নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার নিরক্ষর কিন্তু বুদ্ধিমতী মায়ের কাছ থেকে এই শিক্ষাই পেয়েছিলাম,যথাযথ কর্তব্য পালন করেই উপযুক্ত অধিকার আদায় করা সম্ভব। - মহাত্মা গান্ধী

পদাতিক চৌধুরি

হাই,আমি পদাতিক চৌধুরী।পথেঘাটে ঘুরে বেড়াই।আগডুম বাগডুম লিখি। এমনই আগডুম বাগডুমের পরিচয় পেতে হলে আমার ব্লগে আপনাদেরকে স্বাগত।

পদাতিক চৌধুরি › বিস্তারিত পোস্টঃ

চারশো বছরেও যে গ্রামে কোনও সন্তান জন্ম হয়নি

১১ ই মে, ২০১৮ রাত ৮:৩৮



মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল থেকে ১৩০ কিমি দূরে শাঁকা শ্যামজি নামে গ্রামে গত ৪০০বছরে কোনও সন্তান জন্মগ্রহণ করেনি । প্রসবের সময় কোনো মা সন্তান জন্ম দেওয়ার সাহস জোটাতে পারেন না । গ্রামের উপর দেবীর অভিশাপ রয়েছে বলে বিশ্বাস স্থানীয়দের । নির্দেশ অমান্য করে প্রসব করলে হয় সদ্যোজাতের নয়তো প্রসূতির মৃত্যু অবধারিত বলে এলাকাবাসীর অভিমত ।



ঘটনার সূত্রপাত ১৬ শো শতকে । শোনাযায় গ্রামের মধ্যে মন্দির তৈরীর সময় এক মহিলা জাঁতায় গম পিষছিলেন । সেই শব্দে মন্দিরের কাজে বিঘ্ন ঘটে । প্রচলিত লোককথা অনুযায়ী দেবী কুপিত হয়ে গ্রামবাসীদের অভিশাপ দেন । তার পর থেকেই এই গ্রামে সন্তানপ্রসব নিষিদ্ধ । একটা অলিখিত প্রথা গোটা গ্রামে প্রচলিত । গ্রামের সরপঞ্চ নরেন্দ্র গুর্জরের কথায় নব্বই শতাংশ ডেলিভারি গ্রামের বাইরে হাসপাতালে হয় । যাদের হাসপাতালে হয়না তাদের গ্রামের বাইরে একটা ছোট্ট ঘরে আগে থেকে থাকার ব্যবস্থা করা হয় । সেখান থেকে ডেলিভারি পর্যন্ত প্রসূতিরা সেখানেই থেকে যান ।

এমনকি প্রচন্ড ঝড় বৃষ্টিতেও এই নিয়মের অন্যথা হয় না । তবে তাদের দাবি এসবের সঙ্গে নাকি কোনও কুসংস্কার জড়িত নেই । গ্রামের ভিতরে সন্তান জন্মদিলে মা ও নবজাতক উভয়েরই মৃত্যুর আশঙ্কা থাকে । এমন ঘটনা নাকি তারা প্রত্যক্ষ করেছে বলে দাবি করে ।

সূত্র -এই সময় ওয়েভ পেজ।

মন্তব্য ৩৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০১৮ রাত ৮:৪৫

আবু আফিয়া বলেছেন: যুগে যুগে কতই না কুসংস্কার
বিষয়টি জানা ছিল না, ধন্যবাদ আপনাকে

১১ ই মে, ২০১৮ রাত ৮:৫৭

পদাতিক চৌধুরি বলেছেন: আপু প্রারম্ভিক কমেন্ট দাতা হিসাবে আপনাকে অনেক ধন্যবাদ। আর হ্যাঁ আজ একবিংশ শতকেও আমাদের মধ্যে হাজার কুসংস্কার,। তারা অবশ্য আত্মপক্ষ সমর্থনে এটাকে রীতিনীতি বলেই যুক্তি দেবে।

অনেক ভাল লাগা আপনাকে।

২| ১১ ই মে, ২০১৮ রাত ৯:০৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: পুরো পৃথিবীতে এমন অনেক আজগুবি ঘটনাই আছে...

