নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার নিরক্ষর কিন্তু বুদ্ধিমতী মায়ের কাছ থেকে এই শিক্ষাই পেয়েছিলাম,যথাযথ কর্তব্য পালন করেই উপযুক্ত অধিকার আদায় করা সম্ভব। - মহাত্মা গান্ধী

পদাতিক চৌধুরি

হাই,আমি পদাতিক চৌধুরী।পথেঘাটে ঘুরে বেড়াই।আগডুম বাগডুম লিখি। এমনই আগডুম বাগডুমের পরিচয় পেতে হলে আমার ব্লগে আপনাদেরকে স্বাগত।

পদাতিক চৌধুরি › বিস্তারিত পোস্টঃ

সন্তুবীরের উপাস্য (পর্ব-১)

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ১০:০৯

গতকাল বাজার করতে গিয়ে পথিমধ্যে স্নেহার (আমার বাড়ি থেকে ৬০০ মিটার দূরে ওষুধের দোকানের সেলস গার্ল) সঙ্গে দেখা। এক গাল মিষ্টি হেসে,
-কাকু আপনাকে আর ওষুধ নিতে দেখি না কেন?
আমিও সহাস্যে উত্তর দেই,
-কারণ তোমাদের ওষুধে আর কাজ হচ্ছে না নেহা। তাই ঔষধ খাওয়া বন্ধ করে দিয়েছি।
ও অত্যন্ত ব্যাকুল হয়ে জানতে চাইলো,
- এমা! কাজ হচ্ছে না? ওষুধ খাচ্ছেন না দিদিকে জানিয়েছেন?(নেহা আমাকে কাকু বললেও আমার মিসেসকে দিদি বলে)
- আর বোলো না।তিনি স্টার মেকারে গান নিয়ে সর্বক্ষণ ব্যস্ত। ওনার এসব নিয়ে মাথা ঘামানোর সময় কোথায়?
ও কাচুমাচু মুখে,
-স্যরি কাকু আপনার এতোটা শরীর খারাপ অথচ আমরা খোঁজ রাখি না।কী সমস্যা? ঠিক কী হয়েছে আপনার?
আমি চারপাশটা একবার চোখ বুলিয়ে নিয়ে,
-না তেমন নয়, সমস্যাটা হলো মনের.. মনের যন্ত্রণা। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বলি,
- শরীরের যন্ত্রণা মনের যন্ত্রণায় চাপা পড়ে গেছে নেহা।ট্রাম্প খেলা জানো তো, জাস্ট ওভার ট্রাম্প করেছে।
আমি নিশ্চিত আমার উত্তরের দিকে ওর মনোযোগ ছিল না। যথারীতি উদ্বিগ্নতার সঙ্গে উত্তর দিল,
-ঠিক আছে দুশ্চিন্তা করবেন না কাকু। আপনি সময় পেলে আমার ওখানে চলে আসুন। আমি যা যা ওষুধ লাগে সব দিয়ে দেব।
আমি যন্ত্রণাক্লিষ্টের ন্যায় কৃত্রিম চোখ মুখ বাঁকিয়ে বললাম,
-না না নেহা, খামোকা এই বুড়োটার জন্য তুমি মিছে মিছে এতোটা মায়া করো না। তবে ভালো লাগলো যে তুমি বিষয়টা অনুধাবন করে সহানুভূতির সঙ্গে একটা সুরাহা দিয়েছ।
ও আরেকবার মিষ্টি হাসি দিয়ে,'আসি' বলে পাশ কাটিয়ে এগিয়ে গেল। ওর শরীরের সুবাস এসে লাগলো আমার নাকে চোখে মুখে।যা বৈদ্যুতিক তরঙ্গের ন্যায় মূহুর্তে আমার হৃদয়ের কষ্টিপাথরের নিকষতা প্রতিপাদস্থানের এক ফালি দ্বিতীয়ার চাঁদের মতো আলোকজ্জ্বলতায় ভরিয়ে দিল।আমি নিম্নিলিত নেত্রে ওর চলে যাওয়া ও শরীরের সুবাস অনুধাবন করতে লাগলাম।

