নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার নিরক্ষর কিন্তু বুদ্ধিমতী মায়ের কাছ থেকে এই শিক্ষাই পেয়েছিলাম,যথাযথ কর্তব্য পালন করেই উপযুক্ত অধিকার আদায় করা সম্ভব। - মহাত্মা গান্ধী

পদাতিক চৌধুরি

হাই,আমি পদাতিক চৌধুরী।পথেঘাটে ঘুরে বেড়াই।আগডুম বাগডুম লিখি। এমনই আগডুম বাগডুমের পরিচয় পেতে হলে আমার ব্লগে আপনাদেরকে স্বাগত।

পদাতিক চৌধুরি › বিস্তারিত পোস্টঃ

43 তম কলকাতা বইমেলার কয়েকটি খন্ড চিত্র ( ছবি ব্লগ )

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৪৫



এবারের বইমেলা থেকে প্রথম কেনা হুমায়ূন আহমেদের এই গ্রন্থটি।

অন্যান্য কেনা বইগুলি হলো-


সুচিত্রা ভট্টাচার্যের উপন্যাস সমগ্র চারটির মধ্যে দুটি ক্রয় করেছি।





লেখিকার অটোগ্রাফ নেওয়ার সুযোগটি অবশ্য হাতছাড়া করেনি।



মেলায় বাংলাদেশ স্টলে থেকে কোন ব্লগারের বই না পেয়ে একমাত্র নাম জানা গোলাম রাব্বানীর একটি বই ক্রয় করলাম ।



কবি রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহের কাব্য গ্রন্থটি।

এবার মেলার অন্যান্য দিক ,







প্রায় চার ঘণ্টা বাংলাদেশে কাটানোর পর প্রতিবেশী অন্যান্য দেশগুলোতেও একটু ঢু মারলাম











মন্তব্য ৮২ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৮২) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৫৫

রাজীব নুর বলেছেন: ছবি দেখতে দেখতে ঘাড় ব্যথা হয়ে গে দাদা।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:০০

পদাতিক চৌধুরি বলেছেন: হা হা হা আমি একমাত্র ঘাড় কাত করা ছবি দিতে পারি ...

প্রথম কমেন্টে অনেক ভালোলাগা প্রিয় ছোট ভাইকে।


অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো।

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৫৬

রাজীব নুর বলেছেন: দাদা একটা অনুরোধ হুমায়ূন আহমেদ শেষ করার পর একটা রিভিউ দিবেন। প্লীজ।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:০৫

পদাতিক চৌধুরি বলেছেন: আবার মন্তব্যের জন্য ভীষণ খুশি হলাম । আবারো ধন্যবাদ ছোটভাইকে। তবে এটা হুমায়ূন আহমেদের প্রথম সিরিজ। কাজেই সবটা না পারলেও যতগুলো শেষ করব ভাইয়ের অনুরোধ রক্ষার্থে একটি করে রিভিউ দেবো।

ভালোবাসা সতত।

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:০৩

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: পদাতিক,

আপনার পোস্ট পেয়ে খুশি হলাম। ভালো থাকবেন।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:০৮

পদাতিক চৌধুরি বলেছেন: ছবি পোস্টে ভেবেছিলাম কোন পাঠক পাবো না ; তবে দর্শক পাবো। কাজেই 'দর্শকের প্রতিক্রিয়া' পেয়ে আনন্দ পেলাম। মন্ডল ভাইকে মাঝে মাঝে এমন দর্শক হিসেবে পাওয়ার বাসনা যে থেকেই যায়।

অনিঃশেষ শুভেচ্ছা ও ভালোবাসা জানবেন।

৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:০৫

আখেনাটেন বলেছেন: উলটৎকার থুক্কু চমৎকার। :D

বাংলাদেশের বইয়ের কাটতি কেমন এবার পদাতিক দা?

কতটি দেশ অংশ নিয়েছে?

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:২৫

পদাতিক চৌধুরি বলেছেন: আপনার থুক্কু উলটৎকারে মুগ্ধ হলাম। বাংলাদেশ স্টলে প্রচুর লোক সমাগম দেখলাম। এ পড়ে হুমায়ুন আহমেদের কদর অত্যন্ত বেশি। হিমু সিরিজের চাহিদাটি চোখে পড়ার মতো। কলেজ পড়ুয়া বহু ছেলে মেয়েকে দেখলাম হিমু নিয়ে ঘাটাঘাটি করতেও। ইমদাদুল হক মিলনের বই ঘাঁটাঘাঁটি করাটাও চোখে পড়ল ।তবে আমাদের পরিচিত কোন ব্লগারের বই খোঁজ করে না পাওয়ায় আমি অত্যন্ত হতাশ।
বহু স্টলে এখনো ক্যাডলক এসে পৌঁছায়নি। সদ্য প্রকাশিত বই সম্পর্কেও তাদের কোনো ধারণা নেই। ফলে স্টল থেকে পাঠকদের হতাশ হয়ে ফিরে আসা ছাড়া অন্য কোন উপায় নেই। নিধিরাম সর্দারের মত এই বাংলাদেশ স্টলের অবস্থা।

শুভকামনা ও ভালোবাসা প্রিয় ভাইকে।

৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৪৯

চাঁদগাজী বলেছেন:


ওপার বাংলার জনপ্রিয় ব্লগের নাম কি?

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:০০

পদাতিক চৌধুরি বলেছেন: শুভ সকাল শ্রদ্ধেয় মান্যবরেষু,

এপারে বাংলায় কোন ব্লগ নেই। তবে হিন্দিতে ব্লগ আছে; অমিতাভ বচ্চন নিজেও লিখেন। এগুলো সব ব্যক্তিগত ব্লগ । পাশাপাশি ব্লগের মত আরেকটি ফরমাট আছে- প্রতিলিপি। ভারতের সব রাজ্যের প্রায় প্রত্যেকটি ভাষার পৃথক পৃথক প্রতিলিপি আছে। আমি বাংলা প্রতিলিপিতে এখনো পর্যন্ত পাঁচটি গল্প দিয়েছি। কিন্তু সরাসরি মিথস্ক্রিয়ার যে সুযোগ ব্লগে আছে, ওখানে সেটি নেই।যে কারণে আগ্রহ হারিয়ে ফেলেছি প্রতিলিপিতে গল্প লেখার।

শ্রদ্ধা ও শুভকামনা আপনাকে ।

৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৫২

সনেট কবি বলেছেন: চমৎকার পোষ্ট।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:০২

পদাতিক চৌধুরি বলেছেন: শ্রদ্ধেয় কবিভাই,

পাশে থাকার জন্য ধন্যবাদ। লাইক দেওয়াতে অনুপ্রাণিত হলাম; কৃতজ্ঞতা জানাই আপনাকে।

বিনম্র শ্রদ্ধা ও শুভকামনা জানবেন।

৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৪৯

আরোগ্য বলেছেন: ধুর কতো দেরি হয়ে গেল। একটু পর পর এসে মরীচিকার লোগো চেক করি কিন্তু ছবি ব্লগ দেখে আমি বুঝতেই পারিনি আমার ভাইটির পোস্ট। :P

এতোগুলো বই কিভাবে পড়বে? আমি তো গতবার একটা সিরাত কিনেছিলাম এখনও শেষ করিনি। তবে আমার ছোট ভাই খুব বই পড়ে।

এবার অবশ্য একাধিক কিনার ইচ্ছা আছে। কোন এক শুক্রবারে যাবো ইনশাআল্লাহ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫২

