নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেঘের বুকেও ছিদ্র থাকে পথ হয় পথভ্রষ্ট আমার মুখে হাসির আড়ালে পালিয়ে বেড়াবে কষ্ট...

অভ্র শাহরিয়ার

মেঘের বুকেও ছিদ্র থাকে পথ হয় পথভ্রষ্টআমার মুখে হাসির আড়ালে পালিয়ে বেড়াবে কষ্ট...

অভ্র শাহরিয়ার › বিস্তারিত পোস্টঃ

পরাজিত আধুলি

১১ ই মার্চ, ২০১৪ রাত ৮:৫৬

ভাগ্যের আধুলির কাছে -

পরাজিত আমি,

পরাজিত মানব ।

দুঃখের হাতে সঁপে দিলাম -

নিরন্তর শূন্যতা,

অবান্তর পূর্ণতা ।

আমার আকাশে আজো বর্ণচোরা রংধনু ভাসে -

আমি মেঘ খুঁজি,

বৃষ্টি খুঁজি ।

অবশি মনের কেন্দ্রে যখন তুমি, জীবন তখন -

চমকে তাকায়,

অনুদিত ব্যথায় ।

আওরের মাঝে হারিয়ে গেছে -

আমার পথ,

আমার পথিক ।

কালান্তরে বসে কাঙ্গাল আমি তবু ডাকবো তোমায় কল্লোলিনী -

তুমি বয়ে যাবে,

আমি ভেসে যাবো ।

হারবো বলেই ধরেছিলাম তোমার দু'হাত, কাঁদবো বলেই -

অশ্রু খুঁজেছি,

খুঁজেছি রাত ।

বিমাতার মত পরম যত্নে লালন করেছি -

আমি আমাকে,

ভালবাসাকে ।

কর্তিত বৃক্ষ মাথা তুলে দাড়ায়, কিন্তু -

কর্তিত হৃদয়?

কত অসহায় !

বসন্তের ডাক আসে, তবু ঝরাপাতা -

গাছে ফেরে না,

তুমিও ফেরোনা ।

কবিতায় আশ্রিত কিছু পংতি ছাড়া, সঙ্গী থাকেনা কিছুই -

না তুমি,

না স্মৃতি ।

পলাতক জোছনা, জোনাকির ডানায় ভর করে ফিরে আসে -

আমি চোখ মুদি,

জোছনায় ভাসি ।

স্বপ্নগুলোকে আকশি দিয়ে আজো বাস্তবে টেনে নামাতে -

পারিনি আমি,

পারেনি আধুলি ।

জীবন আহবে পরাজিত আমার আধুলি মুখ লুকায় -

ঘরের কোনে,

উজ্জ্বল আধারে ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০১৪ রাত ১০:৫১

এম এ কাশেম বলেছেন: চমৎকার কবি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.