সেদিন সন্ধ্যাবেলা কাজ সেরে আমি একটু আগেই চলে আসি। খানিক বাদে বাইরে ঝাঁঝালো কন্ঠে,' দিদি গেট খোলো' শব্দে বুঝতে পারি শ্রীময়ী সুন্দরীর আগমন এবং মহাবিপত্তি কিছু একটা ঘটিয়াছে। বাড়ির কাজের দিদি ভয়ে পরিমড়ি করে নিচে গিয়ে গেট খুলে দিতেই,
-হালার পো লুইচ্চা(উল্লেখ্য ওনি জন্মসূত্রে পূব দেশের হবার কারণে স্বর্গীয় পিতার সুবচনটি সময়ে সময়ে আমার উপর প্রয়োগ করেন।আমার অবশ্য আনকোরা শ্বশুরবাড়ির দেশের শব্দটির প্রতি মায়া পড়ে গেছে। বেশ মধুর লাগে ওনার মুখে শুনতে। কখনো শখনো আমিও বইলা ফেলি,
-যখন কেউ আমাকে লুইচ্চা বলে তার প্রতিবাদ করি আমি।যখন তুমি আমার লুইচ্চা বলো ধন্য হয় সে লুচ্চামি...তবে এদিন অবশ্য সেরকম স্থূলকার পরিস্থিতি ছিল না। যাইহোক গুটিকয়েক ধাপে উপরে উপরে উঠে সজোরে জামার কলার ধরে হিড়হিড় করে টানতে টানতে নিয়ে চললো। আমি রাস্তায় সিনক্রিয়েট হচ্ছে বলে হাজার মিনতি করলেও বাস্তবে কোনো কাজে এলো না। দোকানের সামনে নিয়ে,
-বল তোর অন্তরে কে ব্যাথা দিয়েছে?
আমি আমতা আমতা করে
- না হ্যাঁ না মানে তাই তো কে ব্যথা দিল? তবে তুমি তো দাওনি।
আমার উত্তর শেষ হতেই,
-লুইচ্চা বুড়োভাম ছ্যাঁকা খেয়েছিস? বল কে তোকে ছ্যাঁকা দিল? আজ তার একদিন আর আমার একদিন।

উল্লেখ্য লিটন ভাইকে নকল করে রম্য করার কুফল আমি তখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। কিছুটা সামলে নিয়ে,
-কৈ নাতো। বিবাহিত লোকের মনে ব্যথা তো একমাত্র তার বউই দেবে।
ওমা যেই বলেছি,
-হ্যা হ্যা আমি শুধু তোকে ব্যথা দেই? কোনো ভালোবাসা, টেস্টি খাবারদাবার কিছু করিনা? সকাল থেকে রাত পর্যন্ত চোখের পাতা এক করতে পারি না কেবল খেটে খেটে মরি।আর আমি হলাম ব্যাথার কান্ডারি? হালার নেমোক হারাম কাকে বলে।
আচমকা নেহা বলে উঠলো,
- কাকু আপনি দিদিকে নিয়ে কোথায় ঘুরতে যান।
অমনি বাজখেয়ি গলায়,
-এই মেয়ে আমি আমার বরকে নিয়ে কী করবো তাতে তুই বলার কে? তাহলে লোকে যা বলাবলি করছে কাকু বলার মধ্যে কৃষ্ণলীলা চলছে তা সত্যি দেখছি।
কেন তুই নাটক করে আমাকে দিদি আর ওকে কাকু বলিস বিষয়টি এখন পরিষ্কার বলেই নিজের মোবাইলে নেহার কয়েকটি ছবি তুলে হুমকি দেয়,
- যদি এই লুইচ্চার সঙ্গে ভাগিস তাহলে দুটোকে সারাজীবন জেলে পঁচাবো বলেই হড়মড়িয়ে আমার পায়ের উপর বসে পড়ে,
- ওগো তুমি ওর সঙ্গে ভেগে যাবে নাতো? পাড়ায় ইতিমধ্যে দুজন বিবাহিত লোক দুজন আইবুড়ো মেয়ের সঙ্গে পালিয়েছে যে।তারাও কাকু বলতো বলে লোকে বলাবলি করছে।
আমি ওনাকে দুবাহু আগলে নিয়ে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিতেই ওদিকে নেহা ছলছল চোখে বলে ওঠে,
-কাকু এখন বুঝতে পারছি আপনার যন্ত্রণা কতোটা সাঙ্ঘাতিক...