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় ছোট্ট আরোগ্য,

দেরিতে আসার জন্য তুমি যেমন তোমার উপর বিরক্ত ,আমিও তেমনি বিলম্বিত উত্তর দেওয়ার জন্য নিজের উপর অত্যন্ত হতাশ । হঠাৎ একটি বাড়তি কাজ এসে পড়ায় আজ সারা দিন প্রচন্ড ব্যস্ত ছিলাম।
হ্যাঁ এতগুলো বই কি করে পড়বে ? তোমার মত এই সমস্যা আমারও । আপাতত নিয়ে তো রাখি, সময়-সুযোগমতো ' প্রথমা ' যতগুলো হয় শেষ করার প্লান আছে। আর সুচিত্রা ভট্টাচার্য সংকলন নিয়েছি তোমার ভাবীর জন্য । 28 তারিখে ম্যারেজ এনিভার্সারি উপলক্ষ করে।

গত বছর বই মেলা থেকে তোমার কেনা বই গুলো এখনো পড়া হয়নি- আশা করি এই বছর দ্রুত শেষ করে ফেলবে। ছোট ভাই গল্প করতে ভালোবাসে জেনে খুশি হলাম। আমি ওপারে গেলে ওর জন্য একটা স্পেশাল বই নিয়ে যাব।
এবারও মেলা থেকে প্রচুর বই কেনার প্ল্যান কোরেছো ; আশা করি সব গুলো না পেলেও অনেকগুলোই কিনতে পারবে। অত্যন্ত আনন্দের সঙ্গে বইমেলা উপভোগ করো।

বিমুগ্ধ ভালোবাসা ও শুভকামনা স্নেহের আরোগ্যকে।


৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৫৬

বলেছেন: ওপার বাংলার জনপ্রিয় লেখকের নাম কি?

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৩

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় লতিফভাই,

বিলম্বিত উত্তর দেওয়ার জন্য দুঃখিত। আসলে ভালো লাগাটা একটা আপেক্ষিক ব্যাপার । ব্যক্তি বিশেষে যেটা ভিন্ন হতে বাধ্য। আমার নিজের যেমন ভালো লাগে সমরেশ মজুমদারকে। হুমায়ূন আহমেদের সঙ্গে পরিচয় ছিল না । এবার ওনার প্রথম' নিলাম । দু-একদিনের মধ্যে পড়া শুরু করব আশা করছি।

শুভকামনা ও ভালোবাসা সতত।

৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৯

মা.হাসান বলেছেন: 'মরীচিকা' যে সত্যিই মরীচিকা হয়ে গেল!
১০ তারিখ পর্যন্ত মেলা, ছুটি ছিল, ইচ্ছেও ছিল, কিন্তু শরীর বাধ সেধেছে। আপনার কল্যানে মেলা দেখা হলো। অনেক ধন্যবাদ। অটোগ্রাফের কল্যানে আপনার কেতাবী নামটাও জানা হলো।
ভালো থাকবেন।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫০

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় মা. হাসানভাই,

মরীচিকা নিয়ে অন্য একটি ভাবনা মাথায় আছে। যে কারণে আপাতত একটু সময় নিচ্ছি। দুঃখিত যে মেলার মধ্যে আপনার ছুটি আছে অথচ মরীচিকার নতুন পর্ব পোস্ট না করতে পারার জন্য। আপনার শরীর খারাপ শুনে কষ্ট পেলাম। উপরওয়ালার কাছে প্রার্থনা করি যেন দ্রুত আরোগ্য লাভ করতে পারেন।

সবশেষে কেতাবি নামের জন্য হা হা হা ...

আপনার শুভাশিস গ্রহণ করলাম। আপনার জন্যও রইল আমার অফুরান শুভেচ্ছা ও ভালোবাসা।

১০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:২৫

হাবিব বলেছেন:




ইশরে........
হতে চেয়েছিলাম ১, হলাম ডাবল ১, মানে১১

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৬

পদাতিক চৌধুরি বলেছেন: হা হা হা .....আপনি মাত্র 10 নম্বরে কমেন্ট করাতে যতটা দুঃখ প্রকাশ করলেন আমিও তার চেয়ে অধিক দুঃখ প্রকাশ করছি দেরিতে উত্তর দেওয়ার কারণে । ইসরে ! ....…
পোস্টে লাইক করাতে অনুপ্রেরণা পেলাম ; কৃতজ্ঞতা জানাই আপনাকে।

আপনার ও আপনার পরিবারের উপর কল্যান বর্ষিত হোক।

১১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৭

আরোগ্য বলেছেন: আরে প্রিয় ভাইটি হতাশ হবে কেন? আমি তো জানি এই বছর তুমি খুব ব্যস্ত।

বাহবা আমার ভাইটি গল্পকার আর ভাবী গল্প পড়তে পছন্দ করে, এতো সোনায় সোহাগা বলতে হবে।

২৮ তারিখে বিবাহবার্ষিকী। বেশ তো চেষ্টা করবো সবার আগে উইশ করার ইনশাআল্লাহ। তা কত বছর হবে এবার?

সিফাতের জন্য বই আনবে জেনে খুবই খুশি হলাম। আমার জন্যও কিছু একটা নিয়ে এসো বলে দিলাম। আর হ্যা ও কিন্তু পিচ্চি না ঢাবিতে তৃতীয় বর্ষে পড়ে।

সব সময় সবাইকে নিয়ে আরোগ্য ও হাসিখুশি থাকো।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪৯

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় ছোট্ট আরোগ্য ,

আবার কমেন্টে আসাতে অত্যন্ত আনন্দ পেলাম।
আহা! ভারি চমৎকার কথা। ভাইয়া গল্পকার আর ভাবি গল্প পড়তে পছন্দ করে। ভাবি গল্প পড়তে পছন্দ করে - এটা যতটা ধ্রুব সত্য ; ঠিক ততটা ধ্রুব সত্য ভাইয়া হাতুড়ে গল্পকার । হা হা হা হা।
২০০৯ সালের ২৮ ফেব্রুয়ারি আমরা বিয়ে করেছিলাম। তুমি আগাম উইশ করবে জেনে তোমাকেও আগাম ধন্যবাদ জানিয়ে রাখলাম।
ভাগ্যিস ! তুমি বললে যে সিফাত পিচ্চি নয়, থার্ড ইয়ারে পড়ে। বেশ ! দুজনের জন্যই সারপ্রাইজ থাকবে। বাকিটা সময় বলবে।

সকলকে নিয়ে সকলের মত হয়ে ভালো থেকো ।

১২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৯

বলেছেন: মহাদেব সাহা, সমরেশ মজুমদার, অনুরদ্ধি রায়,পদাতিক চৌধুরী ওপার বংলার এসব লেখকদের আমার ভালো লাগে দাদা ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৫৮

পদাতিক চৌধুরি বলেছেন: লজ্জা ! লজ্জা ! লজ্জা ! এ আপনি কি করলেন !!!! আপনার ভালো লাগা সাহিত্যিকদের প্রতি রইলো আমার সশ্রদ্ধ প্রণাম। কিন্তু স্রেফ আবেগের বশে ব্লগের মত এরকম একটা মুক্তমঞ্চে একাসনে নিজের নাম লেখাতে অত্যন্ত লজ্জা বোধ করছি। যুক্তির খাতিরে বলি উনারা সহস্র মাইল এগিয়ে গেছেন ; আর আমার হলো সবে পথ চলা। কাজেই আসমান- জমিন ফারাক। দুই একটা গল্প লিখি ঠিকই । তাই বলে এভাবে পোলাডারে সমাজ বহির্ভূত করবেন না ; প্লিজ!

