নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাই,আমি পদাতিক চৌধুরী।পথেঘাটে ঘুরে বেড়াই।আগডুম বাগডুম লিখি। এমনই আগডুম বাগডুমের পরিচয় পেতে হলে আমার ব্লগে আপনাদেরকে স্বাগত।
১-হালকা শীতের সকালে কানারি হিলসের পথে
২-হাজারীবাগ ঝিলের একটি দৃশ্য একটি দৃশ্য:-
৩-কানারি হিলস থেকে হাজারীবাগ শহর
৪-কানারি হিলসে ওঠার সিঁড়ি
৫-কানারি হিলসে ওঠার পথে পাহাড়ের ধারে বনফুল
৬-পাহাড়ের উপরে সুদৃশ্য বনফুল
৭-পদ্মপাতায় জল; নাইবা হোক পদ্মপাতা
৮-হিলস টপে বন কুল গাছ।
৯-তিলাইয়া বাঁধ
১০-তিলাইয়া বাঁধ এর অপর একটি দৃশ্য
১১-নাম-না-জানা বৃহৎ একটি পাতার আগাছা
১২- পাহাড়ের চূড়া থেকে হাজারীবাগ শহর
১৩-কানারি হিলস টপ
১৪-নাম না জানা একটি পাহাড়ি ফল
১৫-নাম-না-জানা আরেক পাহাড়ি সুন্দরী
১৬-কানারি হিলসের আর এক সুন্দরী
১৭-হাজারীবাগ ঝিলের একটি দৃশ্য
১৮-হাজারীবাগ ঝিলে অকেজো সারথি
১৯-হিলস টপে ক্লান্ত দলের অন্যতম দুই ক্ষুদে সদস্য
২০-কানারি হিলস থেকে এবার রুমে ফেরার পালা।
বিশেষ দ্রষ্টব্য:-ছবি ব্লগের ভ্রমণকাহিনী আগামী দু-একদিনের মধ্যে প্রকাশিত হবে। সবাইকে আগাম আমন্ত্রণ রইলো
২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:০১
পদাতিক চৌধুরি বলেছেন: হাহাহাহা...
এত রাতে আর চা দেবোনা। প্রথম মন্তব্যের জন্য আলাদা ভালোলাগা, অজস্র ধন্যবাদ।
নিরন্তর শুভেচ্ছা প্রিয় ভাইকে।
২| ২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:০৪
ইসিয়াক বলেছেন: মেঘের ছবিটাই সবচেয়ে সুন্দর।
২নং ও ১৭নং ছবি দুটো মনে হয় একই।
২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:০৯
পদাতিক চৌধুরি বলেছেন: হ্যাঁ ঠিকই বলেছেন ঝিলের ছবি দুটি একই হয়ে গেছে।
পাহাড়ের চূড়ায় উঠে সেদিন বাচ্চারা খুব ক্লান্ত হয়ে পড়েছিল।
আবার এসে মন্তব্য করার জন্য আবারো ধন্যবাদ আপনাকে।
ভালোবাসা সতত।
৩| ২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:১৯
নুরহোসেন নুর বলেছেন: কি চমৎকার দেশ!
নানা বর্ণের নানান ধর্মের বিভিন্ন ভাষার মানুষ।
আপনারাই ভাল আছেন ভাই,
সস্তায় পেঁয়াজ খাচ্ছেন দাচ্ছেন ঘুরছেন।
আহা শান্তি!!
আমরা খুব কষ্টে আছি ভাই খুব কষ্টে।
২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:৩৫
পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ তবে অনুভবে বিষন্ন হলাম। আপনার কথার সূত্র ধরেই বলি ছুটি পড়লে একটু ঘোরাঘুরি করি ঠিকই কিন্তু নিজের সীমিত ক্ষমতার মধ্যেই সেটা সীমাবদ্ধ রাখি।
পেঁয়াজের দাম আপনার সঙ্গে আমাদের এখানেও ক্রমশ ঊর্ধ্বমুখী। আমাদের এখানেও পেঁয়াজ 100 টাকা কেজি। আজকেই 500 গ্রাম কিনলাম 50 টাকা দিয়ে। ব্যক্তিগতভাবে আমি আকাশছোঁয়া পেঁয়াজ খাওয়াটাকে খুব একটা পাত্তা দিতে রাজি নয়। আমি ভাই খুব বেশি মাত্রায় ধনেপাতা ব্যবহার করি পেঁয়াজের বিকল্প হিসেবে।
শুভকামনা জানবেন।
৪| ২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:৪৪
রাজীব নুর বলেছেন: ছবি গুলো ভালো লাগলো।
ভ্রমন কাহিনির অপেক্ষায় থাকলাম।
২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:০২
পদাতিক চৌধুরি বলেছেন: ছবিগুলো ভাইয়ের ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ ভাইকে।
ভ্রমণকাহিনী আগামী দু-একদিনের মধ্যেই দেওয়ার ইচ্ছা।
শুভকামনা প্রিয় ছোট ভাইকে।
৫| ২৭ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:০৪
কিরমানী লিটন বলেছেন: নান্দনিক ভালোলাগার মুগ্ধ সমাবেশ। চমৎকার ছবিব্লগের জন্য অভিবাদন প্রিয় পদাতিক চৌধুরী ভাই। শুভরাত্রি.....
