![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইন্ডিয়ার কবির লেখা গান বাংলাদেশের জাতীয় সংগীত করা হয়েছে। তাই জাতীয় সংগীত হিসেবে "আমার সোনার বাংলা"-কে মেনে নিতে অনেক বলদের কষ্ট হয়। তো তারাই আবার কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে খুব ভালভাবেই মেনে নেয়। তো কাজী নজরুল ইসলামের জন্ম কোথায়? উনি কোন দেশী ছিলেন? উনাকেও তো ইন্ডিয়া থেকে এনে বাংলাদেশের জাতীয় কবি করা হয়েছে। ইন্ডিয়ার কবিকে জাতীয় কবি হিসেবে মেনে নিতে পারলে ইন্ডিয়ার কবির লেখা গানকে জাতীয় সংগীত হিসেবে মেনে নিতে সমস্যা কোথায়? নাকি একজন হিন্দু আরেকজন মুসলমান বলেই এদের এই কষ্টের কারণ!!
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৪
পাগলা আজিজ বলেছেন: আমি যে "পাগলা" তাই !!
২| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৯
বিপদেআছি বলেছেন: আর কাচ্যাল ভাল্লাগে না।দুর।
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:১৫
পাগলা আজিজ বলেছেন: তাইলে ক্যাচাকেঁচি বাদ দিলেই হয়। কী বলেন?
৩| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৬
অসমাপ্ত পথিক বলেছেন:
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:২২
পাগলা আজিজ বলেছেন: দুঃখ?
৪| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:৪৫
ভাঙ্গাচুরা যন্ত্রপাতি বলেছেন: বাল ফালাবি আলাপ কৈত্থিকা আনেন। রবীন্দ্রনাথ বাঙ্গালির কবি। ইন্ডিয়ার কবি না। গায়ের জোতে ইন্ডিয়া রবীন্দ্রনাথরে ইন্ডিয়ান বানাইলে তো আর কিছু করার নাই। রবীন্দ্রনাথ যখন মারা গেছে তখন ইন্ডিয়া বলেও কিছু ছিল না। তখন ছিল ব্রিটিশ শাসন। আর রবীন্দ্রনাথ নিজে তার জাতীয়তা "বাঙালি" বলে গেছেন।
এবার আসি রবীন্দ্রনাথ নিজেকে কী ভাবতেন সেটা দেখা যাক।
Characteristically, when he later visited Cornell University in New York State as a celebrity, and had to sign the distinguished visitor's book, in the space for the visitor's nationality he inscribed not 'Indian' but 'Bengali'.
সূত্রঃhttp://www.historytoday.com/hugh-tinker/death-rabindranath-tagore
৩১ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:২২
পাগলা আজিজ বলেছেন: আমার উপর চেইতা লাভ কী? আমি তো তাগোর উপরে চেইতাই এই পোস্ট দিছি যারা রবীন্দ্রনাথরে ইন্ডিয়ান ইন্ডিয়ান কইয়া কাঁথা-বালিশ সব মুইতা ভইরা ফালায়।
৫| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:৫১
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
রবীন্দ্রনাথের কোনো বিকল্প নাই।
৩১ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:২৩
পাগলা আজিজ বলেছেন: এই জন্যই তো তিনি বিশ্বকবি।
৬| ৩১ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:০০
*কুনোব্যাঙ* বলেছেন: এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
রবীন্দ্রনাথের কোনো বিকল্প নাই।
৩১ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:২৩
পাগলা আজিজ বলেছেন: উনি ঠিক বলেছেন।
৭| ৩১ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:০৫
রুদ্র মানব বলেছেন: কই থাইক্কা যে ,
আজাইরা প্যাচালগুলা ব্লগে আসে :-< :-< :-< :-<
৩১ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৩২
পাগলা আজিজ বলেছেন: আপনার ব্লগে গিয়ে দেখেছি আপনার সাথে আমার মতের একটু হলেও মিল আছে।
এইটা আপনার লেখা- Click This Link (তবে আপনি লিখেছেন গত পরশু)
এইটা আমার লেখা- Click This Link (আর আমি লিখেছি আজ থেকে দেড় মাস আগে। আমিই অনলাইনে সর্বপ্রথম "ক্ষ" ব্যান্ডের গানের প্রতিবাদ করি।)
"ক্ষ" ব্যান্ডের গানটা নিয়ে ফেইসবুকে এখনো আমার প্রতিবাদ চলছে। তারই সূত্র ধরে একজন রবীন্দ্রনাথকে ইন্ডিয়ার শিল্পী বলে "আমার সোনার বাংলা" জাতীয় সংগীতের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলে। এই কথাটা জামাত শিবিরের সব ছাগুই বলে থাকে। তাদের উদ্দেশ্যেই আমার কথাগুলো বলা।
সুতরাং, আপনি যদি আমার লেখাটার মর্ম না বুঝে ফাও প্যাঁচাল পাড়েন তাহলে তো কিছু করার নেই। আপনি বুঝার মানুষ। এই অল্প কথাতেই যা বুঝার বুঝে যাওয়ার কথা।
৮| ৩১ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৫
দায়িত্ববান নাগরিক বলেছেন: রবীন্দ্রনাথ বাঙ্গালির কবি।
৩১ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৮
পাগলা আজিজ বলেছেন: এটাই কথা। জাস্ট কিছু মাথা গরম কথা দিয়ে এই কথাটাই আমি বুঝাতে চেয়েছি।
৯| ৩১ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৫২
নন্দিত নন্দন বলেছেন: সেদিন বাসে ওয়াজ বাজতেছিলো, "এই বাংলাদেশ ইখতিয়ার উদ্দীন বখতিয়ার খিলজীর এই বাংলাদেশ কাজী নজরুল ইসলামের এই বাংলাদেশ মুসলমানের কোন কাফের রবীন্দ্রনাথের না"
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৯
পাগলা আজিজ বলেছেন: আমি শুধু এই সমস্ত ভন্ডের কথার প্রতিবাদই করেছি এখানে। দেখেন না, অনেকে আমাকে "হিন্দু জঙ্গী" বলছে। কী আজব ব্যাপার !!
