নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেঘের বুকেও ছিদ্র থাকে পথ হয় পথভ্রষ্ট আমার মুখে হাসির আড়ালে পালিয়ে বেড়াবে কষ্ট...

অভ্র শাহরিয়ার

মেঘের বুকেও ছিদ্র থাকে পথ হয় পথভ্রষ্টআমার মুখে হাসির আড়ালে পালিয়ে বেড়াবে কষ্ট...

অভ্র শাহরিয়ার › বিস্তারিত পোস্টঃ

আপনি ঠিক কেন চাইছেন পিনাক ৬ উদ্ধার করা হোক?

১৩ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৩৩

পিনাক ৬ উদ্ধার অভিযান বন্ধ করার কারণে যারা যারা প্রশাসনের উপর ক্ষুব্দ তাদের কাছে জানতে চাই- আপনারা ঠিক কী কারণে চাইছেন ডুবন্ত লঞ্চটি উদ্ধার করা হোক? লঞ্চটি যদি উদ্ধার করা হয় তাতে সবচেয়ে বেশি লাভবান কে হবে- আপনি,আমি? সরকার? না বিনা পয়সায় যার লঞ্চটি পানি থেকে তুলে দেয়া দেয়া হলো সেই লঞ্চ মালিক? আপনি কি একবার ভেবে দেখেছেন আমার আপনার ট্যাক্স এর টাকা খরচ করে এত কষ্টে যে লঞ্চটিকে তুলে আনা হবে তা কিন্তু আবার তুলে দেয়া হবে সেই অর্থলোভী মালিকেরই হাতেI আর নাম পরিবর্তন করে বা না করেই সে আবার ঐ লঞ্চটাতেই অতিরিক্ত বোঝাই করে মানুষ তুলবে, আবারও পদ্মার মাঝে দুলে উঠবে লঞ্চটি, এবার হয়ত তাতে আপনার পরিবারেরই কেউ থাকবে! আমাদের দেশে এমন ঘটনা আগেও ঘটেছে কিন্তু কেউ মনে রাখেনি- এর আগে ডিজাইনে ত্রুটি থাকার কারণে একটি লঞ্চ কয়েকশ যাত্রী নিয়ে ডুবে যায়, অনেক অর্থ আর ঘাম ঝরানোর পর উদ্ধার করা হয় লঞ্চটিকে, ফলাফল? কয়েকদিন পর আবারও কয়েকশ যাত্রী নিয়ে ডুবে যায় লঞ্চটি! এত টাকা খরচ করে এই মৃত্যুযানটি উদ্ধার করে তাহলে কি আমরা টাকা দিয়ে লাশ কিনলাম না? পিনাক ৬-য়ের ডুবে যাওয়ার লোমহর্ষক দৃশ্য যদি আপনি দেখে থাকেন তবে বিশেষজ্ঞ না হয়েও আপনি বলে দিতে পারবেন যে লঞ্চটির ফিটনেস লেভেল কখনই ঠিক থাকতে পারে না, তাহলে ফিটনেসবিহীন একটি লঞ্চ তুলে আপনি কি ইতিহাস পুনরাবৃত্তির দায়ভার নিতে চান?



কেউ কেউ বেশ ক্ষুব্দ এই জন্য যে সবগুলো লাশ উদ্ধার না করেই কেন উদ্ধার অভিযান বন্ধ করে দেয়া হলো! তাদেরকে বলছি- শুধু লঞ্চটি উদ্ধারের কার্যক্রম বন্ধ করা হয়েছে, লাশ উদ্ধার অভিযান কিন্তু চলছে, চলবেI আর যারা এই কারণে লঞ্চটি উদ্ধারের পক্ষে যে এখনো হয়ত অনেক লাশ ডুবন্ত লঞ্চের ভেতরে আটকা পরে আছে, তারা কি লক্ষ্য করেছেন- লঞ্চ ডুবেছে মুন্সীগঞ্জে আর লাশ পাওয়া যাচ্ছে ভোলায়, হাতিয়ায়? এর মানে কি! এর মানে- প্রচন্ড স্রোতের কারণে ডুবন্ত লঞ্চটির ভেতরে কোনো লাশ পাবার সম্ভাবনা এখন কাকতাল মাত্র. আমার এক রিলেটিভের লাশ এখনো উদ্ধার করা যায়নি তবুও আমি চাই লঞ্চটি যেন উদ্ধার করা না হয়- অর্থলোভী কিছু জানোয়ারের লালসার কাছে আবার যেন কিছু সম্ভাবনার সলিল সমাধি না হয়, কিন্তু প্রতিটা লাশ যেন ফিরে যায় স্বজনদের কাছে..

