নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
”আগেই তো ভালো ছিলাম” রাস্তা ঘাটে কথাটি খুবই প্রচলিত। কথটা মিথ্যা নয়, আসলেই আগে ভালো ছিলাম। ভালো থাকার কারণও আছে।
আগে সরকারি কর্মচারিরা দেদারসে ঘুষ খেতো। বেতনের চেয়ে ঘুষের ইনকাম বেশি থাকায় বেতন ভেঙে খেতে হতো না। সারা দেশে চাঁদাবাজি ছিল তাদের ইনকামও কম ছিল না। দুর্নীতিওয়ালারাও কোটি কোটি টাকা দুর্নীতি করতে পারতো। ছাত্র আন্দোলনের পরে এদের সবারই খুব দুরদশা যাচ্ছে। সরকারি কর্মচারিদের বেতন ভেঙে খেতে হয়, চাঁদাবাজিওয়ালাদের ইনকাম নাই, দূর্নীতির টাকা খাটের নিচে বস্তা বন্দী থাকলেও বের করতে পারছে না ইত্যাদি কারণে ধুমধারাক্কা খরচ তো দূরের কথা অনেকের দিনপাত চলাই কষ্ট হয়ে যাচ্ছে। তাদের যেমন আয়রোজগার কমেছে সাথে সাথে জনগনের বেচাবিক্রিও কমে গেছে।
আগে যারা রুইমাছ কিনতো এখন কেনে পুটিমাছ, আগে দশ কাপ চা খেতে এখন খায় দুই কাপ, আগে ২৫ হাজার টাকা ভাড়ার বাসায় থাকতো এখন পনরো হাজার টাকা বাসায় থাকে, আগে যখন তখন রিক্সায় চড়তো এখন পায়ে হেঁটে যায় তাহলে আপনারাই বলেন দেশটা ভালো চলে কি করে। ধুমধারাক্কা খরচ না থাকায় মুদিওয়ালার বেচাবিক্রি কম, সবজিওয়ালার বেচা বিক্রি কম, চা ওয়ালার বেচা বিক্রি কম, রিক্সাওয়ালার যাত্রী কম, জুতাওয়ালার জুতা বিক্রি কম সব জায়গায় কম কম হওয়ায় সাধারণ মানুষ বলতে বাধ্য হচ্ছে আগেই তো ভালো ছিলাম।
তবে এর মধ্যেও একদল মানুষ চুপচাপ আছে, তাদের আগেও যেমন চলতো এখনো তেমনই চলে। কারণ তাদের আগেও অবৈধ ইনকাম ছিল না এখনও নাই, আগেও কষ্ট করে খেতো এখনও কষ্ট করে খায়, আগেও যেমন চলতো এখনো তেমনই চলে যেকারণে তাদের মুখে কথা নাই। তারা আগে ভালো ছিল এটাও কয় না আবার এখন মন্দ আছে এটাও কয় না।
ছবি ঃ ইন্টারনেট
০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:৪১
পবন সরকার বলেছেন: ওরাই তো এই কথা চালু করেছে ”আগেই তো ভালো ছিলাম”।
২| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:৩৫
নতুন বলেছেন: কদিন আগেই দ্রব মুল্যের দাম নিয়ে এতো প্রচারনা। এখন বাজারে শীতের সবজির দাম কেমন?
আমরা ভাইরাল হতে নেগেটিভিটি প্রচার করি,।
০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:৪৩
পবন সরকার বলেছেন: যারা আলুরে আপেল বানালো এখন তাদের ধরে বলা দরকার এবার আপেলরে আলু বানিয়ে দেখা, না হলে আলুর ৪০০ টাকা কেজি দাম দে।
৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:৩৬
সৈয়দ কুতুব বলেছেন: যারা আগেই ভালো ছিলেন বলছেন তারা সব ডিবি হারুনের ভাতের হোটেলের কাস্টমার!
