নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার নিরক্ষর কিন্তু বুদ্ধিমতী মায়ের কাছ থেকে এই শিক্ষাই পেয়েছিলাম,যথাযথ কর্তব্য পালন করেই উপযুক্ত অধিকার আদায় করা সম্ভব। - মহাত্মা গান্ধী

পদাতিক চৌধুরি

হাই,আমি পদাতিক চৌধুরী।পথেঘাটে ঘুরে বেড়াই।আগডুম বাগডুম লিখি। এমনই আগডুম বাগডুমের পরিচয় পেতে হলে আমার ব্লগে আপনাদেরকে স্বাগত।

পদাতিক চৌধুরি › বিস্তারিত পোস্টঃ

ব্রাজিল পরের পর্বে

০২ রা জুলাই, ২০১৮ রাত ৯:৫১


আজ ব্রাজিল ও মেক্সিকোর খেলা দেখে মন ভরে গেলো। অসম্ভব দৃষ্টি নন্দন ফুটবল উভয় দলই প্রদর্শন করলো। বল দখলে উভয় দল প্রায় সমান দক্ষতা দেখালেও মেক্সিকোর রক্ষন দুর্বল বলে মনে হল। তবে মাঝমাঠে উভয় দলকে ভরাট লাগলো।খেলা এখনও চলছে
আশাকরি ব্রাজিল পরবর্তী রাউন্ডে পৌছে যাবে।এখনও পর্যন্ত খেলার ফলাফল ব্রাজিল ২ মেক্সিকো ০। যদিও খেলার ফল শেষ পর্যন্ত অপরিবর্তীত থাকে।গোলদুটি করেন যথাক্রমে নেইমার ৫১, ও ফির্মিনো ৮৮মিনিটের মাথায়। কাজেই বলা যায় সম্বা ড্যান্স চলছে চলবে।

তবে আজ খেলার আগে মেক্সিকানদের জন্য ব্রাজিলের বেশ ভয় ছিল। গত ১৮ বছরে ব্রাজিলের বিরুদ্ধে সবচেয়ে ভালো রেকর্ড ফ্রান্সের। ৬ টা ম্যাচে ৩ টা জয়। তার পরেই ছিল মেক্সিকো । ১৪ টা ম্যাচে ৬ টা জয়। শেষ ৯ টার মধ্যে আবার ৬ টা জয় , ২ টা হার। তাছাড়া ব্রাজিলীয়নদের দেখে মেক্সিকানদের রক্ত গরম হয়ে ওঠে। যেটা টের পাওয়া গেছিলো লন্ডন অলিম্পিকের ফাইনালে। যেখানে মেক্সিকো সোনা জিতেছিল।

জার্মান ম্যাচ থেকে নজর কাড়ছেন মেক্সিকান গোলকিপার ওচোয়াও। গতকাল রাশিয়ার গোলকিপার দেখে তিনি বোধহয় উদ্দীপ্ত হতে পারেন। আজকের খেলাতে তার বহিপ্রকাশ দেখলাম । অন্তত আরোও দুটি দারুণ শর্ট তিনি সেভ করে দিয়েছেন। জার্মান ম্যাচেও তিনি নয়টি সেভ করেছিলেন।গতকাল এক প্রেস মিটে মেক্সিকান কোচ অসোরিও বলেন, তারা আক্রমণাত্মক খেলবেন। আমরা পিছনে লোক বাড়িয়ে অপেক্ষা করবোনা । চার - পাচজন অ্যাটাকার রাখবো উপরে। ব্রাজিলের অ্যাটাকারদের চাপে রাখতেই এই কৌশল। উল্লেখ্য আজ আমরা খেলাতেও এর ছাপ পেলাম। এখন প্রশ্ন অতিরিক্ত আক্রমণাত্ম হতে গিয়েই কী মেক্সিকো ডুবলো? যদিও তিনি ব্রাজিলকে সেরা টিম বলতে অস্বীকার করেননি ।