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:০৪

প‌্যাপিলন বলেছেন: এতো ক্ষুদ্ধ কেন ব্লগার, মাথা ঠান্ডা করে চিন্তু করুণ লঞ্চটি উদ্ধার করা কেন জরুরী, যৌক্তিতা পেলেও পেতে পারেন

২| ১৩ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:২৩

চাঁন মিঞা সরদার বলেছেন: আমি চাই লঞ্চ টি উদ্ধার করা হোক। সেটি যে কোনো মূল্যে। চাই বিলিয়ন ডলার খরচ যাক।
কমপক্ষে মৃতের স্বজনেরা জানতে পারুক ডুবে যাওয়া লঞ্চে আর কোনো লাশ নেই। জীবিত স্বজনেরা জানতে পারুক তার নিহত আত্নীয় পদ্মার অতল গভীরে লঞ্চের নিচে চাপা পড়ে নেই। হতে পারে সেটি লাশ, কিন্তু সেই লাশ যখন চাপা পড়ে আছে পানির নিচে সেটা স্বজনের বুকের ভেতরে তীরের মতই রক্ত ক্ষরন ঘটায়। আর ঘটাতে থাকবে যতদিন না লঞ্চ উদ্বার হচ্ছে। নিখোজ স্বজনেরা ধরেই নিবে তার আত্নীয়ের লাশ ডুবন্ত লঞ্চে আছে। এই ভাবে বেচে থাকা লাশের স্বজনদের জন্য কতো কষ্টের সেটা আপনি কি বুঝবেন?

দরকার হলে পৃথিবীর উন্নত দেশের সহযোগীতা নেয়া হোক। আমি একজন রাষ্ট্রের টেক্স পেয়ার। টাকা যায় যাবে যাক। কিন্তু লঞ্চ উদ্বার করা চাই-ই চাই। দরকার হলে লঞ্চ উদ্বারের পরে বোমা মেরে আবার ডুবিয়ে দেয়া হোক, সেটাতে যদি বাড়তি খরচ যাবে যাক। কিন্তু লঞ্চ উদ্বার করা হোক, যে কনো মুল্যে।

৩| ১৩ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৪৩

অভ্র শাহরিয়ার বলেছেন: এখানে টাকাটা মুখ্য নয়, লঞ্চটি উদ্ধার করা হোক সেটা আমিও চাই, একটা লাশও যেন হারিয়ে না যায়, কিন্তু উদ্ধার করা লঞ্চ কেন আবার লঞ্চ মালিককেই ফিরিয়ে দেয়া হয়? কেন তাকে হত্যা মামলায় আসামী করা হয়ে না? কেন আমি বা আপনি না জেনেই আবার সেই লঞ্চেই পা রাখি?
আপনি বলছেন উদ্ধারের পর লঞ্চটি বোমা মেরে উড়িয়ে দেয়া হোক, একমত! কিন্তু কখনো কি খোজ নিয়েছেন আজ পর্যন্ত ডুবে যাওয়া যত লঞ্চ উদ্ধার করা হয়েছে তার কয়টাকে বোমা মেরে উড়ানো হয়েছে? আমি চাই কঠিন নীতিমালা করা হোক কঠির আইন করা হোক নৈপথের জন্য তানা হলে লঞ্চ ডুবলেও মালিকদের তো কোনো ক্ষতি হচ্ছে না, লঞ্চ মালিক তার হারানো লঞ্চ ফেরত পান কিন্তু আমাদের হারানো স্বজনরা লাশ হয়েও ফেরেনা..

৪| ১৩ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২৬

শয়তান ২০০০ বলেছেন: and yes i want

৫| ১৪ ই আগস্ট, ২০১৪ সকাল ৭:৩৪

অভ্র শাহরিয়ার বলেছেন: শয়তান ভাই, আমি আমার কথা লিখব আপনি আপনার, সবসময় যে তা মিলে যাবে তা কিন্তু না. মানুষকে গালি দিয়ে নিজেকে বিদ্যান প্রমান করা যায় না. অশালীনতার দায়ে আপনার আগের মন্তব্য মুছে ফেলা হলো..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.