নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অামি অতি সাধারণ, সাধারণ থাকতে চাই ।

পার্থ তালুকদার

আমি ভাই সাধারণ, সাধারণ থাকতে চাই।

পার্থ তালুকদার › বিস্তারিত পোস্টঃ

অণুগল্প : টুল

০৯ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৩



-এই দেশ স্বাধীন না হলে আমাদের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াতো তা একটু ভেবে দেখেছেন আপনারা !

মন্ত্রী মহোদয়ের কথা শুনে মিটিংরুমে হঠাৎ যেন নিরবতার শিরশির হাওয়া বয়ে গেল। কথাটায় সায় দিলেও কোনরকম শব্দ করার সাহস পেল না কেউ। সবাই শুধু পাশের জনের সাথে শেয়ার করলো- স্যার ঠিকই বলেছেন, স্যার ঠিকই বলেছেন।

- শুনুন। দেশটা স্বাধীন হওয়ায় আমি মন্ত্রীত্ব পেয়েছি। আপনারা অলৌকিক ক্ষমতাসম্পন্ন চেয়ার পেয়েছেন। এবার মনোযোগ দিয়ে দেশের জন্য কাজ করুন। দেখবেন আরো পাবেন। আরো বেশি পাবেন। যা আপনারা কল্পনাও করেননি।

- জ্বী স্যার, জ্বী স্যার।

- দেশটা যদি স্বাধীন না হতো তাহলে কি হতো বলুন তো ?

কি, উত্তর খুঁজে পাচ্ছেন না আপনারা ? সোজা কথা। একদম সোজা কথা। আপনারা কেউই এই চেয়ারের মালিক হতে পারতেন না। আমি- আপনি, আমরা সবাই হতাম অফিসের পিয়ন। কেউ ঝাড়ুদার, কেউ দারোয়ান, কেউবা সর্বোচ্চ ড্রাইভার।

- ঠিক স্যার, ঠিক স্যার।
সমস্বরে বলে উঠলো সবাই।

মিটিং রুমের বাইরে দরজার পাশে একটা কাঠের টুলে বসে আছে অফিসের দারোয়ান নেছার মিয়া। দরজার ফাঁকফোকর দিয়ে মন্ত্রীমহোদয়ের কথাবার্তা তার কানে ভেঁসে আসছে। এইমুহূর্তে তার বাবার কথা মনে পড়ছে খুব। দেশ স্বাধীন হওয়ার ঠিক পরপর তার বাবা তাকে এই কাঠের টুলে বসিয়ে বলেছিলেন- বাপ, যতদিন বাইচ্ছা থাকস এই টুলের কোনো অমর্যাদা করিস না। ঠিক মতন দায়িত্ব পালন করিস বাপ।

উত্তরাধিকার সূত্রে পাওয়া এই টুলে বসে কী জানি ভাবতে থাকে নেছার মিয়া। দেশ স্বাধীন হওয়ার আগে-পরে তার বাপ-পুতের চাকরীর মধ্যে একটা ফারাক খোঁজার চেষ্টা করে সে। অনেক ভেবে চিন্তে সে বিড়বিড় করে বলে-
নাহ ! কোনো ফারাক নেই ! টুলের রং পরিবর্তন হওয়া ছাড়া চুল পরিমানও ফারাক নেই।

মন্তব্য ৩৩ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৯

জাহিদ অনিক বলেছেন:


নেছার মিয়া কি তাহলে নিজেকে পরাধীন ভাবছে ?

০৯ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২২

পার্থ তালুকদার বলেছেন: স্বাধীন দেশে তার ভালো একটা চাকরি না পাওয়ার বেদনা।

২| ০৯ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৪

অবনি মণি বলেছেন: আসলেই ।

০৯ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২২

পার্থ তালুকদার বলেছেন: ধন্যবাদ।

৩| ০৯ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২২

তারেক_মাহমুদ বলেছেন: একই টুলে দুজন ভিন্ন মানুষ, কিছু মানুষের জীবন এ রকমই হয়, পৃথিবীর সবকিছু পরিবর্তন হলেও এদের ভাগ্য পরিবর্তন হয় না।