নেইমারের ডাইভ সম্পর্কে মেক্সিকান কোচ বলেছেন, ওর মেঝেতে ড্রপ খাওয়ার প্রচুর অভ্যাস আছে। ফাউলকে বেশি করে দেখাতে ও ওস্তাদ। বাস্তবে আজ আমরা নেইমারের এরকম অখেলোয়ারোচিত আচরণও লক্ষ্য করলাম। তিনি দলকে জেতালেন ঠিকই তবে মানুষ হিসাবে তিনি একেবারে সাধারন। অথচ আপনারা হয়তো অনেকেই ইতিমধ্যে লক্ষ্য করেছেন, গতকয়েকদিন আগে এমবাপ ঘোষোনা করেছিলেন, এবার বিশ্বকাপের প্রত্যেকটা ম্যাচ থেকে ওনার আয় ভারতীয় মুদ্রায় ২০ লক্ষ টাকা নিজে না নিয়ে দেশের হয়ে খেলার জন্য চ্যারিটেবল ট্রাস্টে দান করবেন বলে স্থির করেছেন। সুতরাং সবাই খেলোয়ার তবে তার মধ্যে থেকেও তাদের মনুষ্যত্বের পরিচয় মেলে।

মন্তব্য ৩৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০১৮ রাত ৯:৫৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: দাদা, আমিও দেখছি। দেখি কি হয়। তবে মনে হয় পেলে-র ছেলেরাই জিতবে।

০২ রা জুলাই, ২০১৮ রাত ১১:২১

পদাতিক চৌধুরি বলেছেন: ধন্যবাদ সাজ্জাদ ভাই, দুদলই ভালো খেলেছে। তবে ব্রাজিল মেক্সিকোকে ছাঁপিয়ে গেছে। যার ফলে ওরা পরের রাউন্ডে যাওয়ার সুয়োগ পেলো। আমরা আবার ব্রাজিলের খেলা দেখার সুযোগ পেলাম।

অনেক শুভ কামনা আপনাকে।

২| ০২ রা জুলাই, ২০১৮ রাত ৯:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: জিতে গেছে।

০২ রা জুলাই, ২০১৮ রাত ১১:২৩

পদাতিক চৌধুরি বলেছেন: সুপ্রিয় কবি ভাই,

ব্রাজিল জিতে গেছে। আমরা আনন্দিত । আরও ভালো খেলার আশায় রইলাম।


অনেক শুভেচ্ছা আপনাকে।

৩| ০২ রা জুলাই, ২০১৮ রাত ৯:৫৯

চাঁদগাজী বলেছেন:


২ দলেই ভালো খেলেছে; মেক্সিকো'র পক্ষ থেকে সঠিকভাবে সুট করা হয়নি, স্কোরারদের দুর্বলতা ধরা পড়েছে।

০২ রা জুলাই, ২০১৮ রাত ১১:৫৭

পদাতিক চৌধুরি বলেছেন: শ্রদ্ধেয়,

একেবারে ঠিক কথা বলেছেন। মেক্সিকোর ফিনিশারের অভাব চোখে পড়লো।হয়তো ওদের অনভিজ্ঞতা এর জন্য দায়ী । তাছাড়া ব্রাজীলকে সমঝে না চলে অতিমাত্রায় আক্রমাণাত্মক হওয়াও ওদের পতনের কারন বলে আমরা মনে হয়।


অনেক শ্রদ্ধা ও শুভ কামনা আপনাকে।

৪| ০২ রা জুলাই, ২০১৮ রাত ১০:১২

স্রাঞ্জি সে বলেছেন:

০২ রা জুলাই, ২০১৮ রাত ১১:৫৯

পদাতিক চৌধুরি বলেছেন: ধন্যবাদ।

৫| ০২ রা জুলাই, ২০১৮ রাত ১০:১৫

স্রাঞ্জি সে বলেছেন: দুঃখিত, আবার কমেন্ট করতে হচ্ছে।
কোয়ার্টারে জন্য শুভ কামনা।

০৩ রা জুলাই, ২০১৮ রাত ১২:০৫

পদাতিক চৌধুরি বলেছেন: সুপ্রিয় স্রাজ্ঞি ভাই,

প্রথম কমেন্টে বোধহয় একটা সমস্যা হয়েছিল। আপনি অনুমতি দিলে অবশ্য ডিলিট করে দেবো। হ্যাঁ, ভালো খেলা উপভোগ করলাম। সাম্বা ফুটবলের জন্য শুভ কামনা রইল।


