![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভূবন নামে এক ছেলে-
আমার-ই গ্রামের
ভিন্ন পাড়ার ।
সহজ, সরল, কিছুটা সুস্মিতও
অন্তত আমার তো তাই মনে হয় ।
খুব ভাল সম্পর্ক না থাকলেও –
সে মনের কথা বলত আমায়, কিংবা সবাইকেই ।
সে বলেছিল,
সে মরে যাবে, আত্ম-হত্যা করবে সে ।
তার আগে চুকিয়ে দেবে
সকল দেনা ।
আমি বলেছিলাম কৌতুক ভেবে-
মরবেই যখন
এখনই
মরে যাও
চুকোবার কি আছে
মরে গেলে কে ধরবে ?
না ধরবেনা-
গাল দেবে ।বলেছিল সে ।
আমি বুঝতে পারিনি তার কথার
সামঞ্জস্যতা
আমার মতের সাথে না মেলার কারনে ।
বছরখানেক পরে-
আমি স্কুলে । শুনলাম
ভূবন মরেগেছে ।
ফাজলামি মনে হল ভূবনের নিজের
কথারই মত ।
বিশ্বাস হল;যখন দেখলাম-
তার মরদেহ ।
তার জন্য মনে জাগলো স্নেহ –
প্রকাশের উপায় নাই ।
লেখা-পড়া ছিলনা –
নাম টুকু লিখতে জানত শুধু ।
তাই কোন শেষ চিঠি পাওয়া যায়নি
বলে গেছে তবু
নিচু জাতের ছেলের সাথে তার বোন
পালিয়ে বিয়ে করেছে ।
তাই পরিবার তাকে ত্যাগ করেছিল,
মাতৃ স্নেহ তবু পারেনি ।
সেই অভিমানেই ভূবন মরেছে ।
চারি ধারে তার জয়গান
ছেলেটা ভাল ছিল ।
বুঝলাম তার কথার অর্থ
তার মনুষ্যত্ব ।
তখনই একদিন আমাদের পাড়ার
গন্য মান্য পুরহিতের
বানি শুনি ।
যে আত্ম হত্যা করে –
সে তো পাপি,
তাকে দেখলে চিতায় চড়ালে –
তার সমস্ত পাপ গছতে হয়
করতে হয় প্রাশ্চিত্য ।
তুমরা বামুনেরা যে –
ধর্মের নামে
খুন করে । আত্ম হত্যার নাম দিয়ে
সমাজে চালাও, তোমাদের প্রাশ্চিত্য –
কি হতে পারে ??
আমার এই প্রশ্নই আমায়
প্রথমবার
মানুষের মৃত্যুতে হাঁসিয়ে ছিল –
হাঁ! হাঁ! হাঁ!
২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৫
শ্রীঅভিজিৎ দাস বলেছেন: একেবারেই সত্য ঘটনা, কল্পনা আমি কিছুই করিনি । যে মানুষকে দেখিনি তার ব্যাপারে আমি লিখতে আগ্রহি নই । আপনাকে ধন্যবাদ ।
২| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪০
প্রামানিক বলেছেন: দুঃখজনক ঘটনা।
৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৫
নেক্সাস বলেছেন: হুমম সব ধর্মের মোড়লেরাই এমন। ভূবনের জন্য শোক
৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১৫
দেবজ্যোতিকাজল বলেছেন: দেখ অভিজিৎ হিন্দু ধর্মের জাতিয় লজ্জা হল জাতি প্রথা । আজ এই একটা করনে হিন্দুধর্ম পিছনের সারিতে যাচ্ছে । হয়তো চৈতন্যদেব না আসলে হিন্দুরা হত বিলুপ্ত জাতি । এখনও সময় আছে হিন্দুদের পরিবর্তন হবার ,নচেৎ হিন্দুরা জনসংখ্যায় আর পিছিয়ে পরবে ।
৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১৫
দেবজ্যোতিকাজল বলেছেন: দেখ অভিজিৎ হিন্দু ধর্মের জাতিয় লজ্জা হল জাতি প্রথা । আজ এই একটা করনে হিন্দুধর্ম পিছনের সারিতে যাচ্ছে । হয়তো চৈতন্যদেব না আসলে হিন্দুরা হত বিলুপ্ত জাতি । এখনও সময় আছে হিন্দুদের পরিবর্তন হবার ,নচেৎ হিন্দুরা জনসংখ্যায় আর পিছিয়ে পরবে ।
©somewhere in net ltd.
১|
২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৩
মানবী বলেছেন: দুঃখজনক!
লেখার বিন্যাশ কবিতার আদলে হয়েছে তাই বুঝতে পারছিনা সত্যঘটনা না কাল্পনিক।
সত্য ঘটনা হলে ভূবনের জন্য শোক!
পোস্টের জন্য ধন্যবাদ শ্রীঅভিজিৎ দাস।