নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাই,আমি পদাতিক চৌধুরী।পথেঘাটে ঘুরে বেড়াই।আগডুম বাগডুম লিখি। এমনই আগডুম বাগডুমের পরিচয় পেতে হলে আমার ব্লগে আপনাদেরকে স্বাগত।
খাওয়ার সময় পরিবর্তন করেও লাভ হলনা । সেই কবে বাড়ি যাওয়ার সময় শেফালীম্যাডামের সঙ্গে দেখা হয়েছিল। তাও প্রায় আট - দশদিন হয়ে গেছে । নিশ্চয় এতদিন স্কুলে চলেও এসেছেন । কিন্তু আমার সঙ্গে দেখা হচ্ছেনা । ধুস! যত্তসব আজেবাজে চিন্তা আরকি। কেন যে আমার মনের এই পরিবর্তন - সেটা ভেবে বেশ হতাশ হই । আগে তবুও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য একটু আধটু পড়াশোনা করতাম । কিন্তু এখন ওসব সম্পূর্ণ বন্ধ। সারাক্ষণ মাথার মধ্যে একটি চিন্তা যেন পাক খেয়ে চলেছে । আবার এটাও ভাবি বয়স তো আমার নেহাৎ কম নয় , এমন একটি চাকরি পেলাম যে বেকারদশা ঘুঁচলো না। অথচ এখানে এভাবে পড়ে থাকলে আমার বিকল্প জীবিকার অন্বেষণের উদ্যোম শেষ হয়ে যাবে - তা একপ্রকার নিশ্চিত । তার মধ্যে এসব বয়ঃসন্ধিকালের আচরণে নিজের কাছে নিজেকে যেন খুব ছোটো লাগছে । কিন্তু পরক্ষণেই একটি ভালোলাগার নেশা আমাকে পাগোল করে তোলে । স্বপ্নে বিভোর হয়ে যেতাম শেফালীম্যাডামের কথা ভাবতে ভাবতে । সম্বিত ফিরলে নিজের অসহায়ত্বের কথা ভেবে আরও অসহায় বোধ করতাম।।
সেদিন রাতে ডাইনিংরুমে বসে এরকম আনমনে ভাবতে ভাবতে কতক্ষণ পার হয়ে গেছিল ঠিক খেয়াল ছিল না । হঠাৎ সামনে পিঙ্ক কালারের দেওয়ালে বাংলা, ইংরেজির নানা রকম অক্ষরের পাশে নানান ফুল, বিভিন্ন রকম ছবির সঙ্গে কয়েকটা লাইনের একটু অন্যরকম লেখা চোখে পড়লো । বাংলাতে নয় কিন্তু তিন - চার লাইনের লেখাগুলির যে একটা অর্থ আছে সেটা অনুমান করতে অসুবিধা হল না । প্রতিবেশী রাজ্য উড়িষ্যা । আমি যে টুকু বুঝি লেখাটা উড়িয়া ভাষারও নয় । এলাকায় আদিবাসী সম্প্রদায়ের বেশ প্রভাব আছে । জনসংখ্যার একটি বিরাট অংশ আদিবাসী সম্প্রদায়ের । সামনে বসা একটি আদিবাসী ছাত্রকে ডেকে জিজ্ঞাসা করতে,
- না না! স্যার, আমি ওসব লিখিনি ।
- আমি তোমার লেখার কথা বলছিনা ,বাবা । আমার প্রশ্ন দেওয়ালে কী লেখা আছে সেটা তুমি বলতে পারবে কিনা ।
- না স্যার! আমি জানিনা ।
আমাদের কথোপকথনের সময় বেশ কয়েকজন নাইন / টেনের পড়ুয়া দাঁড়িয়ে দেখছিল । তাদের উদ্দেশ্য করে বললাম,
-তোমরা কেউ বলতে পারবে দেওয়ালে কী লেখা আছে? বা কোন ভাষায় লেখা আছে? ওদিক থেকে সমবেত কন্ঠে উত্তর এল,
- না স্যার, বলতে পারবোনা ।
একেএকে সব ছেলেরা চলে গেল । কয়েকজন সহকর্মীও এলেন । তবে দু- একটা কথা বলে ডিনার সেরে ওনারাও চলে গেলেন । আমি দেওয়ালের দিকে তাকিয়ে ভাবতে লাগলাম। বিভিন্নভাবে মেলানোর চেষ্টা করতে লাগলাম । এসব করতে গিয়ে বেশ রাত হয়ে গেল । অবশেষে এক সময় মনে অতৃপ্ত বাসানা নিয়ে রুমে চলে গেলাম । মনে মনে স্থির করলাম যে পরেরদিন আরও বেশি সংখ্যক ছাত্রদের জিজ্ঞেস করবো তারা কেউ লেখাটার কোনও সদুত্তর দিতে পারে কিনা।
যথারীতি পরেরদিন আগেভাগে ডাইনিংরুমে চলে এলাম । বসার সঙ্গে সঙ্গে ঘোমটাটানা মিলিদি একফালি পেঁয়াজ ও কাঁচালংকা যোগে সুন্দর করে ভাত সাজিয়ে নিয়ে এল । রমেনদাও যেন রেডি ছিল। প্রায় সঙ্গে সঙ্গে ডাল ও আলুপোস্ত থালায় দিয়ে গেল । খেতে খেতে রমেনদাকে দেওয়াল লিখনের দিকে আঙ্গুল দিয়ে দেখাতেই ,
-না মাস্টারদা , কে লিখেছে জানিনা ।
- আমি কে লিখেছে সেটা জানতে চাইছিনা । দেওয়ালে কোন ভাষায় লেখা আছে? কিমবা কি লেখা আছে - এটা যদি তুমি জানতে ।
- মাস্টারদা, আমি মূর্খ মানুষ। লেখাপড়া বেশি জানি না। ওসব বলতে পারবো না ।
এমন সময় কিছু ছেলে হাসি হাসি মুখে আমার পাশে এসে দাঁড়াতে, আমি জিজ্ঞেস করলাম,
-বাবুরা, তোমরা কেউ এই দেওয়াল লিখনটা আমাকে পড়ে দিতে পারবে?
- স্যার আপনি ডাইনিংহলেও পড়া ধরছেন?