ব্লগে আপনি আমায় ভালবাসেন - এটাই আমার গ্রেট পুরস্কার।

অফুরান শুভেচ্ছা ও ভালবাসা আপনাকেও।

১৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:২৯

আর্কিওপটেরিক্স বলেছেন: চমৎকার একটা পোস্ট :)

ধন্যবাদ পদাতিক ভাই.....

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০২

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় আর্কিওপটেরিক্সভাই,

আমার অত্যন্ত সাধারণ মানের একটি ছবি ব্লগ আপনার চমৎকৃত মনে হওয়াতে ও পোস্টটি লাইক করাতে অনেক অনেক অনুপ্রেরণা পেলাম ; কৃতজ্ঞতা জানাই আপনাকে।

বিমুগ্ধ ভালোবাসা ও শুভকামনা জানবেন।

১৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৫৮

তারেক_মাহমুদ বলেছেন: আপনার কল্যাণে কলকাতার বইমেলা দেখা হল

আমিতো জানতাম লিলিয়ান আপু বই কলকাতার বইমেলায় পাওয়া যায়।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৪৬

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় তারেকভাই,

কলকাতা বইমেলা আমার সৌজন্যে দেখতে পেয়েছেন জেনে আনন্দ পেলাম। তবে নুরুন নাহার লিলিয়ান আপুর বই আমি পাইনি । জানিনা উনি অন্য নামে লেখেন কিনা। উল্টে এখানে যে যেসব পাবলিশার্স এসেছেন ওনারা ব্লগলেখক সম্পর্কে শুনে এমন একটা তুচ্ছ তাচ্ছিল্য করলেন যেন মনে হল ব্লগ বা ব্লগ লেখক সম্পর্কে কিছু ইতিপূর্বে শোনেননি বা খবরই রাখেন না। যে কারণেই একজন তো বলেই দিলেন প্রতিষ্ঠিত না হলে তাদের বই এ পারে আসে না।


শুভকামনা ও ভালোবাসার প্রিয় তারেকভাইকে।


১৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩৬

তারেক ফাহিম বলেছেন: আপনার বই কেনা দেখে অনেকে প্রানিত হবে।

আমি একসাথে গল্পের বই একের অধিক কিনতাম না, এবার যাওয়া হলে তার বিপরীত ঘটবে।

ছবিগুলো দেখতে দেখতে রাজীব ভাই'র ন্যায় আমারও একই হাল :D

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:০০

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় ফাহিমভাই,

বই কেনা দেখে যদি কারোর বই কিনতে ইচ্ছে হয় - এটা তাহলে বিরাট আনন্দের বিষয়। বই কেনা আমার হবি। ছাত্রাবস্থায় যারা বই কিন্তু তাদের দেখে নিজের খুব কষ্ট হত। যে কারণে সারা বছর ধরে আমি বই কিনি। তবে মেলার সময় বইতে তুলনামূলকভাবে ছাড় কম দেওয়ায় বছরের অন্য সময়ে বই কালেকশন করি। এর মধ্যে আনন্দ পাবলিশার্স দেয় সবচাইতে কম ছাড়।
আপনি মেলায় গিয়ে চিরাচরিত ঐতিহ্যবিরোধী একটি গল্প বই না কিনে আঘাত বই কিনবেন। কেউ জানতে না পারলেও আপনার বইয়ের লিস্ট দেখার অপেক্ষায় রইলাম।

শুভকামনা ও ভালোবাসা প্রিয় ফাহিমভাইকে।


১৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৪২

মনিরা সুলতানা বলেছেন: কী বলেন ! আমাদের দুজন ব্লগার এখন কলকাতার বই মেলাতে আছে !

আপনার বই এর কালেকশন ভালো লাগলো।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:১৫

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় আপুনি,

অবশেষে আপনাকে পেয়ে আনন্দ পেলাম। এখন পর্যন্ত আপনার কমেন্ট আমার কোন পোস্ট মিস যায়নি। সে দিক থেকে আপনার আগমন আমার কাছে এতটাই কাঙ্ক্ষিত আরকি। তবে একটা জিনিসের এই প্রথম মিস করলাম ....
না ! আপুনি কলকাতার বই মেলাতে বাংলাদেশ স্টলে আমি গতকাল দীর্ঘ সময় ছিলাম । তার মধ্যে কোন ব্লগার লেখককে তো পাইনি এমনকি কোন পাবলিশার্সও লেখকের এর সন্ধান দিতে পারল না। একমাত্র হাতে গরম পাওয়া শাহনাজ ইয়াসমিন ছাড়া কাউকে চোখে পড়েনি বা সন্ধান পাইনি। বইটার প্রচ্ছদ ভালো লাগাতে একটু উল্টাতেই দেখি ভদ্রমহিলা উঠে দাঁড়িয়ে নিজের পরিচয় দিলেন। আমি বইটি নেয়ার আগ্রহ প্রকাশ করতেই উনি একটি অটোগ্রাফ দিলেন এবং সঙ্গে একটি ফটোও তুলে নিলেন।

তবে আপুনি আপনার পরিচিত দুজন ব্লগার যারা কলকাতায় আছেন , দয়া করে যদি নির্দিষ্টভাবে পাবলিশার্স এর নাম উল্লেখ করেন তাহলে সামনের দুই একদিনের মধ্যে আর একবার ঘুরে আসবো।

আমার এবারের কালেকশন আপনার ভালো লাগাতে , মুগ্ধ হলাম। ধন্যবাদ আপনাকে।


বিনম্র শ্রদ্ধা ও শুভকামনা জানবেন।

১৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:১৩

মুক্তা নীল বলেছেন: দাদা, ভীষন ভালোলাগা রইলো আপনার বইমেলায় গিয়ে আনন্দটা আমাদের সাথে ভাগ করে দিলেন। প্রানখোলা আর প্রানবন্ত মন আপনার।
শ্রদ্ধা জানবেন আমার।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:২৪

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় মুক্তাআপু,

যাদের কমেন্ট না পেলে পোস্টটি অসম্পূর্ণ লাগে, আমার কাছে আপনি তাদেরই একজন। আপনার এমন প্রাণখোলা আন্তরিক মন্তব্যের জন্য আপনি আমার হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছেন। হ্যাঁ ঠিকই ধরেছেন ; বইমেলার আনন্দটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমি যারপরনাই আনন্দিত। পাশাপাশি আপনারাও খুশি হয়েছেন জেনে আমার পোস্টটি সার্থক বলে মনে করছি ।
পোস্টটিকে লাইক করাতে অনেক অনুপ্রেরণা পেলাম ; কৃতজ্ঞতা জানাই আপনাকে।


বিমুগ্ধ ভালোবাসা ও শুভকামনা আপনাকেও।


১৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:১৮

নতুন নকিব বলেছেন:



মেলায় না গিয়েও আপনার পোস্ট দর্শনে কলকাতা বই মেলার অনেক কিছুই জানার সুযোগ হলো। ওপার বাংলায় গমনের ইচ্ছে জাগে মাঝে মাঝে। কোনো এক দিন ঠিকই এসে যাবো ইনশাআল্লাহ।