অনেক অনেক শুভ কামনা আপনাকে।

৬| ০২ রা জুলাই, ২০১৮ রাত ১০:৩২

কাওসার চৌধুরী বলেছেন: দুই দল ভাল খেলেছে। তবে ব্রাজিল বেশি সুযোগে পেয়ে কাজে লাগিয়েছে। শুভ কামনা ব্রাজিলের জন্য।

০৩ রা জুলাই, ২০১৮ রাত ১২:১০

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় কাওসার ভাই,

দুটি দলই আজ ভালো খেলেছে। তবে মেক্সিকোর অতি অ্যাটাকিং ও ফিনিসারের অভাবটা চোখে পড়লো। সেইসঙ্গে ডিফেন্সও বেশ নড়বড়ে ঠেকলো। আমরা ব্রাজিলের কাছে আরোও দৃষ্টিনন্দন বা শৈল্পীক ফুটবল আশা করবো।


অনেক অনেক শুভ কামনা আপনাকে।

৭| ০২ রা জুলাই, ২০১৮ রাত ১০:৪১

রাকু হাসান বলেছেন: ভাবছিলাম .মেক্সিকো আরেকটু ভাল খেলবে ...স্কোর লাইন ২-১ ধরেছিলাম । শুভকামনা ব্রাজিল সমর্থকেদের জন্য । দেখা যাক প্রতিপক্ষ কে হচ্ছে ।

০৩ রা জুলাই, ২০১৮ রাত ১২:১৬

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় হাসান ভাই,

আপনার শুভ কামনা পাওয়ার লোভে এখন থেকে আমিও ব্রাজিলকে সাপোর্ট করবো। হি হি হি। তবে আজ কিন্তু গ্রুপের ম্যাচের চেয়ে ব্রাজিল ভালো খোলেছে। দেখাযাক, ওদের সম্পর্ক যে ধারনা ব্রাজিল প্রয়োজনের জন্য একটু একটু করে নিজেদের উন্মোচন করে ।

অনেক অনেক শুভ কামনা প্রিয় হাসানভাইকে।

৮| ০২ রা জুলাই, ২০১৮ রাত ১০:৫৪

শামচুল হক বলেছেন: সামনের খেলা দেখার সুযোগ হলো।

০৩ রা জুলাই, ২০১৮ রাত ১২:৫৬

পদাতিক চৌধুরি বলেছেন: হ্যাঁ, সহমত শামচুল ভাই। খেলাটা বেশ ভালো লাগলো।

শুভ কামনা জানবেন।

৯| ০২ রা জুলাই, ২০১৮ রাত ১১:১২

জগতারন বলেছেন:
খেলা দেখেছি;
ব্রাজিল ভালো খেলেছে।
তার পরেও কেমন যেন আমার ব্রাজিলিয়ানদের ভালো লাগে না।
আমি এখনও রোলানদোর চমৎকৃত খেলাতেই পরে আছি।

০৩ রা জুলাই, ২০১৮ রাত ১২:৫৯

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় জগতারন ভাই,

খুব ভালো কথা বলেছেন। তবে স্রেফ খেলা হিসাবে দেখুননা। তখন দেখবেন কোনও দল নয়, আপনি ভালো খেলিয়ে দলের পক্ষে। তবে রোনালদোর জন্য দুঃখিত। কিন্তু সত্যকে তো মানতেই হবে।