২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:০৪
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় কিরমানী ভাই,
আপনার কাব্যিক মন্তব্যে মুগ্ধ হলাম। ধন্যবাদ আপনাকে।
পোষ্টটিতে লাইক করাতে প্রেরণা পেলাম। কৃতজ্ঞতা জানবেন।
শুভেচ্ছা নিয়েন।
৬| ২৭ শে নভেম্বর, ২০১৯ রাত ১:৩২
সোহানী বলেছেন: আরে দারুনতো। টপ হিলে কি মন্দির?
২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:০৮
পদাতিক চৌধুরি বলেছেন: ছবিব্লগঃ আপুর কাছে চমৎকৃত মনে হওয়াতে আনন্দ পেলাম; ধন্যবাদ আপনাকে।
না আপু ওটা মন্দিরের মতো দেখতে হলেও মন্দির নয়। ভিতরে বসার ব্যবস্থা আছে।
পোষ্টটিতে লাইক করাতে প্রেরণা পেলাম; কৃতজ্ঞতা জানবেন ।
শুভেচ্ছাবার্তা প্রিয় আপুকে।
৭| ২৭ শে নভেম্বর, ২০১৯ রাত ২:১১
আরোগ্য বলেছেন: যাক ভাইটি আজকের ছবিগুলো সোজাভাবে দিতে পেরেছো। অন্যথায় আগের মত বাঁকা হলে দেখতে দেখতে বাবার মত ক্লান্ত হয়ে যেতাম।
ছবিগুলো দেখে মনটা উদাস হয়ে গেল। আমারও এরকম কোথাও ঘুরতে যেতে মন চায় কিন্তু সম্ভব হয়ে ওঠে না। একদিন হয়তো যাবো কোন এক সুদূর নীল দিগন্তে , তত পর্যন্ত ছবি দেখেই তৃষ্ণা মেটাই।
২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:১৬
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় আরোগ্য,
হ্যাঁ ট্যাড়া-ব্যাকা ছবির দিয়ে তোমাদের প্রচুর কষ্ট দিয়েছি। যে কারণে ছবি দেওয়ার সময় রীতিমতো টেনশনে থাকি। তবে তোমাদের একটা কথা জানাই, ব্লগে ট্যারা ব্যাকা ছবি একমাত্র আমিই দিয়ে থাকি। কাজেই এমন ছবি পেটেন্ট আমারই প্রাপ্য।হাহাহা....
আর না ঘুরতে পারার জন্য দুঃখ করো না। একদিন দেখবে ঘুরে ঘুরে এত ক্লান্ত হয়ে গেছে যে তখন না ঘোরার জন্যই আবার দুঃখ প্রকাশ করবে হাহাহাহা। যাইহোক তোমার নীলিমায় নিলিমিত নীল দিগন্ত দেশ-কালের সীমানা অতিক্রম করুক কামনা করি।
অফুরান শুভেচ্ছা ও ভালোবাসা প্রিয় আরোগ্যকে।
৮| ২৭ শে নভেম্বর, ২০১৯ রাত ২:৫৪
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: দাদা, অসাধারণ ছবি ব্লগ।
পরে আবার এসে মন্তব্য করবো, এখন ঘুমাই
আছেন কেমন জানাইয়েন!
২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:১৯
পদাতিক চৌধুরি বলেছেন: অনেকদিন পর তাজুল ভাইয়ের কমেন্ট পেয়ে আনন্দ পেলাম। ধন্যবাদ আপনাকে। তবে শরীরকে কষ্ট দিয়ে কখনো রাত জাগা নয়। আগে নিশ্চিন্তে ঘুমিয়ে নিন।
উপরওয়ালার ইচ্ছায় আমরা ভালো আছি। আশা করি আপনিও কুশলে আছেন। ব্লগ ডে তে আপনার প্ল্যান কি জানাবেন...