-আরে বোকা ! আমি তোমাদের বই এর পড়া ধরছি নাকি? স্রেফ জানতে চাইছি তোমরা কেউ এই লেখা বা অক্ষরের সঙ্গে পরিচিত কিনা ।
- স্যরি স্যার ।
- ও.কে ।
হঠাৎওদের মধ্যে একজন বলে উঠলো ,
- স্যার লেখাটা অলচিকি ভাষাতে হতে পারে ।
পাশে আরেকটি আদিবাসী ছাত্র সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে জানালো ,
- একদম না । আমি অলচিকি ভাষা চিনি । এটা অন্য কোনও ভাষার হবে ।
যাইহোক আমার গোয়েন্দাগিরি এভাবে চলতে থাকে ।
এরমধ্যে একদিন সকালে গিয়ে দেখি দেওয়ালে ঐ লেখাগুলি নেই । ভাবলাম ছেলেরা কেউ মুছে দিয়েছে । আমিও হাঁফছেড়ে বাঁচলাম । পাশাপাশি একটু হতাশও লাগছে যে যেটাই হাত দিই সমাধান করতে পারিনা । কেবল নিরাশই আমার নিত্যসঙ্গী । উল্লেখ্য গতকয়েকদিনে দেওয়াল লিখন নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে শেফালীম্যাডামের কথা বেমালুম ভুলে গেছিলাম । আজ আবার ওনার কথা মনে পড়ছে। ইচ্ছা করে মনকে নিয়ন্ত্রণ করার আপ্রাণ চেষ্টা করলাম । যেন ওসব ভাবনা চিন্তা মনে না আসে । যে কারনে সেদিন দশ / বার মিনিটের মধ্যে খাওয়া শেষ করে যখন উঠবো, ঠিক তখন রমেনদা এগিয়ে এল,
- মাস্টারদা, এত দ্রুত খাওয়া শেষ করলেন । কোথাও যাবেন নাকি?
- না না। কোথায় আর যাবো । রুমে একটু কাজ আছে ।
- ও আচ্ছা । আপনার দ্রুত খাওয়া দেখে মনে হল যেন কোথাও যাবার জন্য তাড়াহুড়ো করছেন ।
- কেন? রমেনদা কিছু বলবে ?
- না, তেমন নয়। তবে..
- তুমি বলতে পারো ।
- না না,আপনি আসুন ।
আমি বিনিময়ে চওড়া হাসি দিয়ে রুমে ফিরে আসি ।
দুদিন পরে আবার দেওয়ালে অন্যরকম লেখা দেখলাম । না বুঝলেও আমি আগের লেখাগুলিকে এত বেশিবার দেখেছি যে আজকের লেখাগুলি যে আলাদা সে বিষয়ে আমি নিশ্চিত । দুদিন দেওয়াল পরিষ্কার থাকায় এ ধারনাও মাথায় এসেছিল যে ছেলেরা নিছক মজা করেই মোছেনি, আমার গোয়েন্দাগিরিতে দেওয়াল- লেখক সজাগ হয়ে লেখাগুলি মুছে ফেলেছে বলে ধারনা তৈরী হয়েছিল । আগেও বলেছি কোনও কিছু বার করতে না পেরে আমার আগ্রহেরও বেশ ভাটা পড়েছিল । কিন্তু আজ নুতন করে দেওয়াল লিখন দেখে আমার জানার আগ্রহ আরও বেড়ে গেল । দেওয়ালে যেটাই লেখা থাকুক - ওটা যে কাব্যিক বা কবিতা গোছের ; সে বিষয়ে আমার মনের ধারনাটা আরও বদ্ধমূল হলো।
চলবে.......
১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭
পদাতিক চৌধুরি বলেছেন: শ্রদ্ধেয় দাদা,
প্রথম কমেন্ট মানে আলাদা ভালো লাগা। সঙ্গে সুন্দর একটু গা ছম ছম অনুভূতিযুক্ত কমেন্টে আলাদা একটি অনুভূতি তৈরী হল। কমেন্টের প্রথম লাইন তুলে বলি, " মধ্য রাত। এক অন্ধ লোক অন্ধকার রাত্তিরে হাতে লন্ঠন নিয়ে রাস্তা দিয়ে হাঁটছিলেন। " হা হা হা। গল্পটা আমার পড়া নেই দাদা। তবে আপনার এটুকু অংশ থেকে মনে হতে পারে, এই আলো সভ্যতার আলো, জ্ঞানের আলো, পথভ্রষ্টের কাছে দিশারী । নাইবা থাকুক চোখ, কিন্তু উপরওয়ালা ওনার মন দিয়েছেন। যেটা দিয়ে উনি মধ্যরাতেও পথিকের আলো দেখাচ্ছেন।
জানিনা আপনি ঘটনাটা পোস্টে দেওয়াল লিখনকে মিন করতে চেয়েছেন কিনা। তবে সেটা যদি ধরে থাকেন তাহলেও একটা অর্থ আছে। সিক্রেটিস কোনও দিন কোনও প্রতিষ্ঠানে শিক্ষাদান করেননি। বাজার বা পথচলতি মানুষকে জ্ঞান বিতরণ করতেন। গল্পে দেওয়াল লেখকের উদ্দেশ্য সেরকম কিনা - জানতে আর একটু সময় নেব। আগমী পর্বে আশাকরি ধারনা কিছুটা পরিষ্কার হবে।
পোস্টটিকে লাইক দেওয়াতে অনুপ্রেরণা পেলাম। কৃতজ্ঞতা জানাই আপনাকে।
অনেক শুভেচ্ছা ও বিমুগ্ধতা আপনাকে ।
২| ১০ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৭
বাকপ্রবাস বলেছেন: রহস্যে ভালই মজা পাচ্ছি
১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫০
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় প্রবাসীভাই,
মজা পেয়েছেন জেনে আনন্দ পেলাম। ধন্যবাদ আপনাকে।
শুভকামনা নিয়েন ।
৩| ১০ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৪
আরোগ্য বলেছেন: এই পর্ব এত তাড়াতাড়ি আসবে ভাবিনি। ভালোই হলো। পদাতিক ভাই মিলিদির পরিচয়টা কিন্তু পেলাম না?
১০ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:০৬
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় আরোগ্যভাই,
বাসা বদলের একটি চিন্তা মাথায় আছে। সঙ্গে পূজোর ছুটিতে দিন সাতেকের জন্য বাইরে যাবো। কাজেই বেশকিছু দিন ব্লগে থাকতে পারবোনা । একারনে পরপর দুটি পোস্টদিয়ে আপনাদের কাছ থেকে একটু দূরে থাকবো।
আর পোস্ট নিয়ে বলি, গল্পটা একটু বড় হচ্ছে। পর্বাকারে দিচ্ছি ঠিকই, কিন্তু আবার সবাই এক এক করে চলে আসবে। দুশ্চিন্তা করবেননা। আপনার শেফালী ম্যাডামকেও যথাসময়ে পাবেন ।
শুভকামনা প্রিয় আরোগ্যভাইকে।
৪| ১০ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ! ভালবাসানুভবের মাঝে আবার রহস্যের গন্ধ!
বেশ বেশ!
