![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু কিছু আঁতেল আছে যারা সব সময় বলে, "হায় হায় !! দেশ ধ্বংস হয়ে যাচ্ছে !!", "দেশে চাকরি নাই", "দেশে খালি বেকারের সংখ্যা বাড়তেছেই", "চায়নিজ আসলে দেশের জন্য ভাল হবে", "বিম্পি আসলে দেশের জন্য ভাল হবে"। কিন্তু আসলে এই সব গর্দভেরা কখনোই তাদের কথার পক্ষে যুক্তি দেখাতে পারে না বা প্রমাণ দেখাতে পারে না। শুধুই চায়নিজের মত হাম্বা হাম্বা করে চিল্লাতে পারে।
এখানে আমি একটি পরিসংখ্যান দিচ্ছি। এই পরিসংখ্যান দেখাচ্ছে বাংলাদেশে বেকারত্বের হার মাত্র ৫% যা কিনা আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, জার্মানি, রাশিয়া, স্পেন, ইটালি, লুক্সেমবার্গ, ডেনমার্ক, সুইডেন, ফ্রান্স, আয়ারল্যান্ড প্রভৃতি আমেরিকান এবং ইউরোপিয়ান দেশের তুলনায়ও কম। কম দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড থেকেও !! দক্ষিণ এশিয়াতে বাংলাদেশের তুলনায় বেকারত্ব শুধুমাত্র কম শ্রীলংকাতে (৪.২%)। এই পরিসংখ্যানটি CIA Worldbook তৈরি করেছে।
সুতরাং, ভাই-বেরাদররা আঁতেলের মত কথা না বলে একটু পরিসংখ্যান দেখে কথা বলুন। লিংকে গিয়ে দেখুন বাংলাদেশের অবস্থান কতটা ভাল অবস্থানে আছে।
সময় আছে, লাইনে আসেন।
এই হল লিংক- http://www.indexmundi.com/g/r.aspx?v=74
০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩০
পাগলা আজিজ বলেছেন: তো। দেখান আপনার সেই পরিসংখ্যান।
২| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ৯:২৪
উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: তো, তাহলে তো ভাই দেশ এখন উন্নতির জোয়ারে ভেসে যাওয়ার কথা। আমাদের দুর্ভাগ্য আমাদের চোখের সামনে এমন প্রলয়ঙ্কারী উন্নতির জলোচ্ছ্বাস হচ্ছে অথচ আমরা টেরই পাচ্ছি না।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩১
পাগলা আজিজ বলেছেন: দুর্ভিক্ষ, মঙ্গা হইলে টের পেতেন। হয় না তো, টের পাবেন কেমনে?
©somewhere in net ltd.
১|
০৫ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৫৭
নাহিদ তামিম বলেছেন: হাসাইলেন!!!!!!
বাংলাদেশের আবার পরিগসংখান। আমাদের পরিসংখান অন লযায়ী দেশে ড্রাইভিং লাইসেন্স আছে ১৪কোটি ৫০ লাখ আর গাড়ির সংখা ১৮ কোটি। আর আদমসুমারি অনুযায়ী লোক সংখ্যা প্রায় ১৬ কোটি।