নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজাকার দূরে থাক। পাগল চ্যাতলে খবর আছে কইলাম !!

নিজেকেই নিজে এখনো জানতে পারলাম না !!

পাগলা আজিজ

পাগলা আজিজ › বিস্তারিত পোস্টঃ

আসুন, জাতীয় সংগীতের একটা র‍্যাপ ভার্সন বের করি। দেশপ্রেম জাগিয়ে তুলি ডিজুস প্রজন্মের মাঝে।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩১

"ক্ষ"-এর ঔদ্ধত্য দেখে অবাক হই। আরো অবাক হই যে সমস্ত দেশপ্রেমিক "ক্ষ"-এর গানের স্বেচ্ছা বিজ্ঞাপন দেন তাদের দেখে। আরো অবাক হই যখন শুনি এই গান এক শ্রেণিরর লোক যখন বলে এই গান তাদের দেশপ্রেম জাগিয়েছে, জাতীয় সংগীতের প্রতি ভালবাসা জাগিয়েছে। এই কথাটার মানেই হচ্ছে তারা আগে বাংলাদেশ এবং বাংলাদেশের জাতীয় সংগীতকে ভালবাসত না।



"ক্ষ" গানটাকে জাতীয় সংগীত হিসেবে গাওয়ার কথা অস্বীকার করেছে। সোহিনী আলম বলেছে তারা নাকি কোথাও গানটাকে জাতীয় সংগীত হিসেবে উল্লেখ করে নি। কিন্তু আমার কাছে প্রমাণ আছে তারা যে গানটাকে জাতীয় সংগীত হিসেবে উল্লেখ করেছে। আমি তার স্ক্রিন শট তুলে রেখেছি।



একই আলোচনাতে সোহিনী নিজের এই গাওয়া গানটাকে জাতীয় সংগীত হিসেবে গাওয়ার কথা লুকিয়ে রাখতে পারে নি। সে বলেছে `কি শোভা, কি ছায়াগো...` থেকে জাতীয় সঙ্গীত গাওয়া হলে তা যদি রাষ্ট্রদ্রোহের শামিল হয়, তবে ‘তার শাস্তি মৃত্যুদণ্ড’ বারবার নিতে প্রস্তুত আছি। অর্থাৎ এই কথার মাধ্যমেও সে স্বীকার করেছে সে গানটাকে জাতীয় সংগীত হিসেবেই গেয়েছে।



আমি আরোও অবাক হই যখন সোহিনী তার ঔদ্ধত্যের সীমা অতিক্রম করে বলে উঠে, "তিনি (রবীন্দ্র) যদি আইরিশ ড্রিংকিং সং (সুরাপানগীতি) থেকে সুর নকল করতে পারেন, তাহলে আমি কেন করতে পারবো না?"



আমি অবাক হই যখন সোহিনী বলে উঠে, "স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের শিল্পী সৈয়দ আব্দুল হাদী সরকারের দেয়া বাড়িতে থেকে এক রাজাকারের কোম্পানির উদ্বোধনী অনুষ্ঠানে যখন গান গায় তখন দেশপ্রেম কোথায় থাকে?"



আড্ডার শেষ দিকে দর্শকদের জন্যে ‘ক্ষ’ এর গাওয়া ‘আমার সোনার বাংলা...’ গানটি বাজানো হয়। আমি অবাক হই যখন জাতীয় সংগীতে দাঁড়ানোর ব্যাপারে চরম অবজ্ঞার সুরে সোহিনী বলে উঠে, "এখন এটা শুনেও কি দাঁড়াতে হবে?"



আমি অবাক হই যখন সোহিনী বলে উঠে, "রবীন্দ্রনাথের গানের কোনো রয়েলিটি নাই। যে যেমন ইচ্ছা গাইতেই পারে।"



যে যেমন ইচ্ছা নাকি গাইতে পারে। বেশ ভাল কথা। এক শ্রেণির ভন্ড শ্রোতার নাকি এই গান শুনে জাতীয় সংগীতের প্রতি তীব্র ভালবাসা সৃষ্টি হয়েছে। এটাও বেশ ভাল কথা।



তো বাংলাদেশে এক শ্রেণির শ্রোতা আছে যারা র‍্যাপ গান খুব পছন্দ করে। তো তাদের কথা বিবেচনা করে, তাদের জাতীয় সংগীতের প্রতি ভালবাসা সৃষ্টির জন্য এই গানটার একটা নতুন ভার্সন যদি কেউ এইভাবে তৈরি করে আমি মোটেওই অবাক হব না-



"ইয়ো গাইজ, মাই সোনার বাংলা, আমি বড় ভালবাসি।

ও ইয়ো বেবী, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস,

ওহ ইয়েহ, আমার হার্টে বাজায় ফ্লুট, পেঁ পোঁ পুঁ পুঁ পুঁ..."