০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:৪৬
পবন সরকার বলেছেন: ঠিক বলেছেন ভাই, গুজব ছড়িয়েই সবজির দাম বৃদ্ধি করে দিয়েছিল। এখন সবজির দাম কম এখন আর বলে না কৃষক মরলো রে।
৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:৫৪
শাহিন-৯৯ বলেছেন:
এই শিরোনামে একটি লেখা লিখতে চেয়েছিলাম, আপন চাচাতো ভাই আর চাচা শশুরের উদহারণ দিয়ে। কেন আগে ছিলাম তারা বলে, তাদের গল্প শেয়ার করলে বুঝতে পারবেন।
০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:০৮
পবন সরকার বলেছেন: গল্পটা তাড়াতাড়ি পোষ্ট দেন, পড়ার ইচ্ছা আছে।
৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:০০
ডঃ এম এ আলী বলেছেন:
বৈধ পথে যারা আয় করবে ও ব্যয় করবে তারাই উত্তম চরিত্রের মানবীয় গুণের আধিকারী ।
পবিত্র কোরানের সুরা ফুরকানের ৬৭তম আয়াতে বলা হয়েছে
وَ الَّذِیۡنَ اِذَاۤ اَنۡفَقُوۡا لَمۡ یُسۡرِفُوۡا وَ لَمۡ یَقۡتُرُوۡا وَ كَانَ بَیۡنَ ذٰلِكَ قَوَامًا
অর্থ হল : আর তারা যখন ব্যয় করে তখন অপব্যয় করে না এবং কার্পণ্যও করে না। বরং মাঝামাঝি অবস্থানে থাকে।
অর্থাত ব্যয়বহুল জীবন যাপন এড়ানোর জন্য বলা হয়েছে। আল্লাহর প্রিয় বান্দাদের গুণ এই যে, তারা ব্যয় করার
ক্ষেত্রে অপব্যয় ও ত্রুটির মাঝখানে সততা ও মিতব্যয়ীতার পথ অনুসরণ করে।
আল্লাহর অবাধ্যতায় (পাপকাজে) খরচ করা অপব্যয় এবং আল্লাহর পথে খরচ না করা কৃপণতা। আর আল্লাহর
নির্দেশানুসারে ও তাঁর আনুগত্যের পথে খরচ করা হল মধ্যপন্থা অবলম্বন করা। অনুরূপ আবশ্যকীয় খরচে ও
বৈধ খরচেও সীমা অতিক্রম করা অপব্যয় বলে গণ্য। অতএব সে ক্ষেত্রেও সাবধানতা ও মধ্যপন্থা অবলম্বন
করা একান্ত জরুরী।
পবিত্র কোরানের এই শিক্ষা ধর্মমত নির্বিশেষে সকল মানবের জন্যই প্রযো্য্য , এর আন্যথা হলে ইহকাল ও
পরকালে উভয় জায়গাতেই বিপর্যয় আনিবার্য। তখন ভাল করে বুঝবে আগে কেমন ছিল!!!
০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:১০
পবন সরকার বলেছেন: যারা দুর্নীতি করে তারা ধর্মের কোন নিয়মই মানে না, তাদের দোজখ বেহেস্ত টাকা
৬| ০৫ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:৩২
রাজীব নুর বলেছেন: আমি আগে যেমন ছিলাম, এখনও সেরকমই আছি।
আগে যা খেতাম, এখনও তাহা খাই। দাম বাড়ুক বা কমুক আমার কোনো সমস্যা নাই।
বাচতে হলে, খেতে হবে। এখন দাম বাড়লে তো আর না খেয়ে থাকতে পারি না।
০৫ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:১৭
পবন সরকার বলেছেন: ঠিক বলেছেন
©somewhere in net ltd.
১| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:২৭
নতুন বলেছেন: আফসোসলীগের সুবিধাভোগীরা আফসোস করবেই।
দূনিতিবাজেরা আফসোস করবেই।