অনেক অনেক কৃতজ্ঞতা এবং আন্তরিক শুভকামনা আপনার জন্য। +++

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৪৯

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় নকিবভাই,

আপনার কলকাতার আসো আগমনের অপেক্ষায় থাকলাম। তবে এত দিন যখন আসতে পারেননি 2019 সালটাকে একটু অপেক্ষা করতেই বলবো। 2020 শুরুতে চলে আসুন; প্লীজ !
পোস্ট থেকে কলকাতা বইমেলা সম্পর্কে যে আপনি কিছু জেনেছেন শুনে ভীষণ খুশি হলাম । তবে আমি খুব হতাশ হয়েছি বাংলাদেশ স্টলে ব্লগারদের বই না পাওয়াতে। সবচেয়ে বেশি খোঁজ করেছিলাম শ্রদ্ধেয় খাইরুল আহসান স্যারের বইকে।

পোস্টটিকে লাইক করাতে ও সঙ্গে এতগুলো প্লাসে দারুন অনুপ্রেরণা পেলাম ; কৃতজ্ঞতা জানাই আপনাকে।

শুভকামনা ও ভালোবাসার প্রিয় নকিবভাইকে।

১৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:২৮

পবন সরকার বলেছেন: এমন পোষ্টের জন্য অসংখ্য ধন্যবাদ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৫২

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় পবনদাদা,

পোস্টটি আপনার ভালো লাগাতে আনন্দ পেলাম । ধন্যবাদ আপনাকে ।

শুভকামনা ও ভালোবাসা জানবেন।

২০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৪৮

নীল আকাশ বলেছেন: শুভ রাত্রী প্রিয় দাদা,
আপনার কল্যানে কলিকাতার বইমেলা নিয়ে ছবিগুলি দেখতে পেলাম, অসংখ্য ধন্যবাদ সেই জন্য। বইমেলাটা কলিকাতার কোথায় হচ্ছে? ৯ নাম্বার ছবির জায়গাটা পরিচিত মনে হচ্ছে। ভিক্টোরিয়া পার্ক নাকি?

আপনার একটা মন্তব্যে খুব অবাক হলাম! কোন ব্লগ নেই বাংলা ভাষায়! কলিকাতায় লোকজন কেন যেন বাংলাকে আজকাল নেগলেক্ট করে! বেশ কয়েকবার এখানে গিয়েছি আর ঘুরাঘুরি করেছি। রাস্তাঘাটে বেশিরভাগই দেখি হিন্দিতে কথা বলে! অথচ এখানেই নজরুল আর রবীন্দ্রনাথ ছিলেন! সময় সবকিছু কত দ্রুতই না পালটে দেয়!

সমরেশ মজুমদার আমার খুব প্রিয় একজন লেখক! তবে হুমায়ুন আহমেদ জেনুইন ক্লাস! আমার গুরু উনি। কেন যেন লিখতে গেলেই উনার ধাচটা মাথায় চলে আসে.....

ঢাকার বই মেলায় এবার যাব। বেশ কিছু প্রিয় ব্লগার বই বের করেছেন। সেগুলি কিনব।

মরীচিকা সিরিজ বন্ধ কেন? মাঝে কয়েকবার ঢু মেরে গেলাম, ১৫ এর পরে কিছু নেই!

ভালো থাকুন সব সময়।
আপনার এবং আপনার পরিবারের সবার জন্য মন থেকে শুভ কামনা রইল!



০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৫

পদাতিক চৌধুরি বলেছেন: শুভসকাল প্রিয় নীল আজাশভাই,

গতরাতে আপনার কমেন্ট দেখেছিলাম । কিন্তু আপনি এমন একটি বিষয় নিয়ে মন্তব্য করেছেন যে ঠিকমতো উত্তর করার জন্যই সময় নেওয়া।
ন নম্বর ছবিটা আপনার পরিচিত মনে হওয়াতে আশাহত হলাম। এমন ছবি যে হৃদয়ের গহীনে ঢুকে আছে ; তাকে আপনি চেনা চেনা লাগছে বলেন কি করে ! হা হা হা .....
হ্যাঁ ! কলকাতার রাস্তাঘাটে হিন্দি বলা ও কথা শোনার সংখ্যাটা অত্যন্ত বেশি। আবার বিশ্ববিদ্যালয় চত্বরে ইংরেজি পড়ুয়া বা বলার সংখ্যাটা অনেকটা বেশি। যেখানে বাংলায় কথা বলার সংখ্যাটা নিতান্তই সংখ্যালঘিষ্ঠতে পরিণত হয়েছে। পাশাপাশি বাংলায় কথা বলাদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক বলেও মনে হয়। এরূপ অস্তিত্বহীনতার সংকটে আমি নিজেও ভুগেছি । যে কারণে আপনার কলকাতাতে এরূপ অভিজ্ঞতার জন্য সহমত পোষন করলাম।
আপনি দুঃখিত হলেও এটাই সত্য যে কলকাতায় কোন বাংলা ব্লগ নেই। ফেসবুকে বেশ কিছু লেখালেখি হয়। কিছু গ্রুপ আছে আর আছে প্রতিলিপি নামে একটি অ্যাপস। প্রত্যেকটি রাজ্যের ভাষার সঙ্গে প্রতিলিপি আছে। আপনি হয়তো ইতিপূর্বে লক্ষ্য করেছেন গত এক বছরে আমি মাত্র 5 টি পোস্ট করেছি প্রতিলিপিতে। কিন্তু খুব একটা আগ্রহ পাই নি। যেখানে ব্লগটা আমার কাছে অত্যন্ত আকর্ষণীয় বলে মনে হয়।
সমসাময়িক লেখকদের মধ্যে সমরেশ মজুমদার আমার হটফেভারিট। হুমায়ূন আহমেদ সম্পর্কে আমার কোন অভিজ্ঞতা নেই । চলমান বইমেলা থেকে ওনার 'প্রথম ' সংকলনটি সংগ্রহ করেছি । হিমু সিরিজটি খুব শীঘ্রই কেনার ইচ্ছা আছে।

ব্যক্তিগত ব্যস্ততার কারণে মরীচিকার পরবর্তী পর্ব দিতে দেরি হচ্ছে। আশা করি বরাবরের মতো আপনাকে পাশে পাব।

আপনিও একুশে বইমেলা থেকে আপনার পছন্দের বইগুলো কিনবেন আশা করি । সেগুলো আমাকে দেখাবেন। অপেক্ষায় রইলাম।

শুভকামনা ও ভালোবাসা সতত।

২১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৫২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৭

পদাতিক চৌধুরি বলেছেন: শুভ সকাল প্রিয় কবিভাই,
সাধারন একটি ছবি ব্লগ আপনার সুন্দর মনে হওয়াতে ও লাইক করাতে অনেক অনুপ্রেরণা পেলাম। কৃতজ্ঞতা জানাই আপনাকে।

অনিঃশেষ শুভেচ্ছা ও ভালোবাসা জানবেন।

২২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৩৩

সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১৫

পদাতিক চৌধুরি বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।

শুভকামনা ও ভালোবাসা জানবেন।

২৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:২৪

নজসু বলেছেন:




হুমায়ূন আহমেদ মানেই আমার কাছে আলাদা কিছু।
শাহনাজ ইয়াসমিন এবং গোলাম রব্বানীর বই কখনও পড়া হয়নি।
সুচিত্রা, রুদ্রের বেশ কিছু বই পড়া আছে।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৩