০৯ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৪

পার্থ তালুকদার বলেছেন: সত্যি। আমি এমনটাই বুঝিয়েছি।
ধন্যবাদ ভাই।

৪| ০৯ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫১

মরুচারী বেদুঈন বলেছেন: সোনার বাংলা ★★★ বাংলায় পরিণত

৫| ০৯ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১১

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের স্বাধীনতার কোন ফলই সাধারণ মানুষ পায়নি: ফালু, আব্বাস, খোকা, তারেক, কর্ণেল ফারুক, সালমান রহমানরা সব দখল করে নিয়েছে বেগম জিয়া, এরশাদ ও শেখ হাসিনার সাহায্য নিয়ে

০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪৬

পার্থ তালুকদার বলেছেন: ধন্যবাদ

৬| ০৯ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বৈষম্যের কারণে , স্বাধীনতার সুফল সবাই পায়নি।

০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪৭

পার্থ তালুকদার বলেছেন: ধন্যবাদ লিটন ভাই।

৭| ০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫০

আমি তুমি আমরা বলেছেন: স্বাধীনতার সুফল সবাই পায়নি :(

১০ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৭:৫৮

পার্থ তালুকদার বলেছেন: তা ঠিক।
ধন্যবাদ।

৮| ১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:২১

সচেতনহ্যাপী বলেছেন: কিছুলোক বরাবরই সব পাওয়ার দিকে আর কিছু না পাওয়ার দিকে।। আর এটা প্রকট হয় যে কোন পরিবর্তনের পরই।।

১০ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৭:৫৯

পার্থ তালুকদার বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

৯| ১০ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:২২

মোস্তফা সোহেল বলেছেন: দেশ স্বাধীন হয়েও নেসার মিয়ার মত কিছু মানুষের ভাগ্য কখনই পরিবর্তন হয়নি।

১১ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৮

পার্থ তালুকদার বলেছেন: তা ঠিক ভাই।
ধন্যবাদ।

১০| ১০ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৫

রাজীব নুর বলেছেন: দেশটা স্বাধীন হওয়াতে অনেকেই অনেক কিছু পেয়েছে, আবার অনেকেই অনেক কিছু হারিয়েছে।
যাদের পাওয়ার কথা তাড়া হারিয়েছে। যাদের কিছুই পাওয়ার কথা না তারা পেয়েছে।

১১ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০২

পার্থ তালুকদার বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ রাজীব ভাই।

১১| ১০ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

ব্রিলিয়ান্ট! একটি ফাসকেলাস লেখা পড়লাম।

১১ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০২

পার্থ তালুকদার বলেছেন: হা হা।
ধন্যবাদ।

১২| ১০ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৯

আটলান্টিক বলেছেন: এটাকে শুধু গল্প বললে ভূল হবে।আজ এটা সত্য।শুধু মন্ত্রিমহোদয়গণের কথোপকথন ছাড়া

১১ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০৩

পার্থ তালুকদার বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

১৩| ১০ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৯

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর প্লট নিয়ে লেখা। স্বাধীনতার এতো বছর পরেও এই বৈষম্য এখনও দূর হয়নি।

১১ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০৭

পার্থ তালুকদার বলেছেন: গল্পটি পড়া ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৪| ১০ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৩

তারেক ফাহিম বলেছেন: স্বাধীনতা, বৈষম্যগত কারনে এখনো অামরা পরাধীন।

১১ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০৮

পার্থ তালুকদার বলেছেন: ধন্যবাদ।

১৫| ১০ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: এত ছোট্ট করে এত বিশাল ম্যাসেজ!
মুগ্ধ!

২২ পরিবার থেকে ২২ হাজার হয়েছে লুটেরার সংখ্যা -নেছার এক আম জনতার প্রতিকৃতি!

+++

১১ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১১

পার্থ তালুকদার বলেছেন: ধন্যবাদ

১৬| ১১ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৭:১০

সৈয়দ ইসলাম বলেছেন: দেশের সকল নেসার পরিবারের কথা প্রকাশ পেল নেসারের কাহিনীতে। যা থেকে মুক্তির সম্ভাবনা খুব একটা সহজ না। আমাদের লুটেরা আমাদের সব কেরে নিচ্ছে প্রতিনিয়ত।
হয়ত নেসারের পরিবর্তী জেনারেশনকে এই আসন পেতে হলে নেসারের জীবনের এক তৃতীয়াংশ আয় এই সব লুটেরার হাতে কোরবান দিতে হবে।

১১ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১২

পার্থ তালুকদার বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই।

১৭| ১১ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৫২

সামিয়া বলেছেন: অসাধারণ।।

১১ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৪২

পার্থ তালুকদার বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.