![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেঘের বুকেও ছিদ্র থাকে পথ হয় পথভ্রষ্টআমার মুখে হাসির আড়ালে পালিয়ে বেড়াবে কষ্ট...
"ইত্যাদি" সমাজের সব অসঙ্গতিগুলো তুলে ধরছে কয়েক দশক ধরেই এবং সেই কাজে তারা অসম্ভব মুন্সিয়ানার পরিচয় দিয়ে আসছে বরাবরই। সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরে বলেই "ইত্যাদির" কোন অসঙ্গতি আমাকে বেশ পীড়া দেয় বৈকি... কাল রাতে চ্যানেল ঘোরাতে ঘোরাতে থমকে গেলাম "ইত্যাদি" র এক কৌতুকের অংশবিশেষ দেখেঃ
দৃশ্যটা হল- একটি সিনেমার শুটিঙের ফাঁকে জনপ্রিয় এক নায়িকার ইন্টারভিউ নিচ্ছেন এক সাংবাদিক।
সাংবাদিকঃ "এই চলচিত্রে আপনার বিপরীতে নায়ক হিসেবে কে আছেন?"
নায়িকাঃ "জী, কুদ্দুস ভাই" (লাজুক হাসি)
সাংবাদিকঃ "ওহ, আমগো কুদ্দুইসা?" (গাল ভরা হাসি দেখে বোঝা গেল উনার খুব কাছের লোক এবং তার বেশ কয়েকটা ইন্টারভিউও নিয়েছেন বিভিন্ন সময়)
তো এই পর্যন্ত পড়ে যদি কিছু বুঝতে না পারেন তাহলে আসুন নিচে পুরো ইন্টারভিউটা আরেকবার পড়ি, তবে একটু ভিন্নভাবেঃ
.
.
.
.
.
সাংবাদিকঃ "এই চলচিত্রে আপনার বিপরীতে নায়ক হিসেবে কে আছেন?"
নায়িকাঃ "জী, আল্লাহ্ ভাই" (লাজুক হাসি)
সাংবাদিকঃ "ওহ, আমগো আল্লাহ্সা [এখানে "সা" অব্যয়টার প্রয়োগ নিঃসন্দেহে অবজ্ঞাসূচক]?" (গাল ভরা হাসি দেখে বোঝা গেল উনার খুব কাছের লোক এবং তার বেশ কয়েকটা ইন্টারভিউও নিয়েছেন বিভিন্ন সময়)
নিশ্চয় এতক্ষণে নাউজুবিল্লাহ পড়ে ফেলেছেন কয়েকবার? তাহলে প্রথমবার পড়ার সময় আপনার মুখ দিয়ে সেটা বের হলনা কেন! আপনি কেন ভ্রু কুঁচকে ভাবছিলেন "আজব তো! এইখানে সমস্যাটা কোথায়"? আপনি কি জানেন না "কুদ্দুস" মহান আল্লাহ্ রাব্বুল আল-আমিনের একটি পবিত্র নাম? হয়ত জানেন, তাহলে কোন বন্ধুকে মজা করে যখন বলেন- "ঐ কুদ্দুস..." তখন কেন আপনার হৃদয় কাঁপে না?
হানিক সংকেত খুব সতর্ক একজন মানুষ, ওনার কাছ থেকে এই অসতর্কতাটুকুই বেশ আতঙ্কের কারন আমার কাছে। কারন, আমাদের সাধারন মানুষগুলোর উপর "ইত্যাদির" প্রভাব এতোটাই বেশি (দুই দশকের উপর বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠানের মর্যাদা তাই প্রমাণ করে) যে এই ধরনের কৌতুক উদ্দিপক কথাগুলোই শহর-গ্রামে মানুষের মুখে মুখে ঘুরবে আর না জেনে বা অসতর্কভাবে মানুষ সেগুলো বলে বেড়াবে, সেটা যে খুব জঘন্য একটা ব্যাপার হবে সেটা তো এতক্ষণে আপনিও বুঝে ফেলার কথা, তাহলে হানিফ সংকেত বুঝবেন না! তিনি কি আরেকটু সচেতন হতে পারতেন না? "ইত্যাদি"কে ছোট করার দুঃসাহস আমার নেই, "ইত্যাদি" আর "হানিফ সংকেত" এর কাছ থেকে প্রত্যাশাটা অনেক বেশি বলেই হয়ত এতগুলা কথা বললাম...