পদাতিক চৌধুরি বলেছেন: শুভসকাল প্রিয় নজসুভাই,

অবশেষে আপনাকে পেয়ে আনন্দ পেলাম।
হ্যাঁ ! সহমত আপনার সঙ্গে যে হুমায়ূন আহমেদ একজন দিকপাল ; বাংলা সাহিত্যের একজন কিংবদন্তি সাহিত্যিক। এবারেই ওনার প্রথম সংকলন ' প্রথম ' সংগ্রহ করলাম। পাশাপাশি সুচিত্রা ভট্টাচার্য সম্পর্কে নতুন করে কিছু বলার নেই । দুটো উপন্যাস উপন্যাসিক শেষ করে যেতে পারেননি। ইচ্ছা আছে ওনার অসমাপ্ত উপন্যাস দুটির সংগ্রহ করার।
বাংলাদেশ স্টলের ব্লগারদের বই পাইনি।একমাত্র নামে পরিচিত গোলাম রব্বানীর বইটি সংগ্রহ করেছি। ২০১৭ সালে ঢাকা বইমেলায় বেস্ট সেলার খেতাব পেয়েছিল ' আর্তনাদ'। লেখকের দাবি অনুযায়ী।
কবি রুদ্রের কবিতা আমার আগে পড়া আছে। তবে সম্পাদনাকারে গুটি কয়েক। বইমেলাতে উনার কাব্য সমগ্রের দাম দেখে হোচৎ খেলাম। যে কারণে একটি কাব্যগ্রন্থ নিয়ে সন্তুষ্ঠ হলাম।
পোস্টটিকে লাইক করাতে অনেক অনুপ্রেরণা পেলাম। কৃতজ্ঞতা রইল।

শুভকামনা ও ভালোবাসা প্রিয় নজসুভাইকে।

২৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৬

রাকু হাসান বলেছেন:

খুব সুন্দর ও পরিপাঠী লাগছে সব কিছু । অনেকটা সময় বইমেলায় থাকলে । বাঙালি স্টলে বিশেষ করে অনেকটা সময় । আছ কেমন ভাইয়া ? আগেই পোস্ট টি দেখেছিলাম কিন্তু মন্তব্য রাখা হয়নি ।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৭

পদাতিক চৌধুরি বলেছেন: স্নেহের রাকু,

আশা করি ভালো আছো। আমরাও উপরওয়ালা কৃপায় ভালো আছি। আমি ছবি বিষয়ে খুবই দুর্বল। যে কারনে ফটোগুলো সব এলোমেলো হয়ে আছে। কিন্তু এমন ছবিও যে তোমার ভালো লেগেছে জেনে আনন্দ পেলাম। হ্যাঁ ! সেদিন বইমেলায় অনেকক্ষণ ছিলাম। তারমধ্যে প্রায় চার ঘণ্টা সময়ই তো বাংলাদেশ স্টলে লেগেছিল । এরপরে যখন বের হই তখন সন্ধ্যা হবো হবো। আর সেই সময়কার ফটোগুলি এতটা অন্ধকারময় । নেপাল , ভুটান ,শ্রীলংকার স্টলের দিকে যাওয়ার সময় হয়ে ওঠেনি। আনন্দ'তে বিরাট বড় লাইন দিতে হয়েছিল। কমপক্ষে আধ ঘণ্টা লাইন দিয়ে আনন্দ পাবলিশার্সে ঢুকতে পেরেছিলাম। দেব সাহিত্য কুটিরে একটু যাওয়ার ইচ্ছা ছিল । কিন্তু সময়ের অভাবে সেদিন আর হয়ে ওঠে নি। এতক্ষণ দাঁড়িয়ে ঘুরে ঘুরে মারাত্মক কোমরের ব্যথা শুরু হয়ে গেছিল। পরের দিকে যে কারণে আর মেলায় ঘুরতে ভালো লাগছিল না। ব্যাকপ্যাকও সম্পূর্ণ ভর্তি হয়ে গেছিল । ফেরার ট্রেনে আবার দেখলাম বামফ্রন্টের ব্রিগেড ফেরত জনগণ। এবার বুঝতে পারছ ফেরার সময় ভারী ব্যাগ নিয়ে ভির ট্রেনে কিভাবে বাড়িতে এলাম। হা হা হা ...

অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা তোমাকে।



২৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৪০

অপু দ্যা গ্রেট বলেছেন:



প্রিয় প্রিয়

সত্যি বলতে সুযোগ থাকলে চলে যেতাম । কিন্তু আন্তর্জাতিক পরিমন্ডল সেটা হতে দিতে চায় না । সার্কের মধ্যেও যদি ইউরোপিও সিস্টেম থাকত তবে ভাল হতো । আশা করি এটা খুব শীঘ্রই হবে ।

আমি যদি দিনে একবার আসি তবে আপনার ব্লগ চেক করে যাই ।

বইয়ের প্রতি আমার ভালবাসা পরিমাপ করতে পারবেন না । আপনার বই গুলো দারুন হয়েছে ।

ভাল থাকবেন । পারলে বই গুলো পার্সেল করে পাঠিয়ে দিন । ;) ;)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:২২

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় অপুভাই ,

আজ বহুবার লগইন করেছে কমেন্টের উত্তর দেওয়ার জন্য। কিন্তু প্রত্যেকবারই একটা একটা বাধা এসেছে । যে কারণে সর্টকাট প্রতি মন্তব্য করেই ছাড়ার প্লান নিয়েছি। আপনার আবেগ মন্ডিত কমেন্টের জন্য অনেক ধন্যবাদ। কিন্তু বাস্তবে সত্যিই যে আমাদের কিছু করার নেই । কাঁটাতারের বেড়া আমাদের সমস্ত আবেগকে দেওয়াল হিসেবে আটকে রেখেছে ।।আপনার সঙ্গে সহমত পোষণ করে বলছি, হ্যাঁ একদিন ইউরোপীয় ইউনিয়নের মত এশীয় দেশগুলোর খোলা ভৌগলিক পরিমন্ডল হতেই পারে।
আপনি যে দিনে অন্তত একবার আমার ব্লগে আসেন শুনে আনন্দ পেলাম। আমিও যাদের ব্লগ চেক করি তাদের মধ্যে। আর এ কারণেই ব্লগে আসার মধ্যে আলাদা আনন্দ খুঁজে পাই।
আমার নির্বাচিত বই গুলো আপনার ভালো লেগেছে জেনে আনন্দ পেলাম ।আবার ধন্যবাদ জানাই আপনাকে।
আর বই তো ইতিমধ্যে আপনার কাছে পৌঁছে দিয়েছি। ন খানা বই ইতিমধ্যে আপনার রিডিং রুমে পৌঁছে গেছে হা হা হা।

শুভকামনা ও ভালোবাসা জানবেন।

২৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৬

নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো পোষ্ট । সেই সাথে মন্তব্য ও উত্তরগুলোও ।

শুভকামনা

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:২৫

পদাতিক চৌধুরি বলেছেন: অবশেষে আপনাকে কমেন্টে পেয়ে খুশি হলাম । পোস্ট ভালো লাগাতে মন্তব্যগুলি আশানুরূপ হওয়াতে ; অনেক মুগ্ধতা । পোস্টটিতে like' করাতে অনুপ্রেরণা পেলাম । কৃতজ্ঞতা জানাই আপনাকে।

শুভকামনা ও ভালোবাসা জানবেন।

২৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৭

নাহিদ০৯ বলেছেন: আপনার পোস্ট এ কলকাতা বইমেলার এক ঝলক দেখলাম। তবে ঘাড় কাত করে দেখতে হয়েছে। ধন্যবাদ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:২৭

পদাতিক চৌধুরি বলেছেন: হা হা হা হা প্রিয় নাহিদভাই অনেকদিন পর আপনাকে পেয়ে আনন্দ পেলাম। আসলে আমি নিজেই ঘাড় ব্যাঁকা লোক যে কোন ফটো গুলো সব দেখা হয়ে যায়। আপনাকে কষ্ট করে ঘাড় বাঁকা করে ফটো দেখানোর জন্য দুঃখিত। এই ঘাড় ব্যাঁকা লোকের ব্লগে আসার জন্য আবারো আমন্ত্রণ জানালাম ...