বিশেষ দ্রষ্টব্য:-
১- রম্যের ভূমিষ্ঠেই আত্মহত্যা নাকি পুনর্জন্ম বিচার করার দায়িত্ব পাঠকের।
২-লেখাটি আমার স্ত্রীর উদ্দেশ্যে উৎসর্গ করলাম।শ্রীময়ীকে লেখক আদর করে শ্রী বলেই ডাকেন।
৩ পাঠকদের পরামর্শে এই লেখাটি বড় গল্পে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছি।যে কারণে পরবর্তী পর্ব থেকে ধারাবাহিকভাবে প্রকাশিত হবে কাহিনীটি। শিরোনামটিও পাল্টে দিয়েছি। নুতন নামকরণ হয়েছে'সন্তুবীরের উপাস্য'

মন্তব্য ৫০ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ১০:২৪

বিজন রয় বলেছেন: কিছুই বুঝি নাই, তাই আর কতা বললাম না।

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ১০:৪৬

পদাতিক চৌধুরি বলেছেন: আপনি স্কিপ করেছেন নিশ্চয়।

২| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ১০:২৯

নয়ন বড়ুয়া বলেছেন: হাহাহ...

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ১০:৪৭

পদাতিক চৌধুরি বলেছেন: হেহেহে :)

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ১০:৩৪

বিজন রয় বলেছেন: কি লিখতে চাইছিলেন আর কি লিখলেন কি জানি!!

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ১০:৫১

পদাতিক চৌধুরি বলেছেন: আপনি আরেকবার একটু চেষ্টা করে দেখুন না দাদা বিষয়বস্তু বোঝা যাচ্ছে কিনা...
যদি না বোঝা যায় তাহলে আপনার অহেতুক সময় নষ্ট করার জন্য অগ্রিম ক্ষমাপ্রার্থী।

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ১০:৪১

মিরোরডডল বলেছেন:




কাকু, লেখা মজার হয়েছে।
কাকুর লেখা রম্য মনে হয় এবার প্রথম পড়লাম :)



০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ১০:৫৫

পদাতিক চৌধুরি বলেছেন: দুর্বোধ্য লেখার মধ্যে রস খুঁজে পাওয়া মানে ঊষর মরুপ্রান্তরের বুকে মরুদ্যান পাওয়ার শামিল। ধন্যবাদ আপনাকে।
নববর্ষের শুভেচ্ছা জানবেন।

৫| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ১০:৪৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: ঘটনা কি নিজের, নাকি গল্প?

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ১০:৫৮

পদাতিক চৌধুরি বলেছেন: হেহেহে অস্বীকার করবো না তবে পুরোটা আবার নয়।
কমেন্টের জন্য ধন্যবাদ কবি ভাই আপনাকে। পোস্টে লাইক করাতে প্রেরণা পেলাম কৃতজ্ঞতা জানবেন। শুভেচ্ছা নিয়েন।

৬| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ১১:০০

শেরজা তপন বলেছেন: আপনি কেন লিটন ভাইকে নকল করতে গেলেন কাকু!!!
আমার তো মনে হচ্ছে কাকু নিশ্চিত নেহার সাথে ভেগে যাবে- নেহার দিদি বর হারাচ্ছে! লিটন ভাই এপার থেকে ওপারে আরেকজনকে পার লুইচ্চ্যা বানিয়ে ছেড়েছে! কামেল মানুষ :)

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ১১:২৯

পদাতিক চৌধুরি বলেছেন: লিটন ভাইয়ের মধ্যে যে মাদকতা মেশানো আছে :) এই বুইড়া বয়সে একটু আধটু রস পাওয়ার লোভে লিটন ভাইকে অনুকরণ করা। কিন্তু যে বিপত্তির মধ্যে পড়তে হয়েছে তাতে কপালে কী যে আছে..
আপনার পরামর্শটি কাকুর পক্ষে শাপে বর হবে নিশ্চিত।আর লিটন ভাই আদর্শ গুরু। বিপদে পড়লে যে গুরুরা শিষ্যদের ফেলে পালিয়ে যায় :) । ওপারে এসে ইতিমধ্যে ওনার বোনের পাশে দাঁড়িয়েছে :)
আপনার অনেকগুলো পোস্ট জমে গেছে। সময় নিয়ে যাবো সবগুলোতেই।
ভালো থাকবেন প্রিয় তপন ভাই। শুভেচ্ছা আপনাকে।

