নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমারা করব জয় একদিন

সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই

অভি৯১৭৫

গাহি সাম্যের গান-- মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান

অভি৯১৭৫ › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টি ভেজা সব গান :D

১৮ ই এপ্রিল, ২০১২ রাত ৯:৩৩

সন্ধ্যা থেকে খুব সুন্দর বৃষ্টি হইতেছে। প্রচন্ড গরমের পর বৃষ্টি সবার মধ্যে একটা শান্তির পরশ নিয়ে এসেছে। এই সুন্দর বৃষ্টি ভেজা সন্ধ্যায় "বৃষ্টি" নিয়ে কিছু গান শুনে ফেলি

বৃষ্টি মানেই রোমণ্টিকতা, তাই প্রথমেই রোমণ্টিক গান;)

আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম





Artcell এর জনপ্রিয় গান এই "বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে."

যারা রিসেন্টলি ছ্যাকা খেয়েছেন তাদের ' ব্যপক" লাগবে গানটা ;)



বাংলা সিনেমার গান, রুনা লায়লার গাওয়া চমৎকার গান " এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না" এমনে ডাকলে কেঊ কি যাইতে পারে??:P





বৃষ্টি পরে টাপূর টূপূর পায়ে দিয়ে সোনার নুপুর, গানে ভিডীও টা ভালও নাও লাগতে পারে X(





বৃষ্টি নামছে আজ, অনেক সুন্দর একটা গান





আজি ঝড় ঝড় মুখর বাদল দিনে... রবি বাবুর গান





কণার "বৃষ্টি"





হাবিবের "চল বৃষ্টিতে ভিজি", খুব সুন্দর লিরিক্স:)





শুরু করেছিলাম রোমণ্টিক গান দিয়ে , শেষ ও করবো রোমণ্টিক গান দিয়ে। তবে বৃষ্টি গান নয়, বৃষ্টি মনের মাঝে লূকিয়ে থাকা প্রিয়জন কে বের করে নিয়ে আসে, তাই রেজয়ানা চৌধুরি বন্যার গলায় শূনুন আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে দেখতে আমি পাইনি.





সবাই ভালো থাকবেন।













মন্তব্য ৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০১২ রাত ১০:২২

মাইশাআক্তার বলেছেন: বৃষ্টি নেমেছে আজ - গানটা অসাধারন।

১৮ ই এপ্রিল, ২০১২ রাত ১০:৪৭

অভি৯১৭৫ বলেছেন: হ্যা, অনেক সুন্দর গান

২| ২৫ শে এপ্রিল, ২০১২ রাত ৯:৩৯

নীলনদ বলেছেন: তোমাকে ছাড়া এত মধুর করে
ডাকবো বল আর কাকে..............
আমি আদর করে ডাকছি তেমন
আমার পাগলি টাকে
পূর্ণিমাতে আকাশ যেমন অশ্রু গায়ে মাখে
ফাগুন এলে কোকিল যেমন কুহু শুরে ডাকে
আমি আদর করে ডাকছি তেমন...

২৫ শে এপ্রিল, ২০১২ রাত ১০:১৩

অভি৯১৭৫ বলেছেন: :-B :-B :-B

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.