১০| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৭
নিঃসঙ্গ ঢেউ বলেছেন: এসব বাল ফালানো আলাপ আপনার ব্লগের বদলে ফেসবুকে যেসব হিন্দু জঙ্গী পেজগুলো আছে সেখানে গিয়ে করা উচিত। রবীন্দ্রনাথকে কেউ ইন্ডিয়ান বলে নাই। বইমেলায় বহু আগে থেকেই নিয়ম ভারতে প্রকাশিত রবীন্দ্রনাথের বই এ দেশের বই মেলায় বিক্রি হবে না। এই নিয়ম আজকের না , গত পনের-বিশ বছরের। তবে বাংলাদেশের কোন প্রকাশনীর বের করা রবীন্দ্রনাথের বই বিক্রিতে কোন বাধা নেই।সেই হিসেবে প্রতি বই মেলায় রবীন্দ্রনাথের অনেক বই আসে, এবার ও আসবে। কিন্তু ভারতীয় সমরেশ বাবু হুমায়ুন আহমেদের শূন্যস্থানের সুযোগ নেয়ার জন্য কিছু চালাকিপূর্ন মিথ্যা বলে দুই টাকার পত্রিকা দিয়ে কিছু আহাম্মককে খেপানোর চেষ্টা করেছেন। সেটা কাজে লেগেছে কিছু আহাম্মকের জন্য।
তবে আপনি আহাম্মকদের দলের না। ব্লগে আপনাকে মুসলিম বিদ্বেষী পোষ্টগুলোতে বেশ সক্রিয় দেখা যায়। এবার এই ইস্যুতেও মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর জন্য ধরে নেয়া যায়, ফেসবুক-ইন্টারনেটে চালানো হিন্দু জঙ্গী পেজ-সাইটের হর্তা কর্তাদের কেউ সম্ভবত আপনি। মনে হচ্ছে আপনি সক্রিয় কোন হিন্দু জঙ্গী হতে পারেন।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১১
পাগলা আজিজ বলেছেন: হ, আপনার ব্লগে গিয়াও আমার লেখা দেখে আপনার চুলাকানি উঠার কারণটা বুঝলাম। বেশি চুলকাইলে কাঁঠাল পাতা খান। কাঁঠাল পাতা চুলকানির ভাল ঔষধ।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৯
পাগলা আজিজ বলেছেন: আমার কোন লেখায় আমারে মুসলমানদের বিরুদ্ধে কথা বলতে দেখছেন? আমি ছাগুদের বিরুদ্ধে লিখি, মুসলমানের বিরুদ্ধে না। ছাগুদেরকে মুসলিম বললে ইসলাম ধর্মেরই অবমাননা হয়।
১১| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪২
rakibmbstu বলেছেন:
:-< :-< :-<
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১২
পাগলা আজিজ বলেছেন: ভাই, আপনার আবার কী হল?
১২| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৮
রুদ্র মানব বলেছেন: মতের মিল থাকতে পারে , ইহা সত্য । তাবে আপনে এইখানে রবীন্দ্রনাথ রে ইন্ডিয়ান কবি ও হিন্দু হওয়াটাই কি তার বিরোধীতার কারণ । এই দুইটা কথা বইলা প্যাচাল বাড়াইছেন ।
রবীন্দ্রনাথ বাংলার কবি , এটাই মূল কথা ।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৫
পাগলা আজিজ বলেছেন: আপনি তো দেখি একটু বেশিই বুঝেন। আমি এখানে কতিপয় ছাগলের দৃষ্টিভঙ্গির কথা উল্লেখ করেছি। কতিপয় ছাগল রবীন্দ্রনাথকে ইন্ডিয়ার কবি উল্লেখ করে তার লেখা জাতীয় সংগীত মানতে চায় না। তাদের কথাই লিখেছি। লেখা বুঝে তারপর কমেন্ট করেন।
©somewhere in net ltd.
১|
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৯
ধমাধম বলেছেন: পাগোলা পোরোসনো কেনু কোরেন