অনেক অনেক শুভেচ্ছা আপনাকে।

১০| ০২ রা জুলাই, ২০১৮ রাত ১১:১২

জগতারন বলেছেন:
খেলা দেখেছি;
ব্রাজিল ভালো খেলেছে।
তার পরেও কেমন যেন আমার ব্রাজিলিয়ানদের ভালো লাগে না।
আমি এখনও রোলানদোর চমৎকৃত খেলাতেই পরে আছি।

০৩ রা জুলাই, ২০১৮ রাত ১:০১

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় জগতারন ভাই

একই কথা দুবার হয়ে গেছে। আপনি অনুমতি দিলে অবশ্য ডিলিট করে দেবো


নিরন্তর শুভেচ্চা আপনাকে।

১১| ০২ রা জুলাই, ২০১৮ রাত ১১:১৩

তারেক_মাহমুদ বলেছেন: ইয়াহু জিতে গেছি

০৩ রা জুলাই, ২০১৮ রাত ১:০৩

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় তারেক ভাই,

শুধু শুধু ইয়াহু বললে আমরা খেলবোনা। মিষ্টি চাই, মিষ্টি। হা হা হা।

অনেক শুভ কামনা আপনাকে।

১২| ০২ রা জুলাই, ২০১৮ রাত ১১:২৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ব্রাজিল দলকে অভিনন্দন! তারা সত্যিই ভালো খেলেছে!

০৩ রা জুলাই, ২০১৮ রাত ১:১২

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় সম্রাট ভাই,

ঠিকই অভিনন্দন ব্রাজিলকে , তারা সুন্দর খেলে দলকে পরবর্তী রাউন্ডে নিয়ে গেছে। আমরা তাদের আরোও সুন্দর খেলার আশায় থাকলাম।


নিরন্তর শুভ কামনা আপনাকে।

১৩| ০২ রা জুলাই, ২০১৮ রাত ১১:৫৫

শাহরিয়ার কবীর বলেছেন: আজকে ব্যস্ততার কারণে খেলা দেখতে পারিনি।
:(


ব্রাজিল দলকে অভিনন্দন!

০৩ রা জুলাই, ২০১৮ রাত ১:১৫

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় কবীর ভাই,

আপনার জন্য আমার কষ্ট হচ্ছে। আমার দৃষ্টিতে এখনোও পর্যন্ত বিশ্বকাপের সেরা খেলা। ধন্যবাদ দেবো মেক্সিকোকে। তাঁরা যে রক্ষনাত্মক খেলে খেলাটাকে বোরিং করেনি - এটা একটা বড় ফ্যাক্টর।

শুভ কামনা জানবেন।

১৪| ০৩ রা জুলাই, ২০১৮ রাত ১:০৩

ঠাকুরমাহমুদ বলেছেন: প্রিয় পদাতিক চৌধুরী ভাই,
আমি গতবারের খেলা থেকে শুরু করে এবারের খেলা পর্যন্ত ফুটবলের উপর অনস্থা বোধ করছি, আমার কেনো জানি মনে হচ্ছে আমারা পাগল দর্শক টেলি ভিষনের টিআরপি বাড়াচ্ছি আর আরেক দল পাগল দর্শক গ্যালারীর সিট কিনে ফতুর হচ্ছে - পেছনে বড় রকমের জুয়া চলছে !!! তা না হলে খেলার মান আত্মঘাতী বা আত্মহননের মতো মনে হয় কেনো - বলতে পারেন খুদখুশী। মেক্সিকো শক্ত টিম তারা কি নিজ ইচ্ছেয় হেরে চলে গেলো - তাহলে কতো ডলার/পাউন্ড/ইয়োরো/রুবল এর বিনিময়ে ???