৭| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ১১:১৭

আহমেদ জী এস বলেছেন: পদাতিক চৌধুরি,




রম্য লেখাটি আত্মহত্যা করেনি বরং আরো কিছু হৃদয় ঘটিত ব্যাপার স্যাপার ঘটিয়ে ফেলতে পুনর্জন্মের অপেক্ষায়। ;)
নেহার সাথে লুইচ্চা কাকুর ইলোপ হওয়া নিয়ে আরও একটি রম্যের কখন পুনর্জন্ম হবে সে অপেক্ষায় থাকলুম। নেহা যেন সাথে কিছু হৃদয় উদ্দীপক ঔষধপত্র নিয়ে যায়, কাজে লাগতে পারে! আবার ভাববেন না যে ভায়াগ্রার কথা বলেছি......... :#) :-P

০৫ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:২৫

পদাতিক চৌধুরি বলেছেন: শ্রদ্ধেয় জী এস ভাই,

"রম্য লেখাটি আত্মহত্যা করেনি বরং আরো কিছু হৃদয় ঘটিত ব্যাপার স্যাপার ঘটিয়ে ফেলতে পুনর্জন্মের অপেক্ষায়। ;)
নেহার সাথে লুইচ্চা কাকুর ইলোপ হওয়া নিয়ে আরও একটি রম্যের কখন পুনর্জন্ম হবে সে অপেক্ষায় থাকলুম।"
অসংখ্য ধন্যবাদ আপনাকে। এমন আশ্বাস বাণী পাওয়ায় গল্পটাকে দীর্ঘায়িত করার সাহস পেলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

কমেন্টের পরবর্তী অংশ সম্পর্কে আমি যদি ভুল না হই তাহলে একজন ডাক্তার বাবুর পরামর্শ শতভাগ মেনে চলবো :)
ভায়াগ্রার বিষয়টি উল্লেখ করাতে আবারো ধন্যবাদ আপনাকে। ভাগ্যিস সতর্ক করেছেন নইলে হয়তো ওটার কথা বলছেন ধরে নিতাম :)
সবশেষে পোস্টে লাইক করাতে প্রেরণা পেলাম কৃতজ্ঞতা জানবেন।

নিরন্তর শুভেচ্ছা আপনাকে।

৮| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ১১:৪২

ইসিয়াক বলেছেন: তোমার কুন কুন জায়গায় ব্যথাগো বান্ধবী ললিতা.. আপনার রম্য পড়ে এই গানটা শুনছি :-P

০৫ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:২৭

পদাতিক চৌধুরি বলেছেন: হেহেহে বেশ তো ভালো গান বাঁধলেন।
কমেন্টের জন্য ধন্যবাদ আপনাকে।
পোস্টে লাইক করাতে প্রেরণা পেলাম কৃতজ্ঞতা জানবেন।
শুভেচ্ছা আপনাকে।

৯| ০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:৫৭

আরোগ্য বলেছেন: বাহ্ তোমার তো আস্পর্ধা ভালোই! এরকম একটা রম্য লিখে ভাবিকে উৎসর্গ? সত্যি ভাবিকে পড়তে দিও, এরপর ভাবির প্রতিক্রিয়া রম্য পার্ট ২ দিও কিংবা কুরুক্ষেত্র।

না্হ্, পড়ে তেমন একটা স্বস্তি পেলাম না, আমার কাছে ভূমিষ্টেই আত্মহত্যা মনে হল। আমি তো মরীচিকার স্মৃতি ভুলতেই পারিনা। যে দিন নতুন পর্ব আসতো ব্লগে উৎসব মনে হত। তুমি বরং শরৎচন্দ্রের মত বাস্তবতা নিয়েই লিখো। রম্য ভুয়া ভাইয়ের জন্য তোলা থাক।

তোমার দেখাদেখি আমিও একটা নতুন পোস্ট দিয়ে দেই। ভেবেছিলাম কদিন পর দিবো। কবিতার চক্করে আমার পড়ালেখায় গোল্লায় যাচ্ছে, সামনে আবার নতুন ক্লাসও শুরু হবে। মেইলের উত্তর পেয়েছি, নতুন করে আর কিছু বলার নেই ভাইটি।

