নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিচয় বলতে লেখাগুলোই

শ্রীঅভিজিৎ দাস

শ্রীঅভিজিৎ দাসের ব্লগ

শ্রীঅভিজিৎ দাস › বিস্তারিত পোস্টঃ

তিনটি কবিতা

২৭ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৮

-নিজেকে-

বিশ্বের সাথে মেলাতে গিয়ে প্রায়ই
মনে হয়েছে নিজেকে
এক টুকরো মাংসের চেয়ে বেশি কিছু নয় ।
অথচ,
যখন আমরা প্রকৃতির অভ্যন্তরে ঘর বেঁধে ছিলাম
তখন আমি
কত কিছু নিয়ে হাজির হতাম তোমার কাছে, তুমি
তাতেই হতে খুশি, আমি পেতাম
ভুয়সি প্রশংশা ।
তাতেই মনে হত নিজেকে অনেক কিছু, আর এখন
শুধু এক টুকরো মাংসের টুকরো ।।


-প্রতিবিম্বে-

হাজার বছর আগে একবার
দেখেছিলাম আমার প্রতিবিম্ব
কয়েকশো বছর আগে –
আরও একবার,
আজ দেখলাম পূনঃরায়
সবই ঠিক আছে শুধু
সোঝা চোখ বাঁকা হয়ে হয়ে
অনেকটাই হয়েগেছে –
ফলে সবই বাঁকা দেখি
বাঁকা কুতুবমিনার, বাঁকা তাল গাছ
আর তোমার
বাঁকা হাসি ।


-দম-

চলনা তুমি আর আমি ডুব দেই মাঝ প্রশান্তে,
না! কোনও অম্লজান ভরা চোঙ নিয়ে নয় ।
শুধুই দম নিয়ে ।
দেখিনা কি আছে প্রশান্তের তলে…
যদি মাঝ পথেই দম ফুঁড়ায় ! ফুঁড়াক না
সবাই জানতে পারবে যে আমাদের
দম কদ্দুর ।।

প্রথম প্রকাশ : শ্রীঅভিজিৎ দাসের কবিতা । মানুষের কবিতা

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০৪

নেক্সাস বলেছেন: ভালো লাগলো ভাই।

২৭ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০৯

শ্রীঅভিজিৎ দাস বলেছেন: ধন্যবাদ ।

২| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৫

দেবজ্যোতিকাজল বলেছেন: প্রথমটা বেশি ভাল হয়েছে । ভাল ,খুব ভাল

২৭ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪০

শ্রীঅভিজিৎ দাস বলেছেন: ধন্যবাদ দাদা ।

৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৩

সুমন কর বলেছেন: -নিজেকে- -- ভালো হয়েছে।

২৮ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:০৮

শ্রীঅভিজিৎ দাস বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য ।

৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৬

প্রামানিক বলেছেন: চমৎকার কবিতার কথামালা। ধন্যবাদ

২৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৩৭

শ্রীঅভিজিৎ দাস বলেছেন: ধন্যবাদ ।।

৫| ১৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৮

কল্লোল পথিক বলেছেন: ভালো লাগলো ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.