১১ ই মে, ২০১৮ রাত ৯:২৭

পদাতিক চৌধুরি বলেছেন: ধন্যবাদ তালগাছ ভাই। আপনার সঙ্গে সহমত যে সারা পৃথিবীতে এমন আজগুবি ঘটনা হাজারো আছে।
তবে আমরা পৃথিবী না খুঁজে বাড়ির পাশেই আকসার পাচ্ছি ।

শুভেচ্ছা নিয়েন প্রিয় তালগাছ ভাই।

৩| ১১ ই মে, ২০১৮ রাত ৯:১৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: একি খবর শুনলাম????B:-)

১১ ই মে, ২০১৮ রাত ৯:৩৫

পদাতিক চৌধুরি বলেছেন: ২৫ শে বৈশাখের পরে আজ আবার আপনার দেখা। এখন শরীর কেমন আছে? নুতন জায়গা কিছুটা মানাতে পেরেছেন? এদিকে আপনাকে না পেয়ে আমরা বা কাওসার ভায়েরা খুব বিষন্ন থাকি। এবার আসি পোষ্ট প্রসঙ্গে, আপনি একদিন মধ্যপ্রদেশ সম্পর্কে পোষ্ট দিতে বলেছিলেন। এটা আমার তারই একটি প্রচেষ্টা।

অনেক ভাল লাগা প্রিয় মন্ডল ভাইকে।

৪| ১১ ই মে, ২০১৮ রাত ৯:১৬

কাওসার চৌধুরী বলেছেন: এই একুশ শতকে এসেও আমাদের কুপ্রথা, ভ্রান্তহীন বিশ্বাস গেল না। আসলে ভারতের অনেক গ্রামে এখনো আধুনিক শিক্ষার আলো পৌছায়নি। এজন্য জাত-পাত, দেব-দেবীর ভূত এখনো তাদের মগজ জুড়ে বাসা বেঁধে আছে। এটি দুর্ভাগ্যজনক।

প্রিয় পদাতিক চৌধুরী ভাই। লেখাটি চমৎকার হয়েছে। নতুন একটি বিষয় জানতে পারলাম। অনেক ভাললাগা আপনার জন্য।

১১ ই মে, ২০১৮ রাত ১০:৪৯

পদাতিক চৌধুরি বলেছেন: শুভ সন্ধ্যা, প্রিয় কাওসার ভাই । আপনি যে চোখে বিশ্ব দেখেন, সেই চোখের সংখ্যা পৃথিবীতে এখন ক্রমশ কমে যাচ্ছে। একদিকে পুরানো কুসংস্কারগুলি কোথাওবা চালু আছে তার উপর বাড়ছে মানুষের নৈতিক অবক্ষয়তা। এখন দরকার শুদ্ধিকরণ। আমরা তারই প্রতিক্ষায় ।

অনেক শুভ কামনা প্রিয় কাওসার ভাইকে।

৫| ১১ ই মে, ২০১৮ রাত ৯:১৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ভারতের বিভিন্ন প্রদেশের অনেক জায়গায় এই একবিংশ শতকেও বিচিত্র সব প্রথা চালু রয়েছে।

১১ ই মে, ২০১৮ রাত ১০:৫৪

পদাতিক চৌধুরি বলেছেন: হ্যাঁ স্যর, ঠিক সেটাই। চাকচিক্যের মধ্যেই আছে অন্য ভারত। যেটা বড্ড অপরিচিত আমার আপনার সকলের। এরাও একবিংশ শতকের মানুষ ।

অনেক শ্রদ্ধা স্যর আপনাকে।

৬| ১১ ই মে, ২০১৮ রাত ৯:২০

নীল মনি বলেছেন: এও ঘটে!

১১ ই মে, ২০১৮ রাত ১১:০০

পদাতিক চৌধুরি বলেছেন: আমি জানি না আপনি ডাইনি প্রথার নাম শুনেছেন কিনা। আমাদের রাজ্যে মূলত আদিবাসী সম্প্রদায়ের মধ্যে এখনো শুধুমাত্র সন্দেহের বশত লাঠি দিয়ে সম্মিলিত ভাবে পিটিয়ে হত্যা করে গ্রাম রাক্ষসী বা ডাইনি মুক্ত করা হয়। কাজেই এখনো আমাদের চারপাশে এমন আজও ঘটছে ।

আপনার জন্য অনেক শুভ কামনা আপু।

৭| ১১ ই মে, ২০১৮ রাত ৯:২২

মোস্তফা সোহেল বলেছেন: এই আধুনিক যুগেও এসব কুসংস্কারের কথা শুনলে হাসিই লাগে।

১১ ই মে, ২০১৮ রাত ১১:০২

পদাতিক চৌধুরি বলেছেন: সোহেল ভাই চোর না শোনে ধর্মের কথা। আমার আপনার হাসিতে ওদের কিচ্ছা আসে যায় না । ওরা ওদের কৃষ্টি নিয়ে বমাল আছে।

অনেক শুভ কামনা প্রিয় সোহেল ভাইকে।

৮| ১১ ই মে, ২০১৮ রাত ৯:২৯

নতুন নকিব বলেছেন:




Very strange!

Thanks for share.