০৫ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪৪

পদাতিক চৌধুরি বলেছেন:
"বাহ্ তোমার তো আস্পর্ধা ভালোই! এরকম একটা রম্য লিখে ভাবিকে উৎসর্গ? সত্যি ভাবিকে পড়তে দিও, এরপর ভাবির প্রতিক্রিয়া রম্য পার্ট ২ দিও কিংবা কুরুক্ষেত্র।" হেহেহে সে জন ইতিমধ্যে ফেসবুকে গল্প পড়ে কনফেস করতে সকল পাঠককে উদ্দেশ্য করে ত নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তবে সে যাইহোক কোনো ভাবেই কোম্পানি দায়ী নয়।ড.ইউনুস সাহেবকে দোষী সাব্যস্ত করলেও আদালত কিন্তু গ্রামীণ টেলিকমকে দায়ী করেনি :)

"না্হ্, পড়ে তেমন একটা স্বস্তি পেলাম না, আমার কাছে ভূমিষ্টেই আত্মহত্যা মনে হল। আমি তো মরীচিকার স্মৃতি ভুলতেই পারিনা। যে দিন নতুন পর্ব আসতো ব্লগে উৎসব মনে হত। তুমি বরং শরৎচন্দ্রের মত বাস্তবতা নিয়েই লিখো। রম্য ভুয়া ভাইয়ের জন্য তোলা থাক।" মরীচিকা সম্পর্কে তোমার এই আবেগপ্রবণ কমেন্টের জন্য কৃতার্থ বোধ করছি।
তুমি হুমায়ূন আহমেদের জুতা বাবা পড়ে থাকলে জানবে এটাই উনার প্রথম রম্য উপন্যাস। কেমন লাগবে তোমার জানিনা আমার কিন্তু বেশ লেগেছিল। আমিও সে রকম সাহিত্যের সব দিকে একটুআধটু বিচরণ করার চেষ্টা করছি। আরে ব্লগ থেকে যদি ভুল সংশোধন করতে না পারি তাহলে পরে আর লেখার সাহস পাব কোথা থেকে?
সুন্দর গঠনমূলক কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে।
পোস্টে লাইক করাতে প্রেরণা পেলাম কৃতজ্ঞতা জানবে।

নিরন্তর শুভেচ্ছা তোমাকে।

১০| ০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ১:৪২

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: প্রথমে ভেবেছি গদ্য কবিতা, এরপর বিরহের গল্প, শেষমেশ রম্য।

০৫ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪৭

পদাতিক চৌধুরি বলেছেন: যাক শুনে শান্তি পেলাম যে শেষ পর্যন্ত সামান্য হলেও রম্যের বালুকণার সন্ধান পেয়েছেন।
কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ।
শুভেচ্ছা সতত।

১১| ০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ২:২৭

জ্যাক স্মিথ বলেছেন: ভালো হয়েছে, লেখা চালিয়ে যান।

০৫ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪৮

পদাতিক চৌধুরি বলেছেন: ছোট্ট উৎসাহধর্মী কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। নিরন্তর শুভেচ্ছা জানবেন।

১২| ০৫ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫৫

রাজীব নুর বলেছেন: অন্য রকম একটা লেখা।
মনে হলো যেন ব্লগার গেছো দাদা লিখেছেন।

০৫ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১০

পদাতিক চৌধুরি বলেছেন: ধন্যবাদ কমেন্টের জন্য।

১৩| ০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:১৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শেরজা তপন ভাইজান, নামে নামে যমে টানে। তা এই লিটন ভাইটা কে? =p~

০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:১২

পদাতিক চৌধুরি বলেছেন: হেহেহে খুব কঠিন প্রশ্ন :)
দেখি তপন ভাইয়ের চোখে পড়ে কিনা...

১৪| ০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:৫৪

আরোগ্য বলেছেন: তোমার কথাই ঠিক। একটা প্রবাদ মনে পড়ে গেল, ' গাইতে গাইতে গায়েন '। চালিয়ে যাও। হামাগুড়ি না দিয়ে কি কেউ হাটা শিখে নাকি। তোমাদের দু একজনের পোস্টে যা ইচ্ছে মন্তব্য করি। কোন বাঁধা বোধ করি না। :)
পাঠ্যবইয়ের বাইরে আমার খুব কম বই পড়া হয়েছে।
একটা কথা বলি,
চিত্ত মোর বিচলিত,
প্রার্থনা মোর কাম্য,
কৃপা যদি প্রভু করেন,
হবো তবে ধন্য।