কিরিটি রায় না মাসুদ রানা! দেখা যাক দাদা রহস্যের সমাধানে কি খুঁজে পান
জীবনের মতোই গল্পের বহুমাত্রিকতায় ভাল লাগছে।
চলুক সিরিজ - - -আপন মনে আপন গতিতে
+++
১০ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:১৪
পদাতিক চৌধুরি বলেছেন: শ্রদ্ধেয় কবিভাই,
আপনার সুন্দর কমেন্টে বিমুগ্ধতা জানাই । হ্যাঁ, আপনি ঠিক ধরেছেন। ভালবাসানুভবের মাঝে ছোট্ট একটু রহস্য। ♥♥
আর কিরিটি রায় বা মাসুদ রানা!!! ওরে বাবা!! পালাই তাহলে। আমার আর রক্ষে নেই। নতুবা পরে আবার মিস্টার হোমস্ চলে আসতে পারে।
গল্পের বহুমাত্রিক আপনার ভালো লাগছে জেনে মুগ্ধ হলাম।
সঙ্গে এত্তগুলি প্লাস ও লাইকে দারুণ অনুপ্রেরণা পেলাম। কৃতজ্ঞতা জানাই আপনাকে ।
অনিঃশেষ শুভকামনা আপনাকে ।
৫| ১০ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪১
নীলপরি বলেছেন: খুব সুন্দর হয়েছে এই পর্ব । একটা পর্ব মিস করে গেছি মনে হয় । পড়ে নেবো । ++
শুভকামনা
১০ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:১৯
পদাতিক চৌধুরি বলেছেন: আপুনির ছোট্ট আন্তরিক মন্তব্যে মুগ্ধ হলাম। পর্ব মিস হয়ে থাকলে সময় পেলে পড়লে আনন্দ পাবো। সঙ্গে প্লাস ও পোস্টটিকে লাইক করায় অনেক অনুপ্রেরণা পেলাম। কৃতজ্ঞতা জানাই আপুনিকে।
অফুরান শুভকামনা আপনাকে ।
৬| ১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৬
ফারিহা হোসেন প্রভা বলেছেন: সে যেন গোয়েন্দার কাজ করছে মনে হচ্ছে। পুরো দেয়ালে লিখনের ব্যাপারে জানার আগ্রহ কিন্তু আমাদেরও আছে। আর হ্যা অবশ্যই শেফালী ম্যাডামের কথাও। পরের পর্বের অপেক্ষায় রইলাম। শুভ কামনা।
১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৩
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় প্রভাআপুনি,
আপনার আন্তরিক মন্তব্যে মুগ্ধ হলাম। তবে দেওয়াল লিখনের পিছনে একটি কারন অবশ্যই আছে। আর সে পর্যন্ত আপুনিকে কষ্ট করে একটু অপেক্ষা করাবো যে। আর আপনাদের প্রিয় ম্যাডামকে ঠিক পাবেন যথাসময়ে। পরের পর্বে জুন আপুনির কথা মত একটু পড়াশোনা করাবো। তারপরে আপনার কথা রাখবো। ♥♥
অফুরান শুভকামনা জানবেন।
৭| ১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১৪
মাহের ইসলাম বলেছেন: একটু অবিচারের অভিযোগ করতে পারি ?
এভাবে অপেক্ষায় রাখা কি অবিচার নয় ?
১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:২০
পদাতিক চৌধুরি বলেছেন: সুপ্রিয় মাহেরভাই,
আমি সত্যই অপরাধ করেছি। ক্ষমা চাইছি। এবারটা মাফ করেদিন, প্লীজ। তবে অপরাধ যখন হয়েই গেছে তাহলে আর একটু সময় আমাকে দিন। পরের পর্বে কিছু একটা হবে। হা হা হা ♥♥
শুভকামনা আপনাকে ।
৮| ১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২১
লাবণ্য ২ বলেছেন: ভালো লাগল এই পর্বটা।এটা কি ধারাবাহিক উপন্যাস ভাইয়া।
১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:২৮
পদাতিক চৌধুরি বলেছেন: আপুনির আগমনে ভীষণ খুশি হয়েছি। আপনার ভালো লাগাতে ও পোস্টটিকে লাইক করাতে অনুপ্রেরণা পেলাম। কৃতজ্ঞতা জানাই আপুনিকে।
ব্লগে লেখার অভ্যাসে একটু লেখা- লেখি করি আরকি। গল্পটা একটু বড় হচ্ছে। উপন্যাস হলেতো বড় সাহিত্যিক হয়ে যাবো।ওরে বাবা!!
অনিঃশেষ শুভেচ্ছা আপনাকে ।
৯| ১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩১
রাজীব নুর বলেছেন: শেফালী ম্যাডাম দেখতে কার মতো ছিলেন?
মিলি দি!!! ছোটবেলা আমি একজনের কাছে পড়তাম তাম নাম ছিল মিলি। তারা যমজ দুই বোণ ছিলেন। তুলি, মিলি।
১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৩৬
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় ছোটোভাই,
ব্লগ ছেড়ে বেশকিছু দিন আমি থাকতে পারছিনা। শেষ পোস্টে ভায়ের একটি আবদার ছিল পরের পোস্ট দ্রুত দেওয়ার। আমি আমার ভায়ের কথা রেখেছি। তবে বেশি ব্যস্ততার কারনে প্রিয় জনের বহুপোস্টে কমেন্ট করে উঠতে পারিনি।
যাইহোক ভায়ের প্রশ্নের উত্তরে বলি , শেফালী ম্যাডামের চেহারাটা প্রিয়াঙ্কা চোপড়ার মত। ঠোটটা বেশ মোটা। আর মিলিদিতো ঘোমটার মধ্যে থাকে। তবে ভায়ের শৈশবের দুই দিদিমণির নামটিও বেশ ভালো। ♥♥
শুভকামনা রইল।
১০| ১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: গড়গড় করে পড়ে গেলাম। প্রাণবন্ত লেখা। আপনি কি ডাইরিতে লিখে রেখেছিলেন??
আপনার উজান হাওয়া' জাতীয় পর্ব কি শেষ হয়ে গেল?
১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৪৩
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় মন্ডলভাই,
উজান হাওয়া পড়ে শেষের দিকে পাঠকের প্রতিক্রিয়ার ভালো প্রতিক্রিয়া পাই নি। যে কারনে সাময়িক তুলে বর্তমান সিরিজটিকে আনা। তবে এই সিরিজে বিরক্তি এলে তখন আবার না হয় উজান হাওয়া নিয়ে আসবো।
আর গল্প লেখা সম্পর্কে ডায়েরীতে নয়, তবে খাতায় লিখে রাখি। সময়মত আপনাদের সামনে উপস্থাপন করি।
শুভকামনা রইল।
১১| ১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: মরীচিকাতে কত পর্ব থাকবে??
