![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঐশী রহমানকে তার বাবা মাসে মাসে লক্ষ লক্ষ টাকা হাত খরচ দিতেন। তার ফল কী হয়েছে, তা এদেশের মানুষ জানে। কিন্তু ঐশী এবং তার বাবা-মায়ের এই করুণ পরিণতি সম্পর্কে আমাদের সমাজ খুব একটা শিক্ষা নিয়েছে বা নিতে পারবে তা আশা করা ঠিক না। আর সেটা যে সম্ভবও না, তা বোঝা যায় এই ঢাকা শহরের অভিজাত হোটেল-রেস্তোরাঁয় প্রতিদিনের আড্ডা আর ডিজে পার্টির বহর দেখলেই। আমাদের দেশের অঢেল সম্পদের মালিকরা তাদের সন্তানদের সীমাহীন হাত খরচ দিয়েই সম্ভবত নিজেদের স্ট্যাটাস বাড়ানো বা রক্ষা করার কথা ভেবে রেখেছেন!
কিন্তু আজ ফেসবুকের একটি পেইজে পেলাম বিশ্বব্যাপী খ্যাতি সম্পন্ন এক পিতা ক্যামেরন হ্যারল্ড-এর গল্প। তিনি তার সন্তানদের হাত খরচ দেন না, বরং বিভিন্ন কাজের বিনিময়ে তাদের বেতন দেন। অথচ এই পিতার সম্পদের পরিমাণ আমাদের দেশের কয়েকশ বড় বড় ব্যবসায়ীর সম্পদের যোগফলের চেয়ে বেশি! তার এই গল্পটা শুনুন তার নিজের ভাষায় -
‘হাতখরচ শিশুদের একটি বাজে ব্যাপারে অভ্যস্ত করে তোলে। এটি তাদের ‘বেতন’ আশা করতে শেখায়। একজন উদ্যোক্তা কখনো নির্দিষ্ট অঙ্কের বেতনের পেছনে ছোটেন না। আমার তিন ছেলেমেয়ে। আমি তাদের বলি বাড়িতে কোথাও কিছু ঠিকঠাক করা বা গোছানোর দরকার আছে কি না, তা খুঁজে বের করতে। তারা আমাকে এসে জানায়। তারপর আমরা আলোচনা করে ঠিক করি, কোনো একটি নির্দিষ্ট কাজের জন্য তাদের আমি কত পারিশ্রমিক দিতে পারি! হ্যাঁ, মাঝেমধ্যে আমরা দর-কষাকষিও করি! কিন্তু এতে তাদেরই উপকার হয়। তারা চারপাশ থেকে সুযোগ খুঁজে নিতে শেখে, নিজের কাজ নিজেই করতে শেখে। এ ছাড়া কীভাবে কাজের যথাযথ দাম আদায় করতে হয়, তা-ও শিখে নেয়।’
০১ লা মার্চ, ২০১৪ দুপুর ১২:২৮
পাহাড়ীয়া বলেছেন: ঠিক বলেছেন, কিন্তু বড় হয়ে কেউ জন্মায় না, তারা চর্চার মাধ্যমেই বড় হন
২| ০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৩:২২
বনসাই বলেছেন: ঐশী রহমান এর বাবার লক্ষ লক্ষ টাকা অসৎ উপার্জনের অংশ, সেখান থেকে ভালো কিছু হবে সেটা আশা করা বৃথা। হয়েছেও তাই। ওই টাকায় বহু সাধারণ মানুষের অসহায়ত্বের বেদনা লুকিয়ে আছে।
০১ লা মার্চ, ২০১৪ রাত ৮:৪৫
পাহাড়ীয়া বলেছেন: আপনি ঠিকই বলেছেন, সে জন্য ধন্যবাদ। তবে সৎ টাকা হলেও সেখান থেকে লক্ষ লক্ষ টাকা সন্তানকে হাত খরচের জন্য দেওয়া ঠিক হতো?
©somewhere in net ltd.
১|
০১ লা মার্চ, ২০১৪ দুপুর ১২:২৬
মুদ্দাকির বলেছেন: বড় মানুষের বড় চিন্তা