শুভকামনা ও ভালোবাসা জানবেন ।

২৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৩২

মাহের ইসলাম বলেছেন: কলিকাতার বই মেলাতে বেড়ানোর সুযোগ করে দেয়ার জন্যে ধন্যবাদ।
বাংলাদেশের বইয়ের স্টলে মানুষের আগ্রহের কথা শুনে ভালো লাগল।
তবে, পরিচিত ব্লগারের বই নেই শুনে মন খারাপ হয়ে গেল

আশা করছি, আরো ব্লগারের বই যাবে, হয়ত কিছুদিন পরে।

ভালো থাকবেন, শুভ কামনা রইল।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৪

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় মাহেরভাই,

কলকাতার বই মেলায় আপনাকে ঘোরাতে পেরে আমিও আনন্দ পেলাম। ধন্যবাদ আপনাকে।। গত কয়েকদিন ধরে দেখলাম বাংলাদেশের বিভিন্ন বই মেলাতে ব্লগারদের বই বেশ ভালোই বিক্রি বাটা হচ্ছে । কলকাতার বইমেলায় আমি এরকম কোন ব্লগারের বই পাইনি। যদিও নবাগত দুজন লেখকের দুটি বই কিনেছি ; লিস্টে হয়তো আপনি লক্ষ্য করেছেন । আশা করছি আগামী দিনে ব্লগাররা সংশ্লিষ্ট পাবলিশার্স এর সঙ্গে কথা বলে এ বিষয়ে উদ্যোগ নেবেন ।

আপনার শুভাশিস গ্রহণ করলাম । আপনার জন্যও রইল আমার অন্তরের অফুরান শুভেচ্ছা ও ভালোবাসা ।

২৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৪

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:

কেমনে যে আপনার এই লেখা আমার ধরাছোঁয়ার বাহির দিয়ে চলে গেলো বুঝলাম নো!


আপনাকে কী নামে ডাকবো বুঝতে পারছি নো! একবার ইচ্ছে করে চৌধুরী সাহেব, আবার ইচ্ছে করে মাস্টার দা ;) আপনি কন কী নামে ডাকলে খুশি ;) ;)


আপনার কাছে মৃতরা জয়ী হয়েছেন। জীবিতদের চেয়ে মৃতদের সাহিত্য প্রকাশ আপনাকে মুগ্ধ করে। এটা অবশ্যই থিউরিগত মানার একটা সহজ বিষয়। আমিও ভাবছিলুম, এবারের বই মেলায় ব্লগার ব্যতীত অন্য কোন জীবিত লেখকদের বই কিনবো না। দেখা যাক শেষথক কী হয় (!) ;)
বাংলাদেশিদের জন্য দেখছি অনেক বড় বিল্ডিং...


তারপর আপনার কী অবস্থা?
দিনকাল কেমন যাচ্ছে জানাইয়েন! আল্লাহ

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:২২

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় তাজুলভাই,

মরীচিকার সর্বশেষ পোস্ট নিয়ে একটু বেশি ব্যাস্ত থাকাতে সময়ে আপনার কমেন্টের প্রতিমন্তব্য দিতে না পারার জন্য দুঃখিত। আপনি এখন সিলেটে বইমেলা নিয়েই বোধহয় বেশি ব্যস্ত আছেন। শেষ চার পাঁচ দিন বিভিন্ন পোস্টে আপনার কমেন্টগুলি পড়ে সেটাই মনে হল। কাওসার ভাই এর সঙ্গে আপনার দেখা সাক্ষাতের পর্বটিও কোন একটা কমেন্টে দেখছিলাম। এরকম একটি বই মেলা উৎসব উৎসব আবহের মধ্যে যেকোনো পোস্ট দৃষ্টির অগোচরে যাওয়াটা স্বাভাবিক। তবুও ভালবেসে যে খোঁজ নিতে এসেছেন এটাই আমার বড় প্রাপ্তি। ধন্যবাদ আপনাকে।

আর জীবিত-মৃত প্রসঙ্গে আপনার মতামতটি অত্যন্ত চমৎকার লাগলো। আগেও বহুবার বিভিন্ন কমেন্টে বলেছে আমি কোন ব্লগারের বই খোঁজ করে পাইনি। যে কারণে ফেবু খ্যাত গোলাম রাব্বানী ও একটি স্টলে সাক্ষাৎ পাওয়া লেখিকার বই দুটো কালেক্ট করলাম। আর হুমায়ুন আহমেদ কিংবদন্তি; অস্বীকার করবো না যে আমার কালেকশনে ইতিপূর্বে ওনার কোন বই ছিল না। বহুদিনের ইচ্ছা ছিল ওনার বিভিন্ন গল্প উপন্যাস গুলো সংগ্রহে রাখব । তবে আপনাদের অনুরোধ করবো বই পাড়ার সঙ্গে যদি কোনো যোগাযোগ থাকে তাহলে ব্লগারদের বইও কলকাতা বইমেলায় পাঠানোর ব্যবস্থা করবেন , প্লিজ । এই যেমন নীল সাধু ভাইকে বলেও তো একটা ব্যবস্থা করতেই পারেন।

উপরওয়ালা কৃপায় ও আপনাদের দোয়ায় ভালো আছি। মরীচিকার ( পর্ব- 16) পোস্ট করেছি ।আপনার দাওয়াত থাকলো।

অফুরান শুভেচ্ছা ও ভালোবাসা জানবেন।


৩০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৭

ফয়সাল রকি বলেছেন: সুন্দর পোষ্ট।
তবে ঘাড় কাত করানোর আইডিয়াটা মন্দ নয়।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৯

পদাতিক চৌধুরি বলেছেন: শুভ সকাল প্রিয় রকিভাই,

সাম্প্রতিক কালের সবকটি পোস্টে আপনার কমেন্ট পেয়ে আপনার এখনো পর্যন্ত না আসাতে একটু দুশ্চিন্তায় ছিলাম। অবশেষে সেই দুশ্চিন্তার নিরসন ঘটল। ছবির ব্যাপারে আমি একেবারে পারদর্শী নই ; যে কারণে ছবিগুলো সবই ঘুরে যায়।আর আপনাদের কি কষ্ট করে ঘাড় ঘুরিয়ে দেখতে হয়। ধন্যবাদ আপনাকে ।
মরীচিকার সর্বশেষ পর্ব ইতিমধ্যে প্রকাশ করেছি। ওখানে আপনার অপেক্ষায় রইলাম….