১১ ই মে, ২০১৮ রাত ১১:০৫

পদাতিক চৌধুরি বলেছেন: নকিব ভাই আপনার আগমনে কৃতজ্ঞতা জানাই । হ্যাঁ, এটাই বাস্তব! আজ একুশ শতকেও।

বৈশাখী শুভেচ্ছা আপনাকে । ভাল থাকা নিরন্তর ।

৯| ১১ ই মে, ২০১৮ রাত ৯:৪০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @কাওসার চৌধুরী,
দুঃখিত ভাই, আপনার যেই রকম পোস্ট? পড়লেই মন খারাপ হয়ে যায়।।:( তাই ব্লগে আসলে দুরে দুরে থাকি;)

১১ ই মে, ২০১৮ রাত ১১:০৮

পদাতিক চৌধুরি বলেছেন: বিষয়টি এবার পরিষ্কার হল আপনার না আসার কারনটি। দেখি আগামীকাল আহামরি কিছু না হলেও অন্য স্বাদের কোনও পোষ্ট দেওয়া যায় কিনা। চেষ্টায় থাকবো আপনাকে একটু হলেও ভাল লাগাতে।

১০| ১২ ই মে, ২০১৮ সকাল ১০:০৫

রাজীব নুর বলেছেন: হায় হায় কি পোষ্ট দিলেন??

এই আধুনিকে যুগে ।

১২ ই মে, ২০১৮ সকাল ১০:৩০

পদাতিক চৌধুরি বলেছেন: শুভ সকাল ছোট ভাই। হ্যাঁ, এটাই আধুনিকতার আরেক নাম। আগামীতে আরও এমন আধুনিকতার নমুনা তুলে ধরার চেষ্টা করবো। পাশে পাওয়া প্রার্থনীয়।

অনেক শুভ কামনা রইল।

১১| ১২ ই মে, ২০১৮ বিকাল ৩:১৬

খালেদা শাম্মী বলেছেন: শিরোনাম দেখেই চমকে উঠলাম। পড়ার পর আরেকবার।

১২ ই মে, ২০১৮ বিকাল ৪:৩৬

পদাতিক চৌধুরি বলেছেন: চমকানোর কিছু নেই। এর নাম ভারতবর্ষ। আজও যেখানে শুধুমাত্র সন্দেহের বশে ডাইনি অপবাদে পিটিয়ে হত্যা করা হয়। সেদিনের সেই কথা, সত্যি সেলুকাস কী বিচিত্র এই দেশ! আজও সমানে প্রযোজ্য।

অনেক অনেক শুভ কামনা আপু আপনাকে।

১২| ১৩ ই মে, ২০১৮ দুপুর ১:৪২

হাসান মাহবুব বলেছেন: চারশ বছর ধরে সেখানে সন্তানের জন্ম না হলে সেই গ্রামে মানুষ আছে কীভাবে? ওখানকার মেয়েরা সন্তান জন্ম দিতে অন্য কোথাও যায়?

১৩ ই মে, ২০১৮ দুপুর ২:০৩

পদাতিক চৌধুরি বলেছেন: ধন্যবাদ হাসান ভাই।

শুভ কামনা রইল।

১৩| ১৩ ই মে, ২০১৮ দুপুর ১:৪৩

হাসান মাহবুব বলেছেন: ওহ স্যরি, আপনি লিখেছেন আমার প্রশ্নের উত্তর। আমার আরো ভালোভাবে পড়া উচিত ছিলো। দুঃখিত।

১৩ ই মে, ২০১৮ দুপুর ২:০৪

পদাতিক চৌধুরি বলেছেন: নো সরি হাসান ভাই। ভুল হতেই পারে।

অনেক শুভেচ্ছা আপনাকে।

১৪| ১৩ ই মে, ২০১৮ বিকাল ৩:৩১

মোঃ মাইদুল সরকার বলেছেন:

সাহস করে যদি অনেকে এগিয়ে আসে তবে হয়তো আর এটা থাকবেনা।

আধুনিক যুগেও এমন ঘটনা। সত্যি অদ্ভুত।

১৫ ই মে, ২০১৮ রাত ১০:১৭

পদাতিক চৌধুরি বলেছেন: সরি, মাইদুল ভাই। বিশেষ কারনে আমি দুদিন নেট দুনিয়া থেকে বাইরে থাকতে বাধ্য ছিলাম। আপনার পাট ও মন্তব্যে কৃতজ্ঞতা জানাই । আর কাউকে এগিয়ে আসার আপাতত সম্ভাবনা দেখছি না। বিগত চার চারটি শতবছর তার প্রমাণ । তবে কথাই বলে সংস্কার মানুষই গড়ে আবার মানুষই তা ভাঙে। সেই আশাই আমি আপনি।

অনেক অনেক ভাল লাগা প্রিয় মাইদুল ভাইকে।

১৫| ১৩ ই মে, ২০১৮ রাত ৯:৪৩

সুমন কর বলেছেন: অবাক হবারই কথা !!