১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৪৮
পদাতিক চৌধুরি বলেছেন: আপনার প্রশ্নের উত্তরে বলি,
মরীচিকাতে অনেকগুলি প্রশ্ন আছে। নুতন নুতন ঘটনাগুলি সামনে আসছে। এরপরে একেএকে ওগুলির সমাধান হলে পর, গল্পও সমাপ্তির দিকে এগোবে। আর ততদিনে আপনার জন্যও আমি দেশী মোরগের ব্যবস্থা করতে পারছিনা। স্যরি, ডিম দিয়ে মন্ডলভাইকে আপ্যায়ন । ♥♥
১২| ১০ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:০৯
জুন বলেছেন: পড়লাম আপনি তো ক্লাশ বা ছাত্র ছাত্রী নিয়ে কিছুই বলছেন না পদাতিক চৌধুরি
সারাক্ষনই তো দেখি ডাইনিং রুমে
ঘটনা কি
+
১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৫৬
পদাতিক চৌধুরি বলেছেন: শ্রদ্ধেয়া আপুনি,
পিতৃসত্য পালনের জন্য রামচন্দ্র বনবাসে গেছিলেন, আর ভরত দাদার খড়ম সামনে রেখে চৌদ্দ বৎসর শাসন করেছিলেন। আচ্ছা বাস্তবে কি এসবের প্রয়োগ নেই??? গতপোস্টে আমার আপুনি আমাকে শেফালী বিশ্বাসকে চৌধুরী করার আজ্ঞা দিয়েছেন। আমি সেই আজ্ঞা পালনের লগে ডাইনিং রুমে দিদিমণির দেখা পাওয়ার আশায় ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করছি। আজ আবার আপুনি আমাকে পড়ানোর কথা বলছেন। আমি উপমহাদেশের চিরাচরিত ঐতিহ্যকে সম্মান করি। কাজেই আপুনির নির্দেশ পালন করতে আগামী পর্বে পড়াশোনার ওয়াদা করলাম। ♥♥
বিনম্র শ্রদ্ধা ও শুভকামনা আপুনিকে।
১৩| ১০ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:১৩
চাঁদগাজী বলেছেন:
দেয়ালের লেখা নিয়ে এই পর্ব শেষ হলো? নিয়তির লেখাও তো এত গুরুত্ব পাবার কথা নয়
১১ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:০০
পদাতিক চৌধুরি বলেছেন: শ্রদ্ধেয়,
দেওয়াল লেখার ভূমিকা মাত্র। পরের পর্বগুলিতে বিষয়টি আস্তে আস্তে উন্মোচন হবে বলে আশাকরি । সঙ্গে থাকবেন, প্লীজ ।
শুভেচ্ছা নিরন্তর ।
১৪| ১০ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:২৩
কাওসার চৌধুরী বলেছেন:
গুরু,
এবার তো পুরো পর্বটাই দেয়ালের অপরিচিত লেখাকে নিয়েই চললো। এজন্য রহস্যটা অবধারিতভাবে বেড়ে গেছে। আর ম্যাডামের ভাবনা একদম নেই তা বলা যাবে না। বরং অবচেতন মনে আরো গভীরবাবেই আছে। তবে এই লেখার সাথে প্রেমের সম্পর্ক আছে বলে আমার মনে হয়। না হলে এত বেশে গুরুত্বপূর্ণ হয়ে উঠত না!! খুব সুন্দর আর সাবলীল ভাবে কাহিনী এগিয়ে যাচ্ছে। মনে হচ্ছে কাহিনী আর অনেক বড় হবে। দেখা যাক আগামী পর্বগুলোতে কি হয়!! অপেক্ষায় রইলাম 'প্রিয় ভাই'।
শুভ রাত্রি, গুরু।
১১ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:০৮
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় গুরুদেব,
আপনার দূরদর্শিতার তারিফ করতেই হয়। আজও আপনি আগামী পর্বের বিষয় বস্তুর একটি রূপরেখা এঁকে দিলেন । হ্যাঁ, দেওয়াল লিখন নিয়ে একটু রহস্য তৈরী হয়েছে বৈকি। " ম্যাডামের ভাবনা একদম নেই তা বলা যাবে না। বরং অবচেতন মনে আরো গভীরবাবেই আছে। " একেবারে ঠিক কথা বলেছেন গুরুদেব । হা হা হা। ♥♥
আর কমেন্টের বাকি অংশের জন্য মুগ্ধতা । একটু কষ্ট দিয়ে টেনে নিয়ে যাবো পরের পর্বের জন্য।
অফুরান শুভকামনা গুরুদেবকেকে।
১৫| ১০ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৩৪
করুণাধারা বলেছেন: আগের পর্বগুলোর মতো এই পর্বও শেষ পর্যন্ত পড়ে গেলাম খুব আগ্রহ নিয়ে। এই পর্বে একটা জিনিস বুঝতে পারছি না- দেয়ালের লেখাগুলো মুছে ফেলা কি করে সম্ভব, দেয়াল তো ব্ল্যাকবোর্ড না! দেয়ালের দাগ দিলে সেটা তুলতে গেলে দেয়ালের রং সহ তুলতে হয়!
লিখতে থাকুন, অপেক্ষায় থাকলাম পরের পর্বের জন্য।
১১ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:১৮
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় আপুনিকে নিয়মিত পেয়ে ভীষণ আনন্দিত। আগের মত এই পর্বটিও আগ্রহ নিয়ে পড়েছেন জেনে খুশি হলাম। আপনার মনে প্রশ্ন দেখা দিয়েছে। শুধু স্কুল নয়, বাড়িতেও বাচ্চাকাচ্চা দেওয়ালে লেখার জন্য চক ব্যবহার করে। আপনি চক দিয়ে খুব সহজেই দেওয়ালে লিখতে পারবেন। মুছে ফেলাও তুলনায় সহজ। তবে পোড়া কাঠ বা কয়লা জাতীয় বস্তু দিয়ের দেওয়ালে হাবিজাবি লেখা সম্ভব। তবে এমন লেখাতে বাড়ি ওয়ালা রে রে করে ছুটে আসবেন। তুলনায় চক দিয়ে দেওয়াল লিখন অনেক নিরাপদ ।
অবশ্য ভেজা চকে লিখলে লেখকের খবর আছে। সেক্ষেত্রে তোলা খুব সহজ নয়,।
পরের পর্বে সঙ্গে আছেন জেনে মুগ্ধ হলাম। ধন্যবাদ আপনাকে।
অফুরান শুভেচ্ছা প্রিয় আপুনিকে।
১৬| ১০ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৯
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: বরাবরের মতো এবার ও নিবিষ্ট মনে পড়ে ফেললা। খুব ভালো লাগল। শুভ কামনা জানবেন
১১ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:২১
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় যুক্তি দাওভাই,
আপনার সুন্দর আন্তরিক মন্তব্যে মুগ্ধ হলাম। আপমার ভালো লাগাতে আমি আনন্দিত । ধন্যবাদ আপনাকে । আগামী পর্বেও পাশে থাকার আমন্ত্রণ জানালাম ।
শুভকামনয় প্রিয় যুক্তি দাওভাইকে।
১৭| ১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৪১
আখেনাটেন বলেছেন: জুন বলেছেন: পড়লাম আপনি তো ক্লাশ বা ছাত্র ছাত্রী নিয়ে কিছুই বলছেন না পদাতিক চৌধুরি :-*
সারাক্ষনই তো দেখি ডাইনিং রুমে
ঘটনা কি B ---- আমিও তাই বলি পদাতিক দা। ভাইজান কি ভোজনরসিক নাকি? হা হা হা।