০৯ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:২৭

পদাতিক চৌধুরি বলেছেন: "তোমার কথাই ঠিক। একটা প্রবাদ মনে পড়ে গেল, ' গাইতে গাইতে গায়েন '। চালিয়ে যাও। হামাগুড়ি না দিয়ে কি কেউ হাটা শিখে নাকি। তোমাদের দু একজনের পোস্টে যা ইচ্ছে মন্তব্য করি। কোন বাঁধা বোধ করি না। :)"- অসংখ্য ধন্যবাদ তোমাকে। দেরিতে মন্তব্যের উত্তর দিচ্ছি বলে কিছু মনে করো না গত দুদিনে শারীরিক অসুস্থতার কারণে একদম ভালো লাগছিল না। আবার পেটের ইনফেকশনে জর্জরিত ছিলাম। যাক সেকথা। দেখো প্রসঙ্গে আসি। এখানেই যদি আমরা ঘষামাজা না করি তাহলে কোথায়। কাজেই একটু সুযোগ দিতেই হবে।
একটা কথা বলি,

"চিত্ত মোর বিচলিত,
প্রার্থনা মোর কাম্য,
কৃপা যদি প্রভু করেন,
হবো তবে ধন্য।"- আহা বেশ বেশ বেশ...
সুন্দর রসাত্মক গঠনমূলক কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে।

১৫| ০৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:২৬

খায়রুল আহসান বলেছেন: রম্য উপভোগ্য হয়েছে, আরও অনেকের কাছেই হবে। ভূমিষ্ঠেই নিধন হয়নি।

০৯ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪১

পদাতিক চৌধুরি বলেছেন: শারীরিক কারণে গত দু'দিন ব্লগে ঢুকতে ইচ্ছে করেনি।যে কারণে দেরিতে প্রতিউত্তর দিচ্ছি।প্লিজ কিছু মনে করবেন না স্যার।
আপনার আন্তরিক আশ্বাস বাণীতে সাহস পেলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
পোস্টে লাইক করাতে প্রেরণা পেলাম কৃতজ্ঞতা জানবেন।
শুভেচ্ছা আপনাকে।

১৬| ১০ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:১৬

ঢাবিয়ান বলেছেন: হা হাহ পোস্ট আমাদের ভাবী পড়েছেন ? উনার প্রতিক্রিয়া জানতে পারলে বেশ হত =p~

১০ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:২৭

পদাতিক চৌধুরি বলেছেন: হাহাহা বেহুদা ভাবিকে কেন টানাটানি?উনি সাদা মনের মানুষ। তবে গল্পের সঙ্গে লেখকের ব্যক্তিগত যোগাযোগ খোঁজার বিফল চেষ্টা করা জন্য কোম্পানী দায়ী নয় :)

১৭| ১০ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৫০

ঢাবিয়ান বলেছেন: তা কেন ? আপনিইতো পোস্ট ভাবীকে উতসর্গ করিলেন তাই ভাবলাম ভাবী কি বল্লল শুনি B:-/

তা ঐ নেহা দেখিতে কেমন ? খালি মিষ্টি হাসি দিয়া বোঝা গেল না চেহারাখানা কেমন :`> পাঠক চায় নেহার কিছু বর্ননা যা কল্পনা করিয়াও সুখ :`>

১২ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:১৯

পদাতিক চৌধুরি বলেছেন: হাহাহা ভাইয়া একদম ভুলে গেছিলাম ফুটনোটের বিষয়টি।জ্বী আপনি ঠিকই বলেছেন ওনার বক্তব্য আপনাকে শেয়ার করতেই হবে।

"ঘটনাটা পুরোপুরি কাল্পনিক। স্টার মেকারে গান গাওয়া ছাড়া দয়া করে কেউ এর মধ্যে বাস্তবের কোন চিহ্ন খুজতে যাবেন না

১৮| ১০ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৫৫

মনিরা সুলতানা বলেছেন: লিটন ভাইয়ের ভাত মারবেন দেখছি !
রম্য হোক আর যাই হোক, বর্ণনায় দুর্দশা পড়ে মজা পেয়েছি বটে।

১২ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:২৫

পদাতিক চৌধুরি বলেছেন: হেহেহে আপু লিটন ভাই বর্ন প্রতিভা। ওনার ভাত মারবে কার দুঃসাধ্য?
আমরা নেহাৎই খেটে খাওয়া মানুষ। দুটি শব্দ উপার্জন করেছি। আবার হাভাতে শব্দ হীনতা শুরু হয়েছে :)
পড়ে মজা পেয়েছেন জেনে খুশি হয়েছি। পোস্টে লাইক করাতে প্রেরণা পেলাম কৃতজ্ঞতা জানবেন।
শুভেচ্ছা আপনাকে।

১৯| ১০ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৪৫

করুণাধারা বলেছেন: ভাবীর জয় হোক!