শুভকামনা প্রিয় তাজুল ভাইকে।
৯| ২৭ শে নভেম্বর, ২০১৯ ভোর ৪:০২
এমজেডএফ বলেছেন: বাংলাদেশের ঢাকা মহানগরীর একটি থানার নাম হাজারীবাগ। সেই জায়গাটা আবার চামড়া শিল্পকারখানার (ট্যানারি) জন্য বিখ্যাত। আপনার ছবি ব্লগের শিরোনাম দেখে প্রথমে ঠাসকি খেলাম! কী ব্যাপার পদাতিক ভাই গল্প-উপন্যাস বাদ দিয়ে আবার চামড়ার ব্যবসা শুরু করলেন কখন! । পরে ছবি দেখে বুঝলাম আপনারটা আমাদের ঢাকার হাজারীবাগের ট্যানারী নয়, সম্ভবত ঝাড়খন্ডের হাজারীবাগের কানারি! যাক টেনশনমুক্ত হয়ে ছবিগুলো দেখে মনটা ভরে গেল ।
হাজারীবাগের কানারি হিলস আমরা বাংলাদেশিদের জন্য কিছুটা অপরিচিত। যাই হোক, আপনার ছবি ব্লগের শেষ লাইন 'বিশেষ দ্রষ্টব্য' পড়ে আর বেশি কোনো প্রশ্ন করলাম না। আপাতত মধ্যরাত্রির তন্দ্রাময় প্রীতি ও নিদ মাখানো শুভেচ্ছা জানিয়ে ভ্রমণ কাহিনীর অপেক্ষায় রইলাম।
২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:২৯
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় এমজেডএফ ভাই,
আপনার সুন্দর মন্তব্যে প্রীত হলাম। ব্লগে গুরুগম্ভীর পোস্ট উত্তর- প্রত্যুত্তরের মধ্যে এরকম রসিকতা আমাদের সবার কাছে অত্যন্ত আকর্ষণীয়, উপভোগ্য এবং আনন্দেরও বটে।
তবে ভাই আপনার অনুমান একেবারে ভ্রান্ত নয়।গল্প-উপন্যাস যা লিখি, সার্বিক মূল্যায়নে আমাদের অবস্থান যে সেই তিমিরেই সেকথা বিলক্ষণ জানি। যে কারণে আপনারা আমাদের মত হাতুড়ে লেখকদের লেখা এখনো পড়তে এলেও, আর বেশিদিন যে এসব লেখা পড়তে আসবেন না সে বিষয়েও আমরা এক প্রকার নিশ্চিত। আর যখনই আপনাদের পদচিহ্ন না পাবো তখনই লেখালেখির পর্ব বন্ধ রেখে গ্রামে গিয়ে মুদির দোকান করা অথবা চাষবাস করার ইচ্ছা আছে।হাহাহা....
মন্তব্যের শেষ অংশের জন্য আবারো মুগ্ধতা। আগামী দু-একদিনের মধ্যে ভ্রমণকাহিনী পোস্ট করার ইচ্ছা আছে। আপনাকে পাশে পাব এ মোর সততা প্রার্থনা।
নিরন্তর শুভেচ্ছা জানবেন।
১০| ২৭ শে নভেম্বর, ২০১৯ সকাল ৮:১৮
জুল ভার্ন বলেছেন: চোখ জুড়ানো সৃষ্টিকর্তার সৃষ্টি!
২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩৪
পদাতিক চৌধুরি বলেছেন: শ্রদ্ধেয় ভাইজান,
সহমত আপনার সঙ্গে যে অসম্ভব সুন্দর জায়গা হাজারীবাগের এই স্থানটি। আগামী দু-একদিনের মধ্যে স্থানটি সম্পর্কে সামান্য অভিজ্ঞতা শেয়ার করার ইচ্ছে আছে। আপনাকে আগাম আমন্ত্রণ জানিয়ে রাখলাম।
পোস্টটিতে like' করাতে প্রেরণা পেলাম; কৃতজ্ঞতা জানবেন।
শ্রদ্ধা ও শুভকামনা আপনাকে।
১১| ২৭ শে নভেম্বর, ২০১৯ সকাল ৮:৩৫
হাবিব বলেছেন: ওয়াও..............