১৫ ই মে, ২০১৮ রাত ১০:২১

পদাতিক চৌধুরি বলেছেন: বিশেষ কারনে দুদিন নেট দুনিয়া থেকে বাইরে থাকাই যথা সময়ে উত্তর দিতে না পারায় দুঃখিত সুমনদা। হ্যাঁ, অবাক হবার মত ঘটনা বৈকি । আজ একবিংশ শতকে এমন চিন্তা সত্যই অভাবনীয়।

অনেক অনেক ভাল লাগা প্রিয় সুমনদাকে।

১৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৯

বলেছেন: শরীর কেমন আছে?

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৫

পদাতিক চৌধুরি বলেছেন: সুপ্রিয় লতিফভাই,

আপনার খোঁজ নেওয়াতে অত্যন্ত খুশি হলাম। তবে শরীর খারাপ হয়েছিল মানে বিড়ালের আচর খেয়ে আমার পুত্র শ্রন্থন যতনা কষ্ট পেয়েছে তার চেয়ে হাজার গুন বেশি কষ্ট পেয়েছে রেবিস ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়া থেকে পরের দিন পর্যন্ত।

গতকাল দ্বিতীয় ডোজ ছিল। কোনও অসুবিধা হয়নি। আগামী সোমবার পরবর্তী ডোজ। মোটের উপর এখন আর সমস্যা নেই।

অফুরান শুভেচ্ছা আপনাকে।

১৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০১

বলেছেন: দোয়া রইলো ,

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৩৪

পদাতিক চৌধুরি বলেছেন: শুভসকাল প্রিয় লতিফভাই,

উপরওয়ালা যেন আপনার দোয়া কবুল করেন। কৃতজ্ঞতা জানাই আপনাকে। পাশাপাশি আপনার জন্যও আমার দোয়া রইল।


অফুরান শুভেচ্ছা আপনাকে।

১৮| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১০

খায়রুল আহসান বলেছেন: এ যুগেও ভারতে এমন কুসংস্কারাচ্ছন্ন গ্রাম থাকতে পারে, ভাবতেও অবাক লাগে। তবুও, অবাক হলেও এটা তো সত্যই!
বিস্ময়কর বটেই!!

২৫ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০০

পদাতিক চৌধুরি বলেছেন: রেস্পেক্টেড স্যার,

পাঠ ও মন্তব্যে ধন্যবাদ। প্রদীপের নিচে অন্ধকার থাকার মতই এ কি বিংশ শতকের আধুনিক ভারতবর্ষ বলে যেটা দেখে আসছেন সেই ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে হাজারও কুসংস্কার আজও বিরাজমান। শুনলে হয়তো আশ্চর্য হবেন আজও ওখানে নরবলি প্রথা প্রচলিত আছে । ডাইনি সন্দেহে পিটিয়ে হত্যা, পরপর কয়েকটি কন্যা সন্তান হওয়ার জন্য মাকে পুড়িয়ে হত্যার মতো ঘটনাও এখনো আক ছার এখানে হচ্ছে। সরকারের পোলিও খাওয়ানোর কর্মসূচিকে লক্ষ্য করে একদল লোক এখনো রে রে করে তেড়ে আসে তাদের শিশু প্রজন্মকে সরকার কৌশলের বন্ধ্যত্বের দিকে ঠেলে দিচ্ছে অভিযোগ করে। কাজেই সেই কথাই বলতে হয় , সেই ট্রাডিশন সমানে চলেছে .....

বিনম্র শ্রদ্ধা ও শুভকামনা স্যার আপনাকে।

১৯| ১৭ ই জুলাই, ২০১৯ সকাল ৯:৩৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: শুভ সকাল ছোট ভাই। হ্যাঁ, এটাই আধুনিকতার আরেক নাম। আগামীতে আরও এমন আধুনিকতার নমুনা তুলে ধরার চেষ্টা করবো। পাশে পাওয়া প্রার্থনীয়।
অনেক শুভ কামনা রইল।

দাদা আমি পাশে আছি। থাকবো।

১৭ ই জুলাই, ২০১৯ দুপুর ২:৫২

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় ছোট ভাই,

সাম্প্রতিককালে পারিবারিক কারণে একটু বেশি ব্যস্ত থাকাতে ব্লগে তেমন সময় দিতে পারছি না। প্রিয় ছোট ভাইয়ের এভাবে পাশে পাওয়াতে আনন্দ পেলাম। ধন্যবাদ জানাই।

শুভকামনা ও ভালোবাসা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.