ওহে, নব্য দেশপ্রেমিকরা চলুন আমরা জাতীয় সংগীতকে সকল শ্রেণির শ্রোতার কাছে জনপ্রিয় করার জন্য এর বিভিন্ন ভার্সন বের করি। দেশের পুটুতে বাঁশের তৈরি বাঁশি ঢুকিয়ে নিজেরদের জাতীয় সংগীতের প্রতি ভালবাসা প্রকাশ করি।

মন্তব্য ২৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৮

মদন বলেছেন: "ইয়ো গাইজ, মাই সোনার বাংলা, আমি বড় ভালবাসি।
ও ইয়ো বেবী, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস,
ওহ ইয়েহ, আমার হার্টে বাজায় ফ্লুট, পেঁ পোঁ পুঁ পুঁ পুঁ..." =p~

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৩

পাগলা আজিজ বলেছেন: :(

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫০

কালোপরী বলেছেন: মদন বলেছেন: "ইয়ো গাইজ, মাই সোনার বাংলা, আমি বড় ভালবাসি।
ও ইয়ো বেবী, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস,
ওহ ইয়েহ, আমার হার্টে বাজায় ফ্লুট, পেঁ পোঁ পুঁ পুঁ পুঁ..." =p~

:( :( :(

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৮

পাগলা আজিজ বলেছেন: :'(

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৬

ভিটামিন এ বলেছেন:

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৯

পাগলা আজিজ বলেছেন: ধন্যবাদ

৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৭

জুয়েল বলেছেন: এই দেশের মাইনষের আসলে খাইয়া দাইয়া কোন কাম নাই, একে অন্যের বা* না ছিড়লে এগো পেটের ভাত হজম হয় না। সবটিরে বাইন্দা পিডান দরকার।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৯

পাগলা আজিজ বলেছেন: বুঝতারছি, আপ্নেও তাইলে সোহিনী আফার লাভার।

৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১১

মুহাই বলেছেন: মদন বলেছেন: "ইয়ো গাইজ, মাই সোনার বাংলা, আমি বড় ভালবাসি। ও ইয়ো বেবী, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, ওহ ইয়েহ, আমার হার্টে বাজায়ফ্লুট, পেঁ পোঁ পুঁ পুঁ পুঁ..."

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৩

পাগলা আজিজ বলেছেন: :(

৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৩

কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: সোহিনী্ যে উচু দরের স্টুপিড, এইটা তার কাজেই বোঝা যায়। আর কি একটা টিউন করছে, জাত মাথা কিছুই নাই।

৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৬

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন:

২৩ শে মার্চ, ২০১৩ রাত ২:৪৫

পাগলা আজিজ বলেছেন: ধন্যবাদ।

৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩০

তামিম ইবনে আমান বলেছেন: রবীন্দ্রসঙ্গীত হিসেবেই দেখুন

২৩ শে মার্চ, ২০১৩ রাত ২:৪৬

পাগলা আজিজ বলেছেন: "ক্ষ" নিজেই রবীন্দ্র সঙ্গীত হিসেবে দেখে নাই। আমি কেমনে দেখি?

৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৯

নাঈম আহমেদ বলেছেন: "ইয়ো গাইজ, মাই সোনার বাংলা, আমি বড় ভালবাসি।
ও ইয়ো বেবী, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস,
ওহ ইয়েহ, আমার হার্টে বাজায় ফ্লুট, পেঁ পোঁ পুঁ পুঁ পুঁ..."

১০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৫

হাসান মাহবুব বলেছেন: আমার কথা হৈল, হঠাৎ কৈরা যাগো ক্ষ এর সংগীত শুইনা চুখ ভিজা গেসে আবেগে জাতীয় সঙগীতরে 'নতুন' কৈরা উপলদ্ধি কর্চে তাগো ভালুবাসা এতদিন কই আছিলো? আহারে, ক্ষ আইসা আমগো অভাগা অভেলিত জাতীয় সংগীতরে জাতে তুলচে। আগে কেউ হুনতোনা। এহন সবাই হুনে। ওগো পুজা করেন।

১১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩১

আক্তার হোসেন বলেছেন: ভাই পেটেন্ট আইন সম্পর্কে আপনার কোন আইডিয়া আছে??!! রবীন্দ্রনাথ মারা গেছেন প্রায় ৭০ বছর আগে। আর আইন বলে এই ধরনের মেধাসত্ব পেটেন্টকারীর মারা যাবার ৬০ বছর পর আর বলবত থাকেনা। গানটা আমাদের জাতীয় সংগীত হলেও এখন বিশ্বের যে কেউই এর ব্যবহার করতে পারবেন। কথাগুলি দিয়ে নতুন করে সুরও করতে পারবেন। ওরা যা করেছে তাতে আমাদের বলার আসলেই কিছু নেই। ওদের সম্পূর্ন অধিকার আছে।

আর গানটা রবীন্দ্রনাথ কখন, কোন পরিস্থিতিতে এবং কি কারনে লিখেছিলেন জানেন তো ??!! সম্পূর্ন সম্মানের সাথেই বলছি যেখানে দেশের নামই নেই সেই গান আমাদের পূর্বপুরুষরা কেন জাতীয় সংগীত হিসেবে বেছে নিয়েছিলেন, আমার কাছে আশ্চর্য লাগে।

২৩ শে মার্চ, ২০১৩ রাত ২:৪৪

পাগলা আজিজ বলেছেন: আচ্ছা, আপনি আমাকে বলেন তো ভারত, আমেরিকা কিংবা রাশিয়ার জাতীয় সংগীত কোন প্রেক্ষিতে রচিত হয়েছিল?