২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩৭
পদাতিক চৌধুরি বলেছেন: হ্যাঁ হাবিব ভাই বাস্তবেই জায়গাটি অসাধারণ সুন্দর। আমাজন গেছিলাম তখন সেখানে শীতের আভাস বেশ অনুভূত হয়েছিল। সবমিলিয়ে অসম্ভব এক ভালো লাগা অনুভূতি তৈরি হয়েছিল।
পোস্টটিতে লাইক করাতে প্রেরণা পেলাম; কৃতজ্ঞতা জানবেন।
নিরন্তর শুভেচ্ছা আপনাকে।
১২| ২৭ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:৫৫
নীল আকাশ বলেছেন: চমৎকার ছবি ব্লগের জন্য অভিনন্দন। পোস্টের জন্য অপেক্ষায় রইলাম।
২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩৯
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় নীল আকাশ ভাই,
ছবিগুলো চমৎকৃত মনে হওয়াতে আনন্দ পেলাম ;ধন্যবাদ আপনাকে। হ্যাঁ ভাই ভ্রমণকাহিনী আগামী দু-একদিনের মধ্যে পোস্ট করার ইচ্ছে আছে।
পোস্টে লাইক করাতে প্রেরণা পেলাম; কৃতজ্ঞতা জানবেন।
অফুরান শুভেচ্ছা জানবেন।
১৩| ২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৮
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: চমৎকার ছবি ব্লগ ভাই। চোখের শান্তি, মনের শান্তি। ++
২৮ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৩৮
পদাতিক চৌধুরি বলেছেন: শুভ সকাল প্রিয় সৌরভ ভাই। ছবিগুলো আপনার ভালো লেগেছে জেনে শান্তি পেলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ডাবল প্লাসে অনুপ্রাণিত হলাম; কৃতজ্ঞতা জানবেন।
শুভেচ্ছা নিয়েন।
১৪| ২৭ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৫
শিখা রহমান বলেছেন: ছবিগুলো খুবই চমৎকার। ১, ২ ও ৩ নম্বর ছবিগুলো সবচেয়ে ভালো লেগেছে।
শুভকামনা প্রিয় ব্লগার। ভ্রমণকাহিনী পড়ার অপেক্ষায় থাকলাম।
২৮ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪২
পদাতিক চৌধুরি বলেছেন: শুভ সকাল অপু,। অনেকদিন পর আমার কোন পোস্টে আপনার কমেন্ট পেয়ে আনন্দ পেলাম।১,২,৩ নম্বর ছবিগুলি বেশি ভালো লাগাতে আরও খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।
ভ্রমণকাহিনী আজ অথবা কাল পোস্ট দেয়ার ইচ্ছে আছে। আপনাকে পাশে পাবো আশাকরি।
নিরন্তর শুভেচ্ছা আপনাকে।
১৫| ২৭ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩১
জুনায়েদ বি রাহমান বলেছেন: ছবিগুলো সুন্দর। ঘাসপাতার উপরে লেগে থাকা জল চিত্র ভালো লাগছে।
২৮ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪৪
পদাতিক চৌধুরি বলেছেন: সুপ্রভাত প্রিয় জুনায়েদ ভাই। আপনি সঙ্গে সহমত যে ঘাসপাতার উপরে জল ছবিটি আমারো খুব ভাল লেগেছিল যে কারণে ক্যামেরাবন্দি করা। সুন্দর কমেন্টের জন্য ধন্যবাদ আপনাকে।
অফুরান শুভেচ্ছা জানবেন।
১৬| ২৭ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: কানারী হিলসে ভার্চুয়াল ভ্রমন হয়ে গেল
ভ্রমন করানোয় ধন্যবাদ অন্তহীন
শুভেচ্ছা প্রিয় দাদা
২৮ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:২২
পদাতিক চৌধুরি বলেছেন: শ্রদ্ধেয় কবি ভাই,
আপনাকে ভ্রমণের সাথী করতে পেরে আমি আনন্দিত। আপনার এমন আন্তরিক সাড়া দেওয়াতে অন্তহীন ধন্যবাদ আপনাকেও।
পোস্টটিকে লাইক করাতে প্রেরণা পেলাম কৃতজ্ঞতা জানবেন।
শ্রদ্ধা ও শুভকামনা আপনাকে।।
১৭| ২৭ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ক্যানারী হিল টিল আমরা চিনি নাকি ভাইজান?
