১৫ রাত ১০:২৩

একলা চলো রে বলেছেন: বুড়িগঙ্গারর তীরে নতুন ক্যাম্পাস করবে শুনেছিলাম!

১৭ ই মার্চ, ২০১৫ রাত ১২:০৭

অতঃপর তন্ময় বলেছেন: অনেকে ৬ বছর ধরে শুনছে, হয়তো শুনেই যাবো-

৬| ১৬ ই মার্চ, ২০১৫ রাত ১১:৪৮

ধূসরছায়া বলেছেন: 'তেনারা আজীবন সংগ্রামী; দেয়ালে,পোষ্টারে।' দীর্ঘশ্বাস...। :(

১৭ ই মার্চ, ২০১৫ রাত ১২:০৯

অতঃপর তন্ময় বলেছেন: কমরেড- লাল সেলাম! :p

৭| ১৭ ই মার্চ, ২০১৫ রাত ১২:১১

আজকের বাকের ভাই বলেছেন: হয়তোবা জিয়ার একান্ত ইচ্ছার ফল বলেই এমন দষা।
তবুও আশা করি একদির আধার কেটে আলো আসবেই।

১৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:০১

অতঃপর তন্ময় বলেছেন: জিয়ার একান্ত ইচ্ছা??? আমি এই ব্যাপারে কিছু জানিনা, জানাবেন কি??

৮| ১৭ ই মার্চ, ২০১৫ রাত ১২:২৬

এরেস হারমেস বলেছেন: দাদা সব সইতে হয়.।। /:)

৯| ১৭ ই মার্চ, ২০১৫ সকাল ৯:২৬

হামিদ আহসান বলেছেন: অাপনার সাথে একমত ....

১০| ১৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১:২২

কলমের কালি শেষ বলেছেন: আওয়াজ তুলুন, এগিয়ে চলুন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.