রম্য ভালো লেগেছে। প্রথম বারে উল্লিখিত স্নেহা পরে নেহা হয়ে গেল কেন? মনে হয় আপনার কথা ঠিকমতো শুনতে পায়নি। B-)

আপনার কি লেখার সমস্যার সমাধান হয়েছে?

১২ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৪১

পদাতিক চৌধুরি বলেছেন: জ্বী আপু আপনারা ভাবির জয় প্রত্যাশা করবেন এটাই স্বাভাবিক। আমরা হলেম গিয়ে পোড়া কপালে।কেউ সঙ্গে সাথে নেই।কি আর করার। কবিগুরুর ঐ যে বলেছিলেন,যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে :)

আপু স্নেহাকে একটু আদর করেই নেহা বলা আরকি :) আপু ওটা স্নেহা জানে যে বক্তা ওকে একটু আলাদা নামেই ডাকে :)

লেখাল সমস্যা মেটেনি আপু। আমি অনেকগুলো ব্রাউজার দিয়ে দিনের পর দিন ব্যর্থ হয়ে ফেসবুকের লিংক ধরে এসে ফুল ভার্সনে ঢুকতে পেরেছি। কিন্তু সেটা বেশিদিন স্থায়ী হয়নি।এখন ওসব কারিগুড়ি সব বানচাল হয়ে গেছে।এই মুহূর্তে আমারই একটা পোস্ট লিঙ্ক হোয়াটসঅ্যাপে নিয়ে তার লিংক ধরে ফুল ভার্সনে ঢুকতে পারছি। জানিনা এটা আবার কতদিন পাবো।
পোস্টে লাইক করাতে প্রেরণা পেলাম কৃতজ্ঞতা জানবেন।
শুভেচ্ছা আপনাকে।

২০| ১৪ ই জানুয়ারি, ২০২৪ রাত ২:৫৯

মুক্তা নীল বলেছেন:
দাদা,
আপনি তো খুব ভালো রম্য লেখেন । একটা কথা কি জানেন দাদা সব কাকুরা একই ধরনের হয় । কথায় আছে না সব রসুনের গোড়া এক ।
আমার মনে হলো এই কাকুদের আপকামিং পরকীয়ার জন্য পুনর্জন্ম হলো । কিন্তু দুঃখের বিষয় সেটা আর দীর্ঘায়িত হতে পারলো না স্ত্রী'র সচেতনতার কারণে ।
দাদা ও ভাবী কে নতুন বছরের শুভেচ্ছা । বাবাই কেমন আছে?

১৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:৩৪

পদাতিক চৌধুরি বলেছেন: অনেকদিন পর প্রিয় ছোট বোনের কমেন্ট পেয়ে খুশি হয়েছি।আসলে এটা রম্য দিয়ে শুরু হলেও শেষ পর্যন্ত যে কতোটা রম্য থাকে সেটা নিয়ে আমি নিজেই চিন্তায় আছি। কাকু সম্পর্ক বোনের অবজারভেশন খুব ভালো লাগলো।
"আপনি তো খুব ভালো রম্য লেখেন । একটা কথা কি জানেন দাদা সব কাকুরা একই ধরনের হয় । কথায় আছে না সব রসুনের গোড়া এক ।" তবে মানব হৃদয় মানে ভালোবাসার মহাসমুদ্র।যদি একজনের পক্ষে সেই সমুদ্রের নাগাল পাওয়া সম্ভব না হয় তাহলে অপর যে কাউকে সেখানে স্বাগতম জানানোর মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তির বৃহৎ মনের পরিচয় বহন করে :) তাই এটাকে পরকীয়া বলে গালমন্দ করাটা একপেশে চিন্তা বলে আমার বিশ্বাস :) অবশ্য বোন বোনের যুক্তিতে সঠিক বলে আমার অন্য মনে সহমত জানাই :) আমার এক সহকর্মীর সঙ্গে একদিন কথা হচ্ছিল। আমি বললাম আমি আমার স্ত্রীকে বাসায় একশো শতাংশ ভালোবাসা দিয়ে রাস্তায় এসে একজন পথচারীকে যদি সামান্য উপচে পড়া ভালোবাসা প্রদান করি তাহলে সেটা অন্যায় কেন হবে? ধরুন একজন পথচারী আপনার কাছে কিছু টাকা চেয়ে সাহায্য চেয়েছে। এখানে আপনাকে মানবিক পরিচয় দিতে হলে যেমন তাকে সাহায্য করা সমীচিন মনে হবে ঠিক তেমনি একজন পথচারীকে বাসায় অব্যবহৃত ভালোবাসা কিছুটা প্রদানের মধ্যে তার চরিত্রের মানবিক দিক ফুটে উঠবে বলে আমার বিশ্বাস :) । এখান দেখা যাক ভবিষ্যতে এই গল্প কোনদিকে বাঁক নেয়।
কমেন্টের মাধ্যমে বোনের সঙ্গে একটু রসিকতা করলাম। এক্ষেত্রে সিরিয়ার ভাবলে বাসার চাবি বন্ধ হবে একথা আর নাইবা বললাম হেহেহে
বোনের প্রপিকটা দেখালাম। ছোট কিছুটা হেজি হলেও সুন্দর++
বাবাই ভালো আছে। ওর স্কুল বদল করার চেষ্টা করছি।ভাবিও ভালো আছে। বোনের শুভেচ্ছা যথাস্থানে পৌঁছে দিয়েছি। অসংখ্য ধন্যবাদ প্রিয় বোনকে।
পোস্টে লাইক করাতে প্রেরণা পেলাম কৃতজ্ঞতা জানাই।
নিরন্তর শুভেচ্ছা প্রিয় ছোট বোনকে।