একটু বর্ননা টর্ননা দিবেন না!!!
হিলস টপে ক্লান্ত দলের অন্যতম দুই ক্ষুদে সদস্যের একজন শ্রন্থন বাবাজী নাকি ?
তবে ছবিগুলি হয়েছে চমৎকার।
২৮ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:২৯
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় রঙ্গরাজ লিটন ভাই,
হ্যাঁ বর্ননা আজ অথবা আগামীকাল দিয়ে দেব। আপনাকে আমন্ত্রণ জানিয়ে রাখলাম। সুন্দর আন্তরিক মন্তব্যের জন্য ধন্যবাদ জানবেন।
ঠিকই ধরেছেন হিলস টপে ব্লু শার্ট ঘিয়ে প্যান্ট পরিহিত শ্রন্থনবাবু।
ছবিগুলো চমৎকৃত মনে হওয়াতে আবারো ধন্যবাদ আপনাকে।
অফুরান শুভেচ্ছা প্রিয় লিটন ভাইকে।
১৮| ২৭ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫২
নজসু বলেছেন:
কি দারুণ দেখতে!
২৮ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৩০
পদাতিক চৌধুরি বলেছেন: হ্যাঁ নজসু ভাই সত্যিই খুব সুন্দর।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
পোস্টে লাইক করাতে প্রেরণা পেলাম কৃতজ্ঞতা জানবেন।
নিরন্তর শুভেচ্ছা আপনাকে।
১৯| ২৭ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:৪১
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ভালো লাগলো
২৮ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৩২
পদাতিক চৌধুরি বলেছেন: হ্যাঁ আপু জায়গাটা সত্যিই খুব সুন্দর।
মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।
পোস্টে লাইক করাতে প্রেরণা পেলাম কৃতজ্ঞতা জানবেন।
শুভেচ্ছা নিয়েন।
২০| ২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:২২
মাহমুদুর রহমান বলেছেন: অপূর্ব!
২৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:০৬
পদাতিক চৌধুরি বলেছেন: ধন্যবাদ মাহমুদুর ভাই। অনেকদিন পর আপনাকে দেখে আনন্দ পেলাম।
শুভকামনা জানবেন।
২১| ৩০ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:৩৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ছবিগুলো অনেক সুন্দর যায়গাটি যে সুন্দর তার তাৎপর্য বহন করছে।
৩০ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৩
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় সুজন ভাই,
আপনার আগমনে আনন্দ পেলাম। ধন্যবাদ আপনাকে।
শুভকামনা জানবেন।
২২| ৩০ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:২৫
আমি তুমি আমরা বলেছেন: ছবিগুলা সুন্দর।
৩০ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:২৭
পদাতিক চৌধুরি বলেছেন: ধন্যবাদ আপনাকে
পোস্টটি লাইক করাতে প্রেরণা পেলাম কৃতজ্ঞতা জানবেন।
শুভেচ্ছা নিয়েন।
২৩| ০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ৮:২০
মলাসইলমুইনা বলেছেন: ভাবছিলাম জায়গাটা কোথায় জিজ্ঞেস করবো মানে -ক্যানারি হিলস আর হাজারীবাগ জায়গাটা কোথায় জিজ্ঞেস করবো । লেখা শেষ করে দেখলাম আপনি ছবি ব্লগ দেবেন বলেছেন ।তাহলে সেখানেই দেখে নেবো । তবে ফটোগুলো সুন্দর এসেছে । সুচিত্রা উত্তমের হারানো সুরের কিছু সিনের কথা মনে হলো আপনার ফটোগুলো দেখে ।
০২ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৫৪
পদাতিক চৌধুরি বলেছেন: শ্রদ্ধেয় নাইমুল ভাই,
ছবিগুলো দেখে আপনি সুন্দর প্রশ্ন রেখেছেন। ধন্যবাদ আপনাকে।