০৩ রা জুলাই, ২০১৮ রাত ১:২১

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় মাহমুদ ভাই,

আপনার সুন্দর মন্তব্যে প্রীত হলাম। সত্যিইতো আমরা ঘন্টার পর ঘন্টা যেভাবে টিভির সামনে সময় দিই তার কোনও মানে হয়না। কিন্তু তবুও আমরা সেটা করি একটু আনন্দ উপভোগের আশায়। আর পরের অংশের জন্য আমিও বহুবছর কোনও খেলা দেখতাম না। এবার অবশ্য পুত্রের জন্য একটুআধটু দেখছি বৈকি।


অনেক শুভ কামনা প্রিয় মাহমুদ ভাইকে

১৫| ০৩ রা জুলাই, ২০১৮ সকাল ১০:৪৪

রাজীব নুর বলেছেন: নেইমার রোহিঙ্গার নাম, নেইমার সত্যিকার অর্থে খেলোয়াড়? আপনারই বলুন (ব্রাজিল ভালো খেলছে)

০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ২:৩৮

পদাতিক চৌধুরি বলেছেন: সুপ্রিয় ছোটো ভাই,

তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি। আমি সেদিন তোমার ভাইপোকে সামলাতে পারছিলাম না। ওর কান্না দেখে আমিও আর্জেন্টিনার জন্য প্রচন্ড বেদনা অনুভব করেছিলাম। যাইহোক গতকাল ও আমার সঙ্গে বসে ব্রাজিলের খেলা দেখে মজা পেয়েছে। তার মধ্যে বার দুই জিজ্ঞেস করেছিলো, পাপা মেসিদের আর দেখতে পাবোনা। আমি যাই বলি না কেন। দেখলাম সেই মেসি মেসি করে গেলো। কাজেই কষ্ট হলেও কী আর করা যাবে। বাস্তবকে তো মানতেই হবে।

আর নেইমার প্রসঙ্গে পোষ্টে মেক্সিকান কোচের কথা লেখা আছে।আমরা গতকাল আবারও দেখেছি ওনার অভিনয় প্রতিভা। এব্যাপারে এমবাপকে আমার আদর্শ বলে মনে হয়। যেকথা পোষ্টে বলেছিও।

অনেক অনেক শুভ কামনা প্রিয় ছোটো ভাইকে ।

১৬| ০৩ রা জুলাই, ২০১৮ রাত ৯:০৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার রিভিউ।

০৩ রা জুলাই, ২০১৮ রাত ১১:৪৭

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় লিটন ভাই,

প্রথমে জানাই জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন। সঙ্গে রিভিউটি ভালো লেগেছে জেনে ধন্যবাদ জানাই ।

অনেক অনেক শুভ কামনা আপননাকে।

১৭| ০৬ ই জুলাই, ২০১৮ রাত ২:৫৮

ব্লগ মাস্টার বলেছেন: প্রিয় পদাতিক চৌধুরি ভাই সুন্দর রিভিউ হইছে।শুভকামনা থাকল।

০৬ ই জুলাই, ২০১৮ সকাল ৮:২৭

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় মাস্টার ভাই,

শুভ সকাল। ধন্যবাদ,আপনার পর্যবেক্ষনের। আজ আবার খেলা আছে। আসুন দুইভাই একসঙ্গে টিভির সামনে বসে থাকি। আপনি না আসা পর্যন্ত টিভি খুলবো না।
শুভ কামনা জানবেন।

১৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৯ বিকাল ৪:০৪

খায়রুল আহসান বলেছেন: খেলাটা দেখেছিলাম। খেলার পর্যালোচনাটা চমৎকার হয়েছে, তবে লেখাটা দুইবার এসেছে। অর্ধেক মুছে দিতে পারেন।
পোস্টে প্লাস + +

০৪ ঠা এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:১৪

পদাতিক চৌধুরি বলেছেন: রেস্পেক্টেড স্যার,

একইদিনে পরপর দুটি পোস্টে আপনার কমেন্ট পেয়ে ভীষণ আনন্দ পেলাম। পর্যালোচনাটি ভালো লাগাতে খুশি হলাম। আপনি বলার পরে দেখলাম যে লেখাটি দুবার হয়ে গেছে। তবে এখন ঠিক করে দিয়েছে। পোস্টটিতে like' করাতে ও ডাবল প্লাসে অনুপ্রেরণা পেলাম। কৃতজ্ঞতা জানাই আপনাকে।

বিনম্র শ্রদ্ধা ও শুভকামনা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.