বরাবরের মতোই ভালো লাগল। তবে অাগের পর্বগুলোর চেয়ে এটা কিছুটা শিথিল মনে হল। গল্প ঝুলে গেলে টেনে তোলা মুশকিল হবেক বলে দিলুম কিন্তু দাদা...।
১১ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৩৩
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় ফ্যারাওভাই,
আমি জুন আপুনির সত্য পালন করতে তিন বেলা খাওয়ার সময় ডাইনিং রুমে কাটিয়েছি । বিসয়টি বেশ সিক্রেট । তবে আপনাকে গোপনে বলছি, আপু একটি কাজ দিয়েছিল। বাকিটা বলতে লজ্জা লাগছে। তো সেটা করতে আমাকে ওখানে অতক্ষণ বসে থাকা। তবে আজ আপনি বা আপুনি আবার পড়ানোর কথা বললেন যখন, পরের পর্বে চক ডাস্টার নিয়ে ক্লাসে য়াবো। আর ওসব নৈব নৈব চ।
আজকের পর্ব আপনার শিথিল লাগলো শুনে খুশি হলাম। পরের পর্বেও যে পড়াশোনা। তাহলে তার পরের পর্বে আপ্রাণ চেষ্টা করবো। তবে প্লীজ সঙ্গে থসকবেন।
আর গল্প ঝুলে গেলে টেনে তোলা মুশকিল হবে বলে আশংকা করছেন। দোয়া করবেন যাতে না ঝোলে। আপনাদের ঐকান্তিক প্রচেষ্টই গল্পকে এহেন অবস্থা থেকে টেনে তুলতে পারে বলে আমার ধারনা।
সবশেষে অফুরান শুভেচ্ছা আপনাকে ।
১৮| ১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৬
রাকু হাসান বলেছেন:
যখন জমে উঠলো তখনই যেন শেষ হয়ে গেল ।
অলচিকি শব্দটা শুনা হয় হয়নি আগে । অপরিচিত । গুগল করে জানলাম সাঁওতালি লিপি কে অলচিকি বলে । অবশ্য সাঁওতালি শব্দটা পরিচিত । জানলাম ।
হাহাহাহা- -জুন আপু ও আখেনাটেন ভাইয়ার মন্তব্যে না হেসে পারলাম না ।
লিখতে থাক ভাই ,অারামছে পড়তে থাকি ।
১১ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৫০
পদাতিক চৌধুরি বলেছেন: স্নেহের রাকু,
তেমার কমেন্টটের উত্তর দিতে এত রাতে জাগা। হ্যাঁ, সবার সব সময় সব মনে থাকেনা বা জানাও থাকেনা। তুমি গুগুল মামার জন্য উত্তরটি জানতে পারলে। পরের পরের পর্বে আশাকরি তেমার এ সম্পর্কে আরও কিছু জানাতে পারবো । ♥♥
জুনআপুনি ও ফ্যারাওভায়ের মন্তব্যের জন্যা বিমুগ্ধতা । হা হা হা।
লেখা পড়তে তোমার ভালো লাগছে জেনে আমিও আমার ছোট্ট ভাইটির জন্য আনন্দিত ।
পোস্টটটিকে লাইক করায় অনুপ্রেরণা পেলাম। অনেক ধন্যবাদ তোমাকে।
অন্তরের ভালোবাসা ও শুভকামনা আমার ছোট্ট ভাইটিকে।
১৯| ১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:০৬
রাকু হাসান বলেছেন:
করুণাধারা --আপু মুছে ফেলা সম্ভব । মনে করুন আমি ভাঙ্গা ইন দিয়ে লিখলাম কিছূ একটা । সেটার উপর যদি হাবিজাবি আরও ঘন করে কেউ আঁকিবুকি করে মুছে যাবে সেই লেখা বা বুঝা যাবে না । লেখকেরও যুক্তি থাকার কথা । নিশ্চয় দিবেন ।
ভাইয়া---লেখাগুলো কে মুছে দিল এটা নিয়ে কথা বলছে পাঠক ,আমার সন্দেহের তীর মিলি নামক চরিত্রের দিকে যাচ্ছে । কেননা শেফালী মেম যদি লিখেই থাকে তাহলে অন্য কেউ মুছার কথা না । তিনি তখন স্কুলেও ছিলেনও না । তার লেখা অন্য কেউ মুছতে যাবে !! আমার মনে হয় লেখাগুলো লিখছে মিলি ,বিরুপ পরিস্থিতির কারণে লজ্জায় লেখাটা মুছেছে সেই মিলি । এই বিষয়টা এনে লেখক এই পর্বে প্রশ্ন ও আগ্রহ রেখে যেতে পেরেছেন দক্ষ হাতে । দেখা যাক গল্প কি বলে ........
১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩২
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় ছোট্টভাইটি আমার,
তুমি শ্রদ্ধেয়া করুণাধারা আপুর প্রশ্নের সুন্দর যুক্তিদিয়েছেন। ধন্যবাদ তোমাকে। আমিও একটা ব্যাখ্যা দিয়েছি। তুমি হয়তো দেখবে পরীক্ষার সময় পড়ুয়ারা দেওয়ালের অনেক উঁচুতে চক দিয়ে সুন্দর দেওয়াল লিখন করেন। দেওয়ালে কাঠপেন্সিল দিয়েও ভালো লেখা যায়।
দেওয়াল লিখন মোছার জন্য তুমি মিলিদির দিকে সন্দেহ করছে। ধন্যবাদ তোমাকে। পোস্টের পরবর্তী পর্ব কী হতে পারে সে সম্পর্কে পাঠকের এমন আগ্রহ লেখকের গতি বাড়াতে বাধ্য। ♥♥ তোমার ভাবনা চিন্তা চলতে থাকুক। আমার কথা আজ নয় বরং পরের পর্বের জন্য। হা হা হা
অনেক শুভকামনা ও ভালোবাসা আমার ছোটোভাইটিকে।
২০| ১১ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৫৯
রাকু হাসান বলেছেন:
তেমার কমেন্টটের উত্তর দিতে এত রাতে জাগা। ....ভাইয়া আমি এখনও আছি তোমার প্রতি উত্তর নিয়ে যাবার জন্য । বিশ্বাস ! কিভাবে মিলে গেল ! বাহ বাহ খুব ভালো লাগলো । আবারও করে ফেললাম মন্তব্য । এটার উত্তর পরেই দিও সমস্যা নেই । উপরের উত্তরটা নিয়ে ঘুমুতে যাব । বাধ্য হলাম তোমার প্রতি উত্তরে আবারও কমেন্ট করতে ।
ভালো থেকো সব সময় । প্রাণবন্ধ প্রতি উত্তর পেলাম । পোস্টের দেরিতে আসলাম আজ
ভালোবাসা রইল আমার শুভরাত্রি ।
১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০৬
পদাতিক চৌধুরি বলেছেন: স্নেহের রাকু,
তোমাকে যতবার দেখি ততবেশি মুগ্ধ হই। তোমার বাচনকৌশল বড়দের প্রতি সম্মানবোধ আমার অত্যন্ত পছন্দের। আমার ভালো লাগার। ♥♥। সত্যিকথা বলছি , কালকে বেশ চাপে ছিলাম। কিন্তু তোমাকে উত্তর দিতে আমাকে অতরাত জাগা। আমি আবার যেমন তেমন ভাবে উত্তর দেওয়ার বিরোধী । যাইহোক আমার ছোট্টভাইটির দাবি সবার আগে। কাজেই আমারও বিমুগ্ধতা । ♥♥
শুভকামনা তোমাকে।
২১| ১১ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:০৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আজকাল আর পড়ার সময় পাই না দাদা।
আজ আপনার পোস্টে এলাম।
কয়েক বার না পড়লে ঠিক মজা পাই না।
আবার পড়বো।
১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:০৪