আপনার বই এর খবর কি ? বইটির বহুল বাণিজ্যিক সাফল্য কামনা করি।

শুভকামনা ও ভালোবাসা জানবেন ।

৩১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৮

ফয়সাল রকি বলেছেন: ব্যক্তিগত ঝামেলার কারণে লগিনই করতে পারিনি।
আর মরীচিকা-৭ এর পরের বেশ কয়েকটা পর্ব মিস করেছি। একটু সময় পেলেই পুষিয়ে দেবো।
ভাল থাকবেন।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৩

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় রকিভাই,

আবার এক মন্তব্যে আসাতে আনন্দ পেলাম । ঠিকই তো মাঝে মাঝে এমন ব্যস্ততা চলে আসে যে ব্লগে ঢোকার সময় হয়ে ওঠে না । আপনার এহেন ব্যস্ততার দ্রুত অবসান হোক কামনা করি।
সময়-সুযোগমতো আবার আসবেন এই আশাই করি ।

আপনার শুভকামনা গ্রহণ করলাম। আপনার জন্যও রইলো অফুরন্ত শুভেচ্ছা ও ভালোবাসা ।

৩২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৭

কাওসার চৌধুরী বলেছেন:



বই নিয়ে টেনশনে থাকায় প্রিয় গুরুজির পোস্টগুলো মিস করেছি। চারটি ঘন্টা বাংলাদেশে কাটালেন অথচ আমি আপনাকে দেখলাম না!! আমি নিশ্চিত তখন আমি সহ আপনার চোখ সামুর ব্লগারদের খুঁজছিল। যদিও জানতেন সে সম্ভাবনা নেই বললেই চলে। এটাই আসল ভালবাসা, আসল বন্ধন।

কলকাতার বইমেলায় আগামী কোন একদিন যাওয়া হবে; আমার প্রিয় এই গুরুজির বইটি মেলা থেকে কেনা হবে; অটোগ্রাফ নেওয়া হবে; সামনা সামনি বসে কুশল বিনিময় করা হবে। বইমেলা হোক কাঁটাতারের বেড়াজালে আটকে থাকা বাঙালির রক্ত আর আত্মার মিলন মেলা।

ভাইটার জন্য আশীর্বাদ করবেন, গুরুজি। খুব ভাল থাকবেন।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:২৭

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় গুরুদেব,

সাম্প্রতিককালে আপনার ব্যস্ততা এতটাই বেশি ছিলো যে ব্লগে সময় না দেওয়াটাই স্বাভাবিক । যে কারণে আমি শুধু একা নই -ইতিমধ্যে অনেকেই আপনার সুচিন্তিত মন্তব্য থেকে বঞ্চিত হয়েছেন । হ্যাঁ চারটি ঘন্টা বাংলাদেশ কাটালাম কিন্তু আপনাদের পেলাম না কেন ? নাকি রবীন্দ্রনাথ ঠাকুরের ভানুসিংহের মত আপনিও একটা নিক নিয়ে লিখছেন ; যে কারণে বাস্তবে আপনাকে পেলাম না । সহমত আপনার সঙ্গে এ যেখানেই থাকুন , সেই ' কর্সিকান ব্রাদার্স 'এর মতই মাঝে হাজার মাইল থাকলেও হৃদয়ের বন্ধন অবিচ্ছেদ্য হয়ে গেছে ।

কলকাতা বইমেলায় আপনি আসতে চেয়েছেন শুনে পুলকিত হলাম । তবে বাস্তবে কতটা সম্ভব হবে সে বিষয়ে একটা সন্দেহ থেকেই যায় । যেহেতু আগামী বছরগুলোতে বইমেলায় আপনার বই প্রকাশিত হবে , সেক্ষেত্রেও সব ফেলে রেখে আপনার কলকাতায় আসাটা কার্যত অসম্ভব হবে বৈকি।
সহমত আপনার সঙ্গে যে বইমেলার সত্যিই যেন মিলনমেলা । যেখানে কোন কাঁটাতার, কোন রকম চোখরাঙানি , কোন ধর্মীয় ভেদাভেদ - এসব এসব ব্যতিরেখে মানুষ যেন স্থান পায় না অবাধ মিলনক্ষেত্রের এক পুণ্যভূমিতে পরিণত হয়েছে ।
পাশাপাশি কলকাতা বইমেলা সম্পর্কে আমাদের স্বপ্ন দেখাবেন না । আমরা এখানে কোন কিছুতেই মাথা তুলে দাঁড়াতে পারবো না ।হাজারো প্রতিবন্ধকতা আছে। আশাকরি বিষয়টি অনুধাবন করতে পেরেছেন।
সবশেষে সাম্প্রতিক কালের জনপ্রিয় ছোটগল্পকার বাংলা সাহিত্যের নব যুগের কান্ডারী মিস্টার কাওসার চৌধুরীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। হৃদয়ের অন্তস্থল থেকে জানাই ভালবাসার আলিঙ্গন । বায়স্কোপের জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা।



৩৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:০০

অর্থনীতিবিদ বলেছেন: কলকাতা বইমেলায় আপনিও গিয়েছেন জেনে অনেক ভালো লাগলো।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪০

পদাতিক চৌধুরি বলেছেন: হ্যাঁ ! আমিও গেছিলাম । তবে আমার যে বাড়ি এখানেই। আমি বরং আপনাকে দেখে ভীষণ আনন্দ পেলাম। পোস্টটি যদি কয়েকদিন আগে হতো তাহলে একদিন গিয়ে আপনার সঙ্গে সাক্ষাৎও করতাম ।

শুভকামনা ও ভালোবাসা জানবেন ।

৩৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:৩০

শাহিন বিন রফিক বলেছেন:


আগে ঘাড় ব্যাথা সারানোর ব্যাবস্থা করেন তারপর মরিচিকা পড়ব।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৯

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় শাহিনভাই,

আমি নিজেও ঐ রোগের ওষুধটি এখনো পাইনি ; যে কারণে যেমন দেখি তেমন ছবি তুলি । আপনাকে অনেক চাকরি তো ভাবে ঘাড় ব্যথার জন্য দুঃখিত। মুখটা একটু কষ্ট করে ঘুরিয়ে নিন । আশাকরি সমস্যা দ্রুত সমাধান হয়ে যাবে ।

শুভকামনা ও ভালোবাসা জানবেন ।

৩৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৮

মেহেদী হাসান হাসিব বলেছেন: শুরু হয়েছিল কত তারিখ?

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৭

পদাতিক চৌধুরি বলেছেন: 31 শে জানুয়ারি মেলার উদ্বোধন হয় । অনেকদিন পর আপনাকে দেখে ভালো লাগলো ।

শুভকামনা জানবেন।

৩৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৩০

স্বরচিতা স্বপ্নচারিণী বলেছেন: ভাইয়া, সুচিত্রা ভট্টাচার্যের সমগ্র দুটিতে কি কি উপন্যাস আছে? আর এটা কোন প্রকাশনী থেকে বের হয়েছে? আনন্দ নাকি মিত্র ও ঘোষ?
আর অনেক দিন পর এলাম ব্লগে। আপনার মরিচীকার দেখি অনেক গুলো পর্ব লিখে ফেলেছেন। আমি মনে হয় পাঁচটা কি ছয়টা পর্ব পড়েছিলাম। দেখি সময় পেলে পড়ার চেষ্টা করবো। :)

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:১২

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় স্বপ্নচারিনীআপু,

অনেকদিন পর আপনাকে কমেন্টে পেয়ে আনন্দ পেলাম। অস্বীকার করবো না যে মাঝখানে কয়েকদিন ব্লগে ঢুকতে সমস্যা হয়নি । গতকাল থেকে আবার দেখলাম সরাসরি লগ ইন করতে পারছি । আপনি সুচিত্রা ভট্টাচার্যের প্রকাশনী জানতে চেয়েছেন ; প্রকাশনী সংস্থা হল আনন্দ পাবলিকেশন। লেখিকার আরও দুটি পূর্ণাঙ্গ খন্ড আছে ; তৃতীয় ও চতুর্থ খন্ড। দুটি উপন্যাস সম্পন্ন করার আগেই উনি না ফেরার জগতে চলে যান। আনন্দের স্টলে অসম্পূর্ণ উপন্যাস দুটিও যথেষ্ট বিক্রি হতে দেখেছিলাম । 37 নম্বর কমেন্টে সুচিত্রা ভট্টাচার্যের প্রথম দুটি উপন্যাস এর সূচিপত্রের ছবি দিয়েছি। যদিও ছবিটি উল্টে গেছে । ঘাড় বাঁকিয়ে ছবি দেখিয়ে কষ্ট দেওয়ার জন্য অগ্রিম ক্ষমাপ্রার্থী ।