আমি ইতিমধ্যে এ সম্পর্কে একটি পোস্ট দিয়েছি। আমার সর্বশেষ পোস্ট দেখার অনুরোধ রইলো। আশা করি সেখানে এ সম্পর্কে আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। ফটোগুলো সুন্দর মনে হওয়াতে খুশি হলাম।। সবশেষে ফটোগুলি সম্পর্কে আপনার অভিব্যক্তিতে যেভাবে বিখ্যাত বাংলা মুভির জুটির কথা উল্লেখ করলেন তাতে মুগ্ধ হলাম।
আবারও ধন্যবাদ জানাই আপনাকে।
নিরন্তর শুভেচ্ছা আপনাকে।
২৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:০৭
জুন বলেছেন: অপুর্ব। সুবোধ ঘোষের বই পড়ে পড়ে এখানে যাবার বড় শখ ছিল পদাতিক চৌধুরী। ছবি ও ক্যাপশন দুটোই চমৎকার।
+
০৩ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৪৮
পদাতিক চৌধুরি বলেছেন: বিলম্বিত উত্তর দেওয়ার জন্য ক্ষমাপ্রার্থী আপু। যদিও শততম পোষ্টে আপনার এই এলাকার উপরে ভ্রমণপিপাসু মনের পরিচয় পেয়েছি শ্রদ্ধেয় সুবোধ ঘোষের ভ্রমণকাহিনীর সৌজন্যে। যদি কখনো সম্ভব হয় জীবনে অন্তত একবার এই এলাকায় এসে রসাস্বাদন করার অনুরোধ রইলো আপু।
ছবি ও ক্যাপশন ভালো লেগেছে জেনে খুশি হলাম।
পোস্টটিতে লাইক করাতে প্রেরণা পেলাম কৃতজ্ঞতা জানবেন।
শ্রদ্ধা ও শুভকামনা আপু আপনাকে।
২৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:২৩
রাকু হাসান বলেছেন:
দেখলাম । গ্রমাীন আনন্দ পেলাম । হাজারীবাগ সর্ম্পকে আমাদের জানতে হলে গুগল করতে হবে । জানতেও পারবো । হাজারীবাগ সম্পর্কে লোকেশন বেজ তথ্য যদি পোস্টে যোগ করে দিতে পাঠকদের ভালো হত । যাতায়াতটাও উল্লেখ করা যেতে পারে । যেমন বাংলাদেশ থেকে গেলে কিভাবে যেতে হবে বা তোমাদের এলকার নিকটবর্তঅ শহর থেকে ।অবশ্যই পোস্টে লাইক ।
১৪ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৩১
পদাতিক চৌধুরি বলেছেন: অনেকদিন পর স্নেহের ছোট ভাইয়ের কমেন্ট পেয়ে আনন্দ পেলাম। তুমি হয়তো ইতিমধ্যে লক্ষ্য করনি যে আমি হাজারীবাগ ভ্রমণ নিয়ে দুটি পোস্ট ইতিমধ্যে দিয়েছি। স্থানটি সম্পর্কে তোমার কৌতুহল থাকলে ওখান থেকে অনেকটাই জানতে পারবে। আশাকরি সময় পেলে তুমি একবার ঘুরে যাবে।
পোস্টে লাইক করাতে প্রেরণা পেলাম কৃতজ্ঞতা জানবে।
অফুরান শুভেচ্ছা ও ভালবাসা প্রিয় ছোট ভাইকে।
২৬| ০৬ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:৪৯
খায়রুল আহসান বলেছেন: খুব সুন্দর ছবি ব্লগ। + +
প্রথম তিনটে এবং শেষের ছবিটা খুব ভাল লেগেছে।
বাঁকা পথের ছবি দেখতে আমার খুব ভাল লাগে। বাঁকা পথ জীবন পথের প্রতীক। সেই হিসেবে তৃতীয় এবং সব শেষের ছবি দুটো খুব ভাল লেগেছে।
১১ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:১৮
পদাতিক চৌধুরি বলেছেন: রেস্পেক্টেড স্যার,
ছবি ব্লগটা আপনার ভালো লেগেছে জেনে প্রীত হলাম অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি শুনলে হয়তো অবাক হবেন কবিগুরুও হাজারিবাগের ক্যানারী হিলসে উঠেছিলেন। তখন অবশ্য আজকের মত এমন সিঁড়ির ব্যবস্থা ছিলনা।
ছবিব্লগের ঐ বাঁকা পথের সঙ্গে জীবনের অবিচ্ছেদ্য সম্পর্ক খুঁজে পেয়েছেন দেখে এবং সঙ্গে শেষের দুটি ছবিও ভালো লেগেছে জেনে খুশি হলাম। আবারো ধন্যবাদ আপনাকে।
পোস্টে পঞ্চদশ লাইক করে অনুপ্রাণিত করার জন্য কৃতজ্ঞতা জানাই।
বিনম্র শ্রদ্ধা ও শুভেচ্ছা আপনাকে।
©somewhere in net ltd.
১| ২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:৫৯
ইসিয়াক বলেছেন: প্রথম