নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একাত্তুর সালে দেশ স্বাধীন হওয়ার পর কিছুদিন দেশে প্রশাসনিক কার্যক্রম ছিল না। তখন খুঁজে খুঁজে রাজাকারকে ধরা হতো এবং অনেক সময় রাজাকার ধরে গণপিটুনিতে মেরেই ফেলা হতো। পুলিশ বাহিনী বা অফিস আদালত চালানোর মতো কোন লোক ছিল না। সদ্য স্বাধীন হওয়া দেশটা প্রশাসন বিহীন হওয়ার পরেও তেমন অরাজকতা ছিল না।
কিন্তু ২০২৪-এর আন্দোলনে আওয়ামীলীগ পতনের পর পুলিশবিহীন থানা হওয়ায় অরাজকতা বেড়ে গেছে। তখন রাজাকারদের ধরে শায়েস্তা করা হলেও ঘরবাড়ি লুট করা বা ভাঙচুর করা হয় নাই কিন্তু এখন সুযোগ বুঝে ঘরবাড়ি ভাঙাসহ লুট করা হচ্ছে পাশাপাশি চুরি ডাকাতিও শুরু হয়েছে। জয়ী হওয়ায় কিছু লোক প্রতিশোধ পরায়ন হয়ে প্রতিপক্ষের বাড়ি ভাঙচুর করছে আবার পরাজিত হওয়ায় কিছু লোক প্রতিহিংসায় আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার জন্য চেষ্টা করে যাচ্ছে। এই অবস্থা চলতে থাকলে দেশের অনেক ক্ষতি হয়ে যাবে এমনকি সিরিয়ার মতো গৃহযুদ্ধও শুরু হয়ে যেতে পারে। কাজেই দ্রুত প্রশাসনিক কার্যক্রম শুরু হওয়া দরকার এবং থানাগুলোকে সচল করা দরকার।
০৮ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:২৫
পবন সরকার বলেছেন: পশু হত্যা করে না এমন দেশ খুঁজে পাওয়া মুশকিল। ভুটান পশু হত্যা করে না তবে ভারত থেকে গোমাংস আমদানি করে খায়। আবার ভারতে গো হত্যা নিষিদ্ধ কিন্তু বিশ্বের গো মাংস রপ্তানিতে দ্বিতীয় অবস্থানে আছে এবং কালি পুজায় অসংখ্য পাঠা বলী দেওয়ার উৎসব চলে। রাশিয়া, চীন, জাপান, জার্মান, আমেরিকায় তো গরুর মাংস খাওয়ার জন্য বড় বড় গো খামার আছে। কাজেই শুধু বাংলাদেশকে পশু হত্যার দেশ হিসাবে উল্লেখ করা ঠিক না।
২| ০৮ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:১৮
সোনাগাজী বলেছেন:
কোমলমতিরা যেভাবে এসেছে, এটা এই রকমই হবে।
০৮ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:৩২
পবন সরকার বলেছেন: গাজী ভাই, কোমলমতিদের না হয় বুদ্ধিশুদ্ধি কম কিন্তু বুড়োরাও তো কম যায় না, বিরোধী দলকে নির্মূল করার জন্য টর্চার সেল তৈরী করে দেশকে অস্থিতিশীল করে রেখেছিল। ইলেকশনে কাউকে ভোট দিতে দেয় নাই, ক্ষমতা পেয়ে দুর্নীতি করে দেশের টাকা পাচার করেছে, কাজেই কাকে ভালো বলবেন আর কার কাছে ভালো আশা্ করবেন।
৩| ০৮ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:২২
মোহাম্মদ গোফরান বলেছেন: একটু সময় দিন। হুট করে সব হয়েছে তো। অরাজকতা হবেই। ৫০ বছর সহ্য করছি আর এই কদিনে আর কি ক্ষতি হবে।
০৮ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:৩৭
পবন সরকার বলেছেন: ঠিক বলেছেন, কিছু উচ্ছৃঙ্খল একম করছে তারা আওয়ামীলীগের সময়ও আওয়ামীলীগের সাথে থেকে মানুষের ক্ষতি করেছে এবং পট পরিবর্তন হওয়ায় ছাত্রদের পক্ষ নিয়ে লুটতারাজ শুরু করেছে।
৪| ০৮ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:৪৪
রাােসল বলেছেন: সহমত। প্রশাসনিক কার্যক্রম শুরু হওয়া দরকার। ব্লগে যদি কেউ দায়িত্বহীন মন্তব্য করতে পারে, তবে সে বাস্তব জীবনে দায়িত্বহীন কাজ করতেই পারে। আপনার নিকট থেকে ১৯৭১ হতে ১৯৭৫ এর ইতিহাস জানতে চাই।
০৮ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:৩১
পবন সরকার বলেছেন: ‘৭১ থেকে ’৭৫ সামনে লেখার চেষ্টা করবো। ধন্যবাদ আপনাকে
৫| ০৮ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:৪৬
তানভির জুমার বলেছেন: এখনো পর্যন্ত আর্মির হাতে যত ডাকাত ধরা পড়লো তার প্রায় সব ছাত্রলীগ/ আওয়ামী লীগের কর্মী। তারা এটাও স্বীকারোক্তি দিচ্ছে যে কে তাদের টাকা দিয়েছে এবং কার নির্দেশে এসব লুটপাট করছে।
০৮ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:৫৬
পবন সরকার বলেছেন: বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এরকম ঘটনা দেখে আসছি। একদল ক্ষমতায় আসলে অন্যদল দেশকে অস্থিতিশীল করার জন্য চুরি ডাকাতি ছিনতাই করে। আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার জন্য আওয়ামীলীগের লোকজন এরকম করতে পারে । সবাইকে এ বিষয়ে সতর্ক থাকা দরকার।
৬| ০৮ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:১১
তানভির জুমার বলেছেন:
০৮ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:৫৯
পবন সরকার বলেছেন: হুট করে দল ধরে ডাকাতি বেড়ে যাওয়ায় জনমনে এরকম প্রশ্নই দেখা দিয়েছিল, ডাকাত ধরা পরার পর বাস্তবে সেটাই দেখা গেল।
৭| ০৮ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:৪০
দূর মিয়া বলেছেন: তানভির জুমার : অসাধারন, আপনাকে ডিবি প্রধান এর দায়িত্ব দেওয়া দরকার
০৮ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:০২
পবন সরকার বলেছেন: হয়তো একদিন দায়িত্ব পেতেও পারে
৮| ০৮ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৪৩
নাহল তরকারি বলেছেন: আমিও গৃহযুদ্ধ হবার আশঙ্কা করছি।
১০ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:৩৫
পবন সরকার বলেছেন: একদল স্বার্থবাদী লোকের স্বার্থে আঘাত লাগায় নানা রকম চেষ্টা করে যাচ্ছে
©somewhere in net ltd.
১| ০৮ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:০৮
প্রহররাজা বলেছেন: যে জাতির প্রধান উৎসব পশু হত্যা আর দ্বিতীয় প্রধান উৎসব ক্রিকেটে ভারতের পরাজয় সেই জাতি দিয়ে চুরি আর লুটপাট ছাড়া কিছু হবে না।