শ্রদ্ধেয় সৈয়দ মুজতবা আলী সমগ্র পাবলিশ করে মিত্র ঘোষ পাবলিকেশন । বই মেলায় কমিশন কম দেওয়ার জন্য মেলা থেকে না নিয়ে দুদিন আগে লোকাল বুক স্টলকে অর্ডার করিয়ে গোটা সৈয়দ মুজতবা আলী সমগ্র আনিয়ে নিয়েছে । 11 টা খন্ড আছে।

অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা প্রিয় আপুকে ।


৩৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৯

পদাতিক চৌধুরি বলেছেন: 36 নম্বরে মন্তব্য কারী প্রিয় স্বপ্নচারিনী আপুর উদ্দেশ্যে সুচিত্রা ভট্টাচার্যের উপন্যাস সমগ্রের প্রথম দুটি খন্ডের সূচিপত্র তুলে ধরলাম :-
প্রথম খন্ড -



দ্বিতীয় খন্ড -



আশা করি আপনার বুঝতে অসুবিধা হবে না ।


২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৩

পদাতিক চৌধুরি বলেছেন:

ঘাড় বাঁকিয়ে ছবি দেখানোর জন্য অগ্রিম ক্ষমাপ্রার্থী।

৩৮| ২৯ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:১০

স্বরচিতা স্বপ্নচারিণী বলেছেন: অনেক দিন পর ব্লগে এলাম দাদা। ব্লগ তো বন্ধ ছিল এতকাল। তাই আর কমেন্ট করতে পারিনি। সুচিত্রা ভট্টাচার্যের লেখা আমার অনেক পছন্দের। আর সূচিপত্রটা দেওয়ার জন্য ধন্যবাদ। এগুলোর কয়েকটা পড়া আছে আমার। আর কতগুলো আমার কালেকশনে আছে। অসম্পুর্ণ উপন্যাস দুটোও আছে। এগুলো এখনও পড়া হয়নি যদিও।
যাই হোক, ভালো থাকবেন। আশা করছি সামনে ব্লগে আসা হবে নিয়মিত আর নতুন পোস্টগুলো পড়া হবে।

২৯ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:১২

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় আপু,

অনেকদিন পর আপনাকে ব্লগে দেখে আনন্দ পেলাম। হ্যাঁ ব্লগ এতদিন বন্ধ ছিলো ঠিকই কিন্তু আমরা ভিপিএন ইউজ করতাম। আপনাদেরকে আমরা এই সময়ে অনেক মিস করেছি। কিন্তু আর মিস করতে চাইনা। আশা করি এখন থেকে আবার নিয়মিত ব্লগিং করবেন।
পোস্ট সংক্রান্ত,শুনে অত্যন্ত খুশি হলাম যে সুচিত্রা ভট্টাচার্য আপনার অন্যতম প্রিয় একজন সাহিত্যিক। মন্তব্য থেকে পরিষ্কার যে আপনি ইতিমধ্যে অনেকগুলো গল্প পড়েছেন। উনি একটু ভিন্ন স্বাদের লেখিকা।
আপনার শুভ কামনা গ্রহণ করলাম। আপনার জন্যও রইল অফুরান শুভেচ্ছা ও ভালোবাসা।

৩৯| ০২ রা নভেম্বর, ২০১৯ সকাল ৯:৫১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আবার মন্তব্যের জন্য ভীষণ খুশি হলাম । আবারো ধন্যবাদ ছোটভাইকে। তবে এটা হুমায়ূন আহমেদের প্রথম সিরিজ। কাজেই সবটা না পারলেও যতগুলো শেষ করব ভাইয়ের অনুরোধ রক্ষার্থে একটি করে রিভিউ দেবো।

ভালোবাসা সতত।

রিভিউটা কিন্তু আজও পেলাম না দাদা।

০৩ রা নভেম্বর, ২০১৯ সকাল ৭:৫৬

পদাতিক চৌধুরি বলেছেন: ভাইয়ের খোঁজ নিতে আসাতে আনন্দিত কিন্তু রিভিউটির ব্যাপারে দুঃখিত যে সময়াভাবে একদম এগোতে পারিনি। ইচ্ছা আছে; উপরওয়ালা সহায় থাকলে একদিন নিশ্চয়ই কিছু-না-কিছু রিভুউ লিখব। হাহাহাহা

৪০| ১৪ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:০৭

খায়রুল আহসান বলেছেন: কলিকাতার বই মেলাতে বেড়ানোর সুযোগ করে দেয়ার জন্যে ধন্যবাদ - মাহের ইসলাম এর এ কথাটা যেন আমারই মনের কথা।
বইমেলায় গিয়ে আপনি বাংলাদেশী ব্লগারদের, এবং তাদের বই এর খোঁজ করেছেন, এটুকু জেনেই আনন্দিত বোধ করছি। মনের কোণে একটি ক্ষুদ্র আশা আছে, কোন একদিন কোলকাতার বইমেলায় গিয়ে হাজির হবো।
ঘাড় কাৎ করে দেখতে হলেও, ছবিগুলোর জন্য ধন্যবাদ।
পোস্টে প্লাস +।

১৪ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:৪৬

পদাতিক চৌধুরি বলেছেন: শুভ সকাল স্যার।
এই প্রথম আপনাকে পোস্ট জাম্প করা দেখে অবাক হলাম। যাইহোক আপনার কমেন্ট মানে আলাদা ভালোলাগা। ধন্যবাদ আপনাকে। আর ব্লগারদের বই প্রসঙ্গে বলি, সামনাসামনি হয়তো পরিচয় নাই ঠিকই কিন্তু ব্লগে অনেকের সঙ্গে ব্লগিং মিথস্ক্রিয়ার ফলে যে একাত্মতাবোধ তৈরি হয়েছে সেই একাত্মতার অনুভূতিতে তাদের লিখিত বইয়ের প্রতি একটা আগ্রহ জন্ম নেয় যা থেকেই ওই বইগুলো খুঁজতে থাকি।
আপনি যদি কখনও কলকাতা বইমেলা আসেন তাহলে আপনার সঙ্গে অবশ্যই সাক্ষাৎ হবে। অপেক্ষায় রইলাম....
আর ছবিগুলি ফোন মোবাইল ফোন থেকে তোলা। এর আগেও দেখেছি আমার মোবাইল ফোনের ছবি উল্টে যায়। অনিচ্ছাকৃতভাবে আপনাদেরকে ঘাড় কাত করিয়ে ছবি দেখানোর জন্য আন্তরিকভাবে দুঃখিত।
পোস্টে লাইক করাতে প্রেরণা পেলাম; কৃতজ্ঞতা জানবেন।
শ্রদ্ধা ও শুভেচ্ছা আপনাকে।


৪১| ১৪ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৩২

আমি তুমি আমরা বলেছেন: ছবিব্লগে ভাললাগা রইল।

১৪ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:১২

পদাতিক চৌধুরি বলেছেন: আমার কোন পোস্টে আপনার প্রথম মন্তব্য ; সু-স্বাগতম আপনাকে।

মন্তব্য প্লাসে অনুপ্রেরণা পেলাম ধন্যবাদ জানবেন।


বৈশাখী শুভেচ্ছা নিয়েন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.