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় সাজ্জাদভাই,
অনেকদিন পরে আপনাকে পেয়ে ভীষণ আনন্দ পেলাম। বুঝতে পারছি প্রচন্ত চাপে আছেন। আপনার পোস্টে করা আমার প্রতিমন্তব্য দেরীতে পাওয়াই সেটা অনুমান করেছি। আপনার ব্যস্ততার দ্রুত অবসান কামনা করি। ক্ষমা চাইছি যে দুর্বোধ্য লেখা একাধিক বার না পড়লে বোঝা যায়না। তবুও আপনারা যে অসুবিধা সত্ত্বেও পড়েন - এটাতেই মহাখুশি। ♥♥
শুভকামনা আপনাকে ।
২২| ১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:০৬
সূর্যালোক । বলেছেন: এই পর্বও খুব ভালো লাগলো । পরের পর্বে উত্তর পাব আশাকরি ।
১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:১৫
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় আপু,
পর্বটি আপনার ভালো লাগলো জেনে আনন্দিত হলাম। পরের পর্বে সঙ্গে আছেন জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে ।
শুভকামনা আপনাকে ।
২৩| ১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৯
কথার ফুলঝুরি! বলেছেন: এ দেখি একের পর এক সাসপেনশন । প্রথমে শেফালী ম্যাডাম, তারপর মিলিদি এখন আবার অজ্ঞাত দেয়াল লেখক/লেখিকা ।
হুম চলতে থাকুক গল্পের নায়ককেও শেফালী ম্যাডাম ভালো ভাবেই নাড়া দিচ্ছে
১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:২০
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় ছোটোবোন,
সুন্দর মন্তব্য । তবে একটু জাল বিস্তার হচ্ছে আরকি। এরপরে আবার জাল গোটাতে হবে, তখন দেখবেন সব সাসপেন্সনের অবসান ঘটবে। হা হা হা, গল্পের নায়ককে শেফালী ম্যাডাম ভালো ভাবে নাড়া দিচ্ছে। ♥♥
অফুরান শুভকামনা আমার বোনকে।
২৪| ১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৪২
মনিরা সুলতানা বলেছেন: আরেয়ে !!
এত সমাধানের আগেই নতুন আঙ্গিকে নতুন রহস্য; তবে লেখায় বড্ড কিপ্টেমি হচ্ছে কিছু মাস্টার মশাই !
যাই হোক অল্পে অল্পে বেশ জমে উঠেছে গল্প
১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:০১
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় আপুনি,
প্রতিমন্তব্যের আগে হা হা হা। হ্যাঁ আপু, অন্য একটি বিষয় চোখে পড়লো। যেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আপনি যখন কিপ্টেমির কথা বলছেন,ঠিক আছে পরেরদিন থেকে না হয় একটু বড় করবো। আর মাস্টারর মশাইরা চিরকাল কৃপণ। একথা সর্বজনবিদিত । কাজেই যদি সত্যিই একটু কৃপনতা করা হয়, তাহলে আমি বরং শ্লাঘা বোধ করছি। হা হা হা।
গল্পটি আপনার কাছে জমে উঠেছে মনে হওয়ায় আনন্দ পেলাম। পোস্টটিকে লাইক করায় পেলাম অনুপ্রেরণা। কৃতজ্ঞতা জানাই আপনাকে ।
শুভকামনা প্রিয় আপুনিকে।
২৫| ১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:০৯
নজসু বলেছেন: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক পড়ে কেমন যেন একটা অনুভূতি হয়েছিল।
জীবীকার তাগিদে লেখকের দূরদেশে গিয়ে চাকুরী।
নতুন পরিবেশে, নতুন নতুন মানুষের সাথে পরিচয়, বিচিত্র অভিজ্ঞতা লেখকের।
যদিও আরণ্যকের পরিবেশ সম্পূর্ণ আলাদা।
মরিচীকা-৪ পাঠে আমার আরণ্যকের চরিত্রগুলো চোখের সামনে ভেসে উঠছে।
আগ্রহ জাগিয়ে রাখলেন পর্ব-৩ এর থেকে বেশি।
১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৮
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় সুজনভাই,
আপনি যেভাবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যকের সঙ্গে যেভাবে প্রসঙ্গ টেনেছেন তাতে আমি ভয়ে শিটিয়ে গেলাম। কার সঙ্গে কার তুলনা। তবে পোস্টে বক্তার অবজারভেশনকে আপনি যেভাবে তুলে ধরলেন তাতে আমি মুগ্ধ হয়েছি। উল্লেখ্য পাঠকের এমন অনুভূতি লেখককে নিঃসন্দেহ এগিয়ে যেতে সাহায্য করে ।
আবার আরণ্যকের সঙ্গে মরীচিকা পর্ব - ৪ তুলনা টানায় লজ্জিত হলাম। ♥♥
পর্ব - ৩ র চেয়ে পর্ব - ৪ বেশি আগ্রহ জাগিয়ে রাখায় আপ্লুত হলাম। ধন্যবাদ আপনাকে ।
শুভকামনা জানবেন ।
২৬| ১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৫
মোস্তফা সোহেল বলেছেন: গল্প বেশ আগাচ্ছে তবে পাঠক হিসেবে মাঝে মাঝে মনে হয় সব এক পর্বে পেলে এক সাথে পড়ে মনের ক্ষুধা মেটাতে পারতাম।
তবে এক সাথে সব দিলে বড় গল্প মনে করে হয়তো এড়িয়েও যেতাম।
যাই হোক পরের পর্ব পড়ার অধীর অপেক্ষায় রইলাম।
১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩২
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় সোহেলভাই,
আপনার সুন্দর মন্তব্যে আনন্দ পেলাম। পাঠক হিসাবে একসঙ্গে পেলে মনের জিজ্ঞাসা নিবারণ করতে পারতেন ঠিকই, কিন্তু বড় গল্পের চেহারা দেখে বেশিরভাগ পাঠক ভয় পায়। যে কারনে আমার একাধিক পর্বে দেওয়া।
পরের পর্বের অপেক্ষায় আছেন জেনে খুশি হলাম। পোস্টটিকে লাইক করায় পেলাম অনেক অনুপ্রেরণা। কৃতজ্ঞতা জানাই আপনাকে ।
শুভকামনা জানবেন ।
২৭| ১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আস্তে আস্তে আরও বিচিত্র ঘটনা বুঝি ঘটবে।
বেশ ভাল। চলুক।
১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৬
পদাতিক চৌধুরি বলেছেন: হা হা হা, প্রিয় মাইদুলভাই তাহলে অনুমান করছেন যে বিচিত্র ঘটনা ঘটবে। তবে দেখি আগামীতে কতটা বিচিত্রতা আনতে পারি। প্লীজ সঙ্গে থাকবেন।
শুভকামনা আপনাকে ।
২৮| ১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০২
এ.এস বাশার বলেছেন: প্রিয় পদাতিক ভাই কাহিনী জমে উঠছে বেশ......