২১| ১৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৪৯

এম ডি মুসা বলেছেন: আত্মহত্যা মহাপাপ

১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৫৭

পদাতিক চৌধুরি বলেছেন: জ্বী ঠিকই বলেছেন।

২২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা রম্য ভালো লাগলো

ভাবী পড়েছেন নিশ্চয়ই
আর হেসেছে অনেক হাহাহা

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:২৯

পদাতিক চৌধুরি বলেছেন: জ্বী আপু রম্য ভালো লেগেছে জেনে খুশি হয়েছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
মিসেস পড়েছে কিন্তু নেহাকে খুঁজে বের করতে মনে হচ্ছে শার্লক হোমসের মধ্যে কোন গোয়েন্দার সন্ধানে আছে।একটু চাপে আছি :)
পোস্টে লাইক করাতে প্রেরণা পেলাম কৃতজ্ঞতা জানবেন। শুভেচ্ছা আপনাকে।

২৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: মুক্তা আপুকে এই পোস্টে দেখে ভালো লাগলো

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:৩৯

পদাতিক চৌধুরি বলেছেন: জ্বী আপু আমার ছোট বোনের এই পোস্টে দেখা পেলেও পরবর্তী পর্বগুলোতে দেখা পাইনি। বোনের লম্বা অনুপস্থিতি নিয়ে চিন্তায় আছি। সুন্দর সৌহার্দ্যপূর্ণ কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ভালো থাকবেন আপু।

২৪| ১৮ ই মার্চ, ২০২৪ সকাল ১১:৩৩

ফয়সাল রকি বলেছেন: হা হা হা ... এমন কাকু ডাকা শ্যালিকা তো সকল বয়স্ক পুরুষের থাকা দরকার!

১৮ ই মার্চ, ২০২৪ দুপুর ১:৩১

পদাতিক চৌধুরি বলেছেন:
"হা হা হা ... এমন কাকু ডাকা শ্যালিকা তো সকল বয়স্ক পুরুষের থাকা দরকার!"-হেহেহে.. আপনি দারুণ বলেছেন কাকু ডাকা শ্যালিকা। সুন্দর রসাত্মক কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ভালো থাকবেন। শুভেচ্ছা জানবেন।

২৫| ০৯ ই এপ্রিল, ২০২৪ সকাল ৮:২১

শায়মা বলেছেন: ভাইয়া তুমি কত বুড়া হয়েছো যে নেহা তোমাকে কাকু ডাকছে?? :-/

১৬ ই এপ্রিল, ২০২৪ রাত ৯:২৩

পদাতিক চৌধুরি বলেছেন: আমাদের এখানে মেয়েদের কচি সাজার একটা কমন প্রবনতা ছেলেদের কাকু বলা। তাছাড়া বয়স যদিও আমার কম নয়। মাত্র কয়েকবছর পর অবসর নিব :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.