[আরেকটা কথা ইদানিং বেশ দেখা যাচ্ছে ফেইসবুকে - "কস কি মমিন?". অথচ মমিন বা মুমিন হচ্ছে সেই মুসলিম যিনি তার সবকিছু (সমস্ত ইচ্ছা/অনিচ্ছা) আল্লাহর হুকুমের কাছে ন্যস্ত (আত্মসমর্পণ) করেছেন, তার মর্যাদা সাধারণ মুসলমানদের চেয়ে অনেক বেশি. তাই "মমিন/মুমিন" শব্দটা নিয়ে মজা করার আগে আমাদের আরো চিন্তা করা উচিত...]
২| ৩১ শে জুলাই, ২০১৪ রাত ১০:১০
ইমতিয়াজ ১৩ বলেছেন: সহমত
৩| ৩১ শে জুলাই, ২০১৪ রাত ১০:১৩
ইমতিয়াজ ১৩ বলেছেন: প্রথম যখস শুনি তখনই খারাপ লেগেছিল কিন্তু গভির ভাবে ভেবে দেখিনি এখন যেমনটি ভাবনায় এল। যা-হোক হানিফ সংকেত সাহেবের আরো যত্নবান হওয়া প্রয়োজন।
৪| ৩১ শে জুলাই, ২০১৪ রাত ১০:১৫
অভ্র শাহরিয়ার বলেছেন: ধন্যবাদ, আমরা সবাই যদি একমত হতে পারি তাহলে হয়ত এই ধরনের ব্যাপারগুলো সমাজ থেকে দূর হবে...
৫| ৩১ শে জুলাই, ২০১৪ রাত ১০:২১
ইলি বিডি বলেছেন: সহমত
৬| ৩১ শে জুলাই, ২০১৪ রাত ১১:১৫
বাংলাদেশী দালাল বলেছেন:
সহমত।
সুধু কুদ্দুস নয় আবদুল কুদ্দুস(পূতঃপবিত্রের বান্দা), আবদুল মালেক(অধিপতির বান্দা), আবদুল জালীল (গৌরবান্বিতর বান্দা) এই ভাবে আল্লাহর গুনের নাম ধারীদের ডাকতে হবে। অন্যথায় গুনাহ হবে।
ধন্যবাদ অভ্র শাহরিয়ার ভাই। ব্যাপারটা নজরে আনার জন্য
৭| ৩১ শে জুলাই, ২০১৪ রাত ১১:১৮
লিখেছেন বলেছেন: agreed
৮| ০১ লা আগস্ট, ২০১৪ রাত ১২:৩৬
অভ্র শাহরিয়ার বলেছেন: বাংলাদেশী ভাই, আপনাকেও ধন্যবাদ কিছু অ্যাড করার জন্য...
৯| ০১ লা আগস্ট, ২০১৪ রাত ২:২৬
এম. এ. হায়দার বলেছেন: একমত নই...
কুদ্দুস এখানে একটি সাধারণ মানুষের নাম। তাকে আপন করে "কুদ্দুইসা" বলা হয়েছে। এখানে দোষের কিছু নেই।
কোন লেখক যদি তার লেখায় একটি অংশে আঞ্চলিক সংলাপে এটি ব্যবহার করে আর অন্য কেউ তার প্রতিবাদ করে, তাহলে লেখককে অসম্মান করা হবে।
হানিফ সংকেত একজন সম্মানিত, প্রতিভাধর এবং কৌতুকপ্রিয় একজন মানুষ। আপনি যে উদাহরণটির কথা বললেন, সেটি মোটেও "অসঙ্গতি" নয়।
তদ্রূপ, "কস কি মমিন" একটি জনপ্রিয় রম্য ডায়লগ। এখানে মমিন কেবলই একজন মানুষের নাম বৈ ভিন্ন কিছু নয়।
...... সব ধরনের নিয়ম-রীতি-প্রথা রম্যের উপর খাটানো উচিত হবে না। সহজ স্বাভাবিক একটা ব্যাপারকে নেতিবাচকভাবে অতিশায়িত করে রম্যকে সীমিত করে দেওয়া অনুচিত।
১০| ০১ লা আগস্ট, ২০১৪ রাত ২:৪৯
বাংলাদেশী দালাল বলেছেন: @এম. এ. হায়দার ভাই, অবশ্যই একটি নাম। বাবা মা যখন নাম রাখেন নামের অর্থের তাৎপর্যের উপর ভিত্তি করেই রাখেন।আপনি সেটা উপেক্ষা করছেন।
আর হে কোন মানুষের নাম বিক্রিত করে বলা মটেও সভ্য নয়।
হানিফ সংকেত একজন সম্মানিত, প্রতিভাধর এবং কৌতুকপ্রিয় একজন মানুষ।
উনারও ভুল হতে পারে তাই না?
©somewhere in net ltd.
১|
৩১ শে জুলাই, ২০১৪ রাত ৯:৪৭
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: একমত