একের পর এক চমকের ঝলকানি......
পরের পর্বের অপেক্ষায় রইলাম.....
প্রীশু নিয়েন.....
১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪১
পদাতিক চৌধুরি বলেছেন: সুপ্রিয় বাশারভাই,
গল্প জমে উঠেছে শুনে খুশি হলাম। চমকের ঝলকানি খুঁজে পাওয়াতে ও পোস্টটিকে লাইক দেওয়াতে দারুণ অনুপ্রেরণা পেলাম। কৃতজ্ঞতা জানাই আপনাকে ।
আগামী পর্বের অপেক্ষায় আছেন জেনে আনন্দ পোলাম।
আপনার প্রীশু গ্রহণ করলাম। আপনাকেও জানাই আমার অন্তরের শুভেচ্ছা ও ভালোবাসা।
২৯| ১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৭
ঢাবিয়ান বলেছেন: একটি ঝিমিয়ে পড়েছে । আর কিছুটা একঘেয়ে ভাব এসে গেছে।
দেখা যাক সামনে কি হয়
১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪৫
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় ঢাবিয়ানভাই,
আপনার অকৃত্রিম প্রতিক্রিয়ায় খুশি হলাম। সামনের পর্বে চেষ্টা আপ্রাণ চেষ্টা করবো একঘেয়েমি কাটানোর। প্লীজ সঙ্গে থাকবেন।
অফুরান শুভকামনা জানবেন ।
৩০| ১১ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:১৩
ল বলেছেন: শব্দ নির্বাচন ও বাক্যের গাঁথুনি চমৎকার
সুনির্বাচিত শব্দের সুবিন্যস্ত করে লোকায়ত সমাজের পাশাপাশি ভদ্রসমাজে তা উপস্থাপন করেছেন এবং তা সহজতর করার পাশাপাশি সাধারণ সংসারী মানুষের প্রাত্যহিক জীবনের নানা চিত্র এবং -ভাবনার বিষয়ও স্থান পেয়েছে পাশাপাশি উপজাতীয় জনগোষ্ঠীসহ গ্রামকেন্দ্রিক বিভিন্ন পেশার মানুষের ভাবনা-চিন্তাকে নিবিড়ভাবে স্পর্শ করে /
পরের পর্বের অপেক্ষায় রইলাম
১১ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৪
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় লতিফভাই,
আপনার কাব্যিক মন্তব্যে একরাশ মুগ্ধতা । কিজানি কতটা তুলে ধরতে পেরেছি । ইতিমধ্যে কয়েকজনের কাছে আবার একঘেয়েমি লাগছে। আমি যে কারনে খুব শীঘ্রই এই সিরিজটি তুলে নেওয়ার মনস্থ করেছি। তবে আগামী পর্বে পাশে আছেন জেনে আনন্দ পেলাম । ধন্যবাদ আপনাকে ।
শুভকামনা জানবেন ।
৩১| ১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩৬
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: শেফালি মেডাম কি প্রেমে পড়েছে, ভালো এগিয়ে যান ভাই, ।।। সুন্দর লাগছে।
১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০২
পদাতিক চৌধুরি বলেছেন: আহা! প্রিয় মামুনভায়ের কাছ থেকে এমন আশ্বাস পেয়ে ভালো লাগছে । আগামীতে এভাবে পাশে পেয়ে আনন্দিত হলাম। অনেক ধন্যবাদ আপনাকে ।
শুভেচ্ছা নিয়েন ।
৩২| ১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১৪
মলাসইলমুইনা বলেছেন: এই পর্বটা ভালোই হয়েছে তবে মাস্টারস্ট্রোকের অপেক্ষায় রইলাম সামনের কোনো পর্বে । এখন পর্যন্ত আমার সবচেয়ে পছন্দের পর্বটা কিন্তু প্রথমটা । ভালো হচ্ছে । গল্পের মতোই হচ্ছে |মাত্রাতিরিক্ত ফ্যান্টাসিটা আপনি এড়িয়ে চলতে পারছেন দেখে ভালো লাগছে লেখা পড়তে খুব ।
১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৬
পদাতিক চৌধুরি বলেছেন: রেস্পেক্টেড স্যার,
আপনার পাঠ ও মন্তব্যে আনন্দ পেলাম। আপনি মাস্টারস্ট্রোকের অপেক্ষায় আছেন জেনে পুলকিত হলাম। পর্বগুলির মধ্যে প্রথমটা বেশি ভালো লাগাতে খুশি হলাম। ধন্যাবাদ আপনাকে । পাশাপাশি গল্পটি ফ্যান্টাসি মুক্ত মনে হওয়াতে অনুপ্রেরণা পেলাম। কৃতজ্ঞতা জানাই আপনাকে ।
বিনম্র শ্রদ্ধা ও শুভকামনা আপনাকে।
৩৩| ১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৫৯
নীল আকাশ বলেছেন: জুন বলেছেন: পড়লাম আপনি তো ক্লাশ বা ছাত্র ছাত্রী নিয়ে কিছুই বলছেন না পদাতিক চৌধুরি :-*
সারাক্ষনই তো দেখি ডাইনিং রুমে
ঘটনা কি B ---- আমিও তাই বলি পদাতিক দা। ভাইজান কি ভোজনরসিক নাকি? অথবা শেফালি ম্যাডাম কে খুজাখুজি.......হে হে বয়স বলে একটা কিছুতো আছে, তাইনা.......
১৬ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় নীলআকাভাই,
প্রচন্ড নেট প্রবলেমে ভুগছি। একটি কমেন্ট করতে অনেকক্ষণ সময় লাগছে। বিরক্তিকর অবস্থা। যে কারনে প্রতিমন্তব্য দিতে দেরী হওয়া।
পোস্ট প্রসঙ্গে বলি, ডাইনিংহলে যে মধু আছে। যার সন্ধানে ভ্রমর একটু ঘুরবে আরকি। ♥♥
পরের পর্বে আশাকরি আপনাদের কিছুটা আগ্রহ কমাতে পারবো। প্লীজ সঙ্গে থাকুন।
অফুরান শুভেচ্ছা ও ভালোবাসা জানবেন ।
৩৪| ১৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:০১
শিখা রহমান বলেছেন: পদাতিক বাপরে!! দিদিমনিদের বাদ দিয়ে এখন দেখি রহস্যময় দেয়াল লিখন!!
