![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজেকে নিয়ে গবেষণা চলছে । জানলে জানাব ।
হলদে পাখির সাথে আমাদের প্রায় সবারই পরিচয় আছে । ( শুধু শহুরে যারা প্রশ্ন করে, '' ধান গাছে তক্তা হয় কিনা জানতে চেয়ে । তাদের ছাড়া ) । কিন্তু এই হলদে পাখি সম্পর্কে একটি মজার ঘটনা আছে ।
কিছুটা এমনঃ
ছেলে শহরে চাকরি করে । মাসে দু কি একবার বাড়িতে আসে । তো এমনই একবার বাড়িতে এসে পছন্দ হয়ে যায় গ্রামের একটি দরিদ্র মেয়েকে । সে তার মাকে সেই মেয়ের সম্পর্কে জিজ্ঞেস করে । মা তো ঐ মেয়ে বিয়ে করাতে নারাজ । মেয়ে দেখতে চমৎকার হলে কি হবে । পন যে পাওয়া যাবে না । ছেলের পিছু কত টাকাই না খরচা হয়ে গেছে । এখন যদি বিয়ে করিয়ে তার কিছুটা ঘরে তুলতে না পারে ।তবে যে অনেক বড় লোকসান হয়ে যাবে ।
ছেলে যৌতুক নিতে নারাজ । মেয়ে তার খুব বেশি ভাল লেগেছে । সে তার মাকে অনেক বুঝিয়ে শুনিয়ে রাজি করালো বিয়ের জন্য । মা শেষে নাকি জেদ করতে গিয়ে ছেলে হাত ছাড়া হয় ! সেই ভয়ে রাজি হয়ে গেলেন ।
বিয়ের দু'দিন পর ছেলে বৌকে বলে গেল , '' এক সপ্তাহ পর ফিরে আসব । ''
এদিকে শাশুড়ি বোউকে ভিসন জ্বালাতন করতে লাগলেন । একদিন সকালে বৌয়ের কাছে শাশুড়ি কিছু একটা চাচ্ছিলেন । বৌ শুনতে পায়নি । শাশুড়ি রেগে ছাই খুচানি ( লাকড়ির চুলায় কিছুক্ষণ পর-পর নাড়া দেওয়ার জন্য লাঠি ) দিয়ে বারি দেয় । বৌ পাখি হয়ে উরে যায় । যাওয়ার সময় বলে, '' চোখ গেল, চোখ গেল...।''
সেই থেকে নাকি এই পাখির ডাক হয়ে গেছে, '' চোখ গেল, চোখ গেল...।''
©somewhere in net ltd.