১২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৯

সাদ আরেফিন বলেছেন: আপনাগো নুনু তে আগুন লাগল কেন ?? বুঝলাম না। ক্ষ তো রবীন্দ্র সঙ্গীত গাইসে । হেতি তো কয় না যে জাতীয় সঙ্গীত গাইতাসি। আর গান ডা তো খারাপ ও গায় নাই । জাতীয় সঙ্গীত হইলে প্রথম ১০ চরন গাইত । গায় নাই যখন এইডা জাতীয় না রবীন্দ্র সঙ্গীত ।

২৩ শে মার্চ, ২০১৩ রাত ২:৩৯

পাগলা আজিজ বলেছেন: "ক্ষ" যে এটাকে জাতীয় সংগীত হিসেবে গেয়েছে এটা অনেক আগেই প্রমাণ করা হয়ে গেছে। আপনে লেট লতিফ।

দুনিয়া ঘুইরা-ফিরা দেখার চেষ্টা করেন। সারা দিন জেগে থেকে ঘুমালে হবে না।

১৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৬

মেটাল বলেছেন: শুনেন , আপনি হয়ত বুঝেন না র‍্যাপ কি জিনিষ , অথবা "ক্ষ"-এর সেই গান আপনি শুনেন নাই । আপনি কি বলতে পারেন যে, "ক্ষ" কোন জায়গার গানটির সুর বিকৃত করেছে বা লিরিক চেঞ্জ করসে????? বা আপনি কি জানেন র‍্যাপ কিভাবে হয় ??? আপানার পোস্টেই দেখলাম , সোহিনী এত উল্টা - পাল্টা কথা বার্তা বলসে । সত্য কি মিথ্যা জানি না । যদি সত্য হয় তাহলে সে অবশ্যই ঘৃণার যোগ্য । এখন গানটা কি জাতীয় সঙ্গীত নাকি রবীন্দ্র সঙ্গীত সে তর্ক করব না । অনেক তর্ক হইসে । কিন্ত আপনি জিনিসটাকে যেভাবে পেশ করছেন , মনে হচ্ছে এই গান নিয়ে যা ইচ্ছা তা করা যাবে । আপনি ভুল করছেন । আপনি তাদের ঔদ্ধত্য দেখে অবাক হন , কেউ তাদের দেশদ্রোহী বলে । বলুন , আপনি জাতীয় সঙ্গীতকে ভালবাসেন এই জন্যই এত ক্ষেপা । কিন্তু আপনি কি বলবেন যে , মেয়েটি গান খারাপ গেয়েছে বা গানটিকে নষ্ট করে দিসে , জার বদলে আপনি র‍্যাপ ভার্সন বানাতে চান ।

২৩ শে মার্চ, ২০১৩ রাত ২:৪২

পাগলা আজিজ বলেছেন: এই ব্যাপারে আমার আগে করা একটি পোস্টে বিস্তারিত বলেছি।

১৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৪৬

স্বাধীন শোয়েব বলেছেন: এখন থেকে প্রাইমারী স্কুলে প্যারেডের সময় জাতীয় সঙ্গীত গাইতে গেলে ীন্দ্র সঙ্গীত োদ্ধা হতে হবে। শুনেন ভাই ধমরে যখন মানুষের উপর চাপিয়ে দেয়া হয়, তখন সেটা আর ধর্ম থাকেনা। জাতীয় সঙ্গীত এর ব্যাপার তাও সেরকম হয়ে গেছে।

ধুর শালা গাইলাম না জাতীয় সঙ্গীত। ক্যানান না গাইলে কি বুকে দেশপ্রেম থাকেনা?

১৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৫৯

রাফা বলেছেন: সেটাই ,আমি চিন্তা করছি ২১শে ফেব্রুয়ারীর প্রভাত ফেরীর গানের একটা ডিসকো ভার্সন করবো ।আপনারা সবাই হাত তুলে সমর্থন জানান।

২৩ শে মার্চ, ২০১৩ রাত ২:৪০

পাগলা আজিজ বলেছেন: চলেন, এখনই শুরু করি কাজটা। আগামী বছর একুশে ফেব্রুয়ারীতে ছাড়া হবে বাজারে।

১৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:০৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
পোষ্টে র‍্যাপ ভার্শানটা ভাল লাগল না।

হাসান মাহবুবের কমেন্টে প্লাস।

১৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৭

আমি মুখতার বলেছেন: আরে ভাই, আমগো দেশের চুষিলরা আজ ক্ষ এর পক্ষে। সো আমরা আবাল্রা জতই ঘেউ ঘেউ করি না কেন, কিছুই হবে না। কারণ চুষিলরা হল হ্যামিলিওনের বাশিওয়ালা। অরা যেদিকে যাবে, মানুষও সেইদিকে যাবে।

২৩ শে মার্চ, ২০১৩ রাত ২:৩৯

পাগলা আজিজ বলেছেন: ঠিক কইছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.