পরের পর্বটা এক্ষুনি পড়তে যাচ্ছি। দারুন হচ্ছে কিন্তু সিরিজটা। ব্লগে এখন পর্যন্ত এমন আগ্রহ আর ভালোলাগা নিয়ে কোন সিরিজ আমি পড়িনি।
১৬ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫২
পদাতিক চৌধুরি বলেছেন: শ্রদ্ধেয়া আপুনি ,
আপনার এমন মন্তব্য আমার কাছে পুরষ্কার স্বরূপ । যে মন্তব্যে অনেক অনুপ্রেরণা পেলাম। কৃতজ্ঞতা জানাই আপনাকে। আমি ইতিমধ্য পরের পর্বে আপনার কমেন্টের উত্তর দিয়েছি । ছুটি কাটিয়ে পরবর্তী পর্ব দেবো। আশাকরি এভাবে আপনাকে পাশে পাবো।
আপনার সিরিজটি ভালো লাগছে জেনে ভীষণ আনন্দিত হলাম। ধন্যবাদ আপনাকে ।
বিনম্র শ্রদ্ধা ও শুভকামনা প্রিয় আপুনিকে।
৩৫| ২৩ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৫
প্রামানিক বলেছেন: এ পর্বও ভালো লাগল। ধন্যবাদ পদাতিক দা
২৩ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০৭
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় প্রামানিক ভাই,
একটু আগে মরীচিকার ষষ্ঠ পর্ব এ আপনার কমেন্টের প্রতি মন্তব্য করে এলাম। পরপর তিনটি পর্ব পড়েই মন্তব্য করে ফেললেন ।ধন্যবাদ আপনাকে ।
শুভকামনা ও ভালোবাসা জানবেন।
৩৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫২
ফয়সাল রকি বলেছেন: কোথায় ভাবলাম, বিশ্বাস দিদিমণির দেখা মিলবে, তা তো নয় উল্টো আবার দেয়াল লিখন শুরু হলো!
ভালো কথা, এই দেয়াল লেখা নিয়েই কি আগের শিরোনামটা দিয়েছিলেন, যা প্রথম পর্বে বলেছেন?
২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১৮
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় রকিভাই,
পাঠ ও মন্তব্যে ধন্যবাদ। সর্বশেষ পোস্টে আপনাকে অনুরোধ করেছিলাম যদি সময় পান তাহলে পূর্বের পোস্ট গুলি পড়ার। আপনি দেখছি আজকেই পড়া শুরু করেছেন। ভীষণ খুশি হলাম আপনার এমন মন্তব্যে । হ্যাঁ , ঠিকই ধরেছেন । দেওয়াল লিখন নিয়েই শিরোনামটি দেওয়া। আমি নোটিফিকেশন ধরে ধরে যাচ্ছি, আপনি যেগুলোর মন্তব্য করে এসেছেন সেইগুলোর প্রতিমন্তব্য করতে। তবে কিঞ্চিত অভিমান থেকে গেল আপনার হাতে এখনো পর্যন্ত কোন লাইক না পাওয়াতে .... হা হা হা।
শুভকামনা ও ভালোবাসা জানবেন।
৩৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২৮
ফয়সাল রকি বলেছেন: অবশ্যই লাইক.... লাইক না হলে কি আর ১ থেকে ৫ পর্যন্ত পড়ছি নাকি!
++++++++++++++++++++
২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩১
পদাতিক চৌধুরি বলেছেন: হা হা হা হা হা হা হা হা হা ...
অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা আপনাকে ।
৩৮| ১৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৬
মুক্তা নীল বলেছেন: দাদা, দেয়ালের লিখন আপনাকে শেফালিদির কথা ভুলিয়ে দেয়, দেয়ালের রহস্যটা কি?আমারও জানতে ইচ্ছে করছে।।
প্রেমে ভেজাল নেই তো? পরের পর্বে যাচ্ছি।
১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:০৮
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় মুক্তাআপু,
সময় করে পুরনো পোস্টগুলো পাঠ করে ও সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।আমি ইতিপূর্বে আপনার পরবর্তী কমেন্টের প্রতিমন্তব্য দিয়েছি। কাজেই অনেক উত্তর ওখানে পেয়েছেন আশা করি।
পোস্টটিতে like' করাতে অনেক অনুপ্রেরণা পেলাম ; কৃতজ্ঞতা জানাই আপনাকে।
শুভকামনা ও ভালোবাসা জানবেন ।
৩৯| ১৮ ই মার্চ, ২০১৯ রাত ১২:৪৫
মাহমুদুর রহমান বলেছেন: একজন মানুষ যখন কারও প্রেমে পড়ে তখন সব সময় ঐ মানুষটাকে নিয়ে ভাবতে থাকে,মনের মাঝে বুনতে শুরু হয় নতুন নতুন স্বপ্নজাল।নানান ধরনের বিষয়বস্তুর মাঝে নিজেকে আবিষ্কার করতে চায়।কখনও কখনও সফল হয় কখনওবা বিফল।
১৯ শে মার্চ, ২০১৯ রাত ৮:১৪
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় মাহমুদুরভাই,
আপনার সুন্দর আন্তরিক মন্তব্যে প্রীত হলাম । সহমত আপনার সঙ্গে যে,
" একজন মানুষ যখন কারও প্রেমে পড়ে তখন সব সময় ওই মানুষটাকে নিয়ে ভাবতে থাকে , মনের মাঝে বুনতে শুরু হয় নতুন নতুন স্বপ্নজাল । নানান ধরনের বিষয়বস্তুর মাঝে নিজেকে আবিষ্কার করতে চায় । কখনও কখনও সফল হয় কখনও বা বিফল । "
আত্মোপলব্ধি মূলক মন্তব্যে মুগ্ধতা ।
শুভকামনা ও ভালোবাসা জানবেন।
৪০| ২২ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:১৪
খায়রুল আহসান বলেছেন: দেয়াল লিখন গল্পে নতুন মাত্রা যোগ করেছে। আমার সন্দেহের তিরটা মিলি সর্দারের দিকেই ছুটছে।
গল্পে ভাল লাগা +
২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৮:৪৯
পদাতিক চৌধুরি বলেছেন: রেস্পেক্টেড স্যার,
এই পর্বের মূল থিমটি আপনার ছোট্ট মন্তব্য ধরা পড়েছে। এখন দেখার আগামীতে আপনার অনুমান মতো মিলিদির দিকে সন্দেহটি কতটা সার্থকতা পায়। আপনার এমনই অন্বেষণকারী মন্তব্যের অপেক্ষায় রইলাম।
পোস্টে লাইক দিয়ে অনুপ্রাণিত করার জন্য কৃতজ্ঞতা জানাই স্যার আপনাকে।
বিনম্র শ্রদ্ধা ও শুভকামনা জানবেন।
©somewhere in net ltd.
১| ১০ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০৪
রূপক বিধৌত সাধু বলেছেন: মধ্য রাত। এক অন্ধ লোক অন্ধকার রাত্তিরে হাতে লন্ঠন নিয়ে রাস্তা দিয়ে হাঁটছিলেন।" এরকম একটা গল্প কোন একটা ইংরেজি ক্লাসে পড়িয়েছিলাম। অনেকদিন পর হঠাৎ খেয়াল হয়েছিলো, গল্পটা অনুবাদ করবো। কিন্তু মনে করতে পারলাম না কোন ক্লাসে পড়িয়েছি। এত খুঁজলাম, পেলাম না কিছুতেই।
দেয়াল লিখনের ব্যাপারটা নিয়ে খুঁতখুঁতানি রয়ে গেল। পরের পর্বের অপেক্ষায় রইলাম।