নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজাকার দূরে থাক। পাগল চ্যাতলে খবর আছে কইলাম !!

নিজেকেই নিজে এখনো জানতে পারলাম না !!

পাগলা আজিজ

পাগলা আজিজ › বিস্তারিত পোস্টঃ

=সমুদ্রস্নানে ব্যক্তিগত সতর্কতা: জেনে রাখুন, কাজে লাগবে=

১৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৪৭

সমুদ্রস্নান করতে গিয়ে দুর্ঘটনা ঘটার ক্ষেত্রে অপর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা যেমন দায়ী, ব্যক্তিগত অসতর্কতাও তেমনই দায়ী। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সরকারকে অবশ্যই এগিয়ে আসা উচিৎ। নিরাপত্তা ব্যবস্থা যেমনই হোক ব্যক্তিগত সতর্কতা থাকলে দুর্ঘটনা অনেকাংশেই কমানো যায়। ব্যক্তিগত সতর্কতামূলক ব্যবস্থাগুলো হতে পারে এমন:



১) সাগরে নামার আগে অবশ্যই স্থানীয়দের কাছে জোয়ার-ভাটার সময় জিজ্ঞাসা করে নিতে হবে। ঢেউয়ের উন্মত্ততা দেখেও জোয়ার-ভাটা বুঝা যেতে পারে।



২) সাগরে সাধারণত ভাটার সময় সময় নামা যায় না। জোয়ারের সময় হলেও যদি সাগরের কোন পাশে মানুষজনকে গোসল করতে না দেখা যায় তাহলে সেই পাশ দিয়ে কখনই নামা যাবে না। মানুষজন না থাকলে ধরেই নিতে হবে এ পাশটাতে ঘাপলা আছে। জনমানুষের ভিড় এড়িয়ে একা একা পানিতে নামা বা বালুচরে হাঁটার লোভ সামলাতে হবে।



৩) সাগরতীরে যেখানটাতে ত্রিকোণের মত সৃষ্টি হয়েছে ওই পাশটা অবশ্যই এড়িয়ে চলতে হবে।



৪) বিচে ফুটবল খেলতে গিয়ে বল দূরে চলে গেলে অর্থাৎ মানুষের আনাগোনা নেই এমন জায়গায় চলে গেলে সেই বলটির মায়া ত্যাগ করতে হবে অর্থাৎ, ফিরিয়ে আনতে যাওয়া যাবে না।



৫) আর সাঁতার না জানলে তো নামাই উচিৎ না।



সমুদ্রে গেলে এই ব্যাপারগুলো অবশ্যই মাথায় রাখবেন। ভালভাবে ফিরে আসার নিশ্চয়তা অনেকাংশেই পাবেন।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১:০৩

সোজা কথা বলেছেন: সচেতনতা সৃষ্টির জন্য ধন্যবাদ ভাই।

২| ১৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:১৫

ঢাকাবাসী বলেছেন: বাংলাদেশ ছাড়া পৃথিবীর সব দেশের বীচে বহু রকমের সতর্কতা বানী আর ব্যাবস্হা নেয়া থাকে। ব্যাতিক্রম বাংলাদেশ!! আমাদের নৌমন্তনালয় তথা সরকার ব্যাস্ত্ গার্মেন্টস শ্রমিকদের নিয়া বা ট্রাকড্রাইভারদের নিয়ে , শত কোটি টাকা খরচ করে লাখো মানুষের গান গাওয়া বা আরো অপ্রয়োজনীয় হাবিজাবি নিয়ে!!

৩| ১৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫৮

আমিনুর রহমান বলেছেন:




সচেতনতা